২০১২ স্পেনীয় সুপার কাপ

২০১২ স্পেনীয় সুপার কাপ ছিলো পূর্ববর্তী মৌসুমের কোপা দেল রে এবং লা লিগা জয়ীদের মধ্যকার দুই-লেগ বিশিষ্ট বার্ষিক খেলা।

২০১২ সুপারকোপা দে এস্পানা
সমষ্টিগত ৪-৪। এওয়ে গোলের নিয়মে রিয়াল মাদ্রিদ জয়ী
প্রথম লেগ
তারিখ২৩ আগস্ট ২০১২
মাঠক্যাম্প ন্যু, বার্সেলোনা
রেফারিক্লজ গোমেজ
দর্শক সংখ্যা৯১,৭২৮
আবহাওয়াহালকা মেঘাচ্ছন্ন
২৭ °সে (৮১ °ফা)[1]
সেকন্ড লেগ
তারিখ২৯ আগস্ট ২০১২
মাঠসান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ
রেফারিমাতেও লাহোজ
দর্শক সংখ্যা৮৫,৪৫৪
আবহাওয়ারৌদ্রজ্জ্বল
২৯ °সে (৮৪ °ফা)[2]

২০১১–১২ লা লিগা জয়ী রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব এবং ২০১১–১২ কোপা দেল রে জয়ী এফসি বার্সেলোনা আগস্ট ২০১২ তে খেলাটি হয়।

বিস্তারিত

১ম লেগ

বার্সেলোনা৩–২রিয়াল মাদ্রিদ
পেদ্রো গোল ৫৬'
মেসি গোল ৭০' (পে.)
জাভি গোল ৭৮'
প্রতিবেদন রোনালদো গোল ৫৫'
ডি মারিয়া গোল ৮৫'
দর্শক সংখ্যা: ৯১,৭২৮
রেফারি: ক্লজ গোমেজ (আরাগন)
বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ
গোস্পেন ভিক্টর ভালদেস
ব্রাজিল দানি আলভেজ
১৪আর্জেন্টিনা হাভিয়ের মাশ্চেরানোহলুদ কার্ড ৪৫'
স্পেন জেরার্ড পিকেহলুদ কার্ড ৪৯'
২১ব্রাজিল আদ্রিয়ানো
১৬স্পেন সার্জিও বুস্কেটস
স্পেন জাভি (c)৮২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮২'
স্পেন আন্দ্রেস ইনিয়েস্তা
9চিলি এলেক্সিস সানচেজ৭১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭১'
১৭স্পেন পেদ্রো৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
১০আর্জেন্টিনা লিওনেল মেসি
বদলি:
গো১৩স্পেন হোসে ম্যানুয়েল পিন্টো
স্পেন কার্লস পুয়োল
১৮স্পেন জর্দি আলবা৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
স্পেন সেস ফ্যাব্রেগাস৮২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮২'
২৮স্পেন সার্হি রোবের্তো
৩৭স্পেন ক্রিস্তিয়ান তেলো৭১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭১'
স্পেন ডেভিড ভিয়া
ম্যানেজার:
স্পেন টিটো ভিলানোভা
গোস্পেন ইকার ক্যাসিয়াস (c)
১৭স্পেন আলভারো আরবেলোয়াহলুদ কার্ড ৪৪'
১৮স্পেন রাউল আলবিওলহলুদ কার্ড ৫০'
স্পেন সার্জিও রামোস
পর্তুগাল ফাবিও কোয়েন্ত্রাও
১৪স্পেন জাভি আলোনসোহলুদ কার্ড ১১'
জার্মানি সামি খেদিরা
২১স্পেন হোসে কালেয়োন৬৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৫'
পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো
১০জার্মানি মেসুত ওজিল৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
ফ্রান্স করিম বেনজেমা৬০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬০'
বদলি:
গো১৩স্পেন এন্তোনিও আদান
১২ব্রাজিল মার্সেলো৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
ফ্রান্স রাফায়েল ভারানে
২৪ফ্রান্স লাসানা দিয়ারা
২০স্পেন এস্তেবান গ্রানেরো
২২আর্জেন্টিনা আনহেল ডি মারিয়া৬৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৫'
২০আর্জেন্টিনা গঞ্জালো হিগুয়েইন৬০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬০'
ম্যানেজার:
পর্তুগাল হোসে মরিনহো

সহকারী রেফারি:
কালভো গুয়াদামুরম
মার্কো মার্টিনেজ
চতুর্থ অফিশিয়াল:
উসন রোজেল

২য় লেগ

রিয়াল মাদ্রিদ২–১বার্সেলোনা
হিগুয়েইন গোল ১১'
রোনালদো গোল ১৯'
প্রতিবেদন মেসি গোল ৪৫'
দর্শক সংখ্যা: ৮৫,৪৫৪
রেফারি: মাতেও লাহজ (ভ্যালেন্সিয়া কমিউনিটি)
রিয়াল মাদ্রিদ
বার্সেলোনা
গোস্পেন ইকার ক্যাসিয়াস (c)
১৭স্পেন আলভারো আরবেলোয়াহলুদ কার্ড ৩৮'
পর্তুগাল পেপেহলুদ কার্ড ২০'
স্পেন সার্জিও রামোসহলুদ কার্ড ৭২'
১২ব্রাজিল মারসেলো
১৪স্পেন জাবি আলোনসো
জার্মানি সামি খেদিরাহলুদ কার্ড ৬৩'
২২আর্জেন্টিনা আনহেল ডি মারিয়া৭৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৯'
পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো
১০জার্মানি মেসুত ওজিল৮৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৩'
২০আর্জেন্টিনা গঞ্জালো হিগুয়েইন৮২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮২'
বদলি:
গো১৩স্পেন এন্তোনিও আদান
১৮স্পেন রাউল আলবিওল
১৬ক্রোয়েশিয়া লুকা মড্রিচ৮৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৩'
২৪ফ্রান্স লাসানা দিয়ারা
২৭স্পেন নাচো
২১স্পেন হোসে কালেয়ন৭৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৯'
ফ্রান্স করিম বেনজেমা৮২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮২'
ম্যানেজার:
পর্তুগাল হোসে মরিনহো
গোস্পেন ভিক্টর ভালদেস
২১ব্রাজিল আদ্রিয়ানোলাল কার্ড ২৮'
১৪আর্জেন্টিনা হাভিয়ের মাশ্চেরানোহলুদ কার্ড ১৪'
স্পেন জেরার্ড পিকেহলুদ কার্ড ৫০'
১৮স্পেন জর্দি আলবা
১৬স্পেন সার্জিও বুস্কেটস৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
স্পেন জাবি (c)
স্পেন আন্দ্রেস ইনিয়েস্তা
চিলি এলেক্সিস সানচেজ৩২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৩২'
১৭স্পেন পেদ্রো৮২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮২'
১০আর্জেন্টিনা লিওনেল মেসি
বদলি:
গো13স্পেন হোসে ম্যানুয়েল পিন্টো
১৫স্পেন মার্ক বারত্রা
১৯স্পেন মার্টিন মন্টোয়া৩২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৩২'
স্পেন সেস ফাব্রেগাস
২৫ক্যামেরুন এলেক্স সং৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
৩৭স্পেন ক্রিশ্চিয়ান তেল্লো৮২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮২'
স্পেন ডেভিড ভিয়া
ম্যানেজার:
স্পেন টিটো ভিলানোভা

সহকারী রেফারি:
চেব্রিয়ান ডেভিস
নুনেজ ফার্নান্দেজ
চতুর্থ অফিশিয়াল:
গিল

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.