২০১৬ ফেডারেশন কাপ (বাংলাদেশ)
২০১৬ ফেডারেশন কাপ (স্পন্সরশিপের কারণে ওয়াল্টন ফেডারেশন কাপ নামে পরিচিত) ছিল বাংলাদেশী ফেডারেশন কাপের ২৮তম আসর। প্রতিযোগিতায় ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ১০ জুন ২০১৬ তারিখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির খেলার মাধ্যমে শুরু হয় এবং ২৬ জুন খেলা শেষ হয়, যাতে ঢাকা আবাহনী ১ - ০ গোলে শেখ মনি আরামবাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ওয়াল্টন ফেডারেশন কাপ ২০১৬ | |
দেশ | বাংলাদেশ |
---|---|
তারিখ | ১০ - ২৬ জুন ২০১৬ |
দল | ১২ |
চ্যাম্পিয়ন | ঢাকা আবাহনী |
রানার্স-আপ | আরামবাগ ক্রীড়া সংঘ |
ম্যাচ খেলেছে | ১৯ |
গোল সংখ্যা | ৪৮ (ম্যাচ প্রতি ২.৫৩টি) |
শীর্ষ গোলদাতা | কেস্টেন আকন (৪টি গোল) |
সেরা খেলোয়াড় | সানডে চিজোবা |
← ২০১৫ ২০১৭ → |
মাঠ
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়।
ঢাকা | |
---|---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ৩৬,০০০ | |
গ্রুপ পর্ব
গ্রুপ এ
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | আরামবাগ ক্রীড়া সংঘ (A) | ২ | ১ | ১ | ০ | ২ | ১ | +১ | ৪ |
২ | ঢাকা আবাহনী (A) | ২ | ১ | ০ | ১ | ১ | ১ | ০ | ৩ |
৩ | ফেনী সকার ক্লাব | ২ | ০ | ১ | ১ | ১ | ২ | −১ | ১ |
ঢাকা আবাহনী | ০-১ | আরামবাগ ক্রীড়া সংঘ |
---|---|---|
২৫' মোহাম্মদ আব্দুল্লাহ |
ফেনী সকার ক্লাব | ১-১ | আরামবাগ ক্রীড়া সংঘ |
---|---|---|
আকবর হোসেন রিদন ৯০+২' (পে.) | ৯০' কেস্টার আকন |
ঢাকা আবাহনী | ১-০ | ফেনী সকার ক্লাব |
---|---|---|
লী টাক ১' |
গ্রুপ বি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শেখ রাসেল ক্রীড়া চক্র (A) | ২ | ১ | ১ | ০ | ৪ | ১ | +৩ | ৪ |
২ | মুক্তিযোদ্ধা সংসদ (A) | ২ | ১ | ০ | ১ | ১ | ৩ | −২ | ৩ |
৩ | চট্টগ্রাম আবাহনী | ২ | ০ | ১ | ১ | ১ | ২ | −১ | ১ |
শেখ রাসেল ক্রীড়া চক্র | ১-১ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
জেন জুলেস ইকাঙ্গা ৪৫+২' | ৫' মোহাম্মদ ইব্রাহীম |
মুক্তিযোদ্ধা সংসদ | ১-০ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
মোহাম্মদ রবিন ৮১' |
শেখ রাসেল ক্রীড়া চক্র | ৩-০ | মুক্তিযোদ্ধা সংসদ |
---|---|---|
জেন জুলেস ইকাঙ্গা ২৯' শহিদুল আলম শহিদ ৩২' পাউল এমিলি বিয়াগা ৪৩' |
গ্রুপ সি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ব্রাদার্স ইউনিয়ন (A) | ২ | ২ | ০ | ০ | ৩ | ১ | +২ | ৬ |
২ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব (A) | ২ | ১ | ০ | ১ | ৭ | ৪ | +৩ | ৩ |
৩ | উত্তর বারিধারা | ২ | ০ | ০ | ২ | ২ | ৭ | −৫ | ০ |
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ৬-২ | উত্তর বারিধারা |
---|---|---|
ল্যান্ডিং দারবো ২৩', ৪৭', ৬৪' ওয়েডসন আনসেলমে ৩০' এনামুল হক ৫৫' ইয়েসিন খান ৯০+২' |
৫৪' (পে.) খালেকুজ্জামান সবুজ ৭০' রোহিত সরকার |
ব্রাদার্স ইউনিয়ন | ১-০ | উত্তর বারিধারা |
---|---|---|
এনকোচা কিংসলে ৩১' (পে.) |
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ১-২ | ব্রাদার্স ইউনিয়ন |
---|---|---|
ইয়েসিন খান ৭১' | ৮২', ৮৪' ওয়ালসন অগাস্টিন |
গ্রুপ ডি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | টিম বিজেএমসি (A) | ২ | ১ | ১ | ০ | ৩ | ২ | +১ | ৪ |
২ | রহমতগঞ্জ এম.এফ.এস (A) | ২ | ০ | ২ | ০ | ৩ | ৩ | ০ | ২ |
৩ | ঢাকা মোহামেডান | ২ | ০ | ১ | ১ | ৩ | ৪ | −১ | ১ |
ঢাকা মোহামেডান | ২-২ | রহমতগঞ্জ এম.এফ.এস |
---|---|---|
ইসমাইল বাঙ্গুরা ৬৩' শাহেদ হোসেন ৬৯' |
৩', ৮০' জুনাপিও সিয়ো |
টিম বিজেএমসি | ১-১ | রহমতগঞ্জ এম.এফ.এস |
---|---|---|
স্যামসন ইলিয়াসু ৬৪' | ৯০' রফিকুর রহমান মামুন |
ঢাকা মোহামেডান | ১-২ | টিম বিজেএমসি |
---|---|---|
এহসানুল হক মিলন ৬৭' | ৩৩', ৮৩' মেহেদী হাসান তপু |
নকআউট পর্ব
বন্ধনী
কোয়ার্টার ফাইনাল
আরামবাগ ক্রীড়া সংঘ | ২-২ (অ.স.প.) | শেখ জামাল ধানমন্ডি ক্লাব |
---|---|---|
ইয়কো সামনিক স্টিভ টমাস ৬১' কেস্টেন আকন ৬৯' |
প্রতিবেদন | মোহাম্মদ লিংকন ৪২' ওয়েডসন আনসেলমে ৪৫+১' |
পেনাল্টি | ||
স্টিভ টমাস ইউসুফ ইসসা পলাশ আবদুল হামিদ খান ভেশনে কেস্টেন আকন মনসুর আমিন |
৫–৪ | ইমেকা অনুহা ওয়েডসন আনসেলমে এনামুল হক ইয়েসিন খান ল্যান্ডিং দারবো কেষ্ট কুমার বোস |
শেখ রাসেল ক্রীড়া চক্র | ১-০ (অ.স.প.) | রহমতগঞ্জ এমএফএস |
---|---|---|
পল এমিলে বিয়াগা ১০১' | প্রতিবেদন |
ব্রাদার্স ইউনিয়ন | ১-২ | ঢাকা আবাহনী |
---|---|---|
ওয়ালসন অগাস্টিন ৩৬' | প্রতিবেদন | জুয়েল রানা ৬৯' সানডে চিজোবা ৮০' |
টিম বিজেএমসি | ১-০ | মুক্তিযোদ্ধা সংসদ |
---|---|---|
মেহেদি হাসান তপু ৯০+৪' | প্রতিবেদন |
সেমি ফাইনাল
আরামবাগ ক্রীড়া সংঘ | ৩-১ | টিম বিজেএমসি |
---|---|---|
কেস্টেন আকন ৬৪' (পে.), ৬৯' জাফর ইকবাল ৯০+৪' |
প্রতিবেদন | জাকির হোসাইন জিকু ৩৮' |
শেখ রাসেল ক্রীড়া চক্র | ১-২ | ঢাকা আবাহনী |
---|---|---|
রুম্মান ৬৪' | প্রতিবেদন | ক্যামারা সারবা ৪' সানডে চিজোবা ৬৯' |
ফাইনাল
আরামবাগ ক্রীড়া সংঘ | ০-১ | ঢাকা আবাহনী |
---|---|---|
প্রতিবেদন | লী টাক ১১' |
রেফারি: জালাল উদ্দিন
শীর্ষ গোলদাতা
নং | নাম | ক্লাব | গোল |
---|---|---|---|
১. | কেস্টেন আকন | আরামবাগ ক্রীড়া সংঘ | ৪ |
২. | মেহেদী হাসান তপু | টিম বিজেএমসি | ৩ |
৩. | ল্যান্ডিং দারবো | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ৩ |
৪. | ওয়ালসন অগাস্টিন | ব্রাদার্স ইউনিয়ন | ৩ |
৫. | ইয়েসিন খান | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২ |
আরও দেখুন
- ২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল
- বাংলাদেশ সুপার লীগ
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- bff.com.bd (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.