২০১১–১২ ফেডারেশন কাপ (বাংলাদেশ)

২০১১–১২ ফেডারেশন কাপ ফেডারেশন কাপের ২৪তম আসর। টুর্নামেন্ট শুরু হয় ২৩ ডিসেম্বর এবং শেষ হয় ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে। ফেডারেশন কাপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১১-১২-এর ১১ দলসহ প্রাথমিক পর্ব হতে উত্তীর্ণ ৫টি দল মোট ১৬টি দল নিয়ে গ্রামীণফোন ফেডারেশন কাপ ২০১১-এর চূড়ান্ত পর্ব ২ জানুয়ারি ২০১২এ শুরু হয় । ১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপের শীর্ষ ২টি দল কোয়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।[1] এই প্রতিযোগিতায় মোট ম্যাচ অনুষ্ঠিত হয় ৩১টি। টিম বিজেএমসিকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে প্রথম বারের মত শেখ জামাল ধানমন্ডি ক্লাব চ্যাম্পিয়ন হয়।

২০১১–১২ ফেডারেশন কাপ (বাংলাদেশ)
দেশ বাংলাদেশ
চ্যাম্পিয়নশেখ জামাল ধানমন্ডি ক্লাব
রানার্স-আপটিম বিজেএমসি
২০১০

প্রাথমিক পর্ব

দল ১  ফলাফল  দল ২
বাংলাদেশ নৌবাহিনী ০-১ কক্স সিটি ক্লাব
বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ০-৩ ওয়ারী ক্লাব
বিকেএসপি ১-১ (৪-২) বাংলাদেশ সেনাবাহিনী
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১-০ বাংলাদেশ বিমান বাহিনী
বাংলাদেশ পুলিশ ৩-০ চট্টগ্রাম আবাহনী
উত্তর বারিধারা ০-১ অগ্রণী ব্যাংক
বিকেএসপি ০-৩ ওয়ারী ক্লাব

গ্রুপ পর্ব

গ্রুপ এ

অব
দল
খে

ড্র
হা
গপ
গবি
গপা
পয়েন্ট
টিম বিজেএমসি ১০ +৮
মুক্তিযোদ্ধা সংসদ ১৫ +১১
কক্স সিটি ক্লাব ১৭ ১৬
মোহামেডান স্পোর্টিং ক্লাব

২৪ জানুয়ারি ২০১২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত।
উত্স: আরএসএসএসএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) যতগুলি গোল করেছে।
(C) = চ্যাম্পিয়ন; (R) = অবনমন; (P) = উন্নীত; (E) = বাদ পড়া; (O) = প্লে-অফ বিজয়ী; (A) = পরবর্তী রাউন্ডে অগ্রিম উন্নীত।
শুধু প্রযোজ্য যখন মৌসুম শেষ হয় নি:
(Q) = টুর্নামেন্টের নির্দেশিত পর্যায়ে যাওয়ার উপযুক্ত; (TQ) = টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন, কিন্তু এখনো নির্দিষ্ট পর্যায় নির্দেশিত হয়নি; (RQ) = নির্দেশিত অবনমন টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন; (DQ) = টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা।

গ্রুপ বি

অব
দল
খে

ড্র
হা
গপ
গবি
গপা
পয়েন্ট
ঢাকা আবাহনী +৬
আরামবাগ ক্রীড়া সংঘ +১
ফেনী সকার ক্লাব
বাংলাদেশ পুলিশ

২৪ জানুয়ারি ২০১২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত।
উত্স: আরএসএসএসএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) যতগুলি গোল করেছে।
(C) = চ্যাম্পিয়ন; (R) = অবনমন; (P) = উন্নীত; (E) = বাদ পড়া; (O) = প্লে-অফ বিজয়ী; (A) = পরবর্তী রাউন্ডে অগ্রিম উন্নীত।
শুধু প্রযোজ্য যখন মৌসুম শেষ হয় নি:
(Q) = টুর্নামেন্টের নির্দেশিত পর্যায়ে যাওয়ার উপযুক্ত; (TQ) = টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন, কিন্তু এখনো নির্দিষ্ট পর্যায় নির্দেশিত হয়নি; (RQ) = নির্দেশিত অবনমন টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন; (DQ) = টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা।

গ্রুপ সি

অব
দল
খে

ড্র
হা
গপ
গবি
গপা
পয়েন্ট
শেখ রাসেল +৬
শেখ জামাল +১
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
অগ্রণী ব্যাংক

২৪ জানুয়ারি ২০১২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত।
উত্স: আরএসএসএসএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) যতগুলি গোল করেছে।
(C) = চ্যাম্পিয়ন; (R) = অবনমন; (P) = উন্নীত; (E) = বাদ পড়া; (O) = প্লে-অফ বিজয়ী; (A) = পরবর্তী রাউন্ডে অগ্রিম উন্নীত।
শুধু প্রযোজ্য যখন মৌসুম শেষ হয় নি:
(Q) = টুর্নামেন্টের নির্দেশিত পর্যায়ে যাওয়ার উপযুক্ত; (TQ) = টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন, কিন্তু এখনো নির্দিষ্ট পর্যায় নির্দেশিত হয়নি; (RQ) = নির্দেশিত অবনমন টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন; (DQ) = টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা।

গ্রুপ ডি

অব
দল
খে

ড্র
হা
গপ
গবি
গপা
পয়েন্ট
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব +৩
রহমতগঞ্জ এমএফএস +৩
ব্রাদার্স ইউনিয়ন
ওয়ারী ক্লাব

২৪ জানুয়ারি ২০১২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত।
উত্স: আরএসএসএসএফ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) যতগুলি গোল করেছে।
(C) = চ্যাম্পিয়ন; (R) = অবনমন; (P) = উন্নীত; (E) = বাদ পড়া; (O) = প্লে-অফ বিজয়ী; (A) = পরবর্তী রাউন্ডে অগ্রিম উন্নীত।
শুধু প্রযোজ্য যখন মৌসুম শেষ হয় নি:
(Q) = টুর্নামেন্টের নির্দেশিত পর্যায়ে যাওয়ার উপযুক্ত; (TQ) = টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন, কিন্তু এখনো নির্দিষ্ট পর্যায় নির্দেশিত হয়নি; (RQ) = নির্দেশিত অবনমন টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন; (DQ) = টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা।

কোয়াটার ফাইনাল

দল ১  ফলাফল  দল ২
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ১-১ (৩-৫) মুক্তিযোদ্ধা সংসদ
টিম বিজেএমসি ৩-১ রহমতগঞ্জ এমএফএস
ঢাকা আবাহনী ২-২ (৩-৪) শেখ জামাল ধানমন্ডি ক্লাব
শেখ রাসেল ৪-২ আরামবাগ ক্রীড়া সংঘ

সেমি ফাইনাল

দল ১  ফলাফল  দল ২
টিম বিজেএমসি ২-০ মুক্তিযোদ্ধা সংসদ
শেখ জামাল ২-০ শেখ রাসেল

ফাইনাল

দল ১  ফলাফল  দল ২
শেখ জামাল ৩-১ টিম বিজেএমসি

তথ্যসূত্র

টেমপ্লেট:2011 in Asian Football (AFC) টেমপ্লেট:2012 in Asian Football (AFC)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.