২০০৯ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
বাংলাদেশ ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২০০৯ সালের আন্তর্জাতিক মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফর করে। ৩ জুলাই, ২০০৯ তারিখ থেকে ২ আগস্ট, ২০০৯ তারিখ পর্যন্ত সফরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে দুই টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ও একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রতিদ্বন্দ্বিতা করে।
২০০৯ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | বাংলাদেশ | ||
তারিখ | ৩ জুলাই, ২০০৯ – ২ আগস্ট, ২০০৯ | ||
অধিনায়ক | ফ্লয়েড রেইফার |
মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ডেভিড বার্নার্ড (১৯১) | তামিম ইকবাল (১৯৭) | |
সর্বাধিক উইকেট | কেমার রোচ (১৩) | সাকিব আল হাসান (১৩) | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ট্রাভিস ডাউলিন (১৪৮) | মোহাম্মদ আশরাফুল (১৪০) | |
সর্বাধিক উইকেট | কেমার রোচ (১০) | আব্দুর রাজ্জাক (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সাকিব আল হাসান (বাংলাদেশ) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান |
ডেভন স্মিথ (৩৭) ট্রাভিস ডাউলিন (৩৭) | নাঈম ইসলাম (২৭) | |
সর্বাধিক উইকেট |
নিকিতা মিলার (২) ড্যারেন স্যামি (২) | মোহাম্মদ আশরাফুল (২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ) |
এ সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় সমিতির মধ্যকার শ্রম অসন্তুষ্টির কারণে পুরো সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম একাদশ মাঠে নামাতে পারেনি।[1]
বাংলাদেশ দল খুব সহজেই দূর্বল ওয়েস্ট ইন্ডিজ দলকে কুপোকাত করে। টেস্ট সিরিজে ২-০ এবং একদিনের আন্তর্জাতিকে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ আস্বাদন করে। টেস্ট সিরিজে বাংলাদেশ তাদের দ্বিতীয় ও তৃতীয় জয় পায়। পাশাপাশি বিদেশ সফরে সিরিজ জয়সহ প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে। একদিনের আন্তর্জাতিকের সিরিজেও বাংলাদেশ টেস্টভূক্ত দলের বিপক্ষে বিদেশ সফরে জয় পায় ও হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়। ওয়েস্ট ইন্ডিজ কেবলমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিকে সিরিজ জয় পায়।
টেস্ট সিরিজ
১ম টেস্ট
৯-১৩ জুলাই স্কোরকার্ড |
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ১ম দিনে বৃষ্টির কারণে খেলা ৩ ঘণ্টা দেরীতে শুরু হয়। ঐদিন বৃষ্টিতে বারংবার খেলা বিঘ্নিত হয়।
- সফরকালে বাংলাদেশের প্রথম টেস্ট বিজয়।
দ্বিতীয় টেস্ট
১৭-২১ জুলাই স্কোরকার্ড |
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ৩য় দিনের চূড়ান্ত পর্বে বৃষ্টি খেলায় বিঘ্ন ঘটায়।
- ৪র্থ দিন বৃষ্টির জন্য ২ ঘণ্টা বিলম্বে খেলা শুরু হয়।
- এ বিজয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিদেশে সিরিজ জয় করে।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২য় ওডিআই
২৮ জুলাই, ২০০৯ স্কোরকার্ড |
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশের ইনিংস চলাকালে বৃষ্টি বিঘ্ন ঘটালেও কোন ওভারের ক্ষতি হয়নি।
৩য় ওডিআই
টি২০আই সিরিজ
একমাত্র টি২০আই
প্রস্তুতিমূলক খেলা
প্রথম-শ্রেণী: ওয়েস্ট ইন্ডিজ এ বনাম বাংলাদেশ একাদশ
লিস্ট এ: ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয় উপাচার্য একাদশ বনাম বাংলাদেশ একাদশ
২৪ জুলাই, ২০০৯ স্কোরকার্ড |
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির জন্য উভয় দলের ইনিংস ২৫ ওভারে নির্ধারণ করা হয়।
তথ্যসূত্র
- "Australia relief at West Indies players strike resolution"। The Telegraph। ১৪ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১২।