২০১৩-১৪ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফর
শ্রীলঙ্কা ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২৪ জানুয়ারি ২০১৪ তারিখ থেকে বাংলাদেশ সফর শুরু করে।[1] ২৭ জানুয়ারি, ২০১৪ তারিখে শুরু হওয়া ১ম টেস্ট ম্যাচের মাধ্যমে তারা ২২ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করে।[2] সফরে তারা বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচ, ২টি টি২০ ও ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে।
২০১৩-১৪ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | শ্রীলঙ্কা | ||
তারিখ | ২৭ জানুয়ারি, ২০১৪ – ২২ ফেব্রুয়ারি, ২০১৪ | ||
অধিনায়ক |
মুশফিকুর রহিম (টেস্ট) মাশরাফি বিন মর্তুজা (টি২০আই) |
অ্যাঞ্জেলো ম্যাথিউস (টেস্ট) দিনেশ চান্ডিমাল (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | শামসুর রহমান (১৯৩) | কুমার সাঙ্গাকারা (৪৯৯) | |
সর্বাধিক উইকেট | সাকিব আল হাসান (৯) | দিলরুয়ান পেরেরা (১০) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | মুশফিকুর রহিম (১৩৬) | কুমার সাঙ্গাকারা (১৩৬) | |
সর্বাধিক উইকেট | রুবেল হোসেন (৭) | সচিত্র সেনানায়েকে (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সচিত্র সেনানায়েকে (শ্রীলঙ্কা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | আনামুল হক (৮২) | কুশল পেরেরা (৮৫) | |
সর্বাধিক উইকেট | মাশরাফি বিন মর্তুজা (৪) | লাসিথ মালিঙ্গা (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা) |
সম্প্রচারস্বত্ত্বজনিত কারণে সিরিজটি সাহারা কাপ ২০১৪ নামে পরিচিতি পায়।
দলের সদস্য
টেস্ট | টি২০আই | ওডিআই | |||
---|---|---|---|---|---|
বাংলাদেশ[3][4] | শ্রীলঙ্কা[5][6] | বাংলাদেশ[7] | শ্রীলঙ্কা | বাংলাদেশ[8] | শ্রীলঙ্কা |
টেস্ট সিরিজ
১ম টেস্ট
২৭-৩১ জানুয়ারি, ২০১৪ স্কোরকার্ড |
ব |
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের পক্ষে শামসুর রহমানের টেস্ট অভিষেক ঘটে।
২য় টেস্ট
ব্যাটিং
- সর্বাধিক রান[9]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | রান | গড় | সর্বোচ্চ রান |
---|---|---|---|---|
কুমার সাঙ্গাকারা | ২ | ৪৯৯ | ১৬৬.৩৩ | ৩১৯ |
মাহেলা জয়াবর্ধনে | ২ | ২৮৬ | ১৪৩.০০ | ২০৩* |
শামসুর রহমান | ২ | ১৯৩ | ৪৮.২৫ | ১০৬ |
কৌশল সিলভা | ২ | ১৭৯ | ৫৯.৬৬ | ১৩৯ |
সাকিব আল হাসান | ২ | ১৭৩ | ৫৭.৬৬ | ৫৫ |
বোলিং
- সর্বাধিক উইকেট[10]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | উইকেট | প্রদেয় রান | গড় | সেরা বোলিং |
---|---|---|---|---|---|
দিলরুয়ান পেরেরা | ২ | ১০ | ৩২৮ | ৩২.৮০ | ৫/১০৯ |
সাকিব আল হাসান | ২ | ৯ | ৩৮৭ | ৪৩.০০ | ৫/১৪৮ |
সুরঙ্গা লকমল | ২ | ৭ | ২০৫ | ২৯.২৮ | ৩/৩৯ |
অজন্তা মেন্ডিস | ১ | ৬ | ১৬০ | ২৬.৬৬ | ৬/৯৯ |
শমিন্দা ইরঙ্গা | ১ | ৫ | ৭৫ | ১৫.০০ | ৪/৪৯ |
অর্জনসমূহ
- বাংলাদেশ
- সাকিব আল হাসান ২য় টেস্টের ১ম ইনিংসে ৫ উইকেট লাভ করেন।
- শামসুর রহমান ২য় টেস্টের ১ম ইনিংসে তার ১ম টেস্ট সেঞ্চুরি করেন।
- ইমরুল কায়েস ২য় টেস্টের ১ম ইনিংসে তার ১ম টেস্ট সেঞ্চুরি করেন।
- মমিনুল হক ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৩য় টেস্ট সেঞ্চুরি করেন।
- শ্রীলঙ্কা
- কৌশল সিলভা ১ম টেস্টের ১ম ইনিংসে তার ১ম টেস্ট সেঞ্চুরি করেন।
- মাহেলা জয়াবর্ধনে ১ম টেস্টের ১ম ইনিংসে তার ৩৩তম টেস্ট সেঞ্চুরি ও ৭ম দ্বি-শতক করেন।
- কিথুরুয়ান ভিথানাগে নিজের ৩য় টেস্ট ও ১ম টেস্টের ১ম ইনিংসে তার ১ম টেস্ট সেঞ্চুরি করেন।[11]
- কুমার সাঙ্গাকারা ২য় টেস্টের ১ম ইনিংসে তার ৩৪তম টেস্ট সেঞ্চুরি ও ১ম ট্রিপল সেঞ্চুরি করেন।
- কুমার সাঙ্গাকারা ২য় টেস্টের ১ম ইনিংসে ১১,০০০ টেস্ট রানে পদার্পণ করেন।
- কুমার সাঙ্গাকারা ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৩৫তম টেস্ট সেঞ্চুরি করেন।
টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
১ম টুয়েন্টি২০ আন্তর্জাতিক
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের পক্ষে মিঠুন আলী ও আরাফাত সানি’র টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[12]
২য় টুয়েন্টি২০ আন্তর্জাতিক
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের পক্ষে সাব্বির রহমানের টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[13]
ব্যাটিং
- সর্বাধিক রান[14]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | রান | গড় | সর্বোচ্চ রান |
---|---|---|---|---|
কুশল পেরেরা | ২ | ৮৫ | ৪২.৫০ | ৬৪ |
আনামুল হক | ২ | ৮২ | ৪১.০০ | ৫৮ |
থিসারা পেরেরা | ২ | ৫৪ | - | ৩৫* |
কুমার সাঙ্গাকারা | ২ | ৪৮ | ২৪.০০ | ৩৭ |
সাকিব আল হাসান | ২ | ৩৮ | ১৯.০০ | ২৬ |
বোলিং
- সর্বাধিক উইকেট[15]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | উইকেট | প্রদেয় রান | গড় | সেরা বোলিং |
---|---|---|---|---|---|
লাসিথ মালিঙ্গা | ২ | ৪ | ৫৪ | ১৩.৫০ | ৩/২০ |
নুয়ান কুলাসেকারা | ২ | ৪ | ৬১ | ১৫.২৫ | ২/২৯ |
মাশরাফি বিন মর্তুজা | ২ | ৪ | ৭২ | ১৮.০০ | ২/২৯ |
আরাফাত সানি | ২ | ৩ | ২৫ | ৮.৩৩ | ২/১৭ |
সাকিব আল হাসান | ২ | ৩ | ৩৫ | ১১.৬৬ | ২/২৭ |
অর্জনসমূহ
- বাংলাদেশ
- শামসুর রহমান-তামিম ইকবাল ১ম টুয়েন্টি২০ আন্তর্জাতিকে দলের পক্ষে দ্বিতীয় ৫০ ঊর্ধ্ব রানের উদ্বোধনী জুটি গড়েন।[12]
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেন ও আরাফাত সানি একদিনের আন্তর্জাতিকে অভিষিক্ত হন।
২য় ওডিআই
ব |
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
ব |
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব্যাটিং
- সর্বাধিক রান[16]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | রান | গড় | সর্বোচ্চ রান |
---|---|---|---|---|
কুমার সাঙ্গাকারা | ২ | ১৩৬ | ৬৮.০০ | ১২৮ |
মুশফিকুর রহিম | ৩ | ১৩৬ | ৪৫.৩৩ | ৭৯ |
কুশল পেরেরা | ৩ | ১৩৪ | ৪৪.৬৬ | ১০৬ |
মমিনুল হক | ৩ | ১১৯ | ৩৯.৬৬ | ৬০ |
অশন প্রিয়ঞ্জন | ৩ | ৮৮ | ৪৪.০০ | ৬০ |
বোলিং
- সর্বাধিক উইকেট[17]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | উইকেট | প্রদেয় রান | গড় | সেরা বোলিং |
---|---|---|---|---|---|
রুবেল হোসেন | ৩ | ৭ | ১৮২ | ২৬.০০ | ৩/৭৬ |
সচিত্র সেনানায়েকে | ৩ | ৫ | ১১২ | ২২.৪০ | ২/৩৩ |
থিসারা পেরেরা | ৩ | ৪ | ১১৪ | ২৮.৫০ | ২/৪০ |
ধাম্মিকা প্রসাদ | ১ | ৩ | ৪৯ | ১৬.৩৩ | ৩/৪৯ |
সাকিব আল হাসান | ২ | ৩ | ৭৫ | ২৫.০০ | ২/২৯ |
অর্জনসমূহ
- বাংলাদেশ
- আরাফাত সানি অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউটের মাধ্যমে প্রথম উইকেট লাভ করেন।[18]
- মমিনুল হক ৩য় ওডিআইয়ে তার অভিষেক অর্ধ-শতক করেন।[19]
- শ্রীলঙ্কা
- কুমার সাঙ্গাকারা ২য় ওডিআইয়ে ১৭শ শতক হাকান।[20]
- কুশল পেরেরা ৩য় ওডিআইয়ে তার অভিষেক সেঞ্চুরি করেন।[19]
তথ্যসূত্র
- ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (২০১৩-০৯-১৪)। "ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল - bdnews24.com"। Bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪।
- "Sri Lanka tour of Bangladesh, 2013/14"। ইএসপিএনক্রিকইনফো। ২৭ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৪।
- অনলাইন প্রতিবেদক। "প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪।
- "Bangladesh Test Squad"।
- অনলাইন ডেস্ক। "বাংলাদেশ সফরের টেস্ট দল ঘোষণা শ্রীলঙ্কার"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪।
- "Sri Lanka Test Squad"।
- http://bangla.bdnews24.com/cricket/article739847.bdnews
- http://bangla.bdnews24.com/sport/article744215.bdnews
- "Most runs in Series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৪।
- "Most wickets in series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৪।
- "Jayawardene, Vithanage help SL surge to 498 lead"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৪।
- Bangladesh v Sri Lanka, 1st Twenty20, Chittagong, Kusal fifty sets up last-ball thriller, 1st T20I, espncricinfo, সংগ্রহ: ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ইং
- "Sri Lanka take series after another final-ball win"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৪।
- "Most runs in T20I Series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- "Most wickets in T20I series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৪।
- "Most runs in ODI Series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪।
- "Most wickets in ODI series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪।
- "Sri Lanka fight back to win from 67 for 8"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪।
- "Sri Lanka complete whitewash after Kusal ton"। ESPNcricinfo। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৪।
- "Sri Lanka clinch series after Sangakkara century"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৪।
আরও দেখুন
- টেস্ট ক্রিকেটে ত্রি-শতকের তালিকা
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেট মাঠের তালিকা
- শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট সেঞ্চুরির তালিকা
- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট সেঞ্চুরির তালিকা
- টেস্ট ক্রিকেটে দশ হাজার বা তদূর্ধ্ব রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকা
- বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলার তালিকা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.