২০০৮-০৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফর

শ্রীলঙ্কা ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২১ ডিসেম্বর, ২০০৮ তারিখ থেকে ১৪ জানুয়ারি ২০০৯ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করে। সফরে তারা বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচ খেলায় অংশগ্রহণ করে। এছাড়াও, একদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতার তিন খেলায় অংশ নেয়, যাতে জিম্বাবুয়ে দলও অংশ নিয়েছিল।

২০০৮-০৯ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফর
 
  বাংলাদেশ শ্রীলঙ্কা
তারিখ ২৩ ডিসেম্বর, ২০০৮ – ১৪ জানুয়ারি, ২০০৯
অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মাহেলা জয়াবর্ধনে
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান সাকিব আল হাসান (১৬৮) তিলকরত্নে দিলশান (৩৬৬)
সর্বাধিক উইকেট সাকিব আল হাসান (১১) মুত্তিয়া মুরালিধরন (১৩)
সিরিজ সেরা খেলোয়াড় তিলকরত্নে দিলশান

দলের সদস্য

টেস্ট
 বাংলাদেশ  শ্রীলঙ্কা

প্রস্তুতিমূলক খেলা

তিনদিনের খেলা

২১-২৩ ডিসেম্বর, ২০০৮
স্কোরকার্ড
৮৮ (৩৪.১ ওভার)
ইমরুল কায়েস ২৬ (৪১)
রঙ্গনা হেরাথ ৬/১৬ (১১.১ ওভার)
৩১৬ (৯৫.৩ ওভার)
তিলকরত্নে দিলশান ৮৮ (১৩৯)
রায়হানউদ্দীন আরাফাত ৩/৩৭ (১০.৩ ওভার)
খেলা ড্র
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সাভার
আম্পায়ার: নাদির শাহ (বাংলাদেশ) ও শরফুদ্দৌলা (বাংলাদেশ)
  • প্রথম দিনে কুয়াশার জন্যে খেলা আয়োজনে সম্ভব হয়নি। দ্বিতীয় দিনে কুয়াশার জন্য খেলা সঙ্কুচিত করা হয়।
  • প্রতিদলে খেলোয়াড় সংখ্যা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ ১৪ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং); শ্রীলঙ্কানস ১২ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)

টেস্ট সিরিজ

১ম টেস্ট

২৬-৩১ ডিসেম্বর, ২০০৮
স্কোরকার্ড
২৯৩ (৮৯.৪ ওভার)
থিলান সামারাবীরা ৯০ (১৪১)
সাকিব আল হাসান ৫/৭০ (২৮.৪ ওভার)
১৭৮ (৬০ ওভার)
ইমরুল কায়েস ৩৩ (৫৩)
মুত্তিয়া মুরালিধরন ৬/৪৯ (২২ ওভার)
৪০৫/৬ডিঃ (১০৮ ওভার)
মাহেলা জয়াবর্ধনে ১৬৬ (২৬৯)
মেহরাব হোসেন জুনিয়র ২/৩৭ (১০ ওভার)
৪১৩ (১২৬.২ ওভার)
মোহাম্মদ আশরাফুল ১০১ (৯৩)
মুত্তিয়া মুরালিধরন ৪/১৪১ (৪৮ ওভার)
শ্রীলঙ্কা ১০৭ রানে বিজয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
আম্পায়ার: স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচসেরা: সাকিব আল হাসান (বাংলাদেশ)
  • ২০০৮ সালের সাধারণ নির্বাচনের জন্য ২৯ ডিসেম্বর বিশ্রাম দিন রাখা হয়।

২য় টেস্ট

৩-৭ জানুয়ারি ২০০৯
স্কোরকার্ড
৩৮৫ (৯৪ ওভার)
তিলকরত্নে দিলশান ১৬২ (১৬৫)
সাকিব আল হাসান ৪/১০৯ (৩০ ওভার)
২০৮ (৭৬.২ ওভার)
মাশরাফি বিন মর্তুজা ৬৩ (৮৯)
অজন্তা মেন্ডিস ৪/৭১ (২৮ ওভার)
৪৪৭/৬ডিঃ (১২৭ ওভার)
তিলকরত্নে দিলশান ১৪৩ (১৭৫)
মোহাম্মদ আশরাফুল ২/৫৬ (১৭ ওভার)
১৫৮ (৪৯.২ ওভার)
সাকিব আল হাসান ৪৬ (৪৯)
তিলকরত্নে দিলশান ৪/১০ (৪.২ ওভার)
শ্রীলঙ্কা ৪৬৫ রানে বিজয়ী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
আম্পায়ার: স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচসেরা: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)

পরিসংখ্যান

টেস্ট
ব্যাটিং[1]
খেলোয়াড়দলম্যাচইনিংসরানগড়সর্বোচ্চ১০০৫০
তিলকরত্নে দিলশান  শ্রীলঙ্কা ৩৬৬ ৯১.৫০ ১৬২
থিলান সামারাবীরা  শ্রীলঙ্কা ২৪৮ ৬২.০০ ৯০
মাহেলা জয়াবর্ধনে  শ্রীলঙ্কা ২০২ ৫০.৫০ ১৬৬
কুমার সাঙ্গাকারা  শ্রীলঙ্কা ১৬৯ ৪২.২৫ ৬৭
সাকিব আল হাসান  বাংলাদেশ ১৬৮ ৪২.০০ ৯৬
বোলিং[2]
খেলোয়াড়দলম্যাচওভারউইকেটগড়সেরা৫ উই১০ উই
মুত্তিয়া মুরালিধরন  শ্রীলঙ্কা ১০০.২ ১৩ ২১.৬৯ ৬/৪৯
সাকিব আল হাসান  বাংলাদেশ ১১৮.৪ ১১ ৩৫.৬৩ ৫/৭০
অজন্তা মেন্ডিস  শ্রীলঙ্কা ৪৩ ১৮.২৮ ৪/৭১
মাশরাফি বিন মর্তুজা  বাংলাদেশ ৭৬ ৩৩.৮৫ ৩/৫৮
চামিন্দা ভাস  শ্রীলঙ্কা ৫৪ ২৪.০০ ২/২১

তথ্যসূত্র

  1. "Records / Sri Lanka in Bangladesh Test Series, 2008/09 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-২৩
  2. "Records / Sri Lanka in Bangladesh Test Series, 2008/09 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-২৩

টেমপ্লেট:বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ টেমপ্লেট:International cricket in 2008-09

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.