২০১৬–১৭ আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর
আফগানিস্তান ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক সেপ্টেম্বর ও অক্টোবর, ২০১৬ সালে বাংলাদেশ সফর করে। এ সফরে দলটি বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিকে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[1][2] জিম্বাবুয়ের পর এ সফরটি আফগানিস্তানের পূর্ণাঙ্গ টেস্ট দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজরূপে বিবেচিত হয়। এছাড়াও, ২০০৮ সালে আয়ারল্যান্ডের সফরের পর সহযোগী দেশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো দ্বি-পক্ষীয় ওডিআই সিরিজ।[3] সবগুলো খেলাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
২০১৬-১৭ আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | আফগানিস্তান | ||
তারিখ | ২৫ সেপ্টেম্বর – ১ অক্টোবর, ২০১৬ | ||
অধিনায়ক | মাশরাফি বিন মর্তুজা | আসগর স্তানিকজাই | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | তামিম ইকবাল (২১৮) | রহমত শাহ (১০৭) | |
সর্বাধিক উইকেট | তাসকিন আহমেদ (৭) | রশীদ খান (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | তামিম ইকবাল (বাংলাদেশ) |
সিরিজ আরম্ভের পূর্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ বনাম আফগান একাদশের মধ্যে একটি ৫০-ওভারের প্রস্তুতিমূলক খেলা ফতুল্লায় আয়োজন করা হয়।[4] ঐ খেলায় আফগানিস্তান দল ৬৬ রানে জয় পায়।[5] সম্প্রচারস্বত্ত্বজনিত কারণে সিরিজটি রকেট ওডিআই সিরিজ নামে পরিচিতি পায়। এ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়লাভ করে।
দলীয় সদস্য
বাংলাদেশ[6] | আফগানিস্তান[7] |
---|---|
|
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক সন্দেহজনক বোলিং ভঙ্গীমার বিষয় থেকে অব্যহতি পাবার পর তাসকিন আহমেদকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়।[8] রুবেল হোসেনকে বাদ দেয়ার পর তৃতীয় ওডিআইয়ের জন্য মোশাররফ হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়।[9]
প্রস্তুতিমূলক খেলা
একদিনের: বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ ব আফগান একাদশ
২৩ সেপ্টেম্বর, ২০১৬ স্কোরকার্ড |
ব |
||
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ টসে জয়ী হয় ও ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- প্রতি দলে ১৭ জন খেলোয়াড় (১১ জন ব্যাটিং, ১১ জন ফিল্ডিং)।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নবীন-উল-হক (আফগানিস্তান) তার ওডিআই অভিষেক হয়।
- ওডিআইয়ে সাকিব আল হাসান বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন।[10]
২য় ওডিআই
ব |
||
- আফগানিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মোসাদ্দেক হোসেন (বাংলাদেশে) তার ওডিআই অভিষেক হয়।
- ওডিআইয়ে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে মোসাদ্দেক হোসেন তার প্রথম বলেই উইকেট পান।[11]
৩য় ওডিআই
ব |
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশ ১০০তম ওডিআই জয় করে।[12]
- বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ওডিআইয়ে সপ্তম শতক হাঁকান।[12]
পরিসংখ্যান
ওডিআই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[13] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
তামিম ইকবাল | বাংলাদেশ | ৩ | ৩ | ২১৮ | ৭২.৬৬ | ১১৮ | ১ | ১ |
মাহমুদুল্লাহ রিয়াদ | বাংলাদেশ | ৩ | ৩ | ১১৯ | ৫৯.৫০ | ৬২ | ০ | ১ |
রহমত শাহ | আফগানিস্তান | ৩ | ৩ | ১০৭ | ৩৫.৬৬ | ৭১ | ০ | ১ |
হাশমতুল্লাহ শাহিদী | আফগানিস্তান | ৩ | ৩ | ৮৬ | ২৮.৬৬ | ৭২ | ০ | ১ |
মোহাম্মাদ নবী | আফগানিস্তান | ৩ | ৩ | ৮২ | ২৭.৩৩ | ৪৯ | ০ | ০ |
বোলিং[14] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
রশীদ খান | আফগানিস্তান | ৩ | ৩০ | ৭ | ১৫.৮৫ | ৩/৩৫ | ০ | ০ |
তাসকিন আহমেদ | বাংলাদেশ | ৩ | ১৯.৪ | ৭ | ১৭.৪২ | ৪/৫৯ | ০ | ০ |
মোহাম্মাদ নবী | আফগানিস্তান | ৩ | ৩০ | ৬ | ১৬.১৬ | ২/১৬ | ০ | ০ |
সাকিব আল হাসান | বাংলাদেশ | ৩ | ২৬ | ৬ | ১৭.৮৩ | ৪/৪৭ | ০ | ০ |
মিরওয়াইজ আশরাফ | আফগানিস্তান | ৩ | ২৩ | ৫ | ২৩.৪০ | ২/২৩ | ০ | ০ |
সম্প্রচার ব্যবস্থা
নিম্নবর্ণিত দেশসমূহে এ সিরিজটি সরাসরি সম্প্রচারণ করা হয়:[15]
টেলিভিশন সম্প্রচার | দেশ |
---|---|
জিটিভি বাংলাদেশ টেলিভিশন মাছরাঙ্গা টিভি | বাংলাদেশ |
ওয়ানটিভি | আফগানিস্তান |
সুপার স্পোর্ট | দক্ষিণ আফ্রিকা |
উইলো | যুক্তরাষ্ট্র |
ওএসএন স্পোর্টস | সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা |
তথ্যসূত্র
- "Afghanistan ODI series in Bangladesh confirmed"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৬।
- "Afghanistan to tour Bangladesh for the first time"। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৬।
- "Taskin set to return for Bangladesh's first ODI in 2016"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৬।
- "Anamul, Sabbir named in BCB XI to face Afghanistan"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৬।
- "Nabi, Shahidi deliver Afghanistan big win in low-scorer"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৬।
- "Uncapped Mosaddek Hossain picked for Afghanistan ODIs"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ইএসপিএন স্পোর্টস মিডিয়া। ২২ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬।
- "Afghanistan pick three uncapped players for Bangladesh ODIs"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ইএসপিএন স্পোর্টস মিডিয়া। ২১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৬।
- "Taskin and Sunny cleared to bowl after remedial work"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ইএসপিএন স্পোর্টস মিডিয়া। ২৪ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৬।
- "Mosharraf Hossain returns for Bangladesh after eight years"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ইএসপিএন স্পোর্টস মিডিয়া। ২৯ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৬।
- "Shakib becomes Bangladesh's highest ODI wicket-taker"। ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৬।
- "Debutant Mossadek's golden touch"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ইএসপিএন স্পোর্টস মিডিয়া। ২৮ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৬।
- "DTamim, Mosharraf send Afghanistan packing"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ইএসপিএন স্পোর্টস মিডিয়া। ১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৬।
- "Records / Afghanistan in Bangladesh ODI Series, 2016/17 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো।
- "Records / Afghanistan in Bangladesh ODI Series, 2016/17 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো।
- "bangladesh vs afghanistan 1st odi live streaming gazi tv channels match preview prediction playing xi"। ১৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৬।
বহিঃসংযোগ
- ইএসপিএন ক্রিকইনফোতে সিরিজের পাতা (ইংরেজি)