২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ স্কোয়াড
২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়দের তালিকা গ্রুপ অনুযায়ী নিম্নে তুলে ধরা হলো:-
গ্রুপ এ
আফগানিস্তান
নওরোজ মঙ্গল (অধিনায়ক), দৌলত জাদরান, গুলবাদিন নায়েব, হামিদ হাসান, ইজাতুল্লাহ দৌলতজাই, করিম সাদিক, মোহাম্মদ জাওদে আহমেদি, মোহাম্মদ নাসিম বারাস, মোহাম্মাদ নবী, মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ আজগর, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিউল্লাহ শফিক ও শাপুর জাদরান।[1]
গ্রুপ বি
অস্ট্রেলিয়া
জর্জ বেইলি (অধিনায়ক), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, জেভিয়ার ডোহার্টি, বেন হিলফেনহস, ব্র্যাড হগ, ডেভিড হাসি, মাইকেল হাসি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাককে, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট[4]
আয়ারল্যান্ড
কোচ: ফিল সিমন্স
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যালেক্স কুস্যাক, জর্জ ডকরেল, ট্রেন্ট জনস্টন, নাইজেল জোন্স, এড জয়েস, টিম মারতাগ, কেভিন ও’ব্রায়ান, নায়ল ও’ব্রায়ান, বয়েড র্যাঙ্কিন, ম্যাক্স সোরেনসেন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, অ্যান্ড্রু হোয়াইট, গ্যারি উইলসন[5]
গ্রুপ সি
দক্ষিণ আফ্রিকা
কোচ: গ্যারি কার্স্টেন
এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক ও উইকেট-রক্ষক), হাশিম আমলা, ফারহান বেহার্ডিন, জোহান বোথা, ফাফ দু প্লেসিস, জেপি ডুমিনি, জ্যাক ক্যালিস, রিচার্ড লেভি, আলবি মরকেল, মরনে মরকেল, জাস্টিন অনটং, ওয়েন পারনেল, রবিন পিটারসন, ডেল স্টেইন, লনয়াবো সতসবে[7]
শ্রীলঙ্কা
কোচ: গ্রাহাম ফোর্ড
মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), দীনেশ চন্ডিমাল, তিলকরত্নে দিলশান, আকিলা ধনঞ্জয়, শমিন্দা ইরঙ্গা, রঙ্গনা হেরাথ, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অজন্তা মেন্ডিস, জীবন মেন্ডিস, দিলশান মুনীয়ারা, থিসারা পেরেরা, কুমার সাঙ্গাকারা ও লাহিরু থিরিমানে[8]
জিম্বাবুয়ে
কোচ: অ্যালান বুচার
ব্রেন্ডন টেলর (অধিনায়ক ও উইকেট-রক্ষক), এলটন চিগুম্বুরা, গ্রেইম ক্রিমার, ক্রেগ আরভিন, কাইল জার্ভিস, হ্যামিল্টন মাসাকাদজা, স্টুয়ার্ট ম্যাটসিকেনিয়েরি, ক্রিস্টোফার এমপফু, ফরস্টার মতিজা, রিচার্ড মুঝাঙ্গে, রে প্রাইস, ভুসি সিবান্দা, প্রসপার উতসেয়া, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার[9]
গ্রুপ ডি
বাংলাদেশ
মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেট-রক্ষক), মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, আবুল হাসান, নাসির হোসেন, তামিম ইকবাল, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী ও ইলিয়াস সানি[10]
তথ্যসূত্র
- "Hamid Hassan returns for Afghanistan"। CricInfo। ESPN। ২০১২-০৮-২৫। সংগ্রহের তারিখ ২০১২-০৮-২৫।
- "Pietersen misses World T20; Wright, Lumb recalled"। CricInfo। ESPN। ২০১২-০৮-২১। ২০১২-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-২১।
- "Yuvraj named in T20 squad, Rohit dropped from Test team"। CricInfo। ESPN। ২০১২-০৮-১০। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৫।
- Coverdale, Brydon (২০১২-০৮-১৬)। "Maxwell and Hogg in World Twenty20 squad"। CricInfo। ESPN। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৬।
- "Stuart Thompson included in Ireland T20 squad"। CricInfo। ESPN। ২০১২-০৮-১৭। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৭।
- "Darren Bravo returns for World T20"। CricInfo। ESPN। ২০১২-০৮-২২। সংগ্রহের তারিখ ২০১২-০৮-২৩।
- "Kallis to play World Twenty20"। CricInfo। ESPN। ২০১২-০৮-০৯। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৫।
- "Ajantha Mendis returns for World T20"। CricInfo। ESPN। ২০১২-০৮-২৩। সংগ্রহের তারিখ ২০১২-০৮-২৩।
- "Muzhange included in Zimbabwe squad"। CricInfo। ESPN। ২০১২-০৮-১৬। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৭।
- "Reza named in Bangladesh squad for World T20"। CricInfo। ESPN। ২০১২-০৮-১৬। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৬।
- "Milne and Vettori in New Zealand World T20 squad"। CricInfo। ESPN। ২০১২-০৮-১৫। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৫।
- Farooq, Umar (২০১২-০৭-১৭)। "Kamran Akmal returns for Pakistan"। CricInfo। ESPN। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৬।