২০১৪ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক ৯ আগস্ট থেকে ২১ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত জিম্বাবুয়ে সফর করে। সফরে তারা জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও একটি টেস্টে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[1][2] সফরকারী দক্ষিণ আফ্রিকা দল একমাত্র টেস্টসহ ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জয় করে।
২০১৪ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর | |||
---|---|---|---|
জিম্বাবুয়ে | দক্ষিণ আফ্রিকা | ||
তারিখ | ৯ আগস্ট, ২০১৪ – ২১ আগস্ট, ২০১৪ | ||
অধিনায়ক |
ব্রেন্ডন টেলর (টেস্ট) এলটন চিগুম্বুরা (ওডিআই) |
হাশিম আমলা (টেস্ট) এবি ডি ভিলিয়ার্স (ওডিআই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ব্রেন্ডন টেলর (৯৮) | ফাফ দু প্লেসিস (১০৩) | |
সর্বাধিক উইকেট | জন নিয়ুম্বু (৫) |
ডেল স্টেইন (৮) ডেন পাইত (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ডেন পাইত (দক্ষিণ আফ্রিকা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | এলটন চিগুম্বুরা (১৩৩) | কুইন্টন ডি কক (১৮৫) | |
সর্বাধিক উইকেট | জন নিয়ুম্বু (৪) | ওয়েন পার্নেল (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) |
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ২০০১ সালে জিম্বাবুয়েতে সর্বশেষ টেস্ট সিরিজে অংশ নিয়েছিল।[3]
দলের সদস্য
টেস্ট | একদিনের আন্তর্জাতিক | ||
---|---|---|---|
জিম্বাবুয়ে[4] | দক্ষিণ আফ্রিকা[3] | জিম্বাবুয়ে[4] | দক্ষিণ আফ্রিকা[5] |
|
|
খেলা পরিচালনাকারী কর্মকর্তা
খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:[6]
আম্পায়ার | সংরক্ষিত আম্পায়ার | টিভি আম্পায়ার | ম্যাচ রেফারী |
---|---|---|---|
|
|
|
|
টেস্ট সিরিজ
একমাত্র টেস্ট
৯-১৩ আগস্ট স্কোরকার্ড টেস্ট ২১৩৫ |
ব |
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেন পাইত এবং জিম্বাবুয়ের পক্ষে জন নিয়ুম্বু ও ডোনাল্ড তিরিপানো’র টেস্ট অভিষেক ঘটে।
- দক্ষিণ আফ্রিকার ১-০ ব্যবধানে সিরিজ বিজয়।
অর্জনসমূহ
- জিম্বাবুয়ে
- ২০০১ সালে অ্যান্ডি ব্লিগনটের পর দ্বিতীয় জিম্বাবুয়ের ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে জন নিয়ুম্বু পাঁচ-উইকেট লাভ করেন।[7][8]
- দক্ষিণ আফ্রিকা
- ভুসি সিবান্দাকে আউট করে ডেল স্টেইন তার ৩৭৬তম উইকেট পান ও ম্যালকম মার্শালের সমকক্ষ হন।[9]
- অফ-স্পিনার ডেন পাইত দশ বছর পর খেলতে আসা মার্ক ভার্মুলেনকে অভিষেক টেস্টের প্রথম বলে আউট করেন।[9] টেস্ট অভিষেকে ডেন পাইত দক্ষিণ আফ্রিকার পক্ষে সেরা বোলিং পরিসংখ্যান গড়েন ৮/১৫২।[10][11]
- ১৯৮০-১৯৯৫ সময়কালে ওয়েস্ট ইন্ডিজের ১৭ সিরিজ অপরাজিত থাকার রেকর্ডের পর দক্ষিণ আফ্রিকা ১৩ সিরিজ জয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।[10]
ব্যাটিং
- সর্বাধিক রান[12]
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | অপরাজিত | রান | সর্বোচ্চ রান | গড় | বল মোকাবেলা | স্ট্রাইক রেট | ১০০ | ৫০ | ৪ | ৬ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ফাফ দু প্লেসিস | ১ | ২ | ১ | ১০৩ | ৯৮ | ১০৩.০০ | ২৭০ | ৩৮.১৪ | ০ | ১ | ১২ | ০ |
ব্রেন্ডন টেলর | ১ | ২ | ০ | ৯৮ | ৯৩ | ৪৯.০০ | ১৬৮ | ৫৮.৩৩ | ০ | ১ | ৮ | ০ |
ডিন এলগার | ১ | ২ | ০ | ৮২ | ৬১ | ৪১.০০ | ১৭৪ | ৪৭.১২ | ০ | ১ | ১০ | ১ |
কুইন্টন ডি কক | ১ | ১ | ০ | ৮১ | ৮১ | ৮১.০০ | ১৫২ | ৫৩.২৮ | ০ | ১ | ৫ | ১ |
হ্যামিল্টন মাসাকাদজা | ১ | ২ | ০ | ৬৪ | ৪৫ | ৩২.০০ | ১২৮ | ৫০.০০ | ০ | ০ | ৬ | ১ |
রিচমন্ড মুতুম্বামি | ১ | ২ | ০ | ৬৪ | ৪৩ | ৩২.০০ | ১৪৭ | ৪৩.৫৩ | ০ | ০ | ৮ | ০ |
বোলিং
- সর্বাধিক উইকেট[13]
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | ওভার | মেইডেন | প্রদেয় রান | উইকেট | সেরা বোলিং | গড় | ইকোনোমি | স্ট্রাইক রেট | ৫ উইঃ | ১০ উইঃ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ডেল স্টেইন | ১ | ২ | ৪৪.০ | ২০ | ৮৪ | ৮ | ৫/৪৬ | ১০.৫০ | ১.৯০ | ৩৩.০০ | ১ | ০ |
ডেন পাইত | ১ | ২ | ৪৯.০ | ৪ | ১৫২ | ৮ | ৪/৬২ | ১৯.০০ | ৩.১০ | ৩৬.৭০ | ০ | ০ |
জন নিয়ুম্বু | ১ | ২ | ৫৩.৩ | ৭ | ১৮১ | ৫ | ৫/১৫৭ | ৩৬.২০ | ৩.৩৮ | ৬৪.২০ | ১ | ০ |
মরনে মরকেল | ১ | ২ | ৩৪.০ | ১২ | ৫৪ | ৩ | ৩/১৫ | ১৮.০০ | ১.৫৮ | ৬৮.০০ | ০ | ০ |
টেন্ডাই চাতারা | ১ | ২ | ২৯.০ | ১৩ | ৩৯ | ২ | ১/৫ | ১৯.৫০ | ১.৩৪ | ৮৭.০০ | ০ | ০ |
ওডিআই সিরিজ
১ম ওডিআই
১৭ আগস্ট ২০১৪ স্কোরকার্ড ওডিআই ৩৫০৭ |
ব |
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জিম্বাবুয়ের পক্ষে লুক জংউই, নেভিল মাদজিভা ও জন নিয়ুম্বু’র ওডিআই অভিষেক ঘটে।
- দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে।
২য় ওডিআই
১৯ আগস্ট ২০১৪ স্কোরকার্ড ওডিআই ৩৫০৮ |
ব |
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে।
৩য় ওডিআই
২১ আগস্ট ২০১৪ স্কোরকার্ড ওডিআই ৩৫১০ |
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দক্ষিণ আফ্রিকার পক্ষে রাইলি রুশো ও এমথোকোজিসি শেজি’র ওডিআই অভিষেক ঘটে।
- দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে সিরিজে জয় করে।
ব্যাটিং
- সর্বাধিক রান[14]
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | অপরাজিত | রান | সর্বোচ্চ রান | গড় | বল মোকাবেলা | স্ট্রাইক রেট | ১০০ | ৫০ | ৪ | ৬ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কুইন্টন ডি কক | ৩ | ৩ | ০ | ১৮৫ | ৮৪ | ৬১.৬৬ | ১৮১ | ১০২.২০ | ০ | ২ | ২০ | ৩ |
ফাফ দু প্লেসিস | ৩ | ৩ | ০ | ১৫৪ | ৫৯ | ৫১.৩৩ | ১৮২ | ৮৪.৬১ | ০ | ২ | ১৫ | ০ |
হাশিম আমলা | ২ | ২ | ১ | ১৩৭ | ১২২* | ১৩৭.০০ | ১৫৩ | ৮৯.৫৪ | ১ | ০ | ৮ | ৩ |
এলটন চিগুম্বুরা | ৩ | ৩ | ০ | ১৩৩ | ৯০ | ৪৪.৩৩ | ১৯৩ | ৬৮.৯১ | ০ | ১ | ১৩ | ২ |
শন উইলিয়ামস | ৩ | ৩ | ০ | ১২৩ | ৫৫ | ৪১.০০ | ১৬৭ | ৭৩.৬৫ | ০ | ২ | ৬ | ৩ |
বোলিং
- সর্বাধিক উইকেট[15]
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | ওভার | মেইডেন | প্রদেয় রান | উইকেট | সেরা বোলিং | গড় | ইকোনোমি | স্ট্রাইক রেট | ৪ উইঃ | ৫ উইঃ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ওয়েন পার্নেল | ৩ | ৩ | ২৫.০ | ২ | ১০৪ | ৭ | ৩/২৮ | ১৪.৮৫ | ৪১৬ | ২১.৪০ | ০ | ০ |
ইমরান তাহির | ২ | ২ | ১৯.১ | ২ | ৭০ | ৫ | ৩/৪৪ | ১৪.০০ | ৩.৬৫ | ২৩.০০ | ০ | ০ |
এ্যারন ফাঙ্গিসো | ৩ | ৩ | ২৩.৫ | ৩ | ৯০ | ৫ | ৩/৪৩ | ১৮.০০ | ৩.৭৭ | ২৮.৬০ | ০ | ০ |
রায়ান ম্যাকলারিন | ৩ | ৩ | ২২.০ | ০ | ৯৬ | ৫ | ৩/২১ | ১৯.২০ | ৪.৩৬ | ২৬.৪০ | ০ | ০ |
জন নিয়ুম্বু | ৩ | ৩ | ২৩.২ | ০ | ১২৯ | ৪ | ২/৪৪ | ৩২.২৫ | ৫.৫২ | ৩৫.০০ | ০ | ০ |
তথ্যসূত্র
- "South Africa in Zimbabwe Test Match, 2014"। ESPNcricinfo। ৫ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪।
- "South Africa in Zimbabwe ODI Series, 2014"। ESPNcricinfo। ৫ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪।
- "South Africa retain winning Test squad for Zimbabwe"। espncricinfo। ২৯ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- "Zimbabwe v South Africa / Zimbabwe Test Squad, Only Test: Zimbabwe v South Africa at Harare, Aug 9-13, 2014"। espncricinfo। ৮ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪।
- "SA call up Rossouw, Shezi for Zimbabwe ODIs"। espncricinfo। ৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৪।
- "Zimbabwe v South Africa / Match Officials - Only Test: Zimbabwe v South Africa at Harare, Aug 9-12, 2014"। espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৪।
- "Taylor pleased with fighting effort"। espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪।
- "South Africa win the match, Zimbabwe win hearts"। espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪।
- "Zimbabwe v South Africa, only Test, Harare, 1st day, Sluggish Zimbabwe mount resistance"। espncricinfo। ৯ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪।
- "Amla applauds SA for 'smart cricket'"। espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪।
- "Piedt ensures South Africa triumph"। espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪।
- "Records / South Africa in Zimbabwe Test Match, 2014 / Most runs"। espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪।
- "Records / South Africa in Zimbabwe Test Match, 2014 / Most wickets"। espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪।
- "Records / South Africa in Zimbabwe ODI Series, 2014 / Most runs"। espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪।
- "Records / South Africa in Zimbabwe ODI Series, 2014 / Most wickets"। espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.