২০১৪ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক ৯ আগস্ট থেকে ২১ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত জিম্বাবুয়ে সফর করে। সফরে তারা জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও একটি টেস্টে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[1][2] সফরকারী দক্ষিণ আফ্রিকা দল একমাত্র টেস্টসহ ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জয় করে।

২০১৪ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
  জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা
তারিখ ৯ আগস্ট, ২০১৪ – ২১ আগস্ট, ২০১৪
অধিনায়ক ব্রেন্ডন টেলর (টেস্ট)
এলটন চিগুম্বুরা (ওডিআই)
হাশিম আমলা (টেস্ট)
এবি ডি ভিলিয়ার্স (ওডিআই)
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ব্রেন্ডন টেলর (৯৮) ফাফ দু প্লেসিস (১০৩)
সর্বাধিক উইকেট জন নিয়ুম্বু (৫) ডেল স্টেইন (৮)
ডেন পাইত (৮)
সিরিজ সেরা খেলোয়াড় ডেন পাইত (দক্ষিণ আফ্রিকা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান এলটন চিগুম্বুরা (১৩৩) কুইন্টন ডি কক (১৮৫)
সর্বাধিক উইকেট জন নিয়ুম্বু (৪) ওয়েন পার্নেল (৭)
সিরিজ সেরা খেলোয়াড় কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ২০০১ সালে জিম্বাবুয়েতে সর্বশেষ টেস্ট সিরিজে অংশ নিয়েছিল।[3]

দলের সদস্য

টেস্ট একদিনের আন্তর্জাতিক
 জিম্বাবুয়ে[4]  দক্ষিণ আফ্রিকা[3]  জিম্বাবুয়ে[4]  দক্ষিণ আফ্রিকা[5]

খেলা পরিচালনাকারী কর্মকর্তা

খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:[6]

আম্পায়ার সংরক্ষিত আম্পায়ার টিভি আম্পায়ার ম্যাচ রেফারী

টেস্ট সিরিজ

একমাত্র টেস্ট

২৫৬ (৯২.৪ ওভার)
ব্রেন্ডন টেলর ৯৩ (১৫৯)
ডেল স্টেইন ৫/৪৬ (২২.৪ ওভার)
৩৯৭ (১৫৮.৩ ওভার)
ফাফ দু প্লেসিস ৯৮ (২৬৪)
জন নিয়ুম্বু ৫/১৫৭ (৪৯.৩ ওভার)
১৮১ (৭৬.২ ওভার)
রিচমন্ড মুতুম্বামি ৪৩ (৬৯)
ডেন পাইত ৪/৬২ (২৫ ওভার)
৪৪/১ (১০.৪ ওভার)
ডিন এলগার ২১ (২৮)
টেন্ডাই চাতারা ১/৫ (২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে বিজয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও ক্রিস গফানি (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: ডেন পাইত (দক্ষিণ আফ্রিকা)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেন পাইত এবং জিম্বাবুয়ের পক্ষে জন নিয়ুম্বুডোনাল্ড তিরিপানো’র টেস্ট অভিষেক ঘটে।
  • দক্ষিণ আফ্রিকার ১-০ ব্যবধানে সিরিজ বিজয়।

অর্জনসমূহ

জিম্বাবুয়ে
দক্ষিণ আফ্রিকা

ব্যাটিং

সর্বাধিক রান[12]
খেলোয়াড়ের নামম্যাচ সংখ্যাইনিংসঅপরাজিতরানসর্বোচ্চ রানগড়বল মোকাবেলাস্ট্রাইক রেট১০০৫০
দক্ষিণ আফ্রিকা ফাফ দু প্লেসিস ১০৩৯৮১০৩.০০২৭০৩৮.১৪১২
জিম্বাবুয়ে ব্রেন্ডন টেলর ৯৮৯৩৪৯.০০১৬৮৫৮.৩৩
দক্ষিণ আফ্রিকা ডিন এলগার ৮২৬১৪১.০০১৭৪৪৭.১২১০
দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি কক ৮১৮১৮১.০০১৫২৫৩.২৮
জিম্বাবুয়ে হ্যামিল্টন মাসাকাদজা ৬৪৪৫৩২.০০১২৮৫০.০০
জিম্বাবুয়ে রিচমন্ড মুতুম্বামি ৬৪৪৩৩২.০০১৪৭৪৩.৫৩

বোলিং

সর্বাধিক উইকেট[13]
খেলোয়াড়ের নামম্যাচ সংখ্যাইনিংসওভারমেইডেনপ্রদেয় রানউইকেটসেরা বোলিংগড়ইকোনোমিস্ট্রাইক রেট৫ উইঃ১০ উইঃ
দক্ষিণ আফ্রিকা ডেল স্টেইন ৪৪.০২০৮৪৫/৪৬১০.৫০১.৯০৩৩.০০
দক্ষিণ আফ্রিকা ডেন পাইত ৪৯.০১৫২৪/৬২১৯.০০৩.১০৩৬.৭০
জিম্বাবুয়ে জন নিয়ুম্বু ৫৩.৩১৮১৫/১৫৭৩৬.২০৩.৩৮৬৪.২০
দক্ষিণ আফ্রিকা মরনে মরকেল ৩৪.০১২৫৪৩/১৫১৮.০০১.৫৮৬৮.০০
জিম্বাবুয়ে টেন্ডাই চাতারা ২৯.০১৩৩৯১/৫১৯.৫০১.৩৪৮৭.০০

ওডিআই সিরিজ

১ম ওডিআই

দক্ষিণ আফ্রিকা 
৩০৯/৩ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২১৬ (৪৯.৫ ওভার)
হাশিম আমলা ১২২* (১৩২)
জন নিয়ুম্বু ২/৫২ (৮ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৯৩ রানে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচসেরা: হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)

২য় ওডিআই

দক্ষিণ আফ্রিকা 
২৫৭ (৪৯.৪ ওভার)
 জিম্বাবুয়ে
১৯৬ (৪৯.১ ওভার)
ফাফ দু প্লেসিস ৫৫ (৭২)
শন উইলিয়ামস ২/৩৭ (৯.৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬১ রানে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
আম্পায়ার: ওয়েন চিরোম্বি (জিম্বাবুয়ে) ও ক্রিস গফানি (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: ওয়েন পার্নেল (দক্ষিণ আফ্রিকা)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে।

৩য় ওডিআই

জিম্বাবুয়ে 
১৬৫ (৩৯.৫ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৭১/৩ (২৭.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে বিজয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
আম্পায়ার: ক্রিস গফানি (নিউজিল্যান্ড) ও জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে)
ম্যাচসেরা: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকার পক্ষে রাইলি রুশোএমথোকোজিসি শেজি’র ওডিআই অভিষেক ঘটে।
  • দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে সিরিজে জয় করে।

ব্যাটিং

সর্বাধিক রান[14]
খেলোয়াড়ের নামম্যাচ সংখ্যাইনিংসঅপরাজিতরানসর্বোচ্চ রানগড়বল মোকাবেলাস্ট্রাইক রেট১০০৫০
দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি কক ১৮৫৮৪৬১.৬৬১৮১১০২.২০২০
দক্ষিণ আফ্রিকা ফাফ দু প্লেসিস ১৫৪৫৯৫১.৩৩১৮২৮৪.৬১১৫
দক্ষিণ আফ্রিকা হাশিম আমলা ১৩৭১২২*১৩৭.০০১৫৩৮৯.৫৪
জিম্বাবুয়ে এলটন চিগুম্বুরা ১৩৩৯০৪৪.৩৩১৯৩৬৮.৯১১৩
জিম্বাবুয়ে শন উইলিয়ামস ১২৩৫৫৪১.০০১৬৭৭৩.৬৫

বোলিং

সর্বাধিক উইকেট[15]
খেলোয়াড়ের নামম্যাচ সংখ্যাইনিংসওভারমেইডেনপ্রদেয় রানউইকেটসেরা বোলিংগড়ইকোনোমিস্ট্রাইক রেট৪ উইঃ৫ উইঃ
দক্ষিণ আফ্রিকা ওয়েন পার্নেল ২৫.০১০৪৩/২৮১৪.৮৫৪১৬২১.৪০
দক্ষিণ আফ্রিকা ইমরান তাহির ১৯.১৭০৩/৪৪১৪.০০৩.৬৫২৩.০০
দক্ষিণ আফ্রিকা এ্যারন ফাঙ্গিসো ২৩.৫৯০৩/৪৩১৮.০০৩.৭৭২৮.৬০
দক্ষিণ আফ্রিকা রায়ান ম্যাকলারিন ২২.০৯৬৩/২১১৯.২০৪.৩৬২৬.৪০
জিম্বাবুয়ে জন নিয়ুম্বু ২৩.২১২৯২/৪৪৩২.২৫৫.৫২৩৫.০০

তথ্যসূত্র

  1. "South Africa in Zimbabwe Test Match, 2014"। ESPNcricinfo। ৫ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪
  2. "South Africa in Zimbabwe ODI Series, 2014"। ESPNcricinfo। ৫ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৪
  3. "South Africa retain winning Test squad for Zimbabwe"espncricinfo। ২৯ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  4. "Zimbabwe v South Africa / Zimbabwe Test Squad, Only Test: Zimbabwe v South Africa at Harare, Aug 9-13, 2014"espncricinfo। ৮ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪
  5. "SA call up Rossouw, Shezi for Zimbabwe ODIs"espncricinfo। ৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৪
  6. "Zimbabwe v South Africa / Match Officials - Only Test: Zimbabwe v South Africa at Harare, Aug 9-12, 2014"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৪
  7. "Taylor pleased with fighting effort"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪
  8. "South Africa win the match, Zimbabwe win hearts"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪
  9. "Zimbabwe v South Africa, only Test, Harare, 1st day, Sluggish Zimbabwe mount resistance"espncricinfo। ৯ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪
  10. "Amla applauds SA for 'smart cricket'"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪
  11. "Piedt ensures South Africa triumph"espncricinfo। ১৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৪
  12. "Records / South Africa in Zimbabwe Test Match, 2014 / Most runs"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪
  13. "Records / South Africa in Zimbabwe Test Match, 2014 / Most wickets"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪
  14. "Records / South Africa in Zimbabwe ODI Series, 2014 / Most runs"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪
  15. "Records / South Africa in Zimbabwe ODI Series, 2014 / Most wickets"espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.