২০১৪ শ্রীলঙ্কা ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর

শ্রীলঙ্কা ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৬ থেকে ৮ মে, ২০১৪ তারিখ পর্যন্ত আয়ারল্যান্ড সফর করে। সংক্ষিপ্ত সফরে দলটি দুইটি একদিনের আন্তর্জাতিকে আয়ারল্যান্ড ক্রিকেট দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে।[1][2] সম্প্রচারস্বত্ত্বজনিত কারণে সিরিজটি আরএসএ ওয়ান-ডে চ্যালেঞ্জ প্রতিযোগিতা নামে পরিচিত। দ্বিতীয় খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় প্রথম খেলায় বিজয়ী হয়ে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে সিরিজ জয় করে।[3]

২০১৪ শ্রীলঙ্কা ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
 
  শ্রীলঙ্কা আয়ারল্যান্ড
তারিখ ৬ মে, ২০১৪ – ৮ মে, ২০১৪
অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড অ্যাঞ্জেলো ম্যাথিউস
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান উইলিয়াম পোর্টারফিল্ড (৩৭) নুয়ান কুলাসেকারা (৪২)
সর্বাধিক উইকেট টিম মারতাগ (২) অজন্তা মেন্ডিস (৩)

দলের সদস্য

ওডিআই
 আয়ারল্যান্ড[4]  শ্রীলঙ্কা[5]

খেলা পরিচালনাকারী কর্মকর্তা

খেলাগুলো পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:[6]

আম্পায়ার সংরক্ষিত আম্পায়ার ম্যাচ রেফারী
  • দক্ষিণ আফ্রিকা লুইস ফোরি

ওডিআই সিরিজ

১ম ওডিআই

৬ মে ২০১৪
১০:৪৫
স্কোরকার্ড
ওডিআই ৩৪৯০
শ্রীলঙ্কা 
২১৯/৮ (৫০ ওভার)
 আয়ারল্যান্ড
১৪০ (৩৯.৫ ওভার)
শ্রীলঙ্কা ৭৯ রানে বিজয়ী
ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন
আম্পায়ার: রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) ও রিচার্ড স্মিথ (আয়ারল্যান্ড)
ম্যাচসেরা: অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই

বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত
ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন
আম্পায়ার: রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) ও রিচার্ড স্মিথ (আয়ারল্যান্ড)
  • টস হয়নি

পরিসংখ্যান

ব্যাটিং

সর্বাধিক রান[7]
খেলোয়াড়ের নামম্যাচ সংখ্যাইনিংসঅপরাজিতরানসর্বোচ্চ রানগড়বল মোকাবেলাস্ট্রাইক রেট১০০৫০
শ্রীলঙ্কা নুয়ান কুলাসেকারা ৪২৪২-৩৪১২৩.৫২--
শ্রীলঙ্কা দীনেশ চন্ডিমাল ৩৯৩৯৩৯.০০৬১৬৩.৯৩---
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড উইলিয়াম পোর্টারফিল্ড ৩৭৩৭৩৭.০০৮৭৪২.৫২---
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড নায়ল ও’ব্রায়ান ৩৩৩৩৩৩.০০৩৯৮৪.৬১---
শ্রীলঙ্কা অশন প্রিয়ঞ্জন ৩১৩১৩১.০০৪৪৭০.৪৫---

বোলিং

সর্বাধিক উইকেট[8]
খেলোয়াড়ের নামম্যাচ সংখ্যাইনিংসওভারমেইডেনপ্রদেয় রানউইকেটসেরা বোলিংগড়ইকোনোমিস্ট্রাইক রেট৪ উইঃ৫ উইঃ
শ্রীলঙ্কা অজন্তা মেন্ডিস ১০.০২৭৩/২৭৯.০০২.৭০২০.০০--
শ্রীলঙ্কা সুরঙ্গা লকমল ৮.০২৯৩/২৯৯.৬৬৩.৬২১৬.০০--
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড টিম মারতাগ ১০.০২১২/২১১০.৫০২.১০৩০.০০--
শ্রীলঙ্কা নুয়ান কুলাসেকারা ৮.০৩০২/৩০১৫.০০৩.৭৫২৪.০০--
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড কেভিন ও’ব্রায়ান ২.০১০১/১০১০.০০৫.০০১২.০০--

অর্জনসমূহ

আয়ারল্যান্ড
  • ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ১ম ওডিআইয়ে আয়ারল্যান্ডের ১৪০ রান মাঠের দলীয় সর্বনিম্ন সংগ্রহ।
  • নায়ল ও’ব্রায়ান ব্যক্তিগত ১,৫০০ ওডিআই রান সংগ্রহ করেন।[9]
শ্রীলঙ্কা
  • শ্রীলঙ্কা ধারাবাহিকভাবে দশম ওডিআই জয়লাভ করে।[9]

তথ্যসূত্র

  1. "Sri Lanka tour of England and Ireland, 2014"। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৪
  2. "Cricket – Ireland lock horns with World Champions Sri Lanka"। ২০১৪-০৪-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৪
  3. "Ireland v Sri Lanka, 2nd ODI, Clontarf SL take series after watery abandonment"। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৪ line feed character in |শিরোনাম= at position 39 (সাহায্য)
  4. Global / Ireland, Sri Lanka in Ireland ODI Series, 2014, April 22, 2014, retrieved: 7 May, 2014
  5. Global / Sri Lanka One-Day Squad (Ireland), Sri Lanka in Ireland ODI Series, 2014, April 23, 2014, retrieved: 30 April, 2014
  6. Global / Match Officials - 1st ODI, 1st ODI: Ireland v Sri Lanka at Dublin, May 6, 2014 April 23, 2014, retrieved: 7 May, 2014
  7. "Most runs in Ireland vs Sri Lanka, 2014"espncricinfo.com। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৪
  8. "Most wickets in Ireland vs Sri Lanka, 2014"espncricinfo.com। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৪
  9. Ireland v Sri Lanka, ODI series, Clontarf, Sri Lanka leave Ireland bereft, The Report by Ger Siggins, May 6, 2014, espncricinfo, retrieved: May 7, 2014
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.