২০১০ ফিফা বিশ্বকাপ গ্রুপ এফ
২০১০ ফিফা বিশ্বকাপের এফ গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ১৪ থেকে ২৪ জুন, ২০১০ পর্যন্ত।[1] এই গ্রুপের প্রতিদ্বন্দীতাকারী দলগুলোর মধ্যে আছে আগের বিশ্বকাপের শিরোপাধারী ইতালি; এছাড়ও আছে প্যারাগুয়ে, নিউজিল্যান্ড, এবং স্লোভাকিয়া। ১৯৫০-এর বিশ্বকাপে ইতালি, প্যারাগুয়ের সাথে একই গ্রুপে প্রতিদ্বন্দীতা করেছিলো। ঐ খেলায় ইতালি ২-০ গোলে জয়লাভ করলেও, কেউই সেবার দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হতে পারেনি।
এই গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে ই গ্রুপের রানার্স-আপ দলের মুখোমুখি হবে। অপরদিকে এই গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে ই গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। নিচে এই গ্রুপের পরিসংখ্যান টেবিল উল্লেখ করা হলো।
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | প্যারাগুয়ে | ৩ | ১ | ২ | ০ | ৩ | ১ | +২ | ৫ | নকআউট পর্বের উন্নীত |
২ | স্লোভাকিয়া | ৩ | ১ | ১ | ১ | ৪ | ৫ | −১ | ৪ | |
৩ | নিউজিল্যান্ড | ৩ | ০ | ৩ | ০ | ২ | ২ | ০ | ৩ | |
৪ | ইতালি | ৩ | ০ | ২ | ১ | ৪ | ৫ | −১ | ২ |
খেলাসমূহ
এই গ্রুপে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সেগুলো হলো:
- ইতালি বনাম প্যারাগুয়ে
- নিউজিল্যান্ড বনাম স্লোভাকিয়া
- স্লোভাকিয়া বনাম প্যারাগুয়ে
- ইতালি বনাম নিউজিল্যান্ড
- স্লোভাকিয়া বনাম ইতালি
- প্যারাগুয়ে বনাম নিউজিল্যান্ড
(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)
ইতালি বনাম প্যারাগুয়ে
নিউজিল্যান্ড বনাম স্লোভাকিয়া
স্লোভাকিয়া বনাম প্যারাগুয়ে
ইতালি বনাম নিউজিল্যান্ড
স্লোভাকিয়া বনাম ইতালি
প্যারাগুয়ে বনাম নিউজিল্যান্ড
পরিশিষ্ট
- গোলরক্ষক – GK বা Goalkeeper
- সুইপার বা লিবেরো – SW বা Sweeper
- রক্ষণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CB বা Center Back
- রক্ষণভাগের খেলোয়াড় (পার্শ্বীয়) – FB বা Full Back
- রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RB বা Right Back
- রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LB বা Left Back
- মধ্যমাঠের খেলোয়াড় – MF বা Midfielder
- মধ্যমাঠের খেলোয়াড় (রক্ষণাত্মক) – DF বা Defensive Midfielder
- আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় – WB বা Wing Back
- আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RWB বা Right Wing Back
- আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LWB বা Left Wing Back
- মধ্যমাঠের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CM বা Center Midfielder
- মধ্যমাঠের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RM বা Right Midfield
- মধ্যমাঠের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LM বা Left Midfield
- মধ্যমাঠের খেলোয়াড় (আক্রমণাত্মক) – AM বা Attacking Midfielder
- আক্রমণভাগের খেলোয়াড় – FW বা Forward বা Striker বা Winger
- আক্রমণভাগের খেলোয়াড় (মাধ্যমিক) – SS বা Secondary Striker
- আক্রমণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RW বা RS বা RF
- আক্রমণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CF বা Center Forward
- আক্রমণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LW বা LS বা LF
তথ্যসূত্র
- "Match Schedule 2010 FIFA World Cup South Africa" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। FIFA.com। ২০১৯-০৩-২৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.