২০১০ ফিফা বিশ্বকাপ নকআউট পর্ব

২০১০ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ও ফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুইটি দল (চ্যাম্পিয়ন ও রানার্স-আপ) নকআউট পর্বে ১৬ দলের পর্বে খেলবে। দ্বিতীয় পর্বে প্রতিটি দল ১টি করে খেলায় উপনীত হবে, এবং সেটির জয়-পরাজয়ের মাধ্যমেই পরবর্তী পর্বের জন্য যোগ্য দল নির্ধারিত হবে। শুধুমাত্র সেমি ফাইনালের পরাজিত দলদ্বয় তৃতীয় স্থান নির্ধারণী খেলায় পরস্পরের মুখোমুখি হবে। এর মাধ্যমে বিশ্বকাপের ৩য় ও ৪র্থ দল নির্ধারণ করা হবে।

নকআউট পর্বের প্রতিটি খেলার মোট সময় ৯০ মিনিট। ৯০ মিনিট খেলা শেষে গোল সংখ্যা সমান থাকলে পরবর্তীতে আরো ১৫ মিনিট করে ৩০ মিনিটের অতিরিক্ত সময় খেলা হবে। উভয় ১৫ মিনিটের মধ্যে বিরতি থাকবে ৫ মিনিটের। যদি অতিরিক্ত সময়ের পরেও গোল সংখ্যা সমান থাকে, তবে পেনাল্টি শুটআউটের মাধ্যমে খেলার ফলাফল নিধারিত হবে।[1]

খেলাসমূহ

 
১৬ পর্বের পর্বকোয়ার্টার ফাইনালসেমি ফাইনালফাইনাল
 
              
 
২৬ জুন – পোর্ট এলিজাবেথ
 
 
 উরুগুয়ে
 
২ জুলাই – জোহানেসবার্গ
 
 দক্ষিণ কোরিয়া
 
 উরুগুয়ে১ (৪)
 
২৬ জুন – রুস্টেনবার্গ
 
 ঘানা১ (২)
 
 মার্কিন যুক্তরাষ্ট্র
 
৬ জুলাই – কেপ টাউন
 
 ঘানা
 
 উরুগুয়ে
 
২৮ জুন – ডারবান
 
 নেদারল্যান্ডস
 
 নেদারল্যান্ডস
 
২ জুলাই – পোর্ট এলিজাবেথ
 
 স্লোভাকিয়া
 
 নেদারল্যান্ডস
 
২৮ জুন – জোহানেসবার্গ
 
 ব্রাজিল
 
 ব্রাজিল
 
১১ জুলাই – জোহানেসবার্গ
 
 চিলি
 
 নেদারল্যান্ডস
 
২৭ জুন – জোহানেসবার্গ
 
 স্পেন
 
 আর্জেন্টিনা
 
৩ জুলাই – কেপ টাউন
 
 মেক্সিকো
 
 আর্জেন্টিনা
 
২৭ জুন – ব্লুমফন্টেইন
 
 জার্মানি
 
 জার্মানি
 
৭ জুলাই – ডারবান
 
 ইংল্যান্ড
 
 জার্মানি
 
২৯ জুন – প্রিটোরিয়া
 
 স্পেন তৃতীয় স্থান নির্ধারণী
 
 প্যারাগুয়ে০ (৫)
 
৩ জুলাই – জোহানেসবার্গ১০ জুলাই – পোর্ট এলিজাবেথ
 
 জাপান০ (৩)
 
 প্যারাগুয়ে উরুগুয়ে
 
২৯ জুন – কেপ টাউন
 
 স্পেন  জার্মানি
 
 স্পেন
 
 
 পর্তুগাল
 

১৬ দলের পর্ব

(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)

উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া


উরুগুয়ে ২ – ১ দক্ষিণ কোরিয়া
সুয়ারেজ গোল ৮', ৮০' প্রতিবেদন লি সি-ইয়োং গোল ৬৮'
নেলসন ম্যান্ডেলা বে, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ৩০,৫৯৭
রেফারি: ভোল্ফগ্যাং স্টার্ক (জার্মানি)
উরুগুয়ে[2]
দক্ষিণ কোরিয়া[2]
উরুগুয়ে
উরুগুয়ে:
GKফার্নান্দো মুসলেরা
RB১৬ম্যাক্সি পেরেইরা
CBলুগানো (দ)
CBগডিন৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
LBজর্গে ফুসিলে
DM১৫দিয়েগো পেরেজ
RM১৭আরেভালো
LM১১আ. পেরেইরা৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
AF১০দিয়েগো ফোরলান
CFলুইস সুয়ারেজ
CFএডিনসন ক্যাভানি৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
বদলি খেলোয়াড়:
DFভিক্টোরিনো৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
MW১৪লোদেইরো৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
MF২০আ. ফার্নান্দেজ৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
কোচ:
উরুগুয়ে অস্কার তাবারেজ
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া:
GK১৮জুং সুং-রিয়ং
RB২২চা দু-রিহলুদ কার্ড ৬৯'
CBচো ইয়ং-হিউংহলুদ কার্ড ৮৩'
CB১৪লিং জুং-সু
LB১২লিং ইয়ং-পিয়ো
DM১৬কি সুং-ইয়ং৮৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৫'
DMকিম জুং-উহলুদ কার্ড ৩৮'
RM১৩কিম জে-সুং৬১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬১'
AMপার্ক জি-সুং (দ)
LM১৭লি চুং-ইয়ং
CF১০পার্ক চু-ইয়ং
বদলি খেলোয়াড়:
FW২০লি ডং-গুক৬১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬১'
MF১৯ইয়োম কি-হুন৮৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৫'
কোচ:
দক্ষিণ কোরিয়া হিউ জুং-মু

ম্যান অফ দ্য ম্যাচ:
উরুগুয়ে লুইস সুয়ারেজ (উরুগুয়ে)

  • সহকারী রেফারি:

জান-হেন্ড্রিক স্যালভার (জার্মানি)
মাইক পিকেল (জার্মানি)

  • চতুর্থ রেফারি:

জোয়েল আগুইলার (এল সালভাদর)

  • পঞ্চম রেফারি:

হুয়ান জুম্বা (এল সাভাদর)

মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ঘানা


মার্কিন যুক্তরাষ্ট্র ১ – ২
(অতিরিক্ত সময়)
 ঘানা
ডনোভান গোল ৬২' (পে.) প্রতিবেদন বোয়াটেং গোল ৫'
জিয়ান গোল ৯৩'
রয়্যাল বাফোকেং স্টেডিয়াম, রুস্টেনবার্গ
দর্শক সংখ্যা: ৩৪,৯৭৬
রেফারি: ভিক্টর কাসাই (হাঙ্গেরি)
মার্কিন যুক্তরাষ্ট্র[3]
ঘানা[3]
মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র:
GKটিম হাওয়ার্ড
RBস্টিভ চেরুন্ডোলোহলুদ কার্ড ৩৭'
CB১৫জে ডিমেরিট
CBকার্লোস বোকানেগ্রা (দ)হলুদ কার্ড ৬৭'
LB১২জোনাথন বর্নস্টেইন
CMমাইকেল ব্র্যাডলি
CM১৩রিকার্ডো ক্লার্কহলুদ কার্ড '৩১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৩১'
RWক্লিন্ট ডেম্পসি
LW১০ল্যান্ডন ডনোভান
CF২০রবি ফিন্ডলে৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
CF১৭জোজি আল্টিডোর৯১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯১'
বদলি খেলোয়াড়:
MF১৯মাউরিসে এডু৩১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৩১'
MF২২বেনি ফেইলহ্যাবার৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
FWহারকিউলেজ গোমেজ৯১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯১'
কোচ:
মার্কিন যুক্তরাষ্ট্র বব ব্র্যাডলি
ঘানা
ঘানা:
GK২২রিকার্ডো কিংসন (দ)
RBজন পেইন্টসিল
CBজন মেনসাহ
CBজোনাথন মেনসাহহলুদ কার্ড ৬১'
LBহ্যান্স সারপেই৭৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৩'
CMঅ্যান্থনি অ্যান্নান
CM২৩কেভিন-প্রিন্স বোয়াটেং৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
RWস্যামুয়েল ইংকুম১১৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১১৩'
AM২১কাওয়াডো আসামোয়াহ
LW১৩আন্দ্রে আইয়ুহলুদ কার্ড ৯০+২'
CFআসামোয়া জিয়ান
বদলি খেলোয়াড়:
DF১৯লি অ্যাডি৭৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৩'
MF১০স্টিফেন আপিয়াহ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
MF১১সালি মুনতারি১১৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১১৩'
কোচ:
সার্বিয়া মিলোভান রাজেভাগ

ম্যান অফ দ্য ম্যাচ:
ঘানা আন্দ্রে আইয়ু (ঘানা)

  • সহকারী রেফারি:

গ্যাবোর ইরোস (হাঙ্গেরি)
টিবোর ভামোস (হাঙ্গেরি)

  • চতুর্থ রেফারি:

মাইকেল হেস্টার (নিউজিল্যান্ড)

  • পঞ্চম রেফারি:

টেভিটা মাকাসিনি (টোঙ্গা)

জার্মানি বনাম ইংল্যান্ড


জার্মানি ৪ – ১ ইংল্যান্ড
ক্লোজে গোল ২০'
পোদোলস্কি গোল ৩২'
মুলার গোল ৬৭', ৭০'
প্রতিবেদন আপসন গোল ৩৭'
ফ্রি স্টেট স্টেডিয়াম, ব্লুমফন্টেইন
দর্শক সংখ্যা: ৪০,৫১০
রেফারি: হোর্গে ল্যারিওন্ডা (উরুগুয়ে)
জার্মানি[4]
ইংল্যান্ড[4]
জার্মানি
জার্মানি:
GKমানুয়েল নোয়ার
RB২০জেরোমি বোয়াটেং
CBআর্নি ফ্রিডরিকহলুদ কার্ড ৪৭'
CB১৭পের মের্টেসাকের
LB১৬ফিলিপ লাম (দ)
CMসামি খেদিরা
CMশোয়েনস্টাইগার
RW১৩থমাস মুলার৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
AMমেসুট ওজিল৮৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৩'
LW১০লুকাস পোদোলস্কি
CF১১মিরোস্লাভ ক্লোজে৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
বদলি খেলোয়াড়:
MF১৫পিওটর ট্রকোভস্কি৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
FW২৩মারিও গোমেজ৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
FWস্টেফান কেইবলিং৮৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৩'
কোচ:
জার্মানি ইয়োকিম লো
ইংল্যান্ড
ইংল্যান্ড:
GKডেভিড জেমস
RBগ্লেন জনসনহলুদ কার্ড ৮১'৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
CB১৫ম্যাথিউ আপসন
CBজন টেরি
LBঅ্যাশলি কোল
CMফ্রাঙ্ক ল্যাম্পার্ড
CM১৪গ্যারেথ ব্যারি
RMস্টিভেন জেরার্ড (দ)
LM১৬জেমস মিলনার৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
CF১৯জারমেইন ডেফো৭১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭১'
CF১০ওয়েইন রুনি
বদলি খেলোয়াড়:
MF১১জো কোল৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
FW২১এমিল হেস্কি৭১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭১'
MW১৯শাউন রাইট-ফিলিপস৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
কোচ:
ইতালি ফ্যাবিও ক্যাপেলো

ম্যান অফ দ্য ম্যাচ:
জার্মানি থমাস মুলার (জার্মানি)

  • সহকারী রেফারি:

পাবলো ফানদিনো (উরুগুয়ে)
মাউরিসিও এসপিনোজা (উরুগুয়ে)

  • চতুর্থ রেফারি:

মার্টিন ভাসকুয়েজ (উরুগুয়ে)

  • পঞ্চম রেফারি

মিগুয়েল নিয়েভাস (উরুগুয়ে)

আর্জেন্টিনা বনাম মেক্সিকো


আর্জেন্টিনা ৩ – ১ মেক্সিকো
তেবেস গোল ২৬', ৫২'
হিগুয়েইন গোল ৩৩'
প্রতিবেদন হার্ন্দান্দেজ গোল ৭১'
সকার সিটি, জোহানেসবার্গ
দর্শক সংখ্যা: ৮৪,৩৭৭
রেফারি: রবার্তো রোজেত্তি (ইতালি)
আর্জেন্টিনা[5]
মেক্সিকো[5]
আর্জেন্টিনা
আর্জেন্টিনা:
GK২২সার্জিও রোমেরো
RB১৫নিকোলাস ওতামেন্দি
CBমার্টিন ডেমিচেলিস
CBনিকোলাস বুর্দিসো
LBগাব্রিয়েল হাইনৎসে
DM১৪হাভিয়ের মাশ্চেরানো (দ)
RM২০মাক্সি রোদ্রিগেস৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
LMআঞ্জেল দি মারিয়া৭৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৯'
AM১০লিওনেল মেসি
CF১১কার্লোস তেবেস৬৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৯'
CFগঞ্জালো হিগুয়েইন
বদলি খেলোয়াড়:
MFহুয়ান সেবাস্তিয়ান ভেরন৬৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৯'
MF১৭হোনাস গুতিয়ারেজ৭৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৯'
MF২৩হাভিয়ের পাস্তোরে৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
কোচ:
আর্জেন্টিনা দিয়েগো মারাদোনা
মেক্সিকো
মেক্সিকো:
GKঅস্কার পেরেজ
RBরিকার্ডো অসোরিও
CBফ্রান্সিসকো রড্রিগেজ
CBরাফায়েল মার্কেজ
LBকার্লোস সালসিডো
DMজেরার্ডো টরাডো (দ)হলুদ কার্ড ২৮'
CM১৬এফ্রেইন হুয়ারেজ
CM১৮আন্দ্রেজ গুয়ার্দাদো৬১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬১'
AM১৭জিওভান্নি দুস সান্তোস
AM২১আদোলফো বাউতিস্তা৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
CF১৪হাভিয়ের হার্ন্দান্দেজ
বদলি খেলোয়াড়:
MFপাবলো বেরেরা৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
FWগিলের্মো ফ্র্যাঙ্কো৬১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬১'
কোচ:
মেক্সিকো হাভিয়ের আগুইরে

ম্যান অফ দ্য ম্যাচ:
আর্জেন্টিনা কার্লোস তেবেস (আর্জেন্টিনা)

  • সহকারী রেফারি:

পাবলো কালকাগনো (ইতালি)
স্টেফানো আইরোল্দি (ইতালি)

  • চতুর্থ রেফারি:

জেরোমি ডেমন (দক্ষিণ আফ্রিকা)

  • পঞ্চম রেফারি:

সেলেস্টিন এনটাগুঞ্জিরা (রুয়ান্ডা)

নেদারল্যান্ডস বনাম স্লোভাকিয়া


নেদারল্যান্ডস ২ – ১ স্লোভাকিয়া
রোবেন গোল ১৮'
সেনেইজটার গোল ৮৪'
প্রতিবেদন ভিটেক গোল ৯০+৪' (পে.)
মোসেস মাবহিদা স্টেডিয়াম, ডারবান
দর্শক সংখ্যা: ৬১,৯৬২
রেফারি: আলবার্তো উন্দিয়ানো (স্পেন)
নেদারল্যান্ডস[6]
স্লোভাকিয়া[6]
নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস:
GKমার্টেন স্টেকেলেনবার্গহলুদ কার্ড ৯০+৩'
RBগ্রেগরি ভ্যান দার ভিল
CBজন হেইটিংগা
CBইয়োরিস মাটহিয়েসেন
LBভ্যান ব্রনখোরস্ট (দ)
CMমার্ক ভ্যান বোমেল
CMনিখেল দে ইয়ং
AM১০ওয়েসলি সেনেইজটার
RWড্রিক কুইট
LW১১আরিয়েন রোবেনহলুদ কার্ড ৩১'৭১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭১'
CFরবিন ভ্যান পার্সি৮০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮০'
বদলি খেলোয়াড়:
FW১৭এলজেরো এলাইয়া৭১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭১'
FW২১ক্লাস-জান হুনটেলার৮০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮০'
কোচ:
নেদারল্যান্ডস বের্ট ভ্যান মারভিক
স্লোভাকিয়া
স্লোভাকিয়া:
GKজান মুখা
RBপিটার পেকারিক
CBমার্টিন ইশকারতেলহলুদ কার্ড ৮৪'
CB১৬জান দুরিকা
LBর‌্যান্দোস্লাভ জাবাভনিক৮৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৮'
DM১৯ইয়ুরায় কুৎসকাহলুদ কার্ড ৪০'
RMভ্লাদিমির ভেইস
LM১৫মিরোস্লাভ স্টক
AM১৭মারেক হামসিক (দ)৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
CF১৮এরিক জেন্ড্রিসেক৭১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭১'
CF১১রবার্ট ভিটেক
বদলি খেলোয়াড়:
MF১১কামিল কপুনেকহলুদ কার্ড ৭২'৭১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭১'
MF১০মারেক সাপারা৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
FW১৪মার্টিন জাকুবকো৮৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৮'
কোচ:
স্লোভাকিয়া ভ্লাদিমির ভেইস

ম্যান অফ দ্য ম্যাচ:
নেদারল্যান্ডস আরিয়েন রোবেন (নেদারল্যান্ডস)

  • সহকারী রেফারি:

ফার্মিন মার্টিনেজ ইবানেজ (স্পেন)
হুয়ান কার্লোস ইউসতে জিমেনেজ (স্পেন)

  • চতুর্থ রেফারি:

স্টেফানে ল্যানয় (ফ্রান্স)

  • পঞ্চম রেফারি:

লরেন্ট ইউগো (ফ্রান্স)

ব্রাজিল বনাম চিলি


ব্রাজিল ৩ – ০ চিলি
হুয়ান গোল ৩৪'
ফ্যাবিয়ানো গোল ৩৮'
রবিনিয়ো গোল ৫৯'
প্রতিবেদন
এলিস পার্ক স্টেডিয়াম, জোহানেসবার্গ
দর্শক সংখ্যা: ৫৪,০৯৬
রেফারি: হাওয়ার্ড ওয়েব (ইংল্যান্ড)
ব্রাজিল[7]
চিলি[7]
ব্রাজিল
ব্রাজিল:
GKহুলিও সিজার
RBমাইকন
CBলুসিও (দ)
CBহুয়ান
LBমিশেল বাস্তোস
DMগিলবার্তো সিলভা
CM১৩দানিয়েল আলভেজ
CM১৮রামিরেজহলুদ কার্ড ৭১'
AM১০কাকাহলুদ কার্ড ৩০'৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
SS১১রবিনিয়ো৮৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৫'
CFলুইস ফ্যাবিয়ানো৭৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৬'
বদলি খেলোয়াড়:
FW২১নিলমার৭৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৬'
MF২০ক্লেবারসন৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
MF১৬গিলবার্তো৮৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৫'
কোচ:
ব্রাজিল দুঙ্গা
চিলি
চিলি:
GKক্লদিও ব্রাভো (দ)
RBমাউরিসিও ইসলা৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
CBপাবলো কন্ট্রেরাস৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
CB১৮গঞ্জালো হারা
LBফুয়েন্তেসহলুদ কার্ড ৬৮'
DMকার্লোস কারমোনা
CMআর্তুরো ভিদালহলুদ কার্ড ৪৭'
CM১৫হিয়ান বুসেজুর
SSআলেক্সিস সানচেজ
SS১১মার্ক গঞ্জালেজ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
CFহুমবের্তো সুয়াজো
বদলি খেলোয়াড়:
MF১০হোর্গে ভালদিভিয়া৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
MF২১রদ্রিগো তেল্লো৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
MF২০রদ্রিগো মিলারহলুদ কার্ড ৮০'৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
কোচ:
আর্জেন্টিনা মার্সেলো বিয়েলসা

ম্যান অফ দ্য ম্যাচ:
ব্রাজিল রবিনিয়ো (ব্রাজিল)

  • সহকারী রেফারি:

ড্যারেন ক্যান (ইংল্যান্ড)
মাইক মুলারকি (ইংল্যান্ড)

  • চতুর্থ রেফারি:

মার্টিন হেনসন (সুইডেন)

  • পঞ্চম রেফারি:

স্টেফান উইটবার্গ (সুইডেন)

প্যারাগুয়ে বনাম জাপান


প্যারাগুয়ে ০ – ০
(অতিরিক্ত সময়)
 জাপান
প্রতিবেদন
পেনাল্টি
বেরেতা পেনাল্টিতে গোল করেছেন
ব্যারিওস পেনাল্টিতে গোল করেছেন
রিভেরোস পেনাল্টিতে গোল করেছেন
ভালদেজ পেনাল্টিতে গোল করেছেন
কারদোজা পেনাল্টিতে গোল করেছেন
৫ – ৩ পেনাল্টিতে গোল করেছেন এন্দো
পেনাল্টিতে গোল করেছেন হাসেবে
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে কোমানো
পেনাল্টিতে গোল করেছেন হোন্দা
লোফ্টাস ভার্সফেল্ড স্টেডিয়াম, প্রিটোরিয়া
দর্শক সংখ্যা: ৩৬,৭৪২
রেফারি: ফ্র্যাংক ব্লিকারি (বেলজিয়াম)
প্যারাগুয়ে[8]
জাপান[8]
প্যারাগুয়ে
প্যারাগুয়ে:
GKহুস্তো ভিলার (দ)
RBকার্লোস বোনেত
CB১৪পাউলো দা সিলভা
CB২১আন্তোলিন আলকারাজ
LBক্লদিও মোরেল
DM২০নেস্টর ওর্টিগোজা৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
CM১৩এনরিকে ভেরা
CM১৬ক্রিশ্চিয়ান রিভেরোসহলুদ কার্ড ১১৮'
RWরোকা সান্তা ক্রুজ৯৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯৪'
LW১০এডগার বেনিটেজ৬০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬০'
CF১৯লুকাস ব্যারিওস
বদলি খেলোয়াড়:
FW১৮নেলসন ভালদেজ৬০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬০'
MFএডগার বেরেতো৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
FWঅস্কার কারদোজো৯৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯৪'
কোচ:
আর্জেন্টিনা গেরান্দো মার্টিনো
জাপান
জাপান:
GK২১এইজি কাওয়াশিমা
RBইউচি কোমানো
CB২২ইউজি নাকাজাওয়া
CBমার্কাস তুলিও তানাকা
LBইউতো নাগাতোমোহলুদ কার্ড ৭২'
DMইউকি আবে৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
CMদাইসুকি মাতসুইহলুদ কার্ড ৫৮'৬৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৫'
CMইয়াসুহিতো এন্দোহলুদ কার্ড ১১৪'
RW১৭মাকোতো হাসেবে (দ)
LW১৬ইয়োশিতো ওকুবো১০৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০৬'
CF১৮কাইসুকে হোন্দাহলুদ কার্ড ৯০+৩'
বদলি খেলোয়াড়:
FWশিনজি ওকাজাকি৬৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৫'
MF১৪কেনগো নাকামুরা৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
FW১১কেইজি তামাদা১০৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০৬'
কোচ:
জাপান তাকাশি ওকাদা

ম্যান অফ দ্য ম্যাচ:
জাপান কাইসুকে হোন্দা (জাপান)

  • সহকারী রেফারি:

পিটার হারম্যানস (বেলজিয়াম)
ওয়াল্টার ভ্রোম্যানস (বেলজিয়াম)

  • চতুর্থ রেফারি:

পিটার ও’লিয়ারি (নিউজিল্যান্ড)

  • পঞ্চম রেফারি:

ম্যাথিউ টারো (সলোমোন দ্বীপপুঞ্জ)

স্পেন বনাম পর্তুগাল


স্পেন ১ – ০ পর্তুগাল
ভিয়া গোল ৬৩' প্রতিবেদন
কেপ টাউন স্টেডিয়াম, কেপ টাউন
দর্শক সংখ্যা: ৬২,৯৫৫
রেফারি: হেক্টর ব্যালদাসি (আর্জেন্টিনা)
স্পেন[9]
পর্তুগাল[9]
স্পেন
স্পেন:
GKইকার ক্যাসিয়াস (দ)
RB১৫সার্জিয়ো রামোস
CBজেরার্ড পিক
CBকার্লেস পুইয়োল
LB১১জোয়ান ক্যাপদেভিলা
CM১৬সার্জিয়ো বাসকেটস
CM১৪শাবি আলোনসোহলুদ কার্ড ৭৪'৯০+৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৩'
RMশাবি
LMআন্দ্রেজ ইনিয়েস্তা
SSডেভিড ভিয়া৮৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৮'
CFফের্নান্দো তোরেস৫৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৮'
বদলি খেলোয়াড়:
FW১৯ফের্নান্দো লোরেন্তে৫৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৮'
FW১৮পেদ্রো৮৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৮'
DFকার্লোস মার্কেনা৯০+৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৩'
কোচ:
স্পেন ভিসেন্তে দেল বস্কে
পর্তুগাল
পর্তুগাল:
GKএদুয়ার্দো
RB২১রিকার্দু কস্তালাল কার্ড ৮৯'
CBরিকার্দু কালভারিয়ো
CBব্রুনো আলভেস
LB২৩ফ্যাবিও কোয়েন্ত্রাও
DM১৫পেপে৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
CM১৯তিয়াগোহলুদ কার্ড ৮০'
CM১৬রাউল মেইরেলেস
RW১১সিমাও৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
LWক্রিস্তিয়ানো রোনালদো (দ)
CF১৮হিউগো আলমেইদা৫৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৯'
বদলি খেলোয়াড়:
MF১০দানি আলভেস৫৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৯'
FWলিয়েডসন৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
MFপেদ্রো মেন্ডেজ৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
কোচ:
পর্তুগাল কার্লোস কুয়েরোজ

ম্যান অফ দ্য ম্যাচ:
স্পেন শাবি (স্পেন)

  • সহকারী রেফারি:

রিকার্দু কাসাস (আর্জেন্টিনা)
হার্নান মেইদানা (আর্জেন্টিনা)

  • চতুর্থ রেফারি:

কার্লোস বাত্রেস (গুয়েতমালা)

  • পঞ্চম রেফারি:

কার্লোস পাসত্রানা (হন্ডুরাস)

কোয়ার্টার ফাইনাল

(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)

নেদারল্যান্ডস বনাম ব্রাজিল


নেদারল্যান্ডস ২ – ১ ব্রাজিল
স্নাইডার গোল ৫৩', ৬৮' প্রতিবেদন রবিনিয়ো গোল ১০'
নেলসন ম্যান্ডেলা বে, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ৪০,১৮৬
রেফারি: ইউচি নিশিমুরা (জাপান)
নেদারল্যান্ডস[10]
ব্রাজিল[10]
নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস:
GKমার্টেন স্টেকেলেনবার্গ
RBভ্যান দার ভিলহলুদ কার্ড ৪৭'
CBজন হেইটিংগাহলুদ কার্ড ১৪'
CB১৩আন্দ্রে ওইজারহলুদ কার্ড ৭৬'
LBভ্যান ব্রনখোরস্ট (দ)
CMমার্ক ভ্যান বোমেল
CMনিখেল দে ইয়ংহলুদ কার্ড ৬৪'
AM১০ওয়েসলি স্নাইডার
RWড্রিক কুইট
LW১১আরিয়েন রোবেন
CFরবিন ভ্যান পার্সি৮৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৫'
বদলি খেলোয়াড়:
FW২১ক্লাস-জান হুন্টেলার৮৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৫'
কোচ:
নেদারল্যান্ডস বের্ট ভ্যান মারভিক
ব্রাজিল
ব্রাজিল:
GKহুলিও সিজার
RBমাইকন
CBলুসিও (দ)
CBহুয়ান
LBমিশেল বাস্তোসহলুদ কার্ড ৩৭'৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
DMফিলিপে মেলোলাল কার্ড ৭৪'
CMগিলবার্তো সিলভা
RM১৩দানিয়েল আলভেজ
AM১০কাকা
SS১১রবিনিয়ো
CFলুইস ফ্যাবিয়ানো৭৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৭'
বদলি খেলোয়াড়:
MF১৬গিলবার্তো৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
FW২১নিলমার৭৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৭'
কোচ:
ব্রাজিল দুঙ্গা

ম্যান অফ দ্য ম্যাচ:
নেদারল্যান্ডস ওয়েসলি স্নাইডার (নেদারল্যান্ডস)

  • সহকারী রেফারি:

তরু সাগারা (জাপান)
জিওং হে-স্যাং (দক্ষিণ কোরিয়া)

  • চতুর্থ রেফারি:

খলিল আল ঘামদি (সৌদি আরব)

  • পঞ্চম রেফারি:

হাসান কামরানিফার (ইরান)

উরুগুয়ে বনাম ঘানা


উরুগুয়ে ১ – ১
(অতিরিক্ত সময়)
 ঘানা
ফোরলান গোল ৫৫' প্রতিবেদন মুনতারি গোল ৪৫+২'
পেনাল্টি
ফোরলান পেনাল্টিতে গোল করেছেন
ভিক্টোরিনো পেনাল্টিতে গোল করেছেন
স্কটি পেনাল্টিতে গোল করেছেন
পেরেইরা পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
আবরেউ পেনাল্টিতে গোল করেছেন
৪ – ২ পেনাল্টিতে গোল করেছেন জিয়ান
পেনাল্টিতে গোল করেছেন আপিয়াহ
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে মেনসাহ
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে আদিয়াহ
সকার সিটি, জোহানেসবার্গ
দর্শক সংখ্যা: ৮৪,০১৭
রেফারি: ওলিগারিও বেনকেরেসা (পর্তুগাল)
উরুগুয়ে[11]
ঘানা[11]
উরুগুয়ে
উরুগুয়ে:
GKফার্নান্দো মুসলেরা
RB১৬ম্যাক্সি পেরেইরা
CBলুগানো (দ)৩৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৩৮'
CBমাউরিসিও ভিক্টোরিনো
LBহোর্গে ফুসিলেহলুদ কার্ড ২০'
CM১৫দিয়েগো পেরেজহলুদ কার্ড ৫৯'
CM১৭আরেভালোহলুদ কার্ড ৪৮'
RW২০আলভারো ফার্নান্দেজ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
LWএডিনসন ক্যাভানি৭৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৬'
CFলুইস সুয়ারেজলাল কার্ড ১২০+১'
CF১০দিয়েগো ফোরলান
বদলি খেলোয়াড়:
DF১৯আন্দ্রেজ স্কটি৩৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৩৮'
MF১৪নিকোলাস লোদেইরো৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
FW১৩সেবাশ্চিয়ান আবরেউ৭৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৬'
কোচ:
উরুগুয়ে অস্কার তাবারেজ
ঘানা
ঘানা:
GK২২রিকার্ডো কিংসন (দ)
RBজন পেইন্টসিলহলুদ কার্ড ৫৪'
CB১৫আইজাক ভোরসাহ
CBজন মেনসাহ (দ)হলুদ কার্ড ৯৩'
LBহ্যান্স সারপেইহলুদ কার্ড ৭৭'
DMঅ্যান্থনি অ্যান্নান
CM২১কাওয়াডো আসামোয়াহ
CM২৩কেভিন-প্রিন্স বোয়াটেং
RWস্যামুয়েল ইংকুম৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
LW১১সালি মুনতারি৮৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৮'
CFআসামোয়া জিয়ান
বদলি খেলোয়াড়:
MF১০স্টেফান আপিয়াহ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
FW১৮ডোমিনিক আদিয়াহ৮৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৮'
কোচ:
সার্বিয়া মিলোভান রাজেভাগ

ম্যান অফ দ্য ম্যাচ:
উরুগুয়ে দিয়েগো ফোরলান (উরুগুয়ে)

  • সহকারী রেফারি:

হোসে মানুয়েল সিলভা কার্ডিনাল (পর্তুগাল)
বের্তিনো মিরান্দা (পর্তুগাল)

  • চতুর্থ রেফারি:

আলবার্তো উন্দিয়ানো মালেনকো (স্পেন)

  • পঞ্চম রেফারি:

ফার্মিন মার্টিনেজ ইবানেজ (স্পেন)

আর্জেন্টিনা বনাম জার্মানি


আর্জেন্টিনা ০ – ৪ জার্মানি
প্রতিবেদন মুলার গোল ৩'
ক্লোজে গোল ৬৮', ৮৯'
ফ্রিডরিক গোল ৭৪'
কেপ টাউন স্টেডিয়াম, কেপ টাউন
দর্শক সংখ্যা: ৬৪,১০০
রেফারি: রাভশান ইরমাতভ (উজবেকিস্তান)
আর্জেন্টিনা[12]
জার্মানি[12]
আর্জেন্টিনা
আর্জেন্টিনা:
GK২২সার্জিও রোমেরো
RB১৫নিকোলাস ওতামেন্দিহলুদ কার্ড ১১'৭০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭০'
CBমার্টিন ডেমিচেলিস
CBনিকোলাস বুর্দিসো
LBগাব্রিয়েল হাইনৎসে
DM১৪হাভিয়ের মাশ্চেরানো (দ)হলুদ কার্ড ৮০'
RM২০মাক্সি রোদ্রিগেস
LMআঞ্জেল দি মারিয়া৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
AM১০লিওনেল মেসি
CFগঞ্জালো হিগুয়েইন
CF১১কার্লোস তেবেস
বদলি খেলোয়াড়:
MF২৩হাভিয়ের পাস্তোরে৭০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭০'
FW১৬সার্জিও আগুয়েরো৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
কোচ:
আর্জেন্টিনা দিয়েগো মারাদোনা
জার্মানি
জার্মানি:
GKমানুয়েল নোয়ার
LB১৬ফিলিপ লাম (দ)
CB১৭পের মের্টেসাকের
CBআর্নি ফ্রিডরিক
RB২০জেরোমি বোয়াটেং৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
CMসামি খেদিরা৭৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৭'
CMশোয়েনস্টাইগার
RW১৩থমাস মুলারহলুদ কার্ড ৩৫'৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
LW১০লুকাস পোদোলস্কি
AMমেসুট ওজিল
CF১১মিরোস্লাভ ক্লোজে
বদলি খেলোয়াড়:
DFমার্সেল জেনসেন৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
MF১৮টনি ক্রুস৭৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৭'
MF১৫পিওট্রর ট্রকোভস্কি৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
কোচ:
জার্মানি ইয়োকিম লো

ম্যান অফ দ্য ম্যাচ:
জার্মানি বাস্তিয়েন শোয়েনস্টাইগার (জার্মানি)

  • সহকারী রেফারি:

রাফায়েল ইলিয়াসভ (উজবেকিস্তান)
বাহাদির কচকারভ (কিরগিজিস্তান)

  • চতুর্থ রেফারি:

জেরোমি ডেমন (দক্ষিণ আফ্রিকা)

  • পঞ্চম রেফারি:

এনোক মোলেফে (দক্ষিণ আফ্রিকা)

প্যারাগুয়ে বনাম স্পেন


প্যারাগুয়ে ০ – ১ স্পেন
প্রতিবেদন ভিয়া গোল ৮৩'
এলিস পার্ক স্টেডিয়াম, জোহানেসবার্গ
দর্শক সংখ্যা: ৫৫,৩৫৯
রেফারি: কার্লোস বাত্রেস (গুয়েতমালা)
প্যারাগুয়ে[13]
স্পেন[13]
প্যারাগুয়ে
প্যারাগুয়ে:
GKহুস্তো ভিলার (দ)
RBদারিও ভেরন
CB১৪পাউলো দা সিলভা
CB২১আলকারাজহলুদ কার্ড ৫৯'
LBক্লদিও মোরেলহলুদ কার্ড ৭১'
DM১৫ভিক্তোর কাসেরাসহলুদ কার্ড ৫৯'৮৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৫'
CMএডগার বারেতো৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
RM১১জোনাথন সান্তানা
LM১৬ক্রিশ্চিয়ান রিভেরোস
SS১৮নেলসন ভালদেজ৭৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৩'
CFঅস্কার কার্ডোজা
বদলি খেলোয়াড়:
MF১৩এনরিকে ভেরা৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
FWরোকা সান্তা ক্রুজ৭৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৩'
FW১৯লুকাস ব্যারিওস৮৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৫'
কোচ:
আর্জেন্টিনা গেরান্দো মার্টিনো
স্পেন
স্পেন:
GKইকার ক্যাসিয়াস (দ)
RB১৫সার্জিয়ো রামোস
CBজেরার্ড পিকেহলুদ কার্ড ৫৭'
CBকার্লেস পুইয়োল৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
LB১১জোয়ান ক্যাপদেভিলা
DM১৬সার্জিয়ো বাসকেটসহলুদ কার্ড ৬৩'
CMশাবি
RMআন্দ্রেজ ইনিয়েস্তা
LM১৪শাবি আলোনসো৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
SSডেভিড ভিয়া
CFফের্নান্দো তোরেস৫৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৬'
বদলি খেলোয়াড়:
MF১০সেস্ক ফ্যাব্রিগাস৫৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৬'
FW১৮পেদ্রো৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
DFকার্লোস মারকেনা৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
কোচ:
স্পেন ভিসেন্তে দেল বস্কে

ম্যান অফ দ্য ম্যাচ:
স্পেন আন্দ্রেজ ইনিয়েস্তা (স্পেন)

  • সহকারী রেফারি:

লিওনেল লিয়াল (কোস্টা রিকা)
কার্লোস পাসত্রানা (হন্ডুরাস)

  • চতুর্থ রেফারি:

বেনিতো আর্চুন্দিয়া (মেক্সিকো)

  • পঞ্চম রেফারি:

হেক্টর ভেরগারা (কানাডা)

সেমি ফাইনাল

(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)

উরুগুয়ে বনাম নেদারল্যান্ডস


উরুগুয়ে ২ – ৩ নেদারল্যান্ডস
ফোরলান গোল ৪১'
ম্যাক্সি পেরেইরা গোল ৯০+২'
প্রতিবেদন ভ্যান ব্রনখোরস্ট গোল ১৮'
স্নাইডার গোল ৭০'
রোবেন গোল ৭৩'
কেপ টাউন স্টেডিয়াম, কেপ টাউন
দর্শক সংখ্যা: ৬২,৪৭৯
রেফারি: রাভশান ইরমাতভ (উজবেকিস্তান
উরুগুয়ে[14]
নেদারল্যান্ডস[14]
উরুগুয়ে
উরুগুয়ে:
GKফার্নান্দো মুসলেরা
RB১৬ম্যাক্সি পেরেইরাহলুদ কার্ড ২১'
CBদিয়েগো গডিন
CBমাউরিসিও ভিক্টোরিনো
LB২২মার্টিন কাসেরাসহলুদ কার্ড ২৯'
RW১৫দিয়েগো পেরেজ
CMওয়াল্টার গারাঙ্গো
CM১৭এজিডিও আরেভালো
LW১১আলভারো পেরেইরা৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
SSএডিনসন কাভানি
CF১০দিয়েগো ফোরলান (দ)৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
বদলি খেলোয়াড়:
FW১৩সেবাশ্চিয়ান আবরেউ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
FW২১সেবাশ্চিয়ান ফার্নান্দেজ৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
কোচ:
উরুগুয়ে অস্কার তাবারেজ
নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস:
GKমার্টেন স্টেকেলেনবার্গ
RB১২খালিদ বুলারুজহলুদ কার্ড ৭৮'
CBজন হেইটিংগা
CBজোরিস ম্যাথিজসেন
LBভ্যান ব্রনখোরস্ট (দ)
RW১১আরিয়েন রোবেন৮৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৯'
DMমার্ক ভ্যান বোমেলহলুদ কার্ড ৯০+৫'
DM১৪ডেমি ডা জিইউ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
LWড্রিক কুইট
SS১০ওয়েসলি স্নাইডারহলুদ কার্ড ২৯'
CFরবিন ভ্যান পার্সি
বদলি খেলোয়াড়:
MF২৩রাফায়েল ভ্যান দার ভার্ট৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
FW১৭এলজেরো এলিয়া৮৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৯'
কোচ:
নেদারল্যান্ডস বের্ট ভ্যান মারভিক

ম্যান অফ দ্য ম্যাচ:
নেদারল্যান্ডস ওয়েসলি স্নাইডার (নেদারল্যান্ডস)

  • সহকারী রেফারি:

রাফায়েল ইলিয়াসভ (উজবেকিস্তান)
বাখাদির কচকারভ (কিরগিজিস্তান)

  • চতুর্থ রেফারি:

ইউচি নিশিমুরা (জাপান)

  • পঞ্চম রেফারি:

তরু সাগারা (জাপান)

জার্মানি বনাম স্পেন


জার্মানি ০ – ১ স্পেন
প্রতিবেদন পুইয়োল গোল ৭৩'
মোসেস মাবহিদা স্টেডিয়াম, ডারবান
দর্শক সংখ্যা: ৬০,৯৬০
রেফারি: ভিক্টর কাসাই (হাঙ্গেরি)
জার্মানি
স্পেন
জার্মানি
GERMANY:
GKমানুয়েল নোয়ার
LB১৬ফিলিপ লাম (দ)
CBআর্নি ফ্রিডরিক
CB১৭পের মের্টেসাকের
RB২০জেরোমি বোয়াটেং৫২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫২'
RW১৫পিওটর ট্রকোভস্কি৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
CMসামি খেদিরা৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
CMশোয়েনস্টাইগার
LW১০লুকাস পোদোলস্কি
AMমেসুট ওজিল
CF১১মিরোস্লাভ ক্লোজে
বদলি খেলোয়াড়:
DFমার্সেল ইয়নসেন৫২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫২'
MF১৮টনি ক্রুস৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
CM২৩মারিও গোমেজ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
কোচ:
জার্মানি ইয়োকিম লো
স্পেন
স্পেন:
GKইকার ক্যাসিয়াস (দ)
RB১৫সার্জিয়ো রামোস
CBজেরার্ড পিকে
CBকার্লেস পুইয়োল
LB১১জোয়ান ক্যাপদেভিলা
RWআন্দ্রেজ ইনিয়েস্তা
CM১৬সার্জিয়ো বাসকেটস
CM১৪শাবি আলোনসো৯০+৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৩'
LW১৮পেদ্রো৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
AMশাবি
CFডেভিড ভিয়া৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
বদলি খেলোয়াড়:
CFফের্নান্দো তোরেস৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
LW২১ডেভিড সিলভা৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
DFকার্লোস মারকেনা৯০+৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৩'
কোচ:
স্পেন ভিসেন্তে দেল বস্কে

ম্যান অফ দ্য ম্যাচ:
স্পেন শাবি (স্পেন)

  • সহকারী রেফারি:

গ্যাবোর ইরোস (হাঙ্গেরি)
টিবোর ভামোস (হাঙ্গেরি)

  • চতুর্থ রেফারি:

ফ্র্যাংক ডি ব্লিকারি (বেলজিয়াম)

  • পঞ্চম রেফারি:

পিটার হারম্যানস (বেলজিয়াম)

তৃতীয় স্থান নির্ধারণী খেলা

(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)

উরুগুয়ে ২ – ৩ জার্মানি
কাভানি গোল ২৮'
ফোরলান গোল ৫১'
প্রতিবেদন মুলার গোল ১৮'
ইয়নসেন গোল ৫৬'
খেদিরা গোল ৮২'
নেলসন ম্যান্ডেলা বে, পোর্ট এলিজাবেথ
দর্শক সংখ্যা: ৩৬,২৫৪
রেফারি: বেনিতো আর্চুন্দিয়া (মেক্সিকো)
উরুগুয়ে[15]
জার্মানি[15]
উরুগুয়ে
উরুগুয়ে:
GKফার্নান্দো মুসলেরা
RBহোর্গে ফুসিলে
CBদিয়েগো লুগানো (দ)
CBদিয়েগো গডিন
LB২২মার্টিন কাসেরাস
CM১৫দিয়েগো পেরেজহলুদ কার্ড ৬১'৭৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৭'
CM১৭এজিডিও আরেভালো
RM১৬ম্যাক্সি পেরেইরা
LMএডিনসন কাভানি৮৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৮'
CFলুইস সুয়ারেজ
CF১০দিয়েগো ফোরলান
বদলি খেলোয়াড়:
MFওয়াল্টার গারগানো৭৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৭'
FW১৩সেবাশ্চিয়ান আবরেউ৮৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৮'
কোচ:
উরুগুয়ে অস্কার তাবারেজ
জার্মানি
জার্মানি:
GK২২হ্যান্স-জর্গ বাট
RB২০জেরোমি বোয়াটেং
CBআর্নি ফ্রিডরিকহলুদ কার্ড ৯০+৩'
CB১৭পের মের্টেসাকের
LBডেনিস আওগোহলুদ কার্ড '
CMসামি খেদিরা
CMশোয়েনস্টাইগার (দ)
RW১৩থমাস মুলার
LWমার্সেল ইয়নসেন৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
AMমেসুট ওজিল৯০+১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+১'
CF১৯কাকাউহলুদ কার্ড '৭৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৩'
বদলি খেলোয়াড়:
FWস্টেফান কেইবলিং৭৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৩'
MF১৮টনি ক্রুস৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
DFসার্দার টাসকি৯০+১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+১'
কোচ:
জার্মানি ইয়োকিম লো

ম্যান অফ দ্য ম্যাচ:
জার্মানি থমাস মুলার (জার্মানি)

  • সহকারী রেফারি:

হেক্টর ভারগারা (কানাডা)
মার্ভিন সিজার টরেন্টেরা রিভিয়েরা (মেক্সিকো)

  • চতুর্থ রেফারি:

মার্কো আন্তোনিও রড্রিগেজ (মেক্সিকো)

  • পঞ্চম রেফারি:

হোসে লুইস কামারগো (মেক্সিকো)

ফাইনাল

(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)

নেদারল্যান্ডস ০ – ১
(অতিরিক্ত সময়)
 স্পেন
প্রতিবেদন ইনিয়েস্তা গোল ১১৬'
সকার সিটি, জোহানেসবার্গ
দর্শক সংখ্যা: ৮৪,৪৯০
রেফারি: হাওয়ার্ড ওয়েব (ইংল্যান্ড)

তথ্যসূত্র

  1. Regulations 2010 FIFA World Cup South Africa™ FIFA, 2010.
  2. "Tactical Line-up – Last 16 – Uruguay-Korea Republic" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৬ জুন ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১০
  3. "Tactical Line-up – Last 16 – United States-Ghana" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৬ জুন ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১০
  4. "Tactical Line-up – Last 16 – Germany-England" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৭ জুন ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১০
  5. "Tactical Line-up – Last 16 – Argentina-Mexico" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৭ জুন ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১০
  6. "Tactical Line-up – Last 16 – Netherlands-Slovakia" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৮ জুন ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১০
  7. "Tactical Line-up – Last 16 – Brazil-Chile" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৮ জুন ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১০
  8. "Tactical Line-up – Last 16 – Paraguay-Japan" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৯ জুন ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১০
  9. "Tactical Line-up – Last 16 – Spain-Portugal" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৯ জুন ২০১০। ৯ নভেম্বর ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১০
  10. "Tactical Line-up – Quarterfinal – Netherlands-Brazil" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২ জুলাই ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১০
  11. "Tactical Line-up – Quarterfinal – Uruguay-Ghana" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২ জুলাই ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১০
  12. "Tactical Line-up – Quarterfinal – Argentina-Germany" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ৩ জুলাই ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১০
  13. "Tactical Line-up – Quarterfinal – Paraguay-Spain" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ৩ জুলাই ২০১০। ২৮ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১০
  14. "Tactical Line-up – Semifinal – Uruguay-Netherlands" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ৬ জুলাই ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১০
  15. "Tactical Line-up – Third place play-off – Uruguay-Germany" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ১০ জুলাই ২০১০। ২৯ মার্চ ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১০

বহিঃসংযোগ

পরিশিষ্ট

  • গোলরক্ষক GK বা Goalkeeper
  • সুইপার বা লিবেরো SW বা Sweeper
  • রক্ষণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) CB বা Center Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (পার্শ্বীয়) FB বা Full Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) RB বা Right Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) LB বা Left Back
  • মধ্যমাঠের খেলোয়াড় MF বা Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (রক্ষণাত্মক) DF বা Defensive Midfielder
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় WB বা Wing Back
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) RWB বা Right Wing Back
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) LWB বা Left Wing Back
  • মধ্যমাঠের খেলোয়াড় (কেন্দ্রীয়) CM বা Center Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) RM বা Right Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) LM বা Left Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (আক্রমণাত্মক) AM বা Attacking Midfielder
  • আক্রমণভাগের খেলোয়াড় FW বা Forward বা Striker বা Winger
  • আক্রমণভাগের খেলোয়াড় (মাধ্যমিক) SS বা Secondary Striker
  • আক্রমণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) RW বা RS বা RF
  • আক্রমণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) CF বা Center Forward
  • আক্রমণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) LW বা LS বা LF
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.