২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপ

২০০৯ সাফ চ্যাম্পিয়ন বা ২০০৯ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ হল সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর যা ২০০৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আসর ভারতে আয়োজিত হওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু শেষ মুহুর্তে ভারত তাদের স্বাগতিক হওয়ার সিদ্ধান্ত তুলে নিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব অল্প সময়ের মধ্যে প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত নেয়।

২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশবাংলাদেশ
তারিখ৪ - ১৩ ডিসেম্বর
দল
মাঠ (১টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (৫ম শিরোপা)
রানার-আপ মালদ্বীপ
পরিসংখ্যান
ম্যাচ১৫
গোল সংখ্যা৪২ (ম্যাচ প্রতি ২.৮টি)
শীর্ষ গোলদাতা এনামুল হক (ফুটবলার) এনামুল হক
আহমেদ থারিক
ছন্ন ইদ্রি বান্দানাজ
(প্রত্যেকে ৪টি করে)
সেরা খেলোয়াড় অরিন্দম ভট্টাচার্য

মাঠ

প্রতিযোগিতার সকল খেলা বাংলাদেশর ঢাকায় অবস্থিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ঘরোয়ামাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

ঢাকা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ধারাণ ক্ষমতা: ৩৬,০০০

অংশগ্রহণকারী দেশ

২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য গ্রুপ নির্বাচন ড্র ২০০৯ সালের ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়।[1] ভারত এ প্রতিযোগিতায় তাদের অলিম্পিক দল পাঠায়।[2]

গ্রুপ এ গ্রুপ বি

 আফগানিস্তান (অ-বাছাই)
 ভারত (১ম বাছাই)
 মালদ্বীপ (২য় বাছাই)
   নেপাল (অ-বাছাই)

 বাংলাদেশ (১ম বাছাই)
 ভুটান (অ-বাছাই)
 পাকিস্তান (অ-বাছাই)
 শ্রীলঙ্কা (২য় বাছাই)

ভারত তাদের অনূর্ধ্ব-২৩ দল অংশগ্রহণ করে।

গ্রুপ পর্ব

গ্রুপ এ

দল খেলা জয় ড্র পরা স্বগো বিগো গোপা পয়ে
 মালদ্বীপ +৪
 ভারত
   নেপাল +২
 আফগানিস্তান −৬
মালদ্বীপ ১ – ১   নেপাল
আহমেদ থারিক  ৬১' প্রতিবেদন জু মানু রাই  ৬৮'

মালদ্বীপ ৩ – ১ আফগানিস্তান
আহমেদ থারিক  ৫২'
আলি আসফাক  ৬৯', ৮৯'
প্রতিবেদন বারাকজাই  ৩০'
ভারত ১ – ০   নেপাল
সুশিল কুমার সিং  ১৮' প্রতিবেদন

আফগানিস্তান ০–৩   নেপাল
প্রতিবেদন অনিল গুরুং  ৫৫', ৭৩'
বিজয়া গুরুং  ৫৬'
মালদ্বীপ ২–০ ভারত
আহমেদ থারিক  ১৫'
ইব্রাহিম ফাজিল  ৮২'
প্রতিবেদন

গ্রুপ বি

দল খেলা জয় ড্র পরা স্বগো বিগো গোপা পয়ে
 বাংলাদেশ +৪
 শ্রীলঙ্কা +৬
 পাকিস্তান +৬
 ভুটান ১৭−১৬
বাংলাদেশ ৪–১ ভুটান
প্রাণতোষ  ১১'
এনামুল হক  ২২', ৫১'
জাহিদ হাসান এমিলি  ৭২'
প্রতিবেদন দেনদুপ  ৪২' (পে.)

শ্রীলঙ্কা ৬–০ ভুটান
চান্না  ৭', ২৫'
কাসুন জয়াসুরিয়া  ৩৯', ৬৬', ৭৮'
চাথুরা  ৯০'
প্রতিবেদন

পাকিস্তান ৭–০ ভুটান
এশা  ২১', ৫৪'
আশরাফ  ২৩'
মেহমুদ  ২৮', ৩৫', ৬৬'
এস খান  ৪৫'
প্রতিবেদন

নকআউট পর্ব

সেমি ফাইনাল

মালদ্বীপ ৫–১ শ্রীলঙ্কা
থারিক  ২১'
ফাজিল  ৬৩', ৮৫' (পে.)
আলি আসফাক  ৭৬'
আসাদ  ৮৭'
প্রতিবেদন চান্না  ৬২'
বাংলাদেশ ০–১ ভারত
প্রতিবেদন সুশিল  ৬৩'

ফাইনাল

মালদ্বীপ ০–০ (অ.স.প.) ভারত
প্রতিবেদন
পেনাল্টি
ফাজিল
থারিক
মুক্তার
আলি আসফাক
১–৩ জীবন
ডেনজিল
নির্মল
সুবোধ

চ্যাম্পিয়ন

 ২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপ 

ভারত
পঞ্চম শিরোপা

গোলস্কোর

৪ গোল
৩ গোল
২ গোল
১ গোল

তথ্যসূত্র

  1. "Hosts avoid India"The Daily Star। Bangladesh। ৪ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০০৯
  2. http://www.indianfootball.com/en/news/articleId/1916
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.