২০১৫ ভারত ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
ভারত ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০১৫ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কা সফর করছে। এ সফরে দলটি একটি প্রস্তুতিমূলক খেলাসহ তিনটি টেস্টে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে।[1] ২৭ জুন তারিখে শ্রীলঙ্কার প্রথিতযশা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের কথা ঘোষণা করেন।[2] বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আগস্ট থেকে সেপ্টেম্বর, ২০১৫ সালে ভারতের চূড়ান্ত সময়সূচী ঘোষণা করেছিল। শুরুতেই শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতিমূলক খেলার মাধ্যমে সফর শুরু হয়। এরপর তিন টেস্টের সিরিজ শুরু হবে। গালে, পি সারা ওভাল ও এসএসসি কলম্বোতে টেস্ট অনুষ্ঠিত হবে।[3]
২০১৫ ভারত ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
শ্রীলঙ্কা | ভারত | ||
তারিখ | ৬ আগস্ট, ২০১৫ – ১ সেপ্টেম্বর, ২০১৫ | ||
অধিনায়ক | অ্যাঞ্জেলো ম্যাথিউস | বিরাট কোহলি | |
টেস্ট সিরিজ |
৪ আগস্ট, ২০১৫ তারিখ ভারত দল শ্রীলঙ্কায় অবতরণ করে।[4]
দলীয় সদস্য
শ্রীলঙ্কা[5][6] | ভারত[7][8] |
---|---|
১ হামস্ট্রিংয়ের আঘাতে ভারতের মুরালি বিজয় প্রথম টেস্ট খেলতে পারবেন না।[9]
২ দ্বিতীয় টেস্ট শুরুর পূর্বে স্টুয়ার্ট বিনিকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়।
প্রস্তুতিমূলক খেলা
তিনদিনের : শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ ব ভারতীয় একাদশ
৬-৮ আগস্ট স্কোরকার্ড |
ব |
শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ | |
- শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- প্রতি দলে ১৫জন (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)।
টেস্ট সিরিজ
শ্রীলঙ্কার স্থানীয় সময় অনুযায়ী (ইউটিসি+০৫:৩০)
১ম টেস্ট
১২–১৬ আগস্ট স্কোরকার্ড |
ব |
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অ্যাঞ্জেলো ম্যাথিউস তার ৫০তম টেস্টে অংশগ্রহণ করেন।[10]
- রবিচন্দ্রন অশ্বিন নিজস্ব এগারোবার ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ৫-উইকেট লাভ করেন। শ্রীলঙ্কায় ভারতের শ্রীলঙ্কা দলের বিপক্ষে সেরা বোলিং ৬/৪৬ করেন।
- রঙ্গনা হেরাথ দ্বিতীয় ইনিংসে ৭/৪৮ লাভ করে ২২বার ৫-উইকেট লাভ করেন।
২য় টেস্ট
৩য় টেস্ট
তথ্যসূত্র
- "India build up to World T20 with plenty of matches"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৫।
- "Sangakkara confirms international retirement"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৫।
- "India's tour of Sri Lanka schedule announced"। BCCI। ১১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫।
- "Indian team arrive for three-Test series"। Sri Lanka Cricket। ৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫।
- "Uncapped Vishwa Fernando in SL Test squad"। ESPN Cricinfo। ESPN Sports Media। ৭ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫।
- "SL Test squad"। ESPN Cricinfo। ESPN Sports Media। ৭ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫।
- "India's Test squad"। ESPN Cricinfo। ESPN Sports Media। ২৩ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৫।
- "Amit Mishra returns to India's Test squad"। ESPN Cricinfo। ESPN Sports Media। ২৩ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৫।
- "Vijay ruled out of first Test"। ESPN Cricinfo। ESPN Sports Media। ১০ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৫।
- "Sri Lanka gear up for India's five-bowler challenge/Stats and trivia"। ESPN Cricinfo। ESPN Sports Media। ১১ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৫।