২০১৬ হংকং ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
হংকং জাতীয় ক্রিকেট দল দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য স্কটল্যান্ড সফর করে, যা সেপ্টেম্বর ২০১৬-এ অনুষ্ঠিত হয়।
২০১৬ হংকং ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর | |||
---|---|---|---|
স্কটল্যান্ড | হংকং | ||
তারিখ | ৮ সেপ্টেম্বর ২০১৬ – ১০ সেপ্টেম্বর ২০১৬ | ||
অধিনায়ক | প্রিস্টন মমসেন | বাবর হায়াত | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে স্কটল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ক্যালাম ম্যাকলিওড (১৩০) | নিজাকাত খান (৮৩) | |
সর্বাধিক উইকেট |
ক্রিস সোল (৪) কন ডি ল্যাঞ্জ (৪) |
এহসান খান (৩) আইজাজ খান (৩) |
দলীয় সদস্য
স্কটল্যান্ড | হংকং |
---|---|
|
|
ওডিআই সিরিজ
১ম ওডিআই
৮ সেপ্টেম্বর ২০১৬ |
ব |
||
- হংকং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ম্যাচের শুরুটি বৃষ্টিপাতের কারণে সাড়ে পাঁচ ঘণ্টা দেরি হয়ে যায় এবং খেলাটি প্রতি পাশের ২১ ওভারে নামিয়ে আনে।
- স্কটল্যান্ডের ইনিংসের প্রথম দিকে বৃষ্টির আরও দেরি খেলাটি প্রতি পাশের ২০ ওভারে নামিয়ে আনে।
- এহসান খান, শহীদ ওয়াসিফ, তানভীর আহমেদ (হংকং) ও মার্ক ওয়াট (স্কটল্যান্ড) সব তার ওডিআই অভিষেক হয়।
- মাঠের কোনও ফ্লাডলাইট না থাকায় ম্যাচটি খারাপ আলোর কারণে পরিত্যক্ত হয়েছিল।
২য় ওডিআই
১০ সেপ্টেম্বর ২০১৬ |
ব |
||
- স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.