২০১৩–১৪ নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ৪ অক্টোবর, ২০১৩ তারিখ থেকে ৬ নভেম্বর, ২০১৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করে।[1] সফরে দলটি দু’টি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুখোমুখি হয়।

২০১৩-১৪ নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ নিউজিল্যান্ড
তারিখ ৪ অক্টোবর, ২০১৩ – ৬ নভেম্বর, ২০১৩
অধিনায়ক মুশফিকুর রহিম ব্রেন্ডন ম্যাককুলাম
কাইল মিলস (৩য় ওডিআই; টি২০)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান মমিনুল হক (৩৭৬) কেন উইলিয়ামসন (২৫০)
সর্বাধিক উইকেট সোহাগ গাজী (৮) নিল ওয়াগনার (৭)
সিরিজ সেরা খেলোয়াড় মমিনুল হক (বাংলাদেশ)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নাঈম ইসলাম (১৬৩) রস টেলর (১৬০)
সর্বাধিক উইকেট রুবেল হোসেন (৭) জেমস নিশাম (৮)
সিরিজ সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম (বাংলাদেশ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মুশফিকুর রহিম (৫০) কলিন মুনরো (৭৩)
সর্বাধিক উইকেট আল-আমিন হোসেন (২) টিম সাউদি (৩)

দলের সদস্য

টেস্ট ওডিআই টি২০আই
 বাংলাদেশ[2]  নিউজিল্যান্ড[3]  বাংলাদেশ[4]  নিউজিল্যান্ড  বাংলাদেশ  নিউজিল্যান্ড
  • ডেঙ্গু জ্বরের কারণে সাকিব আল হাসানের পরিবর্তে ইলিয়াস সানিকে দলে নেয়া হয়।[5]
  • পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় শফিউল ইসলামের পরিবর্তে আল-আমিন হোসেনকে দলে অন্তর্ভুক্ত করা হয়।[6]

প্রস্তুতিমূলক খেলা

৪-৬ অক্টোবর, ২০১৩
স্কোরকার্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ
কোন বল মাঠে গড়ানো ছাড়াই খেলা পরিত্যক্ত
এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
  • বৃষ্টির কারণে ১ম ও ২য় দিনের খেলা বন্ধ থাকে।

টেস্ট সিরিজ

১ম টেস্ট

৯-১৩ অক্টোবর, ২০১৩
স্কোরকার্ড
৪৬৯
কেন উইলিয়ামসন ১১৪ (২১০)
আব্দুর রাজ্জাক ৩/১৪৭ (৫৫ ওভার)
৫০১
মমিনুল হক ১৮১ (২৭৪)
ডগ ব্রেসওয়েল ৩/৯৬ (২৫ ওভার)
২৮৭/৭ ডিঃ (৯০ ওভার)
কেন উইলিয়ামসন ৭৪ (১৫০)
সোহাগ গাজী ৬/৭৭ (২৬ ওভার)
১৭৩/৩ (৪৮.২ ওভার)
সাকিব আল হাসান ৫০* (৩৯)
ব্রুশ মার্টিন ২/৬২ (১৬ ওভার)

২য় টেস্ট

২১-২৫ অক্টোবর, ২০১৩
স্কোরকার্ড
২৮২
তামিম ইকবাল ৯৫ (১৫৩)
নিল ওয়াগনার ৫/৬৪ (১৯ ওভার)
৪৩৭
কোরে অ্যান্ডারসন ১১৬ (১৭৩)
সাকিব আল হাসান ৫/১০৩ (৪৩ ওভার)
২৬৯/৩ (৮৯ ওভার)
মমিনুল হক ১২৬* (২২৫)
নিল ওয়াগনার ২/৫২ (১৮ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ১ম ও ২য় দিনের খেলা নির্ধারিত ওভারের আগেই শেষ হয় এবং ৫ম দিনের খেলা মাঠে গড়ায় নি।
  • বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেনের টেস্ট অভিষেক হয়।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২৯ অক্টোবর, ২০১৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৬৫ (৪৯.৫ ওভার)
 নিউজিল্যান্ড
১৬২ (২৯.৫ ওভার)
মুশফিকুর রহিম ৯০ (৯৮)
জেমস নিশাম ৪/৪২ (৯ ওভার)
গ্রান্ট এলিয়ট ৭১ (৭৭)
রুবেল হোসেন ৬/২৬ (৫.৫ ওভার)
বাংলাদেশ ৪৩ রানে জয়ী (ডি/এল)
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: এনামুল হক (বাংলাদেশ) এবং রানমোরে মারটিনেসয (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: রুবেল হোসেন (বাংলাদেশ)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের ইনিংস ৮২/৩ (২০ ওভার)-এর পর স্থগিত করা হয়। সংশোধিত লক্ষ্যমাত্রা ৩৩ ওভারে ২০৬ নির্ধারণ করা হয়।
  • এই ম্যাচে তৃতীয় বাংলাদেশী হিসেবে রুবেল হোসেন ওডিআই হ্যাটট্রিক করেন।

২য় ওডিআই

১ নভেম্বর, ২০১৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৪৭/১০ (৪৯ ওভার)
 নিউজিল্যান্ড
২০৭/১০ (৪৬.৪ ওভার)
রস টেলর ৪৫ (৮২)
সোহাগ গাজী ৩/৩৪ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বাংলাদেশের পক্ষে শামসুর রহমানের ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই

৪ নভেম্বর, ২০১৩
৯:১৫
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৩০৭/৫ (৫০ ওভার)
 বাংলাদেশ
৩০৯/৬ (৪৯.২ ওভার)
রস টেলর ১০৭* (৯৩)
মাহমুদুল্লাহ রিয়াদ ২/৩৬ (৭ ওভার)
বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা
আম্পায়ার: এনামুল হক (বাংলাদেশ) এবং রানমোরে মারটিনেসয (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: শামসুর রহমান (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

টুয়েন্টি২০ সিরিজ

একমাত্র টুয়েন্টি২০

৬ নভেম্বর, ২০১৩
১৩:৩০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২০৪/৫ (২০ ওভার)
 বাংলাদেশ
১৮৯/৯ (২০ ওভার)
কলিন মুনরো ৭৩* (৩৯)
আল-আমিন হোসেন ২/৩১ (৪ ওভার)
মুশফিকুর রহিম ৫০ (২৯)
টিম সাউদি ৩/৩৮ (৪ ওভার)
নিউজিল্যান্ড ১৫ রানে বিজয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: আনিসুর রহমান (বাংলাদেশ) এবং শরফুদ্দৌলা (বাংলাদেশ)
ম্যাচসেরা: কলিন মুনরো (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেনের ও নিউজিল্যান্ডের পক্ষে আন্টন ডেভচিশের টি২০আই অভিষেক হয়।

পরিসংখ্যান

টেস্ট
ব্যাটিং[7]
খেলোয়াড়দলম্যাচইনিংসরানগড়সর্বোচ্চ১০০৫০
মমিনুল হক  বাংলাদেশ ৩৭৬ ১৮৮.০০ ১৮১
কেন উইলিয়ামসন  নিউজিল্যান্ড ২৫০ ৮৩.৩৩ ১১৪
তামিম ইকবাল  বাংলাদেশ ২১১ ৫২.৭৫ ৯৫
বিজে ওয়াটলিং  নিউজিল্যান্ড ১৭৩ ৮৬.৫০ ১০৩
পিটার ফুলটন  নিউজিল্যান্ড ১৪৬ ৪৮.৬৬ ৭৩
বোলিং[8]
খেলোয়াড়দলম্যাচওভারউইকেটগড়সেরা৫ উই১০ উই
সোহাগ গাজী  বাংলাদেশ ৯২ ২৯.১২ ৬/৭৭
নিল ওয়াগনার  নিউজিল্যান্ড ৩৭ ১৬.৫৭ ৫/৬৪
সাকিব আল হাসান  বাংলাদেশ ৭৬ ৩০.১৪ ৫/১০৩
ইশ সোধি  নিউজিল্যান্ড ৭২ ৪৪.১৬ ৩/৫৯
আব্দুর রাজ্জাক  বাংলাদেশ ১১০ ৭১.৮০ ৩/১৪৭
ওডিআই
ব্যাটিং[9]
খেলোয়াড়দলম্যাচইনিংসরানগড়সর্বোচ্চ১০০৫০
নাঈম ইসলাম  বাংলাদেশ ১৬৩ ৫৪.৩৩ ৮৪
রস টেলর  নিউজিল্যান্ড ১৬০ ৮৪.৬৫ ১০৭*
মুশফিকুর রহিম  বাংলাদেশ ১২৩ ৯৪.৬১ ৯০
শামসুর রাহমান  বাংলাদেশ ১২১ ৭৫.১৫ ৯৬
গ্রান্ট এলিয়ট  নিউজিল্যান্ড ৮৮ ২৯.৩৩ ৭১
বোলিং[10]
খেলোয়াড়দলম্যাচওভারউইকেটগড়সেরা৫ উই১০ উই
জেমস নিশাম  নিউজিল্যান্ড ১৯ ১১.৮৭ ৪/৪২
রুবেল হোসেন  বাংলাদেশ ২০.৫ ১৫.৮৫ ৬/২৬
কোরে অ্যান্ডারসন  নিউজিল্যান্ড ২৭.৫ ২০.২৮ ৪/৪০
সোহাগ গাজী  বাংলাদেশ ২৬ ২৭.৪০ ৩/৩৪
টিম সাউদি  নিউজিল্যান্ড ২০ ২৬.৩৩ ৩/৩৪
টি২০আই
ব্যাটিং[11]
খেলোয়াড়দলম্যাচইনিংসরানগড়সর্বোচ্চ১০০৫০
কলিন মানরো  নিউজিল্যান্ড ৭৩ ৭৩*
অ্যান্টন ডেভসিচ  নিউজিল্যান্ড ৫৯ ৫৯.০০ ৫৯
মুশফিকুর রহিম  বাংলাদেশ ৫০ ৫০.০০ ৫০
মাহমুদুল্লাহ  বাংলাদেশ ৩৪ ৩৪.০০ ৩৪
নাসির হোসেন  বাংলাদেশ ২৮ ২৮.০০ ২৮
বোলিং[12]
খেলোয়াড়দলম্যাচওভারউইকেটগড়সেরা৫ উই১০ উই
টিম সাউদি  নিউজিল্যান্ড ১২.৬৬ ৩/৩৮
কোরে অ্যান্ডারসন  নিউজিল্যান্ড ১০.৫০ ২/২১
আল-আমিন হোসেন  বাংলাদেশ ১৫.৫০ ২/৩১
নাথান ম্যাককুলাম  নিউজিল্যান্ড ১৮.০০ ১/১৮
আব্দুর রাজ্জাক  বাংলাদেশ ১৯.০০ ১/১৯

তথ্যসূত্র

  1. "New Zealand tour of Bangladesh, 2013/14 / Fixtures"Cricinfo। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩
  2. "দুই বছর পর টেস্ট দলে রাজ্জাক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৩
  3. "বাংলাদেশ সফরে দুই নতুন মুখ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৩
  4. "Mortaza included for New Zealand ODIs"। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৩
  5. Shakib down with dengue fever, Sunny called up
  6. Shafiul Islam ruled out of ODI series
  7. "Records / New Zealand in Bangladesh Test Series, 2013/14 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২
  8. "Records / New Zealand in Bangladesh Test Series, 2013/14 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২
  9. "Records / New Zealand in Bangladesh ODI Series, 2013/14 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২
  10. "Records / New Zealand in Bangladesh ODI Series, 2013/14 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২
  11. "Records / New Zealand in Bangladesh T20I Match, 2013/14 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২
  12. "Records / New Zealand in Bangladesh T20I Match, 2013/14 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.