২০১৩–১৪ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল ১০ অক্টোবর থেকে ২ নভেম্বর, ২০১৩ তারিখ পর্যন্ত ভারত সফর করে। সফরে দলটি ১টি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলাসহ ৭টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে ভারতীয় দলের মোকাবেলা করে।[1] পিঠের আঘাতপ্রাপ্তির জন্য অস্ট্রেলীয় ক্রিকেটার মাইকেল ক্লার্কের পরিবর্তে কলাম ফার্গুসন অংশগ্রহণ করেন। এছাড়া, দলের নেতৃত্বভার জর্জ বেইলি গ্রহণ করেন।[2]
২০১৩-১৪ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর | |||
---|---|---|---|
অস্ট্রেলিয়া | ভারত | ||
তারিখ | ১০ অক্টোবর, ২০১৩ – ২ নভেম্বর, ২০১৩ | ||
অধিনায়ক | জর্জ বেইলি | মহেন্দ্র সিং ধোনি | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৭ ম্যাচের সিরিজে ভারত ৩–২ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | জর্জ বেইলি (৪৭৮) | রোহিত শর্মা (৪৯১) | |
সর্বাধিক উইকেট |
মিচেল জনসন (৭) জেমস ফকনার (৭) | রবিচন্দ্রন অশ্বিন (৯) | |
সিরিজ সেরা খেলোয়াড় | রোহিত শর্মা (ভারত) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | অ্যারন ফিঞ্চ (৮৯) | যুবরাজ সিং (৭৭) | |
সর্বাধিক উইকেট | ক্লিন্ট ম্যাককে (২) |
বিনয় কুমার (৩) ভুবনেশ্বর কুমার (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | যুবরাজ সিং |
দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলায় অস্ট্রেলিয়ার প্রথম পাঁচজন ব্যাটসম্যানই পঞ্চাশ বা তদূর্ধ্ব রান সংগ্রহ করেছেন যা একদিনের ক্রিকেট ইতিহাসে অন্য কোন দলই এ সক্ষমতা প্রদর্শন করতে পারেননি।[3]
দলের সদস্য
টি২০আই | ওডিআই | ||
---|---|---|---|
অস্ট্রেলিয়া | ভারত | অস্ট্রেলিয়া | ভারত |
টি২০আই সিরিজ
একমাত্র টি২০আই
ওডিআই সিরিজ
১ম ওডিআই
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২য় ওডিআই
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওডিআইয়ের ইতিহাসে প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার প্রথম পাঁচজন ব্যাটসম্যানই অর্ধ-শতক রান করেছেন।
- বিরাট কোহলি ভারতের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করেন ৫২ বলে।
- একদিনের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের লক্ষ্যমাত্রা অর্জন।
৩য় ওডিআই
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৪র্থ ওডিআই
ব |
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- বৃষ্টিজনিত কারণে ভারতের ইনিংস ৪.১ ওভারে থেমে যায়।
৫ম ওডিআই
৬ষ্ঠ ওডিআই
ব |
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান অতিক্রমণের মাধ্যমে জয়।
৭ম ওডিআই
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- সর্বোচ্চ রান করেও অস্ট্রেলিয়া ব্যর্থ হয়।
- জেমস ফকনার দ্রুততম অস্ট্রেলীয় হিসেবে সেঞ্চুরি করেন - ৫৭ বলে।
- রোহিত শর্মা’র ২০৯ দ্বিতীয় সর্বোচ্চ ওডিআই রান।
- রোহিত শর্মা ১৬ ছক্কা হাঁকান ও বিশ্বরেকর্ড গড়েন (পূর্বতন: শেন ওয়াটসন - ১৫ ছক্কা)।
- গ্লেন ম্যাক্সওয়েলের ১৮ বলে ৫০ রান ওডিআই ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সমতাসূচক অর্ধ-শতক।
- ভারত ৭ খেলার সিরিজ ৩-২ ব্যবধানে বিজয়ী হয় (২ খেলা বৃষ্টিতে পরিত্যক্ত)।
পরিসংখ্যান
ওডিআই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[4] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
রোহিত শর্মা | ভারত | ৬ | ৬ | ৪৯১ | ১২২.৭৫ | ২০৯ | ২ | ১ |
জর্জ বেইলি | অস্ট্রেলিয়া | ৬ | ৬ | ৪৭৮ | ৯৫.৬০ | ১৫৬ | ১ | ৩ |
বিরাট কোহলি | ভারত | ৬ | ৫ | ৩৪৪ | ১১৪.৬৬ | ১১৫* | ২ | ২ |
শিখর ধাওয়ান | ভারত | ৬ | ৬ | ২৮৪ | ৫৬.৮০ | ১০০ | ১ | ২ |
গ্লেন ম্যাক্সওয়েল | অস্ট্রেলিয়া | ৬ | ৬ | ২৪৮ | ৪১.৩৩ | ৯২ | ০ | ৩ |
বোলিং[5] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
রবিচন্দ্রন অশ্বিন | ভারত | ৬ | ৫৬ | ৯ | ৩৭.২২ | ২/৫১ | ০ | ০ |
রবীন্দ্র জাদেজা | ভারত | ৬ | ৬০ | ৮ | ৪১.৮৭ | ৩/৭৩ | ০ | ০ |
বিনয় কুমার | ভারত | ৫ | ৪৩.৩ | ৮ | ৪৩.১২ | ২/৫০ | ০ | ০ |
মোহাম্মদ শমী | ভারত | ৩ | ২৪.১ | ৭ | ২২.৮৫ | ৩/৪২ | ০ | ০ |
মিচেল জনসন | অস্ট্রেলিয়া | ৫ | ৪১.১ | ৫ | ৩৩.৪২ | ৪/৪৬ | ০ | ০ |
টি২০আই | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিং[6] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ইনিংস | রান | গড় | সর্বোচ্চ | ১০০ | ৫০ |
অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া | ১ | ১ | ৮৯ | ৮৯.০০ | ৮৯ | ০ | ১ |
যুবরাজ সিং | ভারত | ১ | ১ | ৭৭ | ৭৭* | ০ | ১ | |
নিক ম্যাডিনসন | অস্ট্রেলিয়া | ১ | ১ | ৩৪ | ৩৪.০০ | ৩৪ | ০ | ০ |
শিখর ধাওয়ান | ভারত | ১ | ১ | ৩২ | ৩২.০০ | ৩২ | ০ | ০ |
বিরাট কোহলি | ভারত | ১ | ১ | ২৯ | ২৯.০০ | ২৯ | ০ | ০ |
বোলিং[7] | ||||||||
খেলোয়াড় | দল | ম্যাচ | ওভার | উইকেট | গড় | সেরা | ৫ উই | ১০ উই |
বিনয় কুমার | ভারত | ১ | ৪ | ৩ | ৮.৬৬ | ৩/২৬ | ০ | ০ |
ভুবনেশ্বর কুমার | ভারত | ১ | ৪ | ৩ | ১১.৬৬ | ৩/৩৫ | ০ | ০ |
ক্লিন্ট ম্যাককে | অস্ট্রেলিয়া | ১ | ৪ | ২ | ২৫.০০ | ২/৫০ | ০ | ০ |
রবীন্দ্র জাদেজা | ভারত | ১ | ৪ | ১ | ২৩.০০ | ১/২৩ | ০ | ০ |
জেভিয়ার ডোহার্টি | অস্ট্রেলিয়া | ১ | ৩ | ৫ | ২৪.০০ | ১/২৪ | ০ | ০ |
তথ্যসূত্র
- "Australia to tour India for seven ODIs, one T20"। ESPNcricinfo। ESPN EMEA। জুলাই ৩, ২০১৩। সংগ্রহের তারিখ জুলাই ৬, ২০১৩।
- "Australia captain Michael Clarke out of India tour with back injury"। BBC Sport। সংগ্রহের তারিখ ২০১৩-১০-০২।
- "Top five catapult Australia to 359". ESPN Cricinfo. Retrieved 2013-10-16.
- "Records / Australia in India ODI Series, 2013/14 / Most runs" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।
- "Records / Australia in India ODI Series, 2013/14 / Most wickets" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।
- "Records / India v Australia T20I Match, 2013/14 / Most runs" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।
- "Records / India v Australia T20I Match, 2013/14 / Most wickets" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২২।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.