২০১০ দক্ষিণ এশীয় গেমস
২০১০ দক্ষিণ এশীয় গেমস বা একাদশ দক্ষিণ এশীয় গেমস হল একটি বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা দক্ষিণ এশীয় গেমসের ১১তম আসর হিসাবে ২০১০ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়।[1] এটি ছিল ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসের তৃতীয় আসর। ঢাকা একমাত্র শহর যেখানে পরপর তিনবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একাদশ দক্ষিণ এশীয় গেমস | |||
---|---|---|---|
![]() কুটুম্ব, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল প্রতিযোগিতার লোগো ছিল কুটুম্ব, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল প্রতিযোগিতার লোগো ছিল | |||
স্বাগতিক শহর | ![]() | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৮ | ||
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ২০০০+ (আনুমানিক) | ||
বিষয়সমূহ | ২৩টি ক্রীড়া | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ২৯ জানুয়ারি | ||
সমাপ্তি অনুষ্ঠান | ৯ ফেব্রুয়ারি | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | শেখ হাসিনা | ||
প্রধান মিলনস্থন | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | ||
|
খেলা সমূহ
১১তম দক্ষিণ এশীয় গেমসের ২৩ খেলা নিয়ে অনুষ্ঠিত হয়।[1]
আর্চারি (বিশদ)
অ্যাথলেটিকস (বিশদ)
ব্যাডমিন্টন (বিশদ)
বাস্কেটবল (বিশদ)
মুষ্টিযুদ্ধ (বিশদ)
ক্রিকেট (বিশদ)
সাইক্লিং (বিশদ)
ফুটবল (বিশদ)
গল্ফ (বিশদ)
হকি (বিশদ)
হ্যান্ডবল (বিশদ)
জুডো (বিশদ)
কাবাডি (বিশদ)
কারাতে (বিশদ)
শ্যুটিং (বিশদ)
স্কোয়াশ (বিশদ)
সাঁতার (বিশদ)
টেবিল টেনিস (বিশদ)
তাইকোন্দো (বিশদ)
ভলিবল (বিশদ)
ভারোত্তোলন (বিশদ)
কুস্তি (বিশদ)
উশু (বিশদ)
অংশগ্রহণকারী দেশ
![](../I/South_Asian_Games_participating_countries.PNG.webp)
অংশগ্রহণকারী জাতী অঞ্চল
৮টি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পদক তালিকা
* স্বাগতিক জাতি (বাংলাদেশ)
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ![]() | ৯০ | ৫৫ | ৩০ | ১৭৫ |
২ | ![]() | ১৯ | ২৫ | ৩৬ | ৮০ |
৩ | ![]() | ১৮ | ২৩ | ৫৬ | ৯৭ |
৪ | ![]() | ১৬ | ৩৫ | ৫৪ | ১০৫ |
৫ | ![]() | ৮ | ৯ | ১৯ | ৩৬ |
৬ | ![]() | ৭ | ৯ | ১৬ | ৩২ |
৭ | ![]() | ০ | ২ | ৩ | ৫ |
৮ | ![]() | ০ | ০ | ২ | ২ |
মোট (৮টি জাতি) | ১৫৮ | ১৫৮ | ২১৬ | ৫৩২ |
তথ্যসূত্র
- "11th South Asian Games to start in January 2010"। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০০৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.