২০১৩-১৪ ভারত ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

ভারত ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৫ ডিসেম্বর, ২০১৩ তারিখ থেকে ৩০ ডিসেম্বর, ২০১৩ তারিখ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর করে। সফরে তারা দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে ৩টি একদিনের আন্তর্জাতিক ও ২টি টেস্ট ম্যাচে খেলে।[1]

২০১৩-১৪ ভারত ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা ভারত
তারিখ ৫ ডিসেম্বর, ২০১৩ – ৩০ ডিসেম্বর, ২০১৩
অধিনায়ক গ্রেইম স্মিথ (টেস্ট)
এবি ডি ভিলিয়ার্স (ওডিআই)
মহেন্দ্র সিং ধোনি (টেস্ট এবং ওডিআই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ফাফ দু প্লেসিস (১৯৭) চেতেশ্বর পুজারা (২৮০)
সর্বাধিক উইকেট ডেল স্টেইন (১০)
ভার্নন ফিল্যান্ডার (১০)
জহির খান (৭)
সিরিজ সেরা খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান কুইন্টন ডি কক (৩৪২) মহেন্দ্র সিং ধোনি (৮৪)
সর্বাধিক উইকেট ডেল স্টেইন (৬) মোহাম্মদ শমী (৯)
সিরিজ সেরা খেলোয়াড় কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

দলের সদস্য

ওডিআই টেস্ট
 দক্ষিণ আফ্রিকা[2]  ভারত  দক্ষিণ আফ্রিকা  ভারত

ওডিআই সিরিজ

১ম ওডিআই

৫ ডিসেম্বর, ২০১৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৩৫৮/৪ (৫০ ওভার)
 ভারত
২১৭ (৪১ ওভার)
কুইন্টন ডি কক ১৩৫ (১২১)
মোহাম্মদ শমী ৩/৬৮ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১৪১ রানে বিজয়ী
নিউ ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহান্সবার্গ
আম্পায়ার: আর্দ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
  • ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই

৮ ডিসেম্বর, ২০১৩
১০:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২৮০/৬ (৪৯ ওভার)
 ভারত
১৪৬ (৩৫.১ ওভার)
কুইন্টন ডি কক ১০৬ (১১৮)
মোহাম্মদ শমী ৩/৪৮ (৮ ওভার)
সুরেশ রায়না ৩৬ (৫০)
লনয়াবো সতসবে ৪/২৫ (৭.১ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানে বিজয়ী
কিংসমিড, ডারবান
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচসেরা: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
  • ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ভেজা পীচের জন্য টস ও খেলা শুরু হতে দেরী হয়। উভয় দলের ইনিংস ৪৯ ওভারে নির্ধারিত হয়।

৩য় ওডিআই

১১ ডিসেম্বর, ২০১৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৩০১/৮ (৫০ ওভার)
এবি ডি ভিলিয়ার্স ১০৯ (১০১)
ইশান্ত শর্মা ৪/৪০ (১০ ওভার)
বৃষ্টিজনিত কারণে খেলা পরিত্যক্ত
সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও যোহান ক্লোয়েত (ইংল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ব্যাটিং

সর্বাধিক রান[3]
খেলোয়াড়ের নামখেলার সংখ্যারানগড়সর্বোচ্চ রান
দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি কক৩৪২ ১১৪.০০১৩৫
দক্ষিণ আফ্রিকা এবি ডি ভিলিয়ার্স ১৮৯ ৬৩.০০১০৯
দক্ষিণ আফ্রিকা হাশিম আমলা ১৭৮ ৫৯.৩৩১০০
দক্ষিণ আফ্রিকা জেপি ডুমিনি ৮৫ ৪২.৫০৫৯*
ভারত মহেন্দ্র সিং ধোনি৮৪ ৪২.০০৬৫

বোলিং

সর্বাধিক উইকেট[4]
খেলোয়াড়ের নামখেলার সংখ্যাউইকেটইকোনোমিসেরা বোলিং
ভারত মোহাম্মদ শমী৬.৬০৩/৪৮
দক্ষিণ আফ্রিকা ডেল স্টেইন২.৮০৩/১৭
দক্ষিণ আফ্রিকা লনয়াবো সতসবে৪.৭৬৪/২৫
ভারত ইশান্ত শর্মা৪.৫৮৪/৪০
দক্ষিণ আফ্রিকা মরনে মরকেল৪.৫০২/৩৪

প্রস্তুতিমূলক খেলা

১৪-১৫ ডিসেম্বর
দক্ষিণ আফ্রিকান আমন্ত্রণমূলক একাদশ
কোন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত
উইলিমুর পার্ক, বেনোনি

টেস্ট সিরিজ

প্রথম টেস্ট

১৮-২২ ডিসেম্বর
স্কোরকার্ড
২৮০ (১০৫ ওভার)
বিরাট কোহলি ১১৯ (১৮১)
ভার্নন ফিল্যান্ডার ৪/৬১ (২৭ ওভার)
২৪৪ (৭৫.৩ ওভার)
গ্রেইম স্মিথ ৬৮ (১১৯)
ইশান্ত শর্মা ৪/৭৯ (২৫ ওভার)
৪২১ (১২০.৪ ওভার)
চেতেশ্বর পুজারা ১৫৩ (২৭০)
ভার্নন ফিল্যান্ডার ৩/৬৮ (২৮ ওভার)
৪৫০/৭ (১৩৬)
ফাফ দু প্লেসিস ১৩৪ (৩০৯)
মোহাম্মদ শমী ৩/১০৭ (২৮ ওভার)
খেলা ড্র
নিউ ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহান্সবার্গ
আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: বিরাট কোহলি (ভারত)
  • ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

দ্বিতীয় টেস্ট

২৬-৩০ ডিসেম্বর
স্কোরকার্ড
৩৩৪ (১১৩.৩ ওভার)
মুরালি বিজয় ৯৭ (২২৬)
ডেল স্টেইন ৬/১০০ (৩০ ওভার)
৫০০ (১৫৫.২ ওভার)
জ্যাক ক্যালিস ১১৫ (৩১৬)
রবীন্দ্র জাদেজা ৬/১৩৮ (৫৮.২ ওভার)
২২৩ (৮৬ ওভার)
অজিঙ্কা রাহানে ৯৬ (১৫৭)
রবিন পিটারসন ৪/৭৪ (২৪ ওভার)
৫৯/০ (১১.৪ ওভার)
আলভিরো পিটারসন ৩১* (৩৭)
দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে বিজয়ী
কিংসমিড, ডারবান
আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
  • ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস তার সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেন।

ব্যাটিং

সর্বাধিক রান[5]
খেলোয়াড়ের নামখেলার সংখ্যারানগড়সর্বোচ্চ রান
ভারত চেতেশ্বর পুজারা২৮০ ৭০.০০১৫৩
ভারত বিরাট কোহলি২৭২ ৬৮.০০১১৯
ভারত অজিঙ্কা রাহানে২০৯ ৬৯.৬৬৯৬
দক্ষিণ আফ্রিকা ফাফ দু প্লেসিস১৯৭ ৬৫.৬৬১৩৪
দক্ষিণ আফ্রিকা এবি ডি ভিলিয়ার্স১৯০ ৬৩.৩৩১০৩
দক্ষিণ আফ্রিকা আলভিরো পিটারসন১৯০ ৬৩.৩৩৭৬

বোলিং

সর্বাধিক উইকেট[6]
খেলোয়াড়ের নামখেলার সংখ্যাউইকেটগড়সেরা বোলিং
দক্ষিণ আফ্রিকা ভার্নন ফিল্যান্ডার১০ ২২.৮০৪/৬১
দক্ষিণ আফ্রিকা ডেল স্টেইন১০ ৩১.২০৬/১০০
ভারত জহির খান৪৫.৭১৪/৮৮
দক্ষিণ আফ্রিকা মরনে মরকেল২০.৩৩৩/৬৪
ভারত রবীন্দ্র জাদেজা২৫.৬৬৬/১৩৮
ভারত মোহাম্মদ শমী৪৩.৮৩৩/১০৭

অর্জনসমূহ

দক্ষিণ আফ্রিকা
ভারত

তথ্যসূত্র

  1. "BCCI confirms two Tests, three ODIs in South Africa"ESPNcricinfo। ২১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩
  2. "India in South Africa ODI Series, 2013/14 / ODI squad"। ESPNcricinfo। ৪ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩
  3. "Most runs in Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩
  4. "Most wickets in Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩
  5. "Most runs in Series"। ESPNcricinfo অজানা প্যারামিটার |http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?id= উপেক্ষা করা হয়েছে (সাহায্য);
  6. "Most wickets in Series"। ESPNcricinfo অজানা প্যারামিটার |http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id= উপেক্ষা করা হয়েছে (সাহায্য);

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.