২০১৪ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ

২০১৪ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (পৃষ্টপোষকতা জনিত কারণে প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ নামে পরিচিত) ২৬ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে শুরু হয়[1]। যেখানে ৭টি দল হোম ও এওয়ে পদ্ধতিতে একে-অপরের সঙ্গে খেলে।[2] রহমতগঞ্জ এমএফএস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়[3]

প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়নশিপ লিগ
মৌসুম২০১৪
চ্যাম্পিয়নরহমতগঞ্জ এমএফএস
উন্নীতরহমতগঞ্জ এমএফএসফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব
অবনমনবাড্ডা জাগরণী সংসদ

অংশগ্রহণকারী দলসমূহ

ঢাকা
মানিকগঞ্জ
২০১৪ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলোর অবস্থান

নিম্নলিখিত ৭টি ক্লাব ২০১৪ মৌসুমের সময় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেন[1]

এই মৌসুমে মোট ৩টি মাঠ খেলার জন্য বাফুফে নির্বাচিত করে[1]। মাঠগুলি হল-

তবে মানিকগঞ্জে কোন খেলা অনুষ্ঠিত হয়নি।

চূড়ান্ত অবস্থান

অব
দল
খে

ড্র
হা
গপ
গবি
গপা
পয়েন্ট
যোগ্যতা অথবা অবনমন
রহমতগঞ্জ এমএফএস (C) (P) ১৮ ১৩ ৩৬ +২৮ ৪৪ ২০১৪-১৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব (P) ১৮ ২৬ ১৭ +৯ ৩৫
অগ্রনী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব ১৮ ২০ ১৩ +৭ ২৬
ওয়ারী ক্লাব ১৮ ২৫ ২৩ +২ ২২
আরামবাগ ক্রীড়া সংঘ ১৮ ২১ ২৫ ২১
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১৮ ১০ ১৯ ২৮ ১৮
বাড্ডা জাগরণী সংসদ (R) ১৮ ১৪ ৪২ ৩৩ ঢাকা লিগ -এ অবনমন

১১ জুন ২০১৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত।
উত্স: বাফুফে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) যতগুলি গোল করেছে।
(C) = চ্যাম্পিয়ন; (R) = অবনমন; (P) = উন্নীত; (E) = বাদ পড়া; (O) = প্লে-অফ বিজয়ী; (A) = পরবর্তী রাউন্ডে অগ্রিম উন্নীত।
শুধু প্রযোজ্য যখন মৌসুম শেষ হয় নি:
(Q) = টুর্নামেন্টের নির্দেশিত পর্যায়ে যাওয়ার উপযুক্ত; (TQ) = টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন, কিন্তু এখনো নির্দিষ্ট পর্যায় নির্দেশিত হয়নি; (RQ) = নির্দেশিত অবনমন টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন; (DQ) = টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা।

তথ্যসূত্র

  1. "চ্যাম্পিয়নশিপ লিগ কাল শুরু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০
  2. "BCL 2014"বাফুফে। ৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪
  3. "রহমতগঞ্জ চ্যাম্পিয়ন"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-৩০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.