২০১৪ ফিফা বিশ্বকাপ গ্রুপ পর্ব
২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব ১২ জুন ২০১৪ থেকে ২৬ জুন ২০১৪ পর্যন্ত ব্রাজিলের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় যাতে অংশগ্রহণকারী ৩২টি দলই ৩টি করে খেলায় অংশগ্রহণ করে। গ্রুপ পর্বটি ড্রর ঘাটতি এবং অধিক গোলের জন্য উল্লেখযোগ্য ছিল। টুর্নামেন্টের প্রথম ড্র এবং গোলশূন্য খেলাটি ছিল গ্রুপ পর্বের ১৩তম খেলা যাতে ইরান ও নাইজেরিয়া পরস্পরের মোকাবিলা করে। এই ড্র-খরা ১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হওয়ার পর খেলা বিবেচনায় সর্বোচ্চ ছিল।[1] গ্রুপ পর্বের ৪৮ খেলায় মোট ১৩৬টি গোল হয় যা ২০১০ সালের সমগ্র টুর্নামেন্টের তুলনায় মাত্র ৯ গোল কম।[2] ১৯৯৮ সাল থেকে বিশ্বকাপে ৩২ দলের অংশগ্রহণ শুরু হওয়ার পর এটিই গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড [3] এবং ১৯৫৮ সালের পর গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের হার।[4]
গ্রুপ পর্বে প্রতিটি দলের প্রথম দুইটি খেলার পর, ৬টি দল: নেদারল্যান্ডস, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, আর্জেন্টিনা, বেলজিয়াম ১৬ দলের পর্বে তাদের উন্নতি নিশ্চিত করতে সক্ষম হয়। অপর পক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন এবং ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রথম ২ খেলায় পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়[5][6][7] ইতালি ৩য় প্রাক্তন চ্যাম্পিয়ন দল যারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।[8]
আমেরিকার (কনকাকাফ এবং কনমেবোল) অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে ৮ দলই ১৬ দলের পর্বের যোগ্যতা অর্জন করে,[9] এবং প্রথম বারের মত কনকাকাফ থেকে ৩টি দল ১৬ দলের পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। আফ্রিকা (সিএএফ) থেকেও প্রথম বারের মত ২টি দল ১৬ দলের পর্বে অগ্রসর হয়।[10] অপরদিকে এশিয়ার (এএফসি) দলসমূহ ১টি খেলাতেও জিততে ব্যর্থ হয় এবং ১৯৯০ সালের পর এই প্রথম কোন এশিয়ান দল ১৬ দলের পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়।[9][11] ইউরোপ থেকে ১৩ টি দলের মধ্যে মাত্র ৬টি দল ১৬ দলের পর্বে যায় যা ৩২ দল অংশগ্রহণ শুরু করার পর সর্বনিম্ন (২০১০ বিশ্বকাপের সমান)।
গ্রুপ ডি থেকে কোস্টারিকা সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ইতালি এবং উরুগুয়েকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, ১৯৯০ সালের পর প্রথম ১৬ দলের পর্বে পৌছায়। ২০১০ বিশ্বকাপের নকআউট পর্বে অংশগ্রহণ করা ৪টি দল নিয়ে গড়া গ্রুপ থেকে জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হয়। গ্রিস এবং আলজেরিয়া প্রথমবারের মত ১৬ দলের পর্বে উঠতে সক্ষম হয়। ১৬ দলের পর্বে জায়গা করে নেয়া দলগুলোর মধ্যে নাইজেরিয়ার র্যাঙ্কিং সর্বনিম্ন (৪৪তম) এবং গ্রুপ পর্ব থেকে বাদ পরা দলসমূহের মধ্যে স্পেনের র্যাঙ্কিং ছিল সর্বোচ্চ (১ম)।
ফলাফল
গ্রুপ টেবিলের রঙের ব্যাখ্যা | |
---|---|
গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার আপ ১৬ দলের রাউন্ডে অগ্রসর হবে |
গ্রুপ এ
দল |
খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
ব্রাজিল | ৩ | ২ | ১ | ০ | ৭ | ২ | +৫ | ৭ |
মেক্সিকো | ৩ | ২ | ১ | ০ | ৪ | ১ | +৩ | ৭ |
ক্রোয়েশিয়া | ৩ | ১ | ০ | ২ | ৬ | ৬ | ০ | ৩ |
ক্যামেরুন | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৯ | −৮ | ০ |
ক্যামেরুন | ০–৪ | ক্রোয়েশিয়া |
---|---|---|
প্রতিবেদন | অলিচ ১১' পেরিশিচ ৪৮' মানজুকিচ ৬১', ৭৩' |
ক্রোয়েশিয়া | ১–৩ | মেক্সিকো |
---|---|---|
পেরিশিচ ৮৭' | প্রতিবেদন | মার্কেজ ৭২' গুয়ারদাদো ৭৫' হার্নান্দেস ৮২' |
গ্রুপ বি
দল |
খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
নেদারল্যান্ডস | ৩ | ৩ | ০ | ০ | ১০ | ৩ | +৭ | ৯ |
চিলি | ৩ | ২ | ০ | ১ | ৫ | ৩ | +২ | ৬ |
স্পেন | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৭ | −৩ | ৩ |
অস্ট্রেলিয়া | ৩ | ০ | ০ | ৩ | ৩ | ৯ | −৬ | ০ |
স্পেন | ১–৫ | নেদারল্যান্ডস |
---|---|---|
শাবি আলোনসো ২৭' (পে.) | প্রতিবেদন | ফন পার্সি ৪৪', ৭২' রোবেন ৫৩', ৮০' দে ফ্রেই ৬৪' |
অস্ট্রেলিয়া | ২–৩ | নেদারল্যান্ডস |
---|---|---|
কেহিল ২১' জেডিনাক ৫৪' (পে.) |
প্রতিবেদন | রোবেন ২০' ফন পার্সি ৫৮' মেমফিস ৬৮' |
নেদারল্যান্ডস | ২–০ | চিলি |
---|---|---|
ফার ৭৭' মেমফিস ৯০+২' |
প্রতিবেদন |
গ্রুপ সি
দল |
খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
কলম্বিয়া | ৩ | ৩ | ০ | ০ | ৯ | ২ | +৭ | ৯ |
গ্রিস | ৩ | ১ | ১ | ১ | ২ | ৪ | −২ | ৪ |
কোত দিভোয়ার | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৫ | −১ | ৩ |
জাপান | ৩ | ০ | ১ | ২ | ২ | ৬ | −৪ | ১ |
কোত দিভোয়ার | ২–১ | জাপান |
---|---|---|
বুনি ৬৪' জের্ভিনিয়ো ৬৬' |
প্রতিবেদন | হন্দা ১৬' |
কলম্বিয়া | ২–১ | কোত দিভোয়ার |
---|---|---|
রোদ্রিগেস ৬৪' কিন্তেরো ৭০' |
প্রতিবেদন | জের্ভিনিয়ো ৭৩' |
জাপান | ০–০ | গ্রিস |
---|---|---|
প্রতিবেদন |
জাপান | ১-৪ | কলম্বিয়া |
---|---|---|
ওকাজাকি ৪৫+১' | প্রতিবেদন | কুয়াদ্রাদো ১৭' (পে.) মার্তিনেজ ৫৫', ৮২' রোদ্রিগেস ৯০' |
গ্রিস | ২-১ | কোত দিভোয়ার |
---|---|---|
সামারিস ৪২' সামারাস ৯০+৩' |
প্রতিবেদন | বুনি ৭৪' |
গ্রুপ ডি
দল |
খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
কোস্টা রিকা | ৩ | ২ | ১ | ০ | ৪ | ১ | +৩ | ৭ |
উরুগুয়ে | ৩ | ২ | ০ | ১ | ৪ | ৪ | ০ | ৬ |
ইতালি | ৩ | ১ | ০ | ২ | ২ | ৩ | −১ | ৩ |
ইংল্যান্ড | ৩ | ০ | ১ | ২ | ২ | ৪ | −২ | ১ |
ইতালি | ০–১ | কোস্টা রিকা |
---|---|---|
প্রতিবেদন | রুইজ ৪৪' |
ইতালি | ০–১ | উরুগুয়ে |
---|---|---|
প্রতিবেদন | গদিন ৮১' |
গ্রুপ ই
দল |
খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
ফ্রান্স | ৩ | ২ | ১ | ০ | ৮ | ২ | +৬ | ৭ |
সুইজারল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ৭ | ৬ | +১ | ৬ |
ইকুয়েডর | ৩ | ১ | ১ | ১ | ৩ | ৩ | ০ | ৪ |
হন্ডুরাস | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৮ | −৭ | ০ |
সুইজারল্যান্ড | ২–১ | ইকুয়েডর |
---|---|---|
মেহমেদি ৪৮' সেফেরোভিচ ৯০+৩' |
প্রতিবেদন | এ. বালেন্সিয়া ২২' |
সুইজারল্যান্ড | ২–৫ | ফ্রান্স |
---|---|---|
ডিমেইলি ৮১' ঝাকা ৮৭' |
প্রতিবেদন | জিহু ১৭' মাতুদি ১৮' ভালবুয়েনা ৪০' বেনজেমা ৬৭' সিসকো ৭৩' |
হন্ডুরাস | ০–৩ | সুইজারল্যান্ড |
---|---|---|
প্রতিবেদন | শাকিরি ৬', ৩১', ৭১' |
গ্রুপ এফ
দল |
খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
আর্জেন্টিনা | ৩ | ৩ | ০ | ০ | ৬ | ৩ | +৩ | ৯ |
নাইজেরিয়া | ৩ | ১ | ১ | ১ | ৩ | ৩ | ০ | ৪ |
বসনিয়া ও হার্জেগোভিনা | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৪ | ০ | ৩ |
ইরান | ৩ | ০ | ১ | ২ | ১ | ৪ | −৩ | ১ |
আর্জেন্টিনা | ২–১ | বসনিয়া ও হার্জেগোভিনা |
---|---|---|
কোলাশিনাচ ৩' (আ.গো.) মেসি ৬৫' |
প্রতিবেদন | ইবিশেভিচ ৮৫' |
আর্জেন্টিনা | ১–০ | ইরান |
---|---|---|
মেসি ৯০+১' | প্রতিবেদন |
নাইজেরিয়া | ১–০ | বসনিয়া ও হার্জেগোভিনা |
---|---|---|
অডেমউইঞ্জি ২৯' | প্রতিবেদন |
নাইজেরিয়া | ২–৩ | আর্জেন্টিনা |
---|---|---|
মুসা ৪', ৪৭' | প্রতিবেদন | মেসি ৩', ৪৫+১' রোহো ৫০' |
গ্রুপ জি
দল |
খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
জার্মানি | ৩ | ২ | ১ | ০ | ৭ | ২ | +৫ | ৭ |
মার্কিন যুক্তরাষ্ট্র | ৩ | ১ | ১ | ১ | ৪ | ৪ | ০ | ৪ |
পর্তুগাল | ৩ | ১ | ১ | ১ | ৪ | ৭ | −৩ | ৪ |
ঘানা | ৩ | ০ | ১ | ২ | ৪ | ৬ | −২ | ১ |
ঘানা | ১–২ | মার্কিন যুক্তরাষ্ট্র |
---|---|---|
আ. আয়িউ ৮২' | প্রতিবেদন | ডেম্পসি ১' ব্রুকস ৮৬' |
মার্কিন যুক্তরাষ্ট্র | ২–২ | পর্তুগাল |
---|---|---|
জোন্স ৬৪' ডেম্পসি ৮১' |
প্রতিবেদন | ন্যানি ৫' ভারেলা ৯০+৫' |
গ্রুপ এইচ
দল |
খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
বেলজিয়াম | ৩ | ৩ | ০ | ০ | ৪ | ১ | +৩ | ৯ |
আলজেরিয়া | ৩ | ১ | ১ | ১ | ৬ | ৫ | +১ | ৪ |
রাশিয়া | ৩ | ০ | ২ | ১ | ২ | ৩ | −১ | ২ |
দক্ষিণ কোরিয়া | ৩ | ০ | ১ | ২ | ৩ | ৬ | −৩ | ১ |
বেলজিয়াম | ২–১ | আলজেরিয়া |
---|---|---|
ফেলাইনি ৭০' মের্তেন্স ৮০' |
প্রতিবেদন | ফাইঘুলি ২৫' (পে.) |
রাশিয়া | ১–১ | দক্ষিণ কোরিয়া |
---|---|---|
কের্ঝাকভ ৭৪' | প্রতিবেদন | লি কেন-হো ৬৮' |
দক্ষিণ কোরিয়া | ২-৪ | আলজেরিয়া |
---|---|---|
সন হেউং-মিন ৫০' কু জা-চেয়োল ৭২' |
প্রতিবেদন | সুলাইমানি ২৬' হালিশ ২৮' জাবু ৩৮' ইব্রাহিমি ৬২' |
দক্ষিণ কোরিয়া | ০-১ | বেলজিয়াম |
---|---|---|
প্রতিবেদন | ভের্তঙ্গেন ৭৮' |
টীকা
তথ্যসূত্র
- "Iran 0-0 Nigeria: Super Eagles play out World Cup's first goalless draw"।
- "Group stage goal glut brightens World Cup"। Deutsche Welle। ২৬ জুন ২০১৪।
- http://www.bbc.com/sport/0/football/28043070
- "Statistically the greatest World Cup?"। BBC News। ২৭ জুন ২০১৪।
- Yorke, Graeme (২৪ জুন ২০১৪)। "Spanish newspaper Marca react to early elimination from World Cup"। Daily Mail।
- World Cup। "World Cup 2014: The shock of Spain's exit is still painfully raw but tiki-taka is not dead and new generation will arise"। Telegraph। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪।
- "England eliminated from World Cup in earliest exit since 1958"। Huffingtonpost.com। ২০ জুন ২০১৪।
- "Italy's coach Prandelli offers to resign after exit"। IBN Live। ২৫ জুন ২০১৪। ২৮ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৪।
- "Europe wakes up and smells the Brazilian coffee"। Insideworldfootball.com। ২৭ জুন ২০১৪। ১ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৪।
- "History made for Algeria and Africa"। eNews Channel Africa। ২৭ জুন ২০১৪।
- "Asian teams sink to the bottom"। The Hindu। ২৭ জুন ২০১৪।
- "Match report – Brazil–Croatia" (পিডিএফ)। FIFA.com। ১২ জুন ২০১৪। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪।
- "Referee designations for matches 1-4" (পিডিএফ)। fifa.com। ১০ জুন ২০১৪। ৩০ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৪।
- "Referee designations for matches 5-8" (পিডিএফ)। ফিফা। ১২ জুন ২০১৪। ১৭ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৪।
- "Referee designations for matches 9-11" (পিডিএফ)। ফিফা। ১৩ জুন ২০১৪। ২৮ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৪।
- "GER-GHA"। ফিফা। ২৩ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৪।