২০১০ ফিফা বিশ্বকাপ গ্রুপ এইচ

২০১০ ফিফা বিশ্বকাপের এইচ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২৫ জুন, ২০১০ পর্যন্ত।[1] এই গ্রুপের প্রতিদ্বন্দীতাকারী দলগুলোর মধ্যে আছে বর্তমান উয়েফা ইউরো বিজয়ী স্পেন, সুইজারল্যান্ড, হন্ডুরাস, এবং চিলি

স্পেন ও চিলি ১৯৫০ সালের বিশ্বকাপে একই গ্রুপে প্রতিদ্বন্দীতা করেছিলো। সেবার ঐ গ্রুপ থেকে একমাত্র স্পেন পরবর্তী পর্বে যাবার যোগ্যতা অর্জন করে। এছাড়া ১৯৬২ সালে চিলি ও সুইজারল্যান্ড একই গ্রুপে খেলেছিলো। ঐ বার বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিলো চিলি, এবং তারা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে সমর্থ হয়। ১৯৬৬ সালে সুইজারল্যান্ড ও স্পেন একই গ্রুপে খেললেও তাদের কেউই প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে পারেনি। হন্ডুরাস ও চিলিও ১৯৮২-এর বিশ্বকাপে একই গ্রুপে প্রতিদ্বন্দীতা করে।

এই গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে জি গ্রুপের রানার্স-আপ দলের মুখোমুখি হবে। অপর দিকে এই গ্রুপের রানার্স-আপ দল প্রতিদ্বন্দীতা করবে জি গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। এই গ্রুপের পরিসংখ্যান টেবিল নিচে উল্লেখ করা হলো।

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 স্পেন +২ নকআউট পর্বের উন্নীত
 চিলি +১
  সুইজারল্যান্ড
 হন্ডুরাস
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাই-ভঙ্গের মানদণ্ড

খেলাসমূহ

এই গ্রুপে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সেগুলো হলো:

  • হন্ডুরাস বনাম চিলি
  • স্পেন বনাম সুইজারল্যান্ড
  • চিলি বনাম সুইজারল্যান্ড
  • স্পেন বনাম হন্ডুরাস
  • চিলি বনাম স্পেন
  • সুইজারল্যান্ড বনাম হন্ডুরাস

(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)

হন্ডুরাস বনাম চিলি


হন্ডুরাস ০ – ১ চিলি
(প্রতিবেদন) বুসেজুর গোল ৩৪'
বোম্বেলা স্টেডিয়াম, নেলসপ্রুইট
দর্শক সংখ্যা: ৩২,৬৬৪
রেফারি: এডি মেইলেট (সেশেল)[2]
হন্ডুরাস
চিলি
হন্ডুরাস
হন্ডুরাস:
GK18Noel Valladares
RB23Sergio Mendoza
CB2Osman Chávez
CB3Maynor Figueroa
LB21Emilio Izaguirre
CM8Wilson Palaciosহলুদ কার্ড ৩৩'
CM20Amado Guevara (c)৬৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৬'
RW17Edgar Álvarez
LW13Roger Espinoza
AM7Ramón Núñez৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
CF9Carlos Pavón৬০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬০'
বদলি খেলোয়াড়:
FW12Georgie Welcome৬০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬০'
MF6Hendry Thomas৬৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৬'
FW15Walter Martínez৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
কোচ:
কলম্বিয়া Reinaldo Rueda
চিলি
চিলি:
GK1Claudio Bravo (c)
RB4Mauricio Isla
CB17Gary Medel
CB3Waldo Ponce
LB8Arturo Vidal৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
DM6Carlos Carmonaহলুদ কার্ড '
RM20Rodrigo Millar৫২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫২'
LM14Matías Fernándezহলুদ কার্ড ১৯'
AM10Jorge Valdivia৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
CF7Alexis Sánchez
CF15Jean Beausejour
বদলি খেলোয়াড়:
DF18Gonzalo Jara৫২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫২'
DF5Pablo Contreras৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
FW11Mark González৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
কোচ:
আর্জেন্টিনা Marcelo Bielsa

ম্যান অফ দ্য ম্যাচ:
জন বুসেজুর (চিলি)

Assistant referees:
Evarist Menkouande (Cameroon)[2]
Bechir Hassani (Tunisia)[2]
Fourth official:
Yuichi Nishimura (Japan)[2]
Fifth official:
Toru Sagara (Japan)[2]

স্পেন বনাম সুইজারল্যান্ড


স্পেন ০ – ১  সুইজারল্যান্ড
ফার্নান্দেজ গোল ৫২'
মোসেস মাবহিদা স্টেডিয়াম, ডারবান
রেফারি: হাওয়ার্ড ওয়েব (ইংল্যান্ড)[2]
স্পেন
সুইজারল্যান্ড
স্পেন
স্পেন:
GKইকার ক্যাসিয়াস (দ)
RB১৫সার্জিয়ো রামোস
CBকার্লেস পুইয়োল
CBজেরার্ড পিক
LB১১জোয়ান ক্যাপদেভিলা
DM১৬সার্জিয়ো বাসকেটস৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
CM১৪শাবি আলোনসো
CMশাবি
RW২১ডেভিড সিলভা৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
LWআন্দ্রেজ ইনিয়েস্তা৭৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৭'
CFডেভিড ভিলা
বদলি খেলোয়াড়:
FWফের্নান্দো তোরেস৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
MF২২জেসুস নাভাস৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
FW১৮পেদ্রো রড্রিগেজ৭৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৭'
কোচ:
স্পেন ভিসেন্টা দেল বস্ক
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড:
GKDiego Benaglioহলুদ কার্ড ৯০+১'
RBStephan Lichtsteiner
CBPhilippe Senderos৩৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৩৬'
CB১৩Stéphane Grichtingহলুদ কার্ড ৩০'
LB১৭Reto Zieglerহলুদ কার্ড ৭৩'
RMTranquillo Barnetta
CMGökhan Inler (c)
CMBenjamin Huggel
LM১৬Gelson Fernandes
SS১৯Eren Derdiyok
CF১০Blaise Nkufo
বদলি খেলোয়াড়:
DFস্টিভ ভন বার্গেন৩৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৩৬'
MF১৫Hakan Yakinহলুদ কার্ড ৯০+৪'৭৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৯'
DF২২Mario Eggimann৯০+২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+২'
কোচ:
জার্মানি অটোমার হাইটজফিল্ড

ম্যান অফ দ্য ম্যাচ:
সুইজারল্যান্ড গেলসন ফার্নান্দেজ (সুইজারল্যান্ড)

  • সহকারী রেফারি:
    • ড্যারেন কান (ইংল্যান্ড)[2]
    • মাইক মুলারকি (ইংল্যান্ড)[2]
  • চতুর্থ রেফারি:
  • মার্টিন হ্যান্সসন (সুইডেন)[2]

চিলি বনাম সুইজারল্যান্ড


স্পেন বনাম হন্ডুরাস


চিলি বনাম স্পেন


সুইজারল্যান্ড বনাম হন্ডুরাস


পরিশিষ্ট

  • গোলরক্ষক GK বা Goalkeeper
  • সুইপার বা লিবেরো SW বা Sweeper
  • রক্ষণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) CB বা Center Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (পার্শ্বীয়) FB বা Full Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) RB বা Right Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) LB বা Left Back
  • মধ্যমাঠের খেলোয়াড় MF বা Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (রক্ষণাত্মক) DF বা Defensive Midfielder
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় WB বা Wing Back
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) RWB বা Right Wing Back
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) LWB বা Left Wing Back
  • মধ্যমাঠের খেলোয়াড় (কেন্দ্রীয়) CM বা Center Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) RM বা Right Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) LM বা Left Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (আক্রমণাত্মক) AM বা Attacking Midfielder
  • আক্রমণভাগের খেলোয়াড় FW বা Forward বা Striker বা Winger
  • আক্রমণভাগের খেলোয়াড় (মাধ্যমিক) SS বা Secondary Striker
  • আক্রমণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) RW বা RS বা RF
  • আক্রমণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) CF বা Center Forward
  • আক্রমণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) LW বা LS বা LF

তথ্যসূত্র

  1. "Match Schedule 2010 FIFA World Cup South Africa" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। FIFA.com। ২০১৯-০৩-২৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০৬
  2. "Referee designations for matches 1-16" (পিডিএফ)FIFA.comFédération Internationale de Football Association। ৫ জুন ২০১০। ৫ জুলাই ২০১০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.