২০১৫ সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ
২০১৫ সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ হল সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ৩য় সংস্করণ, সাফ আয়োজিত পুরুষদের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের জন্য একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। বাংলাদেশের সিলেট জেলায় সিলেট জেলা স্টেডিয়ামে ৯-১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে ছয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ করে। প্রতিযোগিতার শুরুতে বর্তমান চ্যাম্পিয়ন ছিল ভারত।[1] ১৮ আগস্ট ফাইনালে মোট সময়ে ১-১ সমতা থাকার পর ট্রাইবেকারে বাংলাদেশ দল ভারতকে ৪-২তে হারিয়ে বাংলাদেশ প্রথম বারের মত সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবলের শিরোপা লাভ করে।
![]() | |
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ![]() |
তারিখ | ৯-১৮ আগস্ট |
দল | ৬ (১টি কনফেডারেশন থেকে) |
মাঠ | সিলেট জেলা স্টেডিয়াম (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৯ |
গোল সংখ্যা | ২৮ (ম্যাচ প্রতি ৩.১১টি) |
দর্শক সংখ্যা | ৮৭,৫০০ (ম্যাচ প্রতি ৯,৭২২ জন) |
শীর্ষ গোলদাতা | ![]() |
সেরা খেলোয়াড় | ![]() |
অংশগ্রহণকারী দল
দল | সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে উপস্থিতি |
পূর্বের সেরা পারফরম্যান্স |
---|---|---|
![]() |
২য় | চতুর্থ স্থান (২০১৩) |
![]() |
৩য় | তৃতীয় স্থান (২০১৩) |
![]() |
৩য় | চ্যাম্পিয়ন (২০১৩) |
![]() |
২য় | গ্রুপ পর্যায় |
![]() |
৩য় | রানার্স-আপ (২০১৩) |
![]() |
৩য় | গ্রুপ পর্যায় |
মাঠ
সিলেট | |
---|---|
সিলেট জেলা স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ১৮,০০০[2] | |
ম্যাচের কর্মকর্তাগণ
- রেফারি
- সহকারী রেফারি
|
|
- ম্যাচ কমিশনার
- রেফারি মূল্যায়নকারী
- সাধারণ সমন্বয়কারী
গ্রুপ পর্যায়
- সব ম্যাচ বাংলাদেশের সিলেট জেলায় অনুষ্ঠিত হয়।
- সব সময় বাংলাদেশ মান সময় ইউটিসি+০৬:০০ অনুসারে।
গ্রুপ টেবিলের রঙের চাবি | |
---|---|
গ্রুপ বিজয়ী ও রানার্স-আপ দল সেমি-ফাইনালে যাবে |
গ্রুপ এ
দল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
২ | ২ | ০ | ০ | ৬ | ১ | +৫ | ৬ |
![]() |
২ | ১ | ০ | ১ | ৬ | ২ | +৪ | ৩ |
![]() |
২ | ০ | ০ | ২ | ০ | ৯ | -৯ | ০ |
ভারত ![]() | ৫–০ | ![]() |
---|---|---|
সৌরভ মেহের ![]() মোহাম্মদ আফরান ![]() মোহাম্মদ শাহজাহান ![]() |
প্রতিবেদন |
রেফারি: নবিন্দ্র মোহরজান (নেপাল)
বাংলাদেশ ![]() | ৪–০ | ![]() |
---|---|---|
মো. সারোয়ার জামান নিপু ![]() আবেদিন রাকিব ![]() মুহাম্মদ আতিকুজ্জামান ![]() |
প্রতিবেদন |
গ্রুপ বি
দল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
২ | ২ | ০ | ০ | ৬ | ০ | +৬ | ৬ |
![]() |
২ | ১ | ০ | ১ | ৪ | ৩ | +১ | ৩ |
![]() |
২ | ০ | ০ | ২ | ২ | ৯ | -৭ | ০ |
নেপাল ![]() | ৫–০ | ![]() |
---|---|---|
লক্ষ্মণ পারিয়ার ![]() প্রেজেন তামাং ![]() সুমন আরিয়াল ![]() |
প্রতিবেদন |
আফগানিস্তান ![]() | ৪–২ | ![]() |
---|---|---|
শায়েক হেক্মি ![]() আবদুল নাসের আমিনী ![]() শের আহমেদ হামিদি ![]() |
প্রতিবেদন | ইয়ানিশ আদিল ![]() ইসমাইল জান আমির ![]() |
নেপাল ![]() | ১–০ | ![]() |
---|---|---|
ক্ষিতিজ রাজ ![]() |
প্রতিবেদন |
নক-আউট পর্ব
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
১৬ আগস্ট – সিলেট জেলা স্টেডিয়াম | ||||||
![]() | ১ | |||||
১৮ আগস্ট – সিলেট জেলা স্টেডিয়াম | ||||||
![]() | ০ | |||||
![]() | ১ (৪) | |||||
১৬ আগস্ট – সিলেট জেলা স্টেডিয়াম | ||||||
![]() | ১ (২) | |||||
![]() | ১ | |||||
![]() | ০ | |||||
বিজয়ী
২০১৫ সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ |
---|
![]() বাংলাদেশ ১ম শিরোপা |
পুরস্কার
২০১৫ সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নিন্মলিখিত পুরস্কার দেয়া হয়।[3]
ফিফা ফেয়ার প্লে পুরস্কার | ফাইনাল সেরা | টুর্নামেন্ট সেরা | গোল্ডেন বুট পুরস্কার | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
গোলদাতা
- ৩টি গোল
- ২টি গোল
- ১টি গোল
মোহাম্মদ শাহজাহান
লক্ষ্মণ পারিয়ার
আবেদিন রাকিব
শায়েক হেক্মি
ইয়ানিশ আদিল
শের আহমেদ হামিদি
ইসমাইল জান আমির
ক্ষিতিজ রাজ
সাদ উদ্দিন
অমিয় অবিনাশ মোরাজকর
মোহাম্মদ শাওন
ফাহিম মোর্শেদ
- আত্মঘাতী গোল
তথ্যসূত্র
- "SAFF U-16 football in August"। The Daily Star। ১০ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৫।
- http://www.thedailystar.net/not-sold-out-yet-63321
- "CHAMPIONS" [চ্যাম্পিয়ন]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.