২০১৭ ফেডারেশন কাপ (বাংলাদেশ)

২০১৭ ফেডারেশন কাপ বা ওয়ালটন ২০১৭ ফেডারেশন কাপ ছিলো ফেডারেশন কাপের ২৯তম আসর। ঢাকা আবাহনী ছিলো পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন দল। মোট ১২টি দল এতে অংশগ্রহণ করে।

২০১৭ ফেডারেশন কাপ
ওয়ালটন ফেডারেশন কাপ ২০১৭
দেশবাংলাদেশ বাংলাদেশ
তারিখ১৩ মে - ৬ জুন ২০১৭
দল১২
চ্যাম্পিয়নঢাকা আবাহনী
রানার্স-আপচট্টগ্রাম আবাহনী
ম্যাচ খেলেছে১৯
গোল সংখ্যা৪০ (ম্যাচ প্রতি ২.১১টি)
শীর্ষ গোলদাতানাইজেরিয়া এমেকা ডার্রলিংটন
(ঢাকা আবাহনী, ৩টি গোল)
সেরা খেলোয়াড়বাংলাদেশ ইমন মাহমুদ বাবু
(ঢাকা আবাহনী)

মাঠ

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়।

ঢাকা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৬,০০০

গ্রুপ পর্ব

১২ টি দল ৪ টি গ্রুপে ভাগ হয়ে খেলেছে। যার মধ্যে প্রতি গ্রুপ থেকে শীর্ষ ২ দল কোয়ার্টার ফাইনাল খেলেছে।

গ্রুপ এ

অবস্থান দল খে জয় ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট
ঢাকা আবাহনী ()+১
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ()
সাইফ স্পোর্টিং ক্লাব-২
  • উৎস=https://bff.com.bd
  • =পরের রাউন্ডের জন্য উত্তীর্ণ
ঢাকা আবাহনী১-১সাইফ স্পোর্টিং ক্লাব
এমেকা ডার্লিংটন গোল ৪৫+২' মোহাম্মদ ইব্রাহিম গোল ৬৯'

গ্রুপ বি

অবস্থান দল খে জয় ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ()+৩
শেখ রাসেল ক্রীড়া চক্র ()+৩
ফরাশগঞ্জ এসসি-৬
  • উৎস=https://bff.com.bd
  • =পরের রাউন্ডের জন্য উত্তীর্ণ
শেখ জামাল ধানমন্ডি ক্লাব৩-০ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব
মোমোদোউ বাহ্ গোল ১১'(পেনাল্টি)
নুরুল আবসার গোল ৪৭'
সোহেল মিয়া গোল ৯০'
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব০-৩শেখ রাসেল ক্রীড়া চক্র
দাউদা সিজে গোল ৩২'
অরুপ কুমার বৈদ্য গোল ৩৯'
আমিনুর রহমান সজিব গোল ৫৩'

গ্রুপ সি

অবস্থান দল খে জয় ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট
চট্টগ্রাম আবাহনী ()+২
ঢাকা মোহামেডান ()+০
আরামবাগ ক্রীড়া সংঘ-২
  • উৎস=https://bff.com.bd
  • =পরের রাউন্ডের জন্য উত্তীর্ণ
চট্টগ্রাম আবাহনী২-১ঢাকা মোহামেডান
ওলাদিপো গোল ৩৬'
কৌশিক বড়ুয়া গোল ৫৬'
তকলিস আহমেদ গোল ৭৪'
ঢাকা মোহামেডান২-১আরামবাগ ক্রীড়া সংঘ
তকলিস আহমেদ গোল ৩৫'
এনকোচা কিংসলে চিকোচি গোল ৬৬'
রবিউল হাসান গোল ১৩'
আরামবাগ ক্রীড়া সংঘ১-২চট্টগ্রাম আবাহনী
ইকাঙ্গা গোল ৩৭' ওলাদিপো গোল ৩৪'
এলিসন গোল ৬১'

গ্রুপ ডি

অবস্থান দল খে জয় ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট
রহমতগঞ্জ এমএফএস ()+৩
ব্রাদার্স ইউনিয়ন ()+০
বিজেএমসি দল-৩
  • উৎস=https://bff.com.bd
  • =পরের রাউন্ডের জন্য উত্তীর্ণ
ব্রাদার্স ইউনিয়ন১-১বিজেএমসি দল
সিয়ো জুনাপিও গোল ৪৮' স্টিভ থমাসগোল ৬৯' (পেনাল্টি)
বিজেএমসি দল০-৩রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি
মানডে ওসাজি গোল ১৯'
ফয়সাল আহমেদ গোল ৩১'
রাশেদুল ইসলাম শুভগোল ৮৫'

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনাল ১

কোয়ার্টার ফাইনাল ২

চট্টগ্রাম আবাহনী১ (৪)-(২) ১শেখ রাসেল ক্রীড়া চক্র
জাহিদ হোসেন গোল ১৩' মেহেবুব হাসান নয়ন গোল ১০'

কোয়ার্টার ফাইনাল ৩

ঢাকা আবাহনী২-১ব্রাদার্স ইউনিয়ন
নাবিব নেওয়াজ জীবন গোল ৪৩'
রুবেল মিয়া গোল ৭৯'
সিয়ো জুনাপিও গোল ৯০+৩'

কোয়ার্টার ফাইনাল ৪

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি৩-১মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
শাহরান হাওলাদার গোল ৩২', ৬৯'
ইসমাঈল বাঙ্গুরা গোল ৬৩'
মতিউর রহমানগোল ৯০+৪'

সেমি ফাইনাল

সেমি ফাইনাল ১

সেমি ফাইনাল ২

শেখ জামাল ধানমন্ডি ক্লাব০-১ঢাকা আবাহনী
এমেকা ডার্লিংটন গোল ৬৬'

ফাইনাল

চট্টগ্রাম আবাহনী১-৩ঢাকা আবাহনী
এলিসনগোল ৮২' (পেনাল্টি) নাবীব নেওয়াজ জীবন গোল ৩৬'
ইমন মাহমুদ বাবু গোল ৪৫+২'
এমেকা ডার্লিংটন গোল ৪৮'

শীর্ষ গোলদাতা

সেরা ৮

স্থান নাম ক্লাব গোল
১. নাইজেরিয়া এমেকা ডার্লিংটন ঢাকা আবাহনী
২. বাংলাদেশ নাবীব নেওয়াজ জীবন ঢাকা আবাহনী
৩. বাংলাদেশ রুবেল মিয়া ঢাকা আবাহনী
৪. বাংলাদেশ তকলিস আহমেদ ঢাকা মোহামেডান
৫. বাংলাদেশ শাহরান হাওলাদার রহমতগঞ্জ এমএফএস
৬. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জুনাপিও ব্রাদার্স ইউনিয়ন
৭. নাইজেরিয়া এলিসন চট্টগ্রাম আবাহনী
৮. জাম্বিয়া ওলাদিপো চট্টগ্রাম আবাহনী

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.