২০১৪ ফিফা বিশ্বকাপ গ্রুপ সি

২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ সি কলম্বিয়া, গ্রিস, কোত দিভোয়ার এবং জাপানকে নিয়ে গঠিত। এই গ্রুপের খেলা ১৪ জুন থেকে শুরু হয়ে ২৪ জুন ২০১৪ পর্যন্ত চলবে।

দলসমূহ

ড্র স্থান দল বাছাইয়ের
পদ্ধতি
বাছাইয়ের
তারিখ
চূড়ান্তপর্বে
উত্তীর্ণ
সর্বশেষ
উপস্থিতি
সেরা
সাফল্য
ফিফা
র‍্যাঙ্কিং
[দ্রষ্টব্য 1]
সি১ (পাত্রনুসারে) কলম্বিয়াকনমেবল রাউন্ড রবিন 2nd রানার্স আপ১১ অক্টোবর ২০১৩৫ম১৯৯৮১৬ দলের রাউন্ড (১৯৯০)
সি২ গ্রিসউয়েফা প্লে-অফ বিজয়ী১৯ নভেম্বর ২০১৩৩য়২০১০গ্রুপ পর্ব (১৯৯৪, ২০১০)১৫
সি৩ কোত দিভোয়ারকাফ ৩য় রাউন্ড বিজয়ী১৬ নভেম্বর ২০১৩৩য়২০১০গ্রুপ পর্ব (২০০৬, ২০১০)১৭
সি৪ জাপানএফসি ৪র্থ রাউন্ড গ্রুপ বি ১ম বিজয়ী৪ জুন ২০১৩৫ম২০১০১৬ দলের রাউন্ড (২০০২, ২০১০)৪৪

অবস্থান

ব্যাখ্যা
গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার আপ ১৬ দলের রাউন্ডে অগ্রসর হবে
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
 কলম্বিয়া +৭
 গ্রিস
 কোত দিভোয়ার
 জাপান

ম্যাচসমূহ

কলম্বিয়া বনাম গ্রিস

দল দুইটি এর আগে একটি মাত্র খেলায় মুখোমুখি হয়েছে। ১৯৯৪ সালে অনুষ্ঠিত ওই প্রীতি খেলায় কলম্বিয়া ২–০ গোলে জয় লাভ করে।[1] এই খেলায় মাঠে নামতে পারবেন না কলম্বিয়ান মধ্যমাঠের খেলোয়াড় ফ্রেদি গুয়ারিন। কেননা, প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ খেলায় তাকে লাল কার্ড দেখানো হয়।[2]

কলম্বিয়া ৩ - ০ গ্রিস
আর্মেরো গোল ৫'
গুতিয়েরেজ গোল ৫৮'
রোদ্রিগেজ গোল ৯০+৩'
প্রতিবেদন
এস্তাদিও মিনেইরাও, বেলো অরিজন্ঠ
দর্শক সংখ্যা: ৫৭,১৭৪
রেফারি: মার্ক গাইগার (যুক্তরাষ্ট্র)[3]
কলম্বিয়া
গ্রিস
গোদাবিদ অস্পিনা
রা.ব্যা১৮হুয়ান কামিলো জুনিউগা
সে.ব্যাক্রিস্তিয়ান জাপাতা
সে.ব্যামারিও ইয়েপেস ()
লে.ব্যাপাবলো আর্মেরো৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
রা.মি১১হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো
সে.মিআবেল আগিলার৬৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৯'
সে.মিকার্লোস সানচেজহলুদ কার্ড ২৬'
লে.মি১০ইয়েমস রোদ্রিগেজ
সে.ফ১৪ভিক্তর ইবার্বো
সে.ফতেওফিলো গুতিয়েরেজ৭৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৬'
বদলি:
১৫আলেক্সান্দের মেহিয়া৬৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৯'
সান্তিয়াগো আরিয়াস৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
২১ইয়াকসন মার্তিনেজ৭৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৬'
ম্যানেজার:
আর্জেন্টিনা হোসে পেকারমান
গোওরেস্তিস কার্নেজিস
রা.ব্যা১৫ভাসিলিস তোরোসিদিস
সে.ব্যাকোস্তাস মানোলাস
সে.ব্যা১৯সক্রাতিস পাপাস্তাথোপুলোসহলুদ কার্ড ৫২'
লে.ব্যা২০হোসে হোলেবাস
রা.মি২১কোস্তাস কাৎসুরানিস ()
সে.মি১৪দিমিত্রিস সাল্পিনগিদিসহলুদ কার্ড ৫৫'৫৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৭'
সে.মিপানাজিওতিস কোনে৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
সে.মিগিয়ানিস মানিয়াতিস
লে.মিগিওরগিওস সামারাস
সে.ফ১৭থিওফানিস গেকাস৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
বদলি:
১৮ইওয়ানিস ফেৎফাজিদিস৫৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৭'
কোস্তাস মিত্রগ্লু৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
১০গিওরগোস কারাগুনিস৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
ম্যানেজার:
পর্তুগাল ফের্নান্দো সান্তোস

ম্যাচসেরা:
ইয়েমস রোদ্রিগেজ (কলম্বিয়া)

সহকারী রেফারিগণ:
মার্ক হার্ড (যুক্তরাষ্ট্র)
জো ফ্লেচার (কানাডা)
চতুর্থ অফিসিয়াল:
আলিরেজা ফাঘানি (ইরান)
পঞ্চম অফিসিয়াল:
হাসান কামরানিফার (ইরান)

কোত দিভোয়ার বনাম জাপান

দল দুইটি এর আগে তিনটি খেলায় মুখোমুখি হয়েছে, যার সবগুলোই ছিল প্রিতি খেলা। তারা সর্বশেষ ২০১০ সালে মুখোমুখি হয়।[4]

কোত দিভোয়ার ২ - ১ জাপান
বুনি গোল ৬৪'
জের্ভিনিয়ো গোল ৬৬'
প্রতিবেদন হন্দা গোল ১৬'
অ্যারেনা পেরনামবুকো, রেসিফি
দর্শক সংখ্যা: ৪০,২৬৭
রেফারি: এনরিক ওসেস (চিলি)[3]
আইভরি কোস্ট
জাপান
গোবুবাকার ব্যারি
রা.ব্যা১৭সার্জে আউরিয়ের
সে.ব্যাদিদিয়ের জকোরাহলুদ কার্ড ৫৮'
সে.ব্যা২২সল বাম্বাহলুদ কার্ড ৫৪'
লে.ব্যাআর্থু বুকা৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
সে.মিশেইক তুতি
সে.মি২০সেরে দি৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
অ্যা.মি১৯ইয়াইয়া তুরে ()
রা.ফসালোমন কালু
সে.ফ১২উইলফ্রিদ বুনি৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
লে.ফ১০জের্ভিনিয়ো
বদলি:
১১দিদিয়ের দ্রগবা৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
১৮কনস্তান জাকপা৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
১৩দিদিয়ের ইয়া কোনান৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
ম্যানেজার:
ফ্রান্স সাব্রি লামুশি
গোএইজি কাওয়াশিমা
রা.ব্যাআতসুতো উচিদা
সে.ব্যা২২মায়া ইয়শিদাহলুদ কার্ড ২৩'
সে.ব্যামাসাতো মরিশিগেহলুদ কার্ড ৬৪'
লে.ব্যাইয়ুতো নাগাতমো
ডি.মি১৬হতারু ইয়ামাগুচি
ডি.মি১৭মাকোতো হাসেবে ()৫৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৪'
রা.উশিঞ্জি ওকাজাকি
অ্যা.মিকেইস্কে হন্দা
লে.উ১০শিঞ্জি কাগাওয়া৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
সে.ফ১৮ইয়ুইয়া ওসাকো৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
বদলি:
ইয়াসুহিতো এন্দো৫৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৪'
১৩ইয়শিতো অকুবো৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
১১ইয়ইচিরো কাকিতানি৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
ম্যানেজার:
ইতালি আলবের্তো জাক্কেরোনি

ম্যাচসেরা:
ইয়াইয়া তুরে (আইভরি কোস্ট)

সহকারী রেফারিগণ:
কার্লোস আস্ত্রোজা (চিলি)
সার্হিও রোমান (চিলি)
চতুর্থ অফিসিয়াল:
নিয় আলিউম (ক্যামেরুন)
পঞ্চম অফিসিয়াল:
জিবরিল কেমাহা (সেনেগাল)

কলম্বিয়া বনাম কোত দিভোয়ার

জাপান বনাম গ্রিস

জাপান ম্যাচ ২২ গ্রিস
অ্যারেনা দাস দুনাস, নাতাল

জাপান বনাম কলম্বিয়া

জাপান ম্যাচ ৩৭ কলম্বিয়া
অ্যারেনা পান্তানাল, কুইয়াবা

গ্রিস বনাম কোত দিভোয়ার

নোট

  1. ১৭ অক্টোবর ২০১৩ অনুসারে র‍্যাঙ্কিং, এই র‍্যাঙ্কিং অনুসারে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র

  1. "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ১১। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৪
  2. "Match suspensions to be served at the final competition of the FIFA World Cup"। ফিফা। ২৪ ফেব্রুয়ারি ২০১৪। ৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪
  3. "Referee designations for matches 5-8" (পিডিএফ)ফিফা। ১২ জুন ২০১৪। ১৭ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৪
  4. "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ১২। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.