২০১৫ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
অস্ট্রেলিয়া ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২৭ মে থেকে ১৫ জুন, ২০১৫ তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফর করে। এ সফরে সফরকারী দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে একটি প্রথম-শ্রেণীর প্রস্তুতিমূলক খেলাসহ দু’টি টেস্ট খেলায় অংশগ্রহণ করে।[1]
২০১৫ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ২৭ মে ২০১৫ – ১৫ জুন ২০১৫ | ||
অধিনায়ক | দীনেশ রামদিন | মাইকেল ক্লার্ক | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র হয় | ||
সর্বাধিক রান | জেসন হোল্ডার (১১৬) | স্টিভ স্মিথ (২৮৩) | |
সর্বাধিক উইকেট | জেরোমি টেলর (৮) | জোশ হজলউড (১২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | জোশ হজলউড (অস্ট্রেলিয়া) |
৮ এপ্রিল, ২০১৫ তারিখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের নিজেদের স্বার্থে দুই টেস্ট আয়োজনের জন্য দুই দিন পিছিয়ে দেয়।[2] অস্ট্রেলিয়া ২-ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জয়লাভ করে ও ফ্রাঙ্ক ওরেল ট্রফি ধরে রাখে।
দলীয় সদস্য
৩১ মার্চ, ২০১৫ তারিখে অস্ট্রেলিয়া দলের সদস্যদের নামের তালিকা ঘোষণা করা হয়। ক্যাপবিহীন অবস্থায় স্পিনার ফাহাদ আহমেদ, উইকেট-কিপার পিটার নেভিল ও ব্যাটসম্যান এ্যাডাম ভোজেস - এ তিনজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়।[3] ২৪ মে, ২০১৫ তারিখে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়। ১২-সদস্যের প্রাথমিক দলে শিবনারায়ণ চন্দরপলকে অন্তর্ভুক্ত করা হয়নি।[4] ব্রায়ান লারা এ সিদ্ধান্তের সমালোচনা করেন।[5] কিন্তু, সাবেক ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংয়ের মতে, ‘আমি মনে করি না যে, ক্রিকেটারগণ শুধুমাত্র সিরিজ থেকে বিদায় নেয়ার জন্য অংশগ্রহণ করেন না।’[6] ৩০ মে চন্দরপলকে বাদ দিয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।[7]
ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া |
---|---|
প্রস্তুতিমূলক খেলা
ডব্লিউআইসিবি সভাপতি একাদশ ব অস্ট্রেলিয়া একাদশ
২৭-২৯ মে ২০১৫ স্কোরকার্ড |
ডব্লিউআইসিবি সভাপতি একাদশ |
ব |
|
- বোর্ড একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টেস্ট সিরিজ (ফ্রাঙ্ক ওরেল ট্রফি)
১ম টেস্ট
৩-৭ জুন ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেন ডোরিচ ও অস্ট্রেলিয়ার পক্ষে এ্যাডাম ভোজেসের টেস্ট অভিষেক ঘটে।
- টেস্ট ক্রিকেট অভিষেকে সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে এ্যাডাম ভোজেস সেঞ্চুরি করেন।[8]
- অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে।
২য় টেস্ট
১১-১৫ জুন ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাজেন্দ্র চন্দ্রিকা’র টেস্ট অভিষেক হয়।
- স্টিভ স্মিথ টেস্টে তার সর্বোচ্চ স্কোর করেন।[9]
- জেরোমি টেলর টেস্টে তার সেরা বোলিং করেন।[9]
তথ্যসূত্র
- "Australia tour of West Indies, 2015"। ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৫।
- "WICB reschedules Australia Tests"। ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৫।
- "Ashes 2015: Australia announce squad to tour England" (ইংরেজি ভাষায়)। বিবিসি স্পোর্ট। ৩১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫।
- "Chanderpaul excluded from WI training squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৫।
- "Chanderpaul has earned farewell series - Lara"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৫।
- "Chanderpaul no longer good enough to play for West Indies - Holding"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৫।
- "Chanderpaul dropped from West Indies squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫।
- "Voges' debut hundred builds Australia's lead"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৫।
- "Smith and Lyon strengthen Australia's grip"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৫।