২০১৩ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল ৩ সেপ্টেম্বর ২০১৩ তারিখে স্কটল্যান্ড ক্রিকেট দলের সাথে একটি মাত্র ওডিআই খেলার জন্য স্কটল্যান্ড সফর করে। ম্যাচটি গ্র্যাঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, রেবার্ন প্ল্যাস, এডিনবরায় অনুষ্ঠিত হয়।[1]
২০১৩ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর | |||
---|---|---|---|
স্কটল্যান্ড | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ৩ সেপ্টেম্বর ২০১৩ | ||
অধিনায়ক | প্রেস্টন মমসেন | মাইকেল ক্লার্ক | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১–০ ব্যবধানে জয়ী হয় |
ওডিআই সিরিজ
একমাত্র ওডিআই
ব |
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অস্ট্রেলিয়ার পক্ষে ফাওয়াদ আহমেদ এবং স্কটল্যান্ডের পক্ষে হামিশ গার্ডনারের ওডিআই অভিষেক হয়।
তথ্যসূত্র
- "Australia tour of England and Scotland, 2013"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-৩১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.