২০১৪ আফগানিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
আফগানিস্তান ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক ১৩ জুলাই থেকে ৪ আগস্ট, ২০১৪ তারিখ পর্যন্ত জিম্বাবুয়ে সফর করে। সফরে তারা জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে চারটি একদিনের আন্তর্জাতিক ও দুইটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।[1] প্রকৃতপক্ষে সফরটি জানুয়ারি, ২০১৪ সালে নির্দিষ্ট করা ছিল। কিন্তু খেলোয়াড়দের ধর্মঘটের কারণে সফরটি স্থগিত রাখতে হয়েছিল।[2][3]
২০১৪ আফগানিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর | |||
---|---|---|---|
জিম্বাবুয়ে | আফগানিস্তান | ||
তারিখ | ১৩ জুলাই, ২০১৪ – ৫ আগস্ট, ২০১৪ | ||
অধিনায়ক | ব্রেন্ডন টেলর | মোহাম্মাদ নবী | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৪ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র হয় | ||
সর্বাধিক রান | সিকান্দার রাজা (২১০) | ওসমান গণি (১৭৫) | |
সর্বাধিক উইকেট | ডোনাল্ড তিরিপানো (৭) | শরফুদ্দিন আশরাফ (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) |
দলের সদস্য
প্রস্তুতিমূলক খেলা
১ম ওয়ান-ডে: জিম্বাবুয়ে এ বনাম আফগান
ব |
জিম্বাবুয়ে এ ১৯৩ (৪৮.৩ ওভার) | |
- জিম্বাবুয়ে এ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আফগানিস্তানের পক্ষে শরফুদ্দিন আশরাফের লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে।
২য় ওয়ান-ডে: জিম্বাবুয়ে এ বনাম আফগান
ব |
জিম্বাবুয়ে এ ২৭২/৩ (৪৮ ওভার) | |
- জিম্বাবুয়ে এ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ২ উইকেটে ১২৭ রানের সময় রিচমন্ড মুতুম্বামি রিটায়ার্ড হার্ট হন।
খেলা পরিচালনাকারী কর্মকর্তা
খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:
আম্পায়ার | সংরক্ষিত আম্পায়ার | ম্যাচ রেফারী | চতুর্থ কর্মকর্তা | অনলাইন স্কোরার |
---|---|---|---|---|
|
|
|
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আফগানিস্তানের পক্ষে শরফুদ্দিন আশরাফ ও জিম্বাবুয়ের পক্ষে ডোনাল্ড তিরিপানো’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
- জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে এগিয়ে
২য় ওডিআই
ব |
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জিম্বাবুয়ে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে
৩য় ওডিআই
ব |
||
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আফগানিস্তানের পক্ষে নাসির জামালের একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
- আফগানিস্তান ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে।[8]
৪র্থ ওডিআই
ব |
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জিম্বাবুয়ের পক্ষে রিচমন্ড মুতুম্বামি’র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।
- আফগানিস্তানের ২-২ ব্যবধানে সিরিজে সমতা আনয়ণ।
অর্জনসমূহ
- জিম্বাবুয়ে
- ১ম ওডিআইয়ে ওসমান গণিকে আউট করে ডোনাল্ড তিরিপানো তার প্রথম ওডিআই উইকেট লাভ করেন।[9]
- ২য় ওডিআইয়ে সিকান্দার রাজা তার অভিষেক ওডিআই সেঞ্চুরি করেন।[10]
- সিকান্দার রাজা (১৪১)-হ্যামিলটন মাসাকাদজা (৯৩) উদ্বোধনী জুটিতে ২২৪ রান করে জিম্বাবুয়ের পক্ষে যে-কোন উইকেটে প্রথম দ্বি-শতক রানের জুটি গড়েন।[10]
- ৪র্থ ওডিআইয়ে ডোনাল্ড তিরিপানো তার প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[11]
- আফগানিস্তান
- ১ম ওডিআইয়ে দৌলত জাদরান তার চতুর্দশতম অর্ধ-শতক সংগ্রহ করেন।[9]
- ২য় ওডিআইয়ে ওসমান গণি তার অভিষেক ওডিআই সেঞ্চুরি করেন। গুলবাদিন নায়েবের সাথে তিনি যৌথভাবে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।[10]
- ৪র্থ ওডিআইয়ে জয়ের ফলে আফগানিস্তান কোন পূর্ণাঙ্গ সদস্য দলের বিপক্ষে সিরিজ ড্র করে।[11]
ব্যাটিং
- সর্বাধিক রান[12]
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | অপরাজিত | রান | সর্বোচ্চ রান | গড় | বল মোকাবেলা | স্ট্রাইক রেট | ১০০ | ৫০ | ৪ | ৬ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সিকান্দার রাজা | ৪ | ৪ | ১ | ২১০ | ১৪১ | ৭০.০০ | ২৫৬ | ৮২.০৩ | ১ | ০ | ২১ | ৭ |
হ্যামিলটন মাসাকাদজা | ৩ | ৩ | ০ | ১৮৭ | ৯৩ | ৬২.৩৩ | ২২৮ | ৮২.০১ | ০ | ২ | ২১ | ৩ |
ওসমান গণি | ৪ | ৪ | ০ | ১৭৫ | ১১৮ | ৪৩.৭৫ | ২০৯ | ৮৩.৭৩ | ১ | ০ | ১৬ | ৩ |
মোহাম্মাদ নবী | ৪ | ৪ | ০ | ১৫৫ | ৫৪ | ৩৮.৭৫ | ১৪১ | ১০৯.৯২ | ০ | ১ | ৭ | ৮ |
সামিউল্লাহ শেনওয়ারি | ৪ | ৪ | ০ | ১৫১ | ৬৫ | ৩৭.৭৫ | ২২০ | ৬৮.৬৩ | ০ | ১ | ৯ | ১ |
বোলিং
- সর্বাধিক উইকেট[13]
খেলোয়াড়ের নাম | ম্যাচ সংখ্যা | ইনিংস | ওভার | মেইডেন | প্রদেয় রান | উইকেট | সেরা বোলিং | গড় | ইকোনোমি | স্ট্রাইক রেট | ৪ উইঃ | ৫ উইঃ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ডোনাল্ড তিরিপানো | ৩ | ৩ | ২৫.১ | ৩ | ১৫৪ | ৭ | ৬/৬৩ | ২২.০০ | ৬.১১ | ২১.৫০ | - | ১ |
শরফুদ্দিন আশরাফ | ৪ | ৪ | ৩৬.২ | ০ | ১৬০ | ৬ | ৩/২৯ | ২৬.৬৬ | ৪.৪০ | ৩৬.৩০ | - | - |
দৌলত জাদরান | ৪ | ৪ | ২৮.০ | ২ | ১৭১ | ৫ | ২/৩৯ | ৩৪.২০ | ৬.১০ | ৩৩.৬০ | - | - |
আফতাব আলম | ২ | ২ | ১৭.০ | ৩ | ৭৪ | ৪ | ২/৩০ | ১৮.৫০ | ৪.৩৫ | ২৫.৫০ | - | - |
তিনাশে প্যানিয়াঙ্গারা | ৩ | ৩ | ২৭.০ | ৩ | ১৫৪ | ৪ | ২/৫৮ | ৩৮.৫০ | ৫.৭০ | ৪০.৫০ | - | - |
প্রথম-শ্রেণীর ক্রিকেট সিরিজ
১ম প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা: জিম্বাবুয়ে এ বনাম আফগানিস্তান এ
২৭-৩০ জুলাই, ২০১৪ স্কোরকার্ড |
আফগানিস্তান এ |
ব |
জিম্বাবুয়ে এ |
১৬৫ (৪৪.৫ ওভার) লুক জঙ্গি ৫৮ (৮৬) ফরিদ আহমদ ৫/৫৪ (১১ ওভার) | ||
২২৬ (৭৫.৫ ওভার) মার্ক ভার্মিউলেন ১০৭ (১৭৪) মিরওয়াইজ আশরাফ ৬/৩৫ (১৯ ওভার) |
- জিম্বাবুয়ে এ দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২য় প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা: জিম্বাবুয়ে এ বনাম আফগানিস্তান এ
২-৫ আগস্ট, ২০১৪ স্কোরকার্ড |
আফগানিস্তান এ |
ব |
জিম্বাবুয়ে এ |
১৬৯ (৫৪.১ ওভার) কাশিম খান ৩৭ (৭৫) কাথবার্ট মুসোকো ৩/৩৯ (১৩ ওভার) |
||
১১২/২ (২৪.৩ ওভার) মার্ক ভার্মিউলেন ৪৭* শরাফুদ্দিন আশরাফ ১/২৩ (৭ ওভার) |
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আফগানিস্তানের পক্ষে আব্দুল্লাহ আদিল, মোহাম্মদ মুজতবা, নাসির জামাল ও শরাফুদ্দিন আশরাফে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।
তথ্যসূত্র
- Afghanistan in Zimbabwe 2014
- Afghanistan's Zimbabwe tour cancelled
- Afghanistan in Zimbabwe 2013-14
- 1st ODI: Zimbabwe v Afghanistan at Bulawayo, Jul 18, 2014, Zimbabwe Squad - 1st ODI (July 17, 2014)
- "Afghanistan in Zimbabwe ODI Series Global / Afghanistan 1-Day Squad"। espncricinfo। ১১ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- "Afghanistan A tour of Zimbabwe, 2014 Global / Zimbabwe A Squad"। espncricinfo। ২৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- "Sibanda dropped for remaining Afghanistan ODIs"। espncricinfo। ২২ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৪।
- Zimbabwe v Afghanistan, 3rd ODI, Bulawayo Afghanistan keep series alive with team performance, July 22, 2014, ESPNcricinfo, retrieved: 23 July, 2014
- Zimbabwe v Afghanistan, 1st ODI, Bulawayo, Williams fifty sets up easy win for Zimbabwe, July 18, 2014, ESPNcricinfo, retrieved: 20 July, 2014
- Zimbabwe v Afghanistan, 2nd ODI, Bulawayo, Raza century sets up huge Zimbabwe win, July 20, 2014, ESPNcricinfo, retrieved: 21 July, 2014
- Zimbabwe v Afghanistan, 4th ODI, Zimbabwe v Afghanistan, 4th ODI, Bulawayo, Seamers help Afghanistan square series, July 24, 2014, ESPNcricinfo, retrieved: 25 July, 2014
- "Most runs in Zimbabwe vs Afghanistan ODI Series, 2014 / Most runs"। espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৪।
- "Most wickets in Zimbabwe vs Afghanistan ODI Series, 2014"। espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.