২০১০-১১ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর

জিম্বাবুয়ে ক্রিকেট দল ১-১২ ডিসেম্বর, ২০১০ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করে। সফরে দলটি বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে ৫টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেয়।[1]

২০১০-১১ জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ জিম্বাবুয়ে
তারিখ ১ ডিসেম্বর ২০১০ – ১২ ডিসেম্বর ২০১০
অধিনায়ক সাকিব আল হাসান এলটন চিগুম্বুরা
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান তামিম ইকবাল (১৬২) ক্রেগ আরভিন (১৩৪)
সর্বাধিক উইকেট আব্দুর রাজ্জাক (১৩) রে প্রাইস (৬)
ক্রিস্টোফার এমপফু (৬)
সিরিজ সেরা খেলোয়াড় আব্দুর রাজ্জাক (বাংলাদেশ)

প্রস্তুতিমূলক খেলা

২৯ নভেম্বর, ২০১০
স্কোরকার্ড
 জিম্বাবুয়ে একাদশ
১৯৪ (৪৬.১ ওভার)
সগির হোসেন ৪৯ (৮৪)
কিগান মেথ ৪/৪৬ (৮ ওভার)
তাতেন্দা তাইবু ৩২ (৪৮)
নূর হোসেন ৩/৪০ (৮ ওভার)
বিসিবি একাদশ ২৯ রানে বিজয়ী
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ২নং মাঠ, সাভার, ঢাকা
আম্পায়ার: মাসুদুর রহমান (বাংলাদেশ) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

দলের সদস্য

একদিনের আন্তর্জাতিক
 বাংলাদেশ  জিম্বাবুয়ে

ওডিআই সিরিজ

১ম ওডিআই

১ ডিসেম্বর, ২০১০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
২০৯ (৪৯ ওভার)
 বাংলাদেশ
২০০ (৪৯ ওভার)
রেজিস চাকাভা ৪৫ (৮৫)
আব্দুর রাজ্জাক ৪/৪১ (১০ ওভার)
  • বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই

৩ ডিসেম্বর, ২০১০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১৯১ (৪৬.২ ওভার)
 বাংলাদেশ
১৯৪/৪ (৩৯.৪ ওভার)
ক্রেগ আরভিন ৪২* (৪১)
আব্দুর রাজ্জাক ৫/৩০ (৯.২ ওভার)
রকিবুল হাসান ৬৫ (৭৯)
রে প্রাইস ২/৪১ (৯ ওভার)
  • বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

৬ ডিসেম্বর, ২০১০
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৪৬/৭ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
১৮১ (৪৮.১ ওভার)
  • জিম্বাবুয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই

১০ ডিসেম্বর, ২০১০
স্কোরকার্ড
বল মাঠে গড়ানো ছাড়াই খেলা পরিত্যক্ত
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: অশোকা ডি সিলভা (শ্রীলঙ্কা) ও নাদির শাহ (বাংলাদেশ)

৫ম ওডিআই

১২ ডিসেম্বর, ২০১০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১৮৮/৬ (৫০ ওভার)
 বাংলাদেশ
১৮৯/৪ (৪৩ ওভার)
তাতেন্দা তাইবু ৬৪ (১০৪)
সাকিব আল হাসান ৩/৫৮ (১০ ওভার)
তামিম ইকবাল ৯৫ (৯৬)
কিথ দেবেঙ্গা ১/২৩ (৪ ওভার)
  • জিম্বাবুয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান

ওডিআই
ব্যাটিং[2]
খেলোয়াড়দলম্যাচইনিংসরানগড়সর্বোচ্চ১০০৫০
তামিম ইকবাল  বাংলাদেশ ১৬২ ৪০.৫০ ৯৫
সাকিব আল হাসান  বাংলাদেশ ১৫৬ ৫২.০০ ৭৩
ক্রেগ আরভিন  জিম্বাবুয়ে ১৩৪ ৪৪.৬৬ ৪৬
প্রসপার উতসেয়া  জিম্বাবুয়ে ১৩২ ৪৪.০০ ৬৭
জুনায়েদ সিদ্দিকী  বাংলাদেশ ১২১ ৪০.৩৩ ৫৬*
বোলিং[3]
খেলোয়াড়দলম্যাচওভারউইকেটগড়সেরা৫ উই১০ উই
আব্দুর রাজ্জাক (ক্রিকেটার)  বাংলাদেশ ৩৯.২ ১৩ ৮.৯২ ৫/৩০
সাকিব আল হাসান  বাংলাদেশ ৩৮ ২১.২২ ৪/৩৯
রে প্রাইস  জিম্বাবুয়ে ৩৯ ২২.৬৬ ২/২৯
ক্রিস্টোফার এমপফু  জিম্বাবুয়ে ৩৩ ২৫.১৬ ৩/২৫
শফিউল ইসলাম সুহাস  বাংলাদেশ ২৫.১ ২০.৪০ ৪/৪৩

তথ্যসূত্র

  1. http://www.espncricinfo.com/bangladesh-v-zimbabwe-2010/content/series/486517.html?template=fixtures
  2. "Records / Zimbabwe in Bangladesh ODI Series, 2010/11 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-১৭
  3. "Records / Zimbabwe in Bangladesh ODI Series, 2010/11 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.