২০১৩–১৪ নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর
নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ৪ অক্টোবর, ২০১৩ তারিখ থেকে ৬ নভেম্বর, ২০১৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করে।[1] সফরে দলটি দু’টি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুখোমুখি হয়।
২০১৩-১৪ নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর | |||
---|---|---|---|
বাংলাদেশ | নিউজিল্যান্ড | ||
তারিখ | ৪ অক্টোবর, ২০১৩ – ৬ নভেম্বর, ২০১৩ | ||
অধিনায়ক | মুশফিকুর রহিম |
ব্রেন্ডন ম্যাককুলাম কাইল মিলস (৩য় ওডিআই; টি২০) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র হয় | ||
সর্বাধিক রান | মমিনুল হক (৩৭৬) | কেন উইলিয়ামসন (২৫০) | |
সর্বাধিক উইকেট | সোহাগ গাজী (৮) | নিল ওয়াগনার (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মমিনুল হক (বাংলাদেশ) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | নাঈম ইসলাম (১৬৩) | রস টেলর (১৬০) | |
সর্বাধিক উইকেট | রুবেল হোসেন (৭) | জেমস নিশাম (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মুশফিকুর রহিম (বাংলাদেশ) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | মুশফিকুর রহিম (৫০) | কলিন মুনরো (৭৩) | |
সর্বাধিক উইকেট | আল-আমিন হোসেন (২) | টিম সাউদি (৩) |
দলের সদস্য
টেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
বাংলাদেশ[2] | নিউজিল্যান্ড[3] | বাংলাদেশ[4] | নিউজিল্যান্ড | বাংলাদেশ | নিউজিল্যান্ড |
- ১ ডেঙ্গু জ্বরের কারণে সাকিব আল হাসানের পরিবর্তে ইলিয়াস সানিকে দলে নেয়া হয়।[5]
- ২ পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় শফিউল ইসলামের পরিবর্তে আল-আমিন হোসেনকে দলে অন্তর্ভুক্ত করা হয়।[6]
প্রস্তুতিমূলক খেলা
৪-৬ অক্টোবর, ২০১৩ স্কোরকার্ড |
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ |
ব |
|
- বৃষ্টির কারণে ১ম ও ২য় দিনের খেলা বন্ধ থাকে।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
৯-১৩ অক্টোবর, ২০১৩ স্কোরকার্ড |
ব |
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- টেস্ট অভিষেক: মার্শাল আইয়ুব (বাংলাদেশ) ও কোরে জে এন্ডারসন, ইশ সোধি (নিউজিল্যান্ড)
- টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে একই টেস্টে সোহাগ গাজী সেঞ্চুরি ও হ্যাট্রিক করেন।
- খেলায় উভয় দলের পক্ষ থেকে ২৭টি ছক্কা হাঁকানো হয় যা সর্বকালের রেকর্ডে যৌথভাবে প্রথম স্থান পেয়েছে।
২য় টেস্ট
২১-২৫ অক্টোবর, ২০১৩ স্কোরকার্ড |
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ১ম ও ২য় দিনের খেলা নির্ধারিত ওভারের আগেই শেষ হয় এবং ৫ম দিনের খেলা মাঠে গড়ায় নি।
- বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেনের টেস্ট অভিষেক হয়।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
মুশফিকুর রহিম ৯০ (৯৮) জেমস নিশাম ৪/৪২ (৯ ওভার) |
গ্রান্ট এলিয়ট ৭১ (৭৭) রুবেল হোসেন ৬/২৬ (৫.৫ ওভার) |
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের ইনিংস ৮২/৩ (২০ ওভার)-এর পর স্থগিত করা হয়। সংশোধিত লক্ষ্যমাত্রা ৩৩ ওভারে ২০৬ নির্ধারণ করা হয়।
- এই ম্যাচে তৃতীয় বাংলাদেশী হিসেবে রুবেল হোসেন ওডিআই হ্যাটট্রিক করেন।
২য় ওডিআই
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের পক্ষে শামসুর রহমানের ওডিআই অভিষেক হয়।
৩য় ওডিআই
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
টুয়েন্টি২০ সিরিজ
একমাত্র টুয়েন্টি২০
ব |
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেনের ও নিউজিল্যান্ডের পক্ষে আন্টন ডেভচিশের টি২০আই অভিষেক হয়।
পরিসংখ্যান
টেস্ট | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[7] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
মমিনুল হক | বাংলাদেশ | ২ | ৪ | ৩৭৬ | ১৮৮.০০ | ১৮১ | ২ | ০ |
কেন উইলিয়ামসন | নিউজিল্যান্ড | ২ | ৩ | ২৫০ | ৮৩.৩৩ | ১১৪ | ১ | ২ |
তামিম ইকবাল | বাংলাদেশ | ২ | ৪ | ২১১ | ৫২.৭৫ | ৯৫ | ০ | ২ |
বিজে ওয়াটলিং | নিউজিল্যান্ড | ২ | ৩ | ১৭৩ | ৮৬.৫০ | ১০৩ | ১ | ১ |
পিটার ফুলটন | নিউজিল্যান্ড | ২ | ৩ | ১৪৬ | ৪৮.৬৬ | ৭৩ | ০ | ২ |
বোলিং[8] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
সোহাগ গাজী | বাংলাদেশ | ২ | ৯২ | ৮ | ২৯.১২ | ৬/৭৭ | ১ | ০ |
নিল ওয়াগনার | নিউজিল্যান্ড | ১ | ৩৭ | ৭ | ১৬.৫৭ | ৫/৬৪ | ১ | ০ |
সাকিব আল হাসান | বাংলাদেশ | ২ | ৭৬ | ৭ | ৩০.১৪ | ৫/১০৩ | ১ | ০ |
ইশ সোধি | নিউজিল্যান্ড | ২ | ৭২ | ৬ | ৪৪.১৬ | ৩/৫৯ | ০ | ০ |
আব্দুর রাজ্জাক | বাংলাদেশ | ২ | ১১০ | ৫ | ৭১.৮০ | ৩/১৪৭ | ০ | ০ |
ওডিআই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[9] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
নাঈম ইসলাম | বাংলাদেশ | ৩ | ৩ | ১৬৩ | ৫৪.৩৩ | ৮৪ | ০ | ২ |
রস টেলর | নিউজিল্যান্ড | ৩ | ৩ | ১৬০ | ৮৪.৬৫ | ১০৭* | ১ | ০ |
মুশফিকুর রহিম | বাংলাদেশ | ৩ | ৩ | ১২৩ | ৯৪.৬১ | ৯০ | ০ | ১ |
শামসুর রাহমান | বাংলাদেশ | ২ | ২ | ১২১ | ৭৫.১৫ | ৯৬ | ০ | ১ |
গ্রান্ট এলিয়ট | নিউজিল্যান্ড | ৩ | ৩ | ৮৮ | ২৯.৩৩ | ৭১ | ০ | ১ |
বোলিং[10] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
জেমস নিশাম | নিউজিল্যান্ড | ২ | ১৯ | ৮ | ১১.৮৭ | ৪/৪২ | ০ | ০ |
রুবেল হোসেন | বাংলাদেশ | ৩ | ২০.৫ | ৭ | ১৫.৮৫ | ৬/২৬ | ১ | ০ |
কোরে অ্যান্ডারসন | নিউজিল্যান্ড | ৩ | ২৭.৫ | ৭ | ২০.২৮ | ৪/৪০ | ০ | ০ |
সোহাগ গাজী | বাংলাদেশ | ৩ | ২৬ | ৫ | ২৭.৪০ | ৩/৩৪ | ০ | ০ |
টিম সাউদি | নিউজিল্যান্ড | ২ | ২০ | ৫ | ২৬.৩৩ | ৩/৩৪ | ০ | ০ |
টি২০আই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[11] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
কলিন মানরো | নিউজিল্যান্ড | ১ | ১ | ৭৩ | ৭৩* | ০ | ১ | |
অ্যান্টন ডেভসিচ | নিউজিল্যান্ড | ১ | ১ | ৫৯ | ৫৯.০০ | ৫৯ | ০ | ১ |
মুশফিকুর রহিম | বাংলাদেশ | ১ | ১ | ৫০ | ৫০.০০ | ৫০ | ০ | ১ |
মাহমুদুল্লাহ | বাংলাদেশ | ১ | ১ | ৩৪ | ৩৪.০০ | ৩৪ | ০ | ০ |
নাসির হোসেন | বাংলাদেশ | ১ | ১ | ২৮ | ২৮.০০ | ২৮ | ০ | ০ |
বোলিং[12] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
টিম সাউদি | নিউজিল্যান্ড | ১ | ৪ | ৩ | ১২.৬৬ | ৩/৩৮ | ০ | ০ |
কোরে অ্যান্ডারসন | নিউজিল্যান্ড | ১ | ৪ | ২ | ১০.৫০ | ২/২১ | ০ | ০ |
আল-আমিন হোসেন | বাংলাদেশ | ১ | ৪ | ২ | ১৫.৫০ | ২/৩১ | ০ | ০ |
নাথান ম্যাককুলাম | নিউজিল্যান্ড | ১ | ২ | ১ | ১৮.০০ | ১/১৮ | ০ | ০ |
আব্দুর রাজ্জাক | বাংলাদেশ | ১ | ২ | ৫ | ১৯.০০ | ১/১৯ | ০ | ০ |
তথ্যসূত্র
- "New Zealand tour of Bangladesh, 2013/14 / Fixtures"। Cricinfo। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- "দুই বছর পর টেস্ট দলে রাজ্জাক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩।
- "বাংলাদেশ সফরে দুই নতুন মুখ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৩।
- "Mortaza included for New Zealand ODIs"। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৩।
- Shakib down with dengue fever, Sunny called up
- Shafiul Islam ruled out of ODI series
- "Records / New Zealand in Bangladesh Test Series, 2013/14 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।
- "Records / New Zealand in Bangladesh Test Series, 2013/14 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।
- "Records / New Zealand in Bangladesh ODI Series, 2013/14 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।
- "Records / New Zealand in Bangladesh ODI Series, 2013/14 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।
- "Records / New Zealand in Bangladesh T20I Match, 2013/14 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।
- "Records / New Zealand in Bangladesh T20I Match, 2013/14 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।
আরও দেখুন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.