২০১৬ নিউজিল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করে, যা আগস্ট ২০১৬ -এ অনুষ্ঠিত হয়। [1]

২০১৬ নিউজিল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড
তারিখ ১৯ আগস্ট ২০১৬ – ৩১ আগস্ট ২০১৬
অধিনায়ক ফাফ দু প্লেসিস কেন উইলিয়ামসন
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কুইন্টন ডি কক (১৬৫) হেনরি নিকোলস (১১২)
সর্বাধিক উইকেট ডেল স্টেইন (১০) নিল ওয়াগনার (৯)

দলীয় সদস্য

 দক্ষিণ আফ্রিকা  নিউজিল্যান্ড

টেস্ট সিরিজ

১ম টেস্ট

১৯–২৩ আগস্ট ২০১৬
২৬৩ (৮৭.৪ ওভার)
হাশিম আমলা ৫৩ (৭১)
নিল ওয়াগনার ৩/৪৭ (১৫ ওভার)
১৫/২ (১২ ওভার)
মার্টিন গাপটিল ৭ (২৩)
ডেল স্টেইন ২/৩ (৬ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • খারাপ আলো ১ দিন শেষে খেলা বন্ধ করে দিয়েছে।
  • ২য় দিন দুপুরের খাবারের পরে বৃষ্টি আর খেলা সম্ভব হয়নি।
  • ভেজা আউটফিল্ডের কারণে ৩, ৪ এবং ৫ দিনে কোনও খেলা সম্ভব হয়নি।

২য় টেস্ট

২৭–৩১ আগস্ট ২০১৬
৪৮১/৮d (১৫৪ ওভার)
ফাফ দু প্লেসিস ১১২* (২৩৪)
নিল ওয়াগনার ৫/৮৬ (৩৯ ওভার)
২১৪ (৫৮.৩ ওভার)
কেন উইলিয়ামসন ৭৭ (১৩৩)
কাগিসো রাবাদা ১/৬২ (১৬.৩ ওভার)
১৩২/৭d (৪৭ ওভার)
কেন উইলিয়ামসন ৫০ (৪৩)
টিম সাউদি ৩/৪৬ (১৬ ওভার)
১৯৫ (৫৮.২ ওভার)
হেনরি নিকোলস ৭৬ (১৪০)
ডেল স্টেইন ৫/৩৩ (১৬.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ২০৪ রানে জয়ী
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তার এক ১,০০০তম রান করেছে।

তথ্যসূত্র

  1. "South Africa to tour Australia, New Zealand next season"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৫

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.