২০১৩-১৪ ভারত ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
ভারত ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৫ ডিসেম্বর, ২০১৩ তারিখ থেকে ৩০ ডিসেম্বর, ২০১৩ তারিখ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর করে। সফরে তারা দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে ৩টি একদিনের আন্তর্জাতিক ও ২টি টেস্ট ম্যাচে খেলে।[1]
২০১৩-১৪ ভারত ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর | |||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | ভারত | ||
তারিখ | ৫ ডিসেম্বর, ২০১৩ – ৩০ ডিসেম্বর, ২০১৩ | ||
অধিনায়ক |
গ্রেইম স্মিথ (টেস্ট) এবি ডি ভিলিয়ার্স (ওডিআই) | মহেন্দ্র সিং ধোনি (টেস্ট এবং ওডিআই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ফাফ দু প্লেসিস (১৯৭) | চেতেশ্বর পুজারা (২৮০) | |
সর্বাধিক উইকেট |
ডেল স্টেইন (১০) ভার্নন ফিল্যান্ডার (১০) | জহির খান (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | কুইন্টন ডি কক (৩৪২) | মহেন্দ্র সিং ধোনি (৮৪) | |
সর্বাধিক উইকেট | ডেল স্টেইন (৬) | মোহাম্মদ শমী (৯) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) |
দলের সদস্য
ওডিআই | টেস্ট | ||
---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা[2] | ভারত | দক্ষিণ আফ্রিকা | ভারত |
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২য় ওডিআই
ব |
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভেজা পীচের জন্য টস ও খেলা শুরু হতে দেরী হয়। উভয় দলের ইনিংস ৪৯ ওভারে নির্ধারিত হয়।
৩য় ওডিআই
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব্যাটিং
- সর্বাধিক রান[3]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | রান | গড় | সর্বোচ্চ রান |
---|---|---|---|---|
কুইন্টন ডি কক | ৩ | ৩৪২ | ১১৪.০০ | ১৩৫ |
এবি ডি ভিলিয়ার্স | ৩ | ১৮৯ | ৬৩.০০ | ১০৯ |
হাশিম আমলা | ৩ | ১৭৮ | ৫৯.৩৩ | ১০০ |
জেপি ডুমিনি | ৩ | ৮৫ | ৪২.৫০ | ৫৯* |
মহেন্দ্র সিং ধোনি | ৩ | ৮৪ | ৪২.০০ | ৬৫ |
বোলিং
- সর্বাধিক উইকেট[4]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | উইকেট | ইকোনোমি | সেরা বোলিং |
---|---|---|---|---|
মোহাম্মদ শমী | ৩ | ৯ | ৬.৬০ | ৩/৪৮ |
ডেল স্টেইন | ২ | ৬ | ২.৮০ | ৩/১৭ |
লনয়াবো সতসবে | ৩ | ৪ | ৪.৭৬ | ৪/২৫ |
ইশান্ত শর্মা | ৩ | ৪ | ৪.৫৮ | ৪/৪০ |
মরনে মরকেল | ২ | ৩ | ৪.৫০ | ২/৩৪ |
প্রস্তুতিমূলক খেলা
টেস্ট সিরিজ
প্রথম টেস্ট
দ্বিতীয় টেস্ট
২৬-৩০ ডিসেম্বর স্কোরকার্ড |
ব |
||
৫৯/০ (১১.৪ ওভার) আলভিরো পিটারসন ৩১* (৩৭) |
- ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস তার সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেন।
ব্যাটিং
- সর্বাধিক রান[5]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | রান | গড় | সর্বোচ্চ রান |
---|---|---|---|---|
চেতেশ্বর পুজারা | ২ | ২৮০ | ৭০.০০ | ১৫৩ |
বিরাট কোহলি | ২ | ২৭২ | ৬৮.০০ | ১১৯ |
অজিঙ্কা রাহানে | ২ | ২০৯ | ৬৯.৬৬ | ৯৬ |
ফাফ দু প্লেসিস | ২ | ১৯৭ | ৬৫.৬৬ | ১৩৪ |
এবি ডি ভিলিয়ার্স | ২ | ১৯০ | ৬৩.৩৩ | ১০৩ |
আলভিরো পিটারসন | ২ | ১৯০ | ৬৩.৩৩ | ৭৬ |
বোলিং
- সর্বাধিক উইকেট[6]
খেলোয়াড়ের নাম | খেলার সংখ্যা | উইকেট | গড় | সেরা বোলিং |
---|---|---|---|---|
ভার্নন ফিল্যান্ডার | ২ | ১০ | ২২.৮০ | ৪/৬১ |
ডেল স্টেইন | ২ | ১০ | ৩১.২০ | ৬/১০০ |
জহির খান | ২ | ৭ | ৪৫.৭১ | ৪/৮৮ |
মরনে মরকেল | ২ | ৬ | ২০.৩৩ | ৩/৬৪ |
রবীন্দ্র জাদেজা | ১ | ৬ | ২৫.৬৬ | ৬/১৩৮ |
মোহাম্মদ শমী | ২ | ৬ | ৪৩.৮৩ | ৩/১০৭ |
অর্জনসমূহ
- দক্ষিণ আফ্রিকা
- ভার্নন ফিল্যান্ডার ১ম টেস্টের ২য় ইনিংসে শিখর ধাওয়ানকে কটের মাধ্যমে আউট করে শততম টেস্ট উইকেট লাভ করেন।
- ফাফ দু প্লেসিস ১ম টেস্টের ২য় ইনিংসে নিজস্ব ৩য় সেঞ্চুরি করেন।
- এবি ডি ভিলিয়ার্স ১ম টেস্টের ২য় ইনিংসে নিজস্ব ১৮শ সেঞ্চুরি করেন।
- জ্যাক ক্যালিস ২য় টেস্টের ১ম ইনিংসে নিজস্ব ৪৫তম সেঞ্চুরি করেন।
- ভারত
- বিরাট কোহলি ১ম টেস্টের ১ম ইনিংসে নিজস্ব ৫ম টেস্ট সেঞ্চুরি করেন।
- চেতেশ্বর পুজারা ১ম টেস্টের ২য় ইনিংসে নিজস্ব ৬ষ্ঠ সেঞ্চুরি করেন।
- জহির খান ১ম টেস্টের ২য় ইনিংসে জ্যাক ক্যালিসকে এলবিডব্লিউ’র মাধ্যমে আউট করে তিনশততম টেস্ট উইকেট লাভ করেন।
তথ্যসূত্র
- "BCCI confirms two Tests, three ODIs in South Africa"। ESPNcricinfo। ২১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩।
- "India in South Africa ODI Series, 2013/14 / ODI squad"। ESPNcricinfo। ৪ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩।
- "Most runs in Series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩।
- "Most wickets in Series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩।
- "Most runs in Series"। ESPNcricinfo। অজানা প্যারামিটার
|http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?id=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য); - "Most wickets in Series"। ESPNcricinfo। অজানা প্যারামিটার
|http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_career.html?id=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য);
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.