২০১০ এশিয়া কাপ

২০১০ এশিয়া কাপ ১৫-২৪ জুন, ২০১০ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। এটি এশিয়া কাপ ক্রিকেটের দশম আসর ছিল। প্রতিযোগিতায় কেবলমাত্র টেস্টভূক্ত দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এতে অংশ নেয়। চূড়ান্ত খেলায় ভারত, শ্রীলঙ্কাকে ৮১ রানে ব্যবধানে পরাজিত করে রেকর্ডসংখ্যক পঞ্চমবারের মতো শিরোপা লাভ করে। পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি ৮৮.৩৩ গড়ে ও ১৬৪.৫৯ স্ট্রাইক রেটে সর্বাধিক ২৬৫ রান তুলে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান।

২০১০ এশিয়া কাপ
তারিখ১৫ জুন – ২৪ জুন[1]
তত্ত্বাবধায়কএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন, নক-আউট
আয়োজক শ্রীলঙ্কা
বিজয়ী ভারত (৫ম শিরোপা)
রানার-আপ শ্রীলঙ্কা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়পাকিস্তান শহীদ আফ্রিদি
সর্বাধিক রান সংগ্রহকারীপাকিস্তান শহীদ আফ্রিদি (২৬৫)
সর্বাধিক উইকেটধারীশ্রীলঙ্কা লাসিথ মালিঙ্গা (৯)

ট্রফি

রৌপ্য, স্বর্ণ, দস্তা ও ব্রাসের সংমিশ্রণে ট্রফি তৈরি করা হয়েছে। এটি যে শুধুই শক্তিমত্তা, বিশুদ্ধতা, শ্রদ্ধাশীলতা ও অনঢ়ের প্রতীক হিসেবেই শুধু নয়; বরং চার অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিত্ব করেছে।[2]

মাঠ

রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম শ্রীলঙ্কা-এ অবস্থিত
রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম
রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম

রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামেই শুধুমাত্র এশিয়া কাপের সবগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য স্টেডিয়াম বিশেষ করে আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ২০১১ ক্রিকেট বিশ্বকাপের খেলা আয়োজনকল্পে নব আঙ্গিকে সাজানোর কাজে ব্যস্ত থাকায় খেলা আয়োজন করা হয়নি। সাত খেলার সবকটিই দিবা/রাত্রিতে অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সদস্য

স্ব-স্ব ক্রিকেট বোর্ড জুনের শুরুতে দলের সদস্যদের তালিকা প্রকাশ করে।

স্কোয়াড[3]
 বাংলাদেশ  ভারত  পাকিস্তান  শ্রীলঙ্কা
সাকিব আল হাসান (অঃ)মহেন্দ্র সিং ধোনি (অঃ) ও (উইঃ)শহীদ আফ্রিদি (অঃ)কুমার সাঙ্গাকারা (অঃ) ও (উইঃ)
মুশফিকুর রহিম (সহঃ অঃ) ও (উইঃ)দিনেশ কার্তিকসালমান বাট (সহঃ অঃ)মুত্তিয়া মুরালিধরন (সহঃ অঃ)
আব্দুর রাজ্জাকরবিচন্দ্রন অশ্বিনআব্দুল রাজ্জাকতিলকরত্নে দিলশান
ইমরুল কায়েসঅশোক দিন্দাআব্দুর রেহমানরঙ্গনা হেরাথ
জহুরুল ইসলামগৌতম গম্ভীরআসাদ শফিকমাহেলা জয়াবর্ধনে
জুনায়েদ সিদ্দিকীহরভজন সিংইমরান ফরহাতসুরজ রণদিব
মাহমুদুল্লাহ রিয়াদরবীন্দ্র জাদেজাকামরান আকমল (উইঃ)থিলিনা কাদম্বি
মাশরাফি বিন মর্তুজাজহির খানমোহাম্মাদ আসিফচামারা কাপুগেদেরা
মোহাম্মদ আশরাফুলবিরাট কোহলিমোহাম্মাদ আমিরনুয়ান কুলাসেকারা
নাঈম ইসলামপ্রবীন কুমারসাঈদ আজমলফারভিজ মাহারুফ
রুবেল হোসেনআশিষ নেহরাশোয়েব আখতারলাসিথ মালিঙ্গা
শফিউল ইসলামপ্রজ্ঞান ওঝাশাহজাইব হাসানঅ্যাঞ্জেলো ম্যাথিউস
সোহরাওয়ার্দী শুভসুরেশ রায়নাশোয়েব মালিকথিলান সামারাবীরা
সৈয়দ রাসেলরোহিত শর্মাউমর আকমলউপুল থারাঙ্গা
তামিম ইকবালবীরেন্দ্র শেওয়াগউমর আমিনচনকা ওয়েলেগেদারা

গ্রুপ পর্ব

পয়েন্ট তালিকা

দল খেলা টাই ফহ এনআরআর বিপি পয়েন্ট
 শ্রীলঙ্কা +১.৪২৪১৪
 ভারত +০.২৭৫
 পাকিস্তান +০.৭৮৮
 বাংলাদেশ −২.৬২৭

উৎস

খেলার বিবরণ

স্থানীয় সময় অনুযায়ী (ইউটিসি+০৫:৩০)

১৫ জুন, ২০১০
১৪:৩০ (ডি/এন)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৪২/৯ (৫০ ওভার)
 পাকিস্তান
২২৬ (৪৭ ওভার)
শহীদ আফ্রিদি ১০৯ (৭৬)
লাসিথ মালিঙ্গা ৫/৩৪ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৬ জুন, ২০১০
১৪:৩০ (ডি/এন)
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৬৭ (৩৪.৫ ওভার)
 ভারত
১৬৮/৪ (৩০.৪ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৮ জুন, ২০১০
১৪:৩০ (ডি/এন)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৩১২/৪ (৫০ ওভার)
 বাংলাদেশ
১৮৬ (৪০.২ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৯ জুন, ২০১০
১৪:৩০ (ডি/এন)
স্কোরকার্ড
পাকিস্তান 
২৬৭ (৪৯.৩ ওভার)
 ভারত
২৭১/৭ (৪৯.৫ ওভার)
সালমান বাট ৭৪ (৮৫)
প্রবীন কুমার ৩/৫৩ (১০ ওভার)
গৌতম গম্ভীর ৮৩ (৯৭)
সাঈদ আজমল ৩/৫৬ (১০ ওভার)
  • পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২১ জুন, ২০১০
১৪:৩০ (ডি/এন)
স্কোরকার্ড
পাকিস্তান 
৩৮৫/৭ (৫০ ওভার)
 বাংলাদেশ
২৪৬/৪ (৫০ ওভার)
শহীদ আফ্রিদি ১২৪ (৬০)
শফিউল ইসলাম ৩/৯৫ (১০ ওভার)
  • পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বাংলাদেশের পক্ষে জহুরুল ইসলাম ও পাকিস্তানের পক্ষে আসাদ শফিকের ওডিআই অভিষেক ঘটে।

২২ জুন, ২০১০
১৪:৩০ (ডি/এন)
স্কোরকার্ড
ভারত 
২০৯ (৪২.৩ ওভার)
 শ্রীলঙ্কা
২১১/৩ (৩৭.৩ ওভার)
রোহিত শর্মা ৬৯ (৭৩)
ফারভিজ মাহারুফ ৫/৪২ (১০ ওভার)
কুমার সাঙ্গাকারা ৭৩ (৮২)
জহির খান ২/৪২ (৭ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ফারভিজ মাহারুফ তার প্রথম হ্যাট্রিক করেন।

চূড়ান্ত খেলা

২৪ জুন, ২০১০
১৪:৩০ (ডি/এন)
স্কোরকার্ড
ভারত 
২৬৮/৬ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
১৮৭ (৪৪.৪ ওভার)
  • ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

সম্প্রচার ব্যবস্থা

টেলিভিশন

দেশসম্প্রচারকারী
 ভারত নিও ক্রিকেট
 বাংলাদেশ
আরব লীগ আরব বিশ্ব
 দক্ষিণ কোরিয়া
 শ্রীলঙ্কা
 হংকং
 তাইওয়ান
 দক্ষিণ আফ্রিকা সুপারস্পোর্ট
 অ্যাঙ্গোলা
 বেনিন
 বতসোয়ানা
 বুর্কিনা ফাসো
 বুরুন্ডি
 ক্যামেরুন
 কাবু ভের্দি
 মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
 চাদ
 কোমোরোস
 কোত দিভোয়ার
 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
 জিবুতি
 ইরিত্রিয়া
 ইথিওপিয়া
 বিষুবীয় গিনি
 গ্যাবন
 গাম্বিয়া
 ঘানা
 গিনি
 গিনি-বিসাউ
 কেনিয়া
 লাইবেরিয়া
 মাদাগাস্কার
 মালাউই
 মালি
 মরিশাস
 মোজাম্বিক
 নামিবিয়া
 নাইজার
 নাইজেরিয়া
 কঙ্গো
 রুয়ান্ডা
 সেন্ট হেলেনা
 সাঁউ তুমি ও প্রিন্সিপি
 সেনেগাল
 সেশেলস
 সিয়েরা লিওন
 দক্ষিণ সুদান
 ইসোয়াতিনি
 তানজানিয়া
 টোগো
 উগান্ডা
 জাম্বিয়া
 জিম্বাবুয়ে
 অস্ট্রেলিয়া সেটান্টা স্পোর্টস অস্ট্রেলিয়া
 ভারত দূরদর্শন (কেবলমাত্র ভারতের খেলা ও চূড়ান্ত খেলা)
 শ্রীলঙ্কা সিরাসা টিভি
 সিঙ্গাপুর স্টারহাব
 মালয়েশিয়া আস্ত্রো
 পাকিস্তান জিও সুপার

ব্রডব্যান্ড

দেশসম্প্রচারকারী
 মার্কিন যুক্তরাষ্ট্র ইএসপিএন৩

তথ্যসূত্র

  1. "Asia Cup 2010" (ইংরেজি ভাষায়)। cricketwa। ২০১৫-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১২-২২
  2. Micromax unveiled Asia Cup 2010 Trophy to announce the launch of the Cricketing Event. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ মার্চ ২০১৬ তারিখে India Preview. Retrieved on 14 June 2010.
  3. Cricinfo Asia Cup page Cricinfo. Retrieved on 10 June 2010

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.