২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
পাকিস্তান ক্রিকেট দল ২৩ মে থেকে ২৬ মে ২০১৩ তারিখ পর্যন্ত আয়ারল্যান্ড সফর করে। এই সফরে ১ম আন্তর্জাতিক ম্যাচটি টাই হয়[1] এবং দ্বিতীয় ম্যাচটি পাকিস্তান ২ উইকেটে জয়ী হয়।
২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর | |||
---|---|---|---|
আয়ারল্যান্ড | পাকিস্তান | ||
তারিখ | ২৩ মে ২০১৩ – ২৬ মে ২০১৩ | ||
অধিনায়ক | উইলিয়াম পোটারফিল্ড | মিসবাহ-উল-হক | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | এডমন্ড জয়েস (১৪৮) | মোহাম্মদ হাফিজ (১২৪) | |
সর্বাধিক উইকেট | অ্যালেক্স কুসাক (৪) | আবদুর রেহমান (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড) |
দলের সদস্যবৃন্দ
ওডিআই | |
---|---|
পাকিস্তান | আয়ারল্যান্ড |
|
|
একদিনের আন্তর্জাতিক সিরিজ
১ম ওডিআই
ব |
||
পল স্টারলিং ১০৩ (১০৭) মোহাম্মদ হাফিজ ২/৩৪ (৯ ওভার) |
- পাকিস্তান টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টিজনিত কারণে ওভার সংখ্যা ৪৭ ওভার নির্ধারন করা হয়।
- ডি/এল পদ্ধতিতে আয়ারল্যান্ডের লক্ষ্যমাত্রা ২৭৫ নির্ধারন করা হয়।
২য় ওডিআই
ব |
||
এডমন্ড জয়েস ১১৬* (১৩২) আবদুর রেহমান ৪/৪৮ (১০ ওভার) |
কামরান আকমল ৮১ (৮৫) ট্রেন্ট জনস্টন ২/৩৫ (৯.৪ ওভার) |
- পাকিস্তান টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- আয়ারল্যান্ডের পক্ষে জেমস শ্যানন এবং পাকিস্তানের পক্ষে আসাদ আলীর ওডিআই অভিষেক হয়।
তথ্যসূত্র
- Kevin O'Brien secures Ireland dramatic tie, ক্রিকইনফো
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.