২০১৩ আফ্রিকা কাপ অব নেশন্স

২০১৩ আফ্রিকা কাপ অব নেশন্স বা অরেঞ্জ আফ্রিকা কাপ অব নেশন্স (ইংরেজি: 2013 Africa Cup of Nations, Orange Africa Cup of Nations) টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জের সাথে ব্যবসায়িক চুক্তি সম্পাদনজনিত কারণে ২০১৩ সালের আফ্রিকা কাপ অব নেশন্স ফুটবল প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে। এটি আফ্রিকা কাপ অব নেশন্সের ২৯তম আসর যা ১৯ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, ২০১৩ তারিখ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে। আফ্রিকা মহাদেশে আয়োজিত ফুটবল চ্যাম্পিয়নশীপ পরিচালনার দায়িত্বে রয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ)।[1] নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, গ্যাবন, বিষুবীয় গিনিকে দরপত্রে হারিয়ে লিবিয়া প্রতিযোগিতাটির স্বাগতিক দেশের মর্যাদা লাভ করে। কিন্তু লিবিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার সাথে তারা সাল অদল-বদল করে। ফলে, ২০১৩ সালের প্রতিযোগিতা দক্ষিণ আফ্রিকায় হচ্ছে এবং ২০১৭ সালে লিবিয়ায় অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর, ২০১১ সালে কায়রোতে অনুষ্ঠিত ক্যাফের নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।[2]

২০১৩ আফ্রিকা কাপ অব নেশন্স
  • Afrika-beker van Nasies 2013
  • AFCON 2013
  • CAN 2013
প্রতিযোগিতার লোগো
বিবরণ
স্বাগতিক দেশদক্ষিণ আফ্রিকা
তারিখ১৯ জানুয়ারি-১০ ফেব্রুয়ারি
দল১৬ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ (৫টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন নাইজেরিয়া (৩য় শিরোপা)
রানার-আপ বুর্কিনা ফাসো
তৃতীয় স্থান মালি
চতুর্থ স্থান ঘানা
পরিসংখ্যান
ম্যাচ৩২
গোল সংখ্যা৬৯ (ম্যাচ প্রতি ২.১৬টি)
দর্শক সংখ্যা৭,২৯,০০০ (ম্যাচ প্রতি ২২,৭৮১ জন)
শীর্ষ গোলদাতানাইজেরিয়া ইমানুয়েল ইমেনিকি
ঘানা ওয়াকাসো মুবারক
(প্রত্যেকেই ৪ গোল)
সেরা খেলোয়াড়বুর্কিনা ফাসো জোনাথন পিত্রোইপা

এ বছরের প্রতিযোগিতার বিজয়ী দল নাইজেরিয়া আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ)-এর প্রতিনিধি হিসেবে ২০১৩ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা কনফেডারেশন্স কাপে অংশ নিবে।[3]

স্বাগতিক দেশ

আফ্রিকার পাঁচটি দেশ স্বাগতিক দেশের মর্যাদা লাভের জন্যে দরদাতার ভূমিকায় অবতীর্ণ হয়। তন্মধ্যে দুইটি দেশ যৌথভাবে অংশগ্রহণ করেছিল। দেশগুলো হচ্ছে:-

এছাড়াও নিম্নোক্ত দেশসমূহ নিলাম ডাকে অংশগ্রহণ করেনি:-[4]

যোগ্যতা নির্ধারণ

সর্বমোট ৪৭টি দেশের জাতীয় ফুটবল দল যোগ্যতা নির্ধারণী খেলায় অংশ নেয়। প্রতিযোগিতার স্বাগতিক দেশরূপে দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়। লিবিয়ায় গৃহযুদ্ধের কারণে স্বাগতিক দেশ হতে পারেনি। অনেকগুলো দল প্রতিযোগিতার মূল পর্বে পুনরায় ফিরে আসে। চার বছর যাবৎ অনুপস্থিতির পর দক্ষিণ আফ্রিকা খেলে। ইথিওপিয়া ১৯৮২ সালের পর যোগ্যতা লাভ করে। নাইজেরিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, টোগো, আলজেরিয়া ২০১২ সালে না খেললেও এবার খেলে। ক্যাপভার্দে দলও অংশ নেয়। গতবারের যৌথ স্বাগতিক দেশ - গ্যাবন এবং বিষুবীয় গিনি, লিবিয়া, সেনেগাল, সুদান, গিনি, বতসোয়ানা প্রতিযোগিতায় অংশ নিতে ব্যর্থ হয়। দক্ষিণ সুদান ক্যাফের সদস্য না হওয়ায় অংশগ্রহণের সুযোগ পায়নি।

মাঠ

জোহানেসবার্গ ডারবান পোর্ট এলিজাবেথ
এফএনবি স্টেডিয়াম মোজেস মাভিদা স্টেডিয়াম নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়াম
২৬°১৪′৫.২৭″ দক্ষিণ ২৭°৫৮′৫৬.৪৭″ পূর্ব ২৯°৪৯′৪৬″ দক্ষিণ ৩১°০১′৪৯″ পূর্ব ৩৩°৫৬′১৬″ দক্ষিণ ২৫°৩৫′৫৬″ পূর্ব
ধারণক্ষমতা: ৯৪,৭০০ ধারণক্ষমতা: ৫৪,০০০ ধারণক্ষমতা: ৪৮,০০০
২০১৩ আফ্রিকা কাপ অব নেশন্স দক্ষিণ আফ্রিকা-এ অবস্থিত
রাস্টেনবার্গ
রাস্টেনবার্গ
    নেল্সপ্রুট
    নেল্সপ্রুট
নেল্সপ্রুট রাস্টেনবার্গ
২৫°২৭′৪২″ দক্ষিণ ৩০°৫৫′৪৭″ পূর্ব ২৫°৩৪′৪৩″ দক্ষিণ ২৭°০৯′৩৯″ পূর্ব
মম্বেলা স্টেডিয়াম রয়্যাল বাফোকেং স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৪১,০০০ ধারণক্ষমতা: ৪২,০০০
  • ^১ ১৯৯৬ আফ্রিকান কাপ অব নেশন্সের স্বাগতিক শহর।
  • ^২ ১৯৯৬ আফ্রিকা কাপ অব নেশন্স প্রতিযোগিতায় স্টেডিয়াম/অংশবিশেষ ব্যবহৃত হয়
  • ^৩ "জাতীয় স্টেডিয়াম" হিসাবে
  • ^৪ স্টেডিয়াম সম্প্রসারণযোগ্য
  • ^৫ সকল দর্শক ধারনক্ষমতা আনুমানিক

অনুশীলন মাঠসমূহ

স্বাগতিক শহরমাঠসমূহ
ডারবানমোজেস মাভিদা স্টেডিয়াম
জোহানেসবার্গডবসনভিল স্টেডিয়াম, মিলপার্ক স্টেডিয়াম, অরল্যান্ডো স্টেডিয়াম, র‌্যান্ড স্টেডিয়াম[5]
নেল্সপ্রুট
পোর্ট এলিজাবেথগেলভ্যান্ডেল স্টেডিয়াম, এনএমএমইউ স্টেডিয়াম, ওয়েস্টবোর্ন ওভাল, জুইদে স্টেডিয়াম[6]
রাস্টেনবার্গ

ম্যাচ আফিসিয়াল

নিম্নলিখিত রেফারীগণ ২০১৩ আফ্রিকা কাপ অফ নেশন্সের খেলা পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন।[7]

রেফারী
সহকারী রেফারী

গ্রুপ পর্ব

গ্রুপ এ

দল খে জয় ড্র হার গপ গবি গপ পয়েন্ট
 দক্ষিণ আফ্রিকা +২
 কাবু ভের্দি +১
 মরক্কো
 অ্যাঙ্গোলা −৩
দক্ষিণ আফ্রিকা ০-০ কাবু ভের্দি
প্রতিবেদন
এফএনবি স্টেডিয়াম, জোহানেসবার্গ
দর্শক সংখ্যা: ৫০,০০০[8]
রেফারি: জামেল হাইমোদি (আলজেরিয়া)

অ্যাঙ্গোলা ০-০ মরক্কো
প্রতিবেদন
এফএনবি স্টেডিয়াম, জোহানেসবার্গ
দর্শক সংখ্যা: ২৫,০০০
রেফারি: বাদারা দাইয়াতা (সেনেগাল)

দক্ষিণ আফ্রিকা ২-০ অ্যাঙ্গোলা
স্যাঙ্গোয়েনি গোল ৩০'
মাজোরো গোল ৬২'
প্রতিবেদন
মোজেস মাভিদা স্টেডিয়াম, ডারবান
দর্শক সংখ্যা: ৪০,০০০[8]
রেফারি: কোম্যান কোলিবেলি (মালি)

মরক্কো ১-১ কাবু ভের্দি
এল-আরাবি গোল ৭৮' প্রতিবেদন প্লাতিনি গোল ৩৬'
মোজেস মাভিদা স্টেডিয়াম, ডারবান
দর্শক সংখ্যা: ২৫,০০০[8]
রেফারি: জেনি সিকাজুয়ে (জাম্বিয়া)

মরক্কো ২-২ দক্ষিণ আফ্রিকা
এল আদোয়াগোল ১০'
হাফিদি গোল ৮২'
প্রতিবেদন মাহল্যাঙ্গু গোল ৭১'
স্যাঙ্গুইনি গোল ৮৬'
মোজেস মাভিদা স্টেডিয়াম, ডারবান
দর্শক সংখ্যা: ৪৫,০০০[8]
রেফারি: বাকেরি গাসামা (গাম্বিয়া)

কাবু ভের্দি ২-১ অ্যাঙ্গোলা
এফ. ভ্যারেলা গোল ৮১'
হেলদন গোল ৯০+১'
প্রতিবেদন নান্দো গোল ৩৩' (আত্মঘাতি গোল)
নেলসন মান্ডেলা বে স্টেডিয়াম, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ২০,০০০[8]
রেফারি: স্লিম জেদিদি তিউনিসিয়া)

গ্রুপ বি

দল খে জয় ড্র হার গপ গবি গপ পয়েন্ট
 ঘানা +৪
 মালি
 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
 নাইজার −৪
ঘানা ২-২ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
আগাইম্যাং-বাদু গোল ৪০'
আসামো গোল ৫০'
প্রতিবেদন মপুতু গোল ৫৩'
এমবোকানিগোল ৬৮' (পে.)
নেলসন মান্ডেলা বে স্টেডিয়াম, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ৭,০০০
রেফারি: ড্যানিয়েল বেনেত (দক্ষিণ আফ্রিকা)

মালি ১-০ নাইজার
কিতা গোল ৮৪' প্রতিবেদন
নেলসন মান্ডেলা বে স্টেডিয়াম, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ২০,০০০
রেফারি: স্লিম জেদিদি (তিউনিসিয়া)

ঘানা ১-০ মালি
ওয়াকাসো গোল ৩৮' (পে.) প্রতিবেদন
নেলসন মান্ডেলা বে স্টেডিয়াম, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ৮,০০০[8]
রেফারি: নোম্যান্ডিয়েজ দৌ (আইভোরিকোস্ট

নাইজার ০-০ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
প্রতিবেদন
নেলসন মান্ডেলা বে স্টেডিয়াম, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ১২,০০০[8]
রেফারি: বৌচায়িব এল-আহরাচ (মরোক্কো)

নাইজার ০-৩ ঘানা
প্রতিবেদন গাইন গোল ৬'
আতসু গোল ২৩'
বোয়ে গোল ৪৯'
নেলসন মান্ডেলা বে স্টেডিয়াম, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ১০,০০০[8]
রেফারি: বাদারা দায়াত্তা (সেনেগাল)

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ১-১ মালি
এমবোকানি গোল ৩' (পে.) প্রতিবেদন মাহ. সামাসা গোল ১৫'
মোজেস মাভিদা স্টেডিয়াম, ডারবান
দর্শক সংখ্যা: ৮,০০০[8]
রেফারি: জামেল হাইমৌদি আলজেরিয়া)

গ্রুপ সি

দল খে জয় ড্র হার গপ গবি গপ পয়েন্ট
 বুর্কিনা ফাসো +৪
 নাইজেরিয়া +২
 জাম্বিয়া
 ইথিওপিয়া −৬
জাম্বিয়া ১-১ ইথিওপিয়া
এমবেসুমা গোল ৪৫+৩' প্রতিবেদন আদানে গোল ৬৫'
মম্বেলা স্টেডিয়াম, নেল্সপ্রুট
দর্শক সংখ্যা: ১০,০০০[8]
রেফারি: এরিক অতোগো-কাস্তানে (গ্যাবন)

নাইজেরিয়া ১-১ বুর্কিনা ফাসো
ইমেনিকে গোল ২৩' প্রতিবেদন আল. ত্রাওরে গোল ৯০+৪'
মম্বেলা স্টেডিয়াম, নেল্সপ্রুট
দর্শক সংখ্যা: ৮,৫০০[8]
রেফারি: মোহামেদ বেনৌজা (আলজেরিয়া)

জাম্বিয়া ১-১ নাইজেরিয়া
মুইনি গোল ৮৫' (পে.) Report ইমানুয়েল এমেনিকে গোল ৫৭'
মম্বেলা স্টেডিয়াম, নেল্সপ্রুট
দর্শক সংখ্যা: ২৫,০০০[8]
রেফারি: গেহেড গ্রিশা (মিশর)

বুর্কিনা ফাসো ৪-০ ইথিওপিয়া
আল. ত্রাওরে গোল ৩৪', ৭৪'
ডি. কোনে গোল ৭৯'
পিত্রোইপা গোল ৯০+৫'
প্রতিবেদন
মম্বেলা স্টেডিয়াম, নেল্সপ্রুট
দর্শক সংখ্যা: ৩৫,০০০[8]
রেফারি: বার্নার্ড ক্যামিলে (সিসিলি)

বুর্কিনা ফাসো ০-০ জাম্বিয়া
প্রতিবেদন
মম্বেলা স্টেডিয়াম, নেল্সপ্রুট
দর্শক সংখ্যা: ৮,০০০[8]
রেফারি: নিয়্যান্ত আলিউম (ক্যামেরুন)

ইথিওপিয়া ০-২ নাইজেরিয়া
প্রতিবেদন মোজেস গোল ৭৯' (পে.), ৯০' (পে.)
রয়্যাল বাফোকেং স্টেডিয়াম, রাস্টেনবার্গ
দর্শক সংখ্যা: ১৫,০০০[8]
রেফারি: বৌচায়িব এল-আহরাচ (মরক্কো)

গ্রুপ ডি

দল খে জয় ড্র হার গপ গবি গপ পয়েন্ট
 কোত দিভোয়ার +৪
 টোগো +১
 তিউনিসিয়া −২
 আলজেরিয়া −৩
কোত দিভোয়ার ২-১ টোগো
ইয়াইয়া তোরে গোল ৮'
জেরবিনহো গোল ৮৮'
প্রতিবেদন জনাথন আয়িতে গোল ৪৫+২'
রয়্যাল বাফোকেং স্টেডিয়াম, রাস্টেনবার্গ
দর্শক সংখ্যা: ২,০০০
রেফারি: নিয়ান্ত আলিউম (ক্যামেরুন)

তিউনিসিয়া ১-০ আলজেরিয়া
ইউসেফ মাসাকনি গোল ৯০+১' প্রতিবেদন
রয়্যাল বাফোকেং স্টেডিয়াম, রাস্টেনবার্গ
দর্শক সংখ্যা: ৮,০০০
রেফারি: বাকারে গাসামা (গাম্বিয়া)

কোত দিভোয়ার ৩-০ তিউনিসিয়া
গারভিনহো গোল ২১'
ওয়াই. তোরে গোল ৮৭'
ইয়া কোনান গোল ৯০'
প্রতিবেদন
রয়্যাল বাফোকেং স্টেডিয়াম, রাস্টেনবার্গ
দর্শক সংখ্যা: ২০,০০০[8]
রেফারি: রাজেন্দ্রপ্রসাদ সিচার্ন (মৌরিতাস)

আলজেরিয়া ০-২ টোগো
প্রতিবেদন আদেবায়ুর গোল ৩১'
ওম গোল ৯০+৩'
রয়্যাল বাফোকেং স্টেডিয়াম, রাস্টেনবার্গ
দর্শক সংখ্যা: ৩৫,০০০[8]
রেফারি: হামাদা নাম্পিয়ানদ্রাজা (মাদাগাস্কার)

আলজেরিয়া ২-২ কোত দিভোয়ার
ফিঘুলি গোল ৬৪' (পে.)
সৌদানি গোল ৭০'
প্রতিবেদন দ্রঘবা গোল ৭৭'
বোনি গোল ৮১'
রয়্যাল বাফোকেং স্টেডিয়াম, রাস্টেনবার্গ
দর্শক সংখ্যা: ৫,০০০[8]
রেফারি: এরিক ওতোগো-ক্যাস্তেন (গ্যাবন)

টোগো ১-১ তিউনিসিয়া
গ্যাকপি গোল ১৩' প্রতিবেদন মোয়েলহি গোল ৩০' (পে.)
মম্বেলা স্টেডিয়াম, নেল্সপ্রুট
দর্শক সংখ্যা: ৭,৫০০[8]
রেফারি: ড্যানিয়েল বেনেত (দক্ষিণ আফ্রিকা)

নক-আউট পর্ব

কোয়ার্টার-ফাইনাল সেমি-ফাইনাল ফাইনাল
                   
২ ফেব্রুয়ারি, ২০১৩ – ডারবান        
  দক্ষিণ আফ্রিকা  ১ (১)
৬ ফেব্রুয়ারি, ২০১৩ – ডারবান
  মালি (পেনাল্টি শ্যুট)  ১ (৩)  
  মালি  
৩ ফেব্রুয়ারি, ২০১৩ – রাস্টেনবার্গ
    নাইজেরিয়া    
  কোত দিভোয়ার  
১০ ফেব্রুয়ারি, ২০১৩ – জোহানেসবার্গ
  নাইজেরিয়া    
  নাইজেরিয়া  
৩ ফেব্রুয়ারি, ২০১৩ – নেল্সপ্রুট
    বুর্কিনা ফাসো  
  বুর্কিনা ফাসো (অতিরিক্ত)  
৬ ফেব্রুয়ারি, ২০১৩ – নেল্সপ্রুট
  টোগো    
  বুর্কিনা ফাসো (পেনাল্টি)  ১ (৩) তৃতীয় স্থান
২ ফেব্রুয়ারি, ২০১৩ – পোর্ট এলিজাবেথ
    ঘানা  ১ (২)  
  ঘানা     মালি  
  কাবু ভের্দি       ঘানা  
৯ ফেব্রুয়ারি, ২০১৩ – পোর্ট এলিজাবেথ

কোয়ার্টার ফাইনাল

ঘানা ২-০ কাবু ভের্দি
ওয়াকাসো গোল ৫৪' (পে.), ৯০+৫' প্রতিবেদন
নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়াম, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ৮,০০০[8]
রেফারি: রাজেন্দ্রপ্রসাদ সিচার্ন (মৌরিতাস)

দক্ষিণ আফ্রিকা ১-১ (অ.স.প.) মালি
র‌্যানতাই গোল ৩১' প্রতিবেদন কিতা গোল ৫৮'
পেনাল্টি
শাবালালা পেনাল্টিতে গোল করেছেন
ফারম্যান পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
মাহল্যাঙ্গু পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
মাজোরো পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
১-৩ পেনাল্টিতে গোল করেছেন ডায়াবেট
পেনাল্টিতে গোল করেছেন তামবোরা
পেনাল্টিতে গোল করেছেন মা. ত্রাওরে
মোজেস মাভিদা স্টেডিয়াম, ডারবান
দর্শক সংখ্যা: ৪৫,০০০[8]
রেফারি: নিয়্যান্ট আলিওম (ক্যামেরুন)

কোত দিভোয়ার ১-২ নাইজেরিয়া
তিওতে গোল ৫০' প্রতিবেদন ইমেনিকি গোল ৪৩'
এমবা গোল ৭৮'
রয়্যাল বাফোক্যাং স্টেডিয়াম, রাস্টেনবার্গ
দর্শক সংখ্যা: ২৫,০০০[8]
রেফারি: জামেল হাইমোদি (আলজেরিয়া)

বুর্কিনা ফাসো ১-০ (অ.স.প.) টোগো
পিত্রোইপা গোল ১০৫' প্রতিবেদন
মম্বেলা স্টেডিয়াম, নেল্সপ্রুট
দর্শক সংখ্যা: ২৭,০০০[8]
রেফারি: বাদারা দিয়াত্তা (সেনেগাল)

সেমি-ফাইনাল

মালি ১-৪ নাইজেরিয়া
সি. দায়ারা গোল ৭৫' প্রতিবেদন ইচিজিলে গোল ২৫'
ইদেয়ে গোল ৩০'
ইমেনিকে গোল ৪৪'
মুসা গোল ৬০'
মোজেস মাভিদা স্টেডিয়াম, ডারবান
দর্শক সংখ্যা: ৫৪,০০০[8]
রেফারি: বাকারি গাসাম (গাম্বিয়া)

বুর্কিনা ফাসো ১-১ (অ.স.প.) ঘানা
ব্যান্সে গোল ৬০' প্রতিবেদন ওয়াকাসো গোল ১৩' (পে.)
পেনাল্টি
বি. কোনে পেনাল্টিতে গোল করেছেন
এইচ. ত্রাউরে পেনাল্টিতে গোল করেছেন
পল কোলিবেলি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
ব্যান্সে পেনাল্টিতে গোল করেছেন
৩-২ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে ভোরসা
পেনাল্টিতে গোল করেছেন আতসু
পেনাল্টিতে গোল করেছেন আফ্ফুল
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে ক্লোত্তি
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে আগিয়াম্যাঙ্গ-বাদু
মম্বেলা স্টেডিয়াম, নেল্সপ্রুট
দর্শক সংখ্যা: ৩৫,০০০[8]
রেফারি: স্লিম জেদিদি (তিউনিসিয়া)

স্থান নির্ধারণী

মালি ৩-১ ঘানা
মাহ. সামাসা গোল ২১'
কেইতা গোল ৪৮'
এস. দাইয়ারা গোল ৯০+৪'
প্রতিবেদন আসামোহ গোল ৮২'
নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়াম, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ৬,০০০[8]
রেফারি: এরিক ওতোগো-কাস্তানে (গ্যাবন)

ফাইনাল

নাইজেরিয়া ১-০ বুর্কিনা ফাসো
সানডে এম্বিএ গোল ৪০' প্রতিবেদন
এফএনবি স্টেডিয়াম, জোহানেসবার্গ
দর্শক সংখ্যা: ৮৫,০০০ [8]
রেফারি: জামেল হাইমোদি (আলজেরিয়া)

বিজয়ী

 ২০১৩ আফ্রিকা কাপ অব নেশন্স চ্যাম্পিয়ন 
নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
৩য় শিরোপা

সেরা খেলোয়াড়

প্রতিযোগিতায় সেরা ক্রীড়ানৈপুণ্যের ভিত্তিতে নিম্নবর্ণিত পুরস্কার প্রদান করা হয়েছে:[9]

অরেঞ্জ প্রতিযোগিতার সেরা খেলোয়াড়
  • বুর্কিনা ফাসো জোনাথন পিত্রোইপা
পেপসি প্রতিযোগিতার শীর্ষ গোলদাতা
  • নাইজেরিয়া ইমানুয়েল এমিনিকে
স্যামসাং প্রতিযোগিতার পরিচ্ছন্ন খেলোয়াড়
  • নাইজেরিয়া ভিক্টর মোজেস
নিশান প্রতিযোগিতার সেরা গোল
সেরা একাদশ
গোলরক্ষক ডিফেন্ডার মিডফিল্ডার ফরোয়ার্ড
নাইজেরিয়াভিনসেন্ত এনিয়েমা
বুর্কিনা ফাসো বাকারি কোনে
কাবু ভের্দিনান্দো মারিয়া নেভেস
নাইজেরিয়া এফি এমব্রোস
বুর্কিনা ফাসোজোনাথন পিত্রোইপা
কোত দিভোয়ারসিয়াকা তাইনে
মালিসেদো কেইতা
নাইজেরিয়াজন অবি মাইকেল
নাইজেরিয়াভিক্টর মোজেস
ঘানাআসামোহ গায়েন
নাইজেরিয়াইমানুয়েল এমেনিকে

গোলদাতা

৪ গোল
৩ গোল
২ গোল
১ গোল
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.