২০১৬ দক্ষিণ এশীয় গেমসে ভুটান
২০১৬ দক্ষিণ এশীয় গেমসে ভুটান ৮৭ জন প্রতিযোগি ২২টি ক্রীড়ায় দলগত ও ব্যক্তিগত পর্যায়ে অংশগ্রহণ করে। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের শিলং ও গুয়াহাটিতে অনুষ্ঠিত এ আসরে ভুটান ১ রৌপ্য সহ মোট ১৬ টি পদক অর্জন করে।
এশিয়ান গেমসে ভূটান | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||
২০১৬ দক্ষিণ এশীয় গেম্স | ||||||||||
প্রতিযোগী | ৮৭ জন | |||||||||
পদক Rank: ৮ |
স্বর্ণ ০ |
রৌপ্য ১ |
ব্রোঞ্জ ১৫ |
মোট ১৬ |
||||||
এশিয়ান গেমস ইতিহাস | ||||||||||
এশিয়ান গেমস | ||||||||||
|
||||||||||
এশিয়ান ইনডোর এবং মার্শাল আর্ট গেমস | ||||||||||
|
||||||||||
এশিয়ান বিচ গেমস | ||||||||||
|
||||||||||
এশিয়ান যুব গেমস | ||||||||||
|
||||||||||
দক্ষিণ এশীয় গেমস ইতিহাস | ||||||||||
দক্ষিণ এশীয় গেমস | ||||||||||
|
পদক তালিকা
ভুটান ১ রৌপ্য ও ১৫ টি ব্রোঞ্চ পদকসহ মোট ১৬ টি পদক অর্জন করে।[1]
ক্রীড়া | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | Rank |
---|---|---|---|---|---|
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 |
সর্বমোট | ০ | ১ | ১৫ | ১৬ | ৮ |
তথ্যসূত্র
- "Results: Medal Tally"। South Asian Games। ২০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.