২০০৯ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০
২০০৯ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা জুন, ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়।[1] সেপ্টেম্বর, ২০০৭ সালে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার উদ্বোধনী আসর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবার পর এটি হচ্ছে দ্বিতীয় আসর।[2] প্রতিযোগিতায় ১০টি টেস্টভূক্ত দেশের মধ্যে ৯টি দেশের পুরুষ দলসহ বাছাই পর্বে যোগ্যতা অর্জনকারী তিনটি সহযোগী সদস্য এতে অংশগ্রহণ করে। লন্ডনের লর্ডস এবং ওভাল ও নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে সবগুলো খেলা অনুষ্ঠিত হয়। মহিলাদের প্রতিযোগিতাটিও একই সময়ে অনুষ্ঠিত হয়। ২১ জুন লর্ডসে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে পাকিস্তান এবং মহিলাদের প্রতিযোগিতায় নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়।[3][4]
![]() ২০০৯ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ লোগো | |
তারিখ | ৫ জুন – ২১ জুন ২০০৯ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্ব ও নক-আউট |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১২ (১৬ দল থেকে) |
খেলার সংখ্যা | ২৭ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | http://cricket.yahoo.com |
সময়সূচী
- ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় (ইউটিসি+০১) সময়সূচী মোতাবেক।
প্রস্তুতিমূলক খেলা
প্রস্তুতিমূলক খেলা
২০ মে ২০০৯ স্কোরকার্ড |
পাকিস্তান ক্রিকেট বোর্ড প্যাট্রন’স একাদশ ১৪৩/৩ (২০ ওভার) |
ব |
পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান একাদশ ১৪৫/৩ (১৮ ওভার) |
- চেয়ারম্যান একাদশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
পিসিএ মাস্টার্স একাদশ ১৪০/৪ (১৯.২ ওভার) | |
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৯ মে ২০০৯ স্কোরকার্ড |
ব |
পিসিএ মাস্টার্স একাদশ ১৬৩/৭ (২০ ওভার) | |
- পিসিএ মাস্টার্স একাদশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩০ মে ২০০৯ স্কোরকার্ড |
ব |
পিসিএ মাস্টার্স একাদশ ১৪৮/৬ (২০ ওভার) | |
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
সুপার ওভার | ||||||
---|---|---|---|---|---|---|
ডেলিভারি | ![]() |
![]() | ||||
বোলার | ব্যাটসম্যান | রান | বোলার | ব্যাটসম্যান | রান | |
১ | ডার্ক নানেস | উইলিয়াম পোর্টারফিল্ড | ১ | ট্রেন্ট জনস্টন | বাস জুইডেরেন্ট | ২ |
মোট | ৬/০ | মোট | ২ |
ব |
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
গ্রুপ এ
দল | বাছাই | খেলা | জয় | পরাজয় | এন.আর | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
এ১ | ২ | ২ | ০ | ০ | +১.২২৭ | ৪ |
![]() |
এ২ | ২ | ১ | ১ | ০ | −০.১৬২ | ২ |
![]() |
২ | ০ | ২ | ০ | −০.৯৬৬ | ০ |
ব |
||
- ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বাংলাদেশ প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। ভারত ও আয়ারল্যান্ড সুপার এইট পর্বে উত্তীর্ণ হয়।
ব |
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির জন্য উভয় দলের খেলা ১৮ ওভারে নির্ধারণ করা হয়।
গ্রুপ বি
দল | বাছাই | খেলা | জয় | পরাজয় | এন.আর | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
বি২ | ২ | ১ | ১ | ০ | +১.১৭৫ | ২ |
![]() |
বি১ | ২ | ১ | ১ | ০ | +০.৮৫০ | ২ |
![]() |
২ | ১ | ১ | ০ | −২.০২৫ | ২ |
ব |
||
- নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এ ফলাফলে ইংল্যান্ড সুপার এইট পর্বে উত্তীর্ণ হয়।
ব |
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নেদারল্যান্ডস বিদায় নেয়। এ ফলাফলে পাকিস্তান সুপার এইট পর্বে উত্তীর্ণ হয়।
গ্রুপ সি
দল | বাছাই | খেলা | জয় | পরাজয় | এন.আর | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
সি২ | ২ | ২ | ০ | ০ | +০.৬২৬ | ৪ |
![]() |
সি১ | ২ | ১ | ১ | ০ | +০.৭১৫ | ২ |
![]() |
২ | ০ | ২ | ০ | −১.৩৩১ | ০ |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অস্ট্রেলিয়া বিদায় নেয়। শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট পর্বে উত্তীর্ণ হয়।
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
গ্রুপ ডি
দল | বাছাই | খেলা | জয় | পরাজয় | এন.আর | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
ডি২ | ২ | ২ | ০ | ০ | +৩.২৭৫ | ৪ |
![]() |
ডি১ | ২ | ১ | ১ | ০ | +০.৩০৯ | ২ |
![]() |
২ | ০ | ২ | ০ | −৫.২৮১ | ০ |
ব |
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- খেলা ৭ ওভারে কমিয়ে আনা হয়।
ব |
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- স্কটল্যান্ড প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সুপার এইট পর্বে উত্তীর্ণ হয়।
ব |
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
গ্রুপ ই
দল | খেলা | জয় | পরাজয় | এন.আর | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
![]() |
৩ | ৩ | ০ | ০ | +০.৭৮৭ | ৬ |
![]() |
৩ | ২ | ১ | ০ | +০.০৬৩ | ৪ |
![]() |
৩ | ১ | ২ | ০ | −০.৪১৪ | ২ |
![]() |
৩ | ০ | ৩ | ০ | −০.৪৬৬ | ০ |
ব |
||
- ইংল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দক্ষিণ আফ্রিকা সেমি-ফাইনালে উন্নীত হয় ও ভারত প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।
ব |
||
- ইংল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির জন্য ডি/এল পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের পুণঃলক্ষ্যমাত্রা ৯ ওভারে ৮০।
- ওয়েস্ট ইন্ডিজ সেমি-ফাইনালে উত্তীর্ণ ও ইংল্যান্ডের প্রতিযোগিতা থেকে বিদায়।
ব |
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
গ্রুপ এফ
দল | খেলা | জয় | পরাজয় | এন.আর | এনআরআর | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
![]() |
৩ | ৩ | ০ | ০ | +১.২৬৭ | ৬ |
![]() |
৩ | ২ | ১ | ০ | +১.১৮৫ | ৪ |
![]() |
৩ | ১ | ২ | ০ | −০.২৩২ | ২ |
![]() |
৩ | ০ | ৩ | ০ | −২.১৮৩ | ০ |
ব |
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- টুয়েন্টি২০ ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে উমর গুল ৫ উইকেট লাভ করেন।
ব |
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আয়ারল্যান্ড প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।
ব |
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাকিস্তান সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়।
ব |
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কা সেমি-ফাইনালে উত্তীর্ণ হয় ও নিউজিল্যান্ড প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।
নক-আউট পর্ব
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
১৮ জুন – ট্রেন্ট ব্রিজ | ||||||
![]() | ১৪২/৫ (২০.০) | |||||
২১ জুন – লর্ড’স | ||||||
![]() | ১৪৯/৪ (২০.০) | |||||
![]() | ১৩৯/২ (১৮.৪) | |||||
১৯ জুন - দি ওভাল | ||||||
![]() | ১৩৮/৬ (২০.০) | |||||
![]() | ১৫৮/৫ (২০.০) | |||||
![]() | ১০১ (১৭.৪) | |||||
সেমি-ফাইনাল
ব |
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দিলশান দলের ৬০.৭৬% রান করেন ও নতুন রেকর্ড গড়েন। একঘণ্টা বাদেই ক্রিস গেইল ৬২.৩৮% রান করে নতুন রেকর্ড গড়েন।
- ক্রিস গেইল প্রথম খেলোয়াড় হিসেবে টুয়েন্টি২০ ক্রিকেটে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করেন।
ফাইনাল
ব |
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
- ICC World Twenty20 2009 to be held in June ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে, Cricinfo. Retrieved 28 November 2007
- "ICC events"। cricinfo.com। সংগ্রহের তারিখ ২১ জুন ২০০৯।
- "Pakistan power to Twenty20 glory"। BBC Sport। ২১ জুন ২০০৯। ২২ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০০৯।
- Atherton, Mike (২১ জুন ২০০৯)। "Katherine Brunt leads England to World Twenty20 title"। The Times। Times Newspapers। সংগ্রহের তারিখ ২১ জুন ২০০৯।
পাদটীকা
- Miller, Andrew (৪ জুন ২০০৯)। "Bringing the monster back home"। CricInfo। ESPN। ৭ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০০৯।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.