২০১৫ ক্রিকেট বিশ্বকাপ কর্মকর্তাবৃন্দ
আইসিসি'র আম্পায়ার নির্বাচকমণ্ডলী ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের খেলা পরিচালনার জন্য ২০জন আম্পায়ারকে মনোনীত করে। ২ ডিসেম্বর, ২০১৪ তারিখে এ তথ্য প্রকাশ করা হয়। তন্মধ্যে - অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে ৫, এশিয়া থেকে ৫, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে ২জন করে এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে ১জন আম্পায়ার খেলা পরিচালনা করেন।[1] এছাড়াও, এ প্রতিযোগিতায় ৫জন ম্যাচ রেফারিকে মনোনয়ন দেয়া হয়।
আম্পায়ার নির্বাচকমণ্ডলীতে রয়েছেন: আইসিসি জেনারেল ম্যানেজার - ক্রিকেট জিওফ অ্যালারডাইস; আইসিসি চিফ ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে; সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার ও বর্তমানে টেলিভিশন ধারাভাষ্যকার ডেভিড লয়েড, সাবেক এলিট প্যানেল আম্পায়ার শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন।[1]
আম্পায়ার
নির্বাচিত ১২জন আম্পায়ার সেরা আইসিসি আম্পায়ার তালিকা থেকে ও বাদ-বাকী ৮জন আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা থেকে মনোনয়ন পান।[1]
সচরাচর সেরা আইসিসি আম্পায়ার তালিকার সদস্যদেরকে বিশ্বে সেরা আম্পায়ার হিসেবে গণ্য করা হয়। তারা সকল ধরনের বৃহৎ ক্রিকেট প্রতিযোগিতা ও আইসিসি'র ঘটনাবলীর সাথে জড়িত থাকেন। বাকী ছয়জন আম্পায়ারকে উদীয়মান ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ী কর্মকর্তারূপে গণ্য করা হয়েছে। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। তারাও বিশ্বকাপে খেলা পরিচালনায় নিজেদেরকে তৈরি করে নিয়েছেন।[1]
রেফারি
আইসিসি নির্বাচকমণ্ডলী কর্তৃক ৫জন রেফারি মনোনীত হয়েছেন। তারা সকলেই আইসিসি রেফারিদের সেরা তালিকার সদস্য ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে সেরা ক্রিকেট রেফারি হিসেবে বিবেচিত হয়েছেন।[1]
রেফারি | দেশ | খেলা | বিশ্বকাপে খেলা (২০১৫-এর পূর্বে) | ২০১৫ বিশ্বকাপ |
---|---|---|---|---|
ডেভিড বুন | ![]() |
৫৯ | ০ | |
ক্রিস ব্রড | ![]() |
২৫৩ | ২১ | |
জেফ ক্রো | ![]() |
২০৭ | ২১ | |
রঞ্জন মাদুগালে | ![]() |
২৮৮ | ৪৬ | |
রোশন মহানামা | ![]() |
২০৭ | ১৫ | |
তথ্যসূত্র
- "ICC announces match officials for ICC Cricket World Cup 2015"। ICC Cricket। ২ ডিসেম্বর ২০১৪। ৩০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN CricInfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- "Statistics / Statsguru / One-Day Internationals / Umpire and referee records"। ESPN CricInfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।