২০১৫ পাকিস্তান ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
পাকিস্তান ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ১১ জুন থেকে ১ আগস্ট, ২০১৫ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কা সফর করছে।[1] সফরে দলটি শ্রীলঙ্কা দলের বিপক্ষে তিনটি টেস্ট, ৫টি একদিনের আন্তর্জাতিক ও ৩টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও তারা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতিমূলক খেলায় অংশ নিবে।[2][3][4] তৃতীয় টেস্ট রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আয়োজনের কথা থাকলেও মে মাসের শুরুতে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানান্তর করা হয়।[5]
২০১৫ পাকিস্তান ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
শ্রীলঙ্কা | পাকিস্তান | ||
তারিখ | ১১ জুন, ২০১৫ – ১ আগস্ট, ২০১৫ | ||
অধিনায়ক |
অ্যাঞ্জেলো ম্যাথিউস (টেস্ট ও ওডিআই) লাসিথ মালিঙ্গা (টি২০আই) |
মিসবাহ-উল-হক (টেস্ট) আজহার আলী (ওডিআই) শহীদ আফ্রিদি (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | দিমুথ করুনারত্নে (৩১৮) | ইউনুস খান (২৬৭) | |
সর্বাধিক উইকেট | ধাম্মিকা প্রসাদ (১৪) | ইয়াসির শাহ (২৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ইয়াসির শাহ (পাকিস্তান) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩–২ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | কুশল পেরেরা (২৩০) | মোহাম্মদ হাফিজ (২৭৩) | |
সর্বাধিক উইকেট | লাসিথ মালিঙ্গা (৪) | রাহাত আলী (৯) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | চামারা কাপুগেদারা (৭৯) | শোয়েব মালিক (৫৪) | |
সর্বাধিক উইকেট |
থিসারা পেরেরা (৩) বিনুরা ফার্নান্দো (৩) | সোহেল তানভীর (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | শোয়েব মালিক (পাকিস্তান) |
দলীয় সদস্য
টেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
|
প্রস্তুতিমূলক খেলা
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশ ব পাকিস্তান একাদশ
১১-১৩ জুন, ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
- পাকিস্তান একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- উভয় দলে ১৪ খেলোয়াড় অংশগ্রহণ করে (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
১৭-২১ জুন ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ১ম দিন খেলা হয়নি। ভেজা মাঠের কারণে ২য় দিন দেরীতে খেলা শুরু হয় ও মন্দালোকের কারণে ১৭:৩০এর পূর্বেই শেষ হয়। ৩য় দিন খেলা শেষ হবার পূর্বেই শেষ হয়।
- ১২৩তম জয়ের মাধ্যমে পাকিস্তান এশিয়ার সর্বাপেক্ষা সফলতম টেস্ট দলে পরিণত হয়।[10]
২য় টেস্ট
২৫-২৯ জুন ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ১ম দিনে ১:২০ ৫৫ মিনিট; ২য় দিনে শেষের ১০ মিনিট খেলা বন্ধ থাকে; ৩য় দিনে ১৫ মিনিট বিলম্বে শুরু হয়। ৪র্থ দিনে চা বিরতির পূর্বে খেলা বন্ধ হয় ও পরবর্তীকালে খেলা শুরু করা যায়নি।
- দুষ্মন্ত চামিরা (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
- নিজ দেশে শ্রীলঙ্কা ৫০তম টেস্ট জয় পায়।[11]
- থারিন্ডু কৌশল (শ্রীলঙ্কা) তার প্রথম ৫-উইকেট লাভ করেন।[12]
- ইউনুস খান (পাকিস্তান) তার ১০০তম টেস্টে অংশ নেন।[12]
- ইয়াসির শাহ (পাকিস্তান) ধারাবাহিকভাবে ২য়বার ৫-উইকেট লাভ করেন।
৩য় টেস্ট
৩-৭ জুলাই, ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ২য় দিনে মধ্যাহ্নভোজনের পর দু’দফায় বৃষ্টির কারণে দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। শেষ ১৫ মিনিটে আবারো বৃষ্টি নামে। মন্দালোকের কারণে ৩য় দিনে পূর্বেই শেষ হয়।
- টেস্ট ক্রিকেটে পাকিস্তান সর্বোচ্চ রান তাড়া করে জয় পায়।[13]
- এ জয়ের ফলে পাকিস্তান টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ষ্ঠ অবস্থান থেকে ৩য় স্থানে চলে যায়।[14]
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- মিলিন্ডা শ্রীবর্ধনা (শ্রীলঙ্কা) তার ওডিআই অভিষেক হয়।
- কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে ওডিআই থেকে অবসর নেওয়ার পরে শ্রীলঙ্কার হয়ে এটিই প্রথম ওয়ানডে খেলা।
২য় ওডিআই
ব |
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টিপাত এবং ভিজা আউটফিল্ডের কারণে শুরুটি ১০ মিনিট দেরিতে হয়েছিল।
- সচিথ পথিরানা (শ্রীলঙ্কা) তার ওডিআই অভিষেক হয়।
- কুশল পেরেরা (শ্রীলঙ্কা) স্কোর যৌথ দ্বিতীয় দ্রুততম ওডিআই পঞ্চাশ।
- পাল্লেকেলে এটি ওয়ানডে রানের সর্বোচ্চ রান তাড়া।
৩য় ওডিআই
ব |
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাকিস্তানের ইনিংসের সময় ১৫ মিনিটের জন্য বৃষ্টি খেলা বন্ধ করে দেয়।
- ইমাদ ওয়াসিম (পাকিস্তান) তার ওডিআই অভিষেক হয়।
- ভিড়ের সমস্যার কারণে শ্রীলঙ্কার রান তাড়া চলাকালীন প্লে ৩০মিনিটের জন্য স্থগিত করা হয়েছিল।
৪র্থ ওডিআই
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৫ম ওডিআই
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দিনেশ চান্ডিমাল (শ্রীলঙ্কা) তার ১০০তম ওডিআইতে খেলা খেলেছে।
- তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) ১০,০০০ ওডিআই রানের রেকর্ড পেরিয়ে চতুর্থ শ্রীলঙ্কার হয়ে চূড়ান্তভাবে একাদশতম স্থান অর্জন করে।
- এটি ওডিআইতে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ এবং হাম্বানটোটাতে দলের সর্বোচ্চ রান।
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
- পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ধনঞ্জয় ডি সিলভা, মিলিন্ডা শ্রীবর্ধনা, জেফ্রি ভ্যান্ডারসে ও বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা) সব তার টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
ব |
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শিহান জয়সুরিয়া ও দাসুন শানাকা (শ্রীলঙ্কা) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
- "Pakistan set for full tour of Sri Lanka in June"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৫।
- "Pakistan in Sri Lanka Test Series, 2015"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৫।
- "Pakistan in Sri Lanka ODI Series, 2015"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৫।
- "Pakistan in Sri Lanka T20I Series, 2015"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৫।
- "Third Pakistan Test shifted to Pallekele"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৫।
- "Mubarak back in Test squad for Pakistan series"। ESPNcricinfo। ESPN Sports Media। ১০ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৫।
- "Shehzad, Masood picked for Sri Lanka Tests"। ESPNcricinfo। ESPN Sports Media। ৩ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫।
- "Uncapped Siriwardana, Pathirana in ODI squad"। ESPNcricinfo। ESPN Sports Media। ৭ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫।
- "Mohammad Irfan returns to ODI squad"। ESPNcricinfo। ESPN Sports Media। ৩ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৫।
- "Shah spins Pakistan to victory in opening Test"। Al-Jazeera। জুন ২১, ২০১৫। জুন ২১, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২১, ২০১৫।
- "Sangakkara's golden duck, Sri Lanka's 50th home win"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৫।
- "Kaushal, Prasad bowl Pakistan out for 138"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫।
- "Younis 171* gives Pakistan series in record chase"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫।
- "Pakistan soar to No. 3 in Tests"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.