২০০৭ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ পরিসংখ্যান

অত্র নিবন্ধটি ২০০৭ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও রেকর্ড সম্পর্কীয়। ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ভারত জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়।

রেকর্ডসমূহ

দল প্রতিপক্ষ স্থান তারিখ
 দক্ষিণ আফ্রিকা  ওয়েস্ট ইন্ডিজ ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহেন্সবার্গ ১১ সেপ্টেম্বর ২০০৭
  • একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলায় সর্বাধিকসংখ্যক বাউন্ডারি - ২৫২ রান, ৩৬ চার ও ১৮ ছক্কা; ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।[1]
  • একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলায় ব্যক্তিগত সর্বাধিকসংখ্যক ছক্কা – ১০, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)[2]
  • একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলায় ব্যক্তিগত সর্বাধিকসংখ্যক চার - ১৪, হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা)[3]
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ইনিংসে প্রথম শতক - ১১৭ রান (৫৭ বল), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)[2]
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ইনিংসে বাউন্ডারি সহযোগে সর্বাধিক ব্যক্তিগত রান - ৮৮ (১০ ছক্কা, ৭ চার), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)[4]
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ইনিংসে সর্বাধিক ব্যক্তিগত রান - ১১৭ রান (৫৭ বল), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)[5]
  • দ্বিতীয় ইনিংসে সর্বাধিক দলীয় রান - ২০৮, দক্ষিণ আফ্রিকা[6]
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকের যে-কোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি - ১৪৫, ক্রিস গেইল - ডেভন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ)[7]
 কেনিয়া  নিউজিল্যান্ড সাহারা স্টেডিয়াম কিংসমিড, ডারবান ১২ সেপ্টেম্বর ২০০৭
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ইনিংসে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ - ৭৩ (১৬.৫ ওভার), কেনিয়া[8]
 বাংলাদেশ  ওয়েস্ট ইন্ডিজ ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহেন্সবার্গ ১৩ সেপ্টেম্বর ২০০৭
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ইনিংসে সর্বাধিক স্ট্রাইক রেট - ৪১৪.২৮ (৭ বলে ২৯ রান), ডোয়েন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ)[9]
 শ্রীলঙ্কা  কেনিয়া ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহেন্সবার্গ ১৪ সেপ্টেম্বর ২০০৭
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকে সর্বোচ্চ দলীয় সংগ্রহ - ২৬০/৬, শ্রীলঙ্কা[9]
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের ব্যবধানে জয় - ১৭২, শ্রীলঙ্কা বনাম কেনিয়া[9]
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ইনিংসে দলীয় সর্বাধিক চার - ৩০, শ্রীলঙ্কা[9]
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ইনিংসে বাউন্ডারি সহযোগে দলীয় সর্বাধিক রান - ১৮৬ (৩০ চার ও ১১ ছক্কা), শ্রীলঙ্কা[9]
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ইনিংসে প্রথমবারের মতো তিনজন বোলার ৫০ বা অধিক রান প্রদান করেন - নেহেমিয়া ওধিয়াম্বো, পিটার অঙ্গন্ডোল্যামেক অনিয়াঙ্গো, কেনিয়া[9]
 অস্ট্রেলিয়া  বাংলাদেশ নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন ১৬ সেপ্টেম্বর ২০০৭
 ভারত  ইংল্যান্ড সাহারা স্টেডিয়াম কিংসমিড, ডারবান ১৯ সেপ্টেম্বর ২০০৭
  • শীর্ষস্তরের (প্রথম-শ্রেণী, লিস্ট এ এবং টুয়েন্টি২০) ক্রিকেট ইতিহাসে ৪র্থ এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রখমবারের মতো ছয় বলে ছয় ছক্কা (সর্বমোট ৩৬ রান) - যুবরাজ সিং[11]
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকে দ্রুততম অর্ধ-শতক - ১২ বল, যুবরাজ সিং (ভারত)[12]
  • প্রথমবারের মতো একই ইনিংসে ৩ ব্যাটসম্যানের অর্ধ-শতক - বীরেন্দ্র শেওয়াগ, গৌতম গম্ভীর ও যুবরাজ সিং (ভারত)[13]
  • উভয় দলের সর্বমোট সংগ্রহ - ৪১৮ রান[13]
 অস্ট্রেলিয়া  শ্রীলঙ্কা নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন ২০ সেপ্টেম্বর ২০০৭
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকে উইকেটের ব্যবধানে বৃহৎ জয় - ১০ উইকেটে, অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা[14]
 ভারত  অস্ট্রেলিয়া কিংসমিড, ডারবান ২২ সেপ্টেম্বর ২০০৭
  • টুয়েন্টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক দূরত্বে ছক্কা হাঁকানো - ১১৯ মিটার, যুবরাজ সিং (ভারত) অস্ট্রেলিয়ার ব্রেট লি’র বলে।[15]

সর্বোচ্চ দলীয় সংগ্রহ

বোলিং

প্রতিযোগিতায় সর্বাধিক উইকেটলাভকারী

  • টীকা: শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকা দেখানো হলো।
খেলোয়াড় দল খেলার সংখ্যা[16] ওভার রান উইকেট মেইডেন[17] গড় ৪উইঃ[18] ৫উইঃ[19] বিবিআই ইকোঃ[20] এস/আর
উমর গুল পাকিস্তান২৭.৪১৫৫১৩১১.৯২৪/২৫৫.৬০১২.৭
স্টুয়ার্ট ক্লার্ক অস্ট্রেলিয়া২৪১৪৪১২১২.০০৪/২০৬.০০১২.০০
আর.পি. সিং ভারত২৪১৫২১২১২.৬৬৪/১৩৬.৩৩১২.০
শহীদ আফ্রিদি পাকিস্তান২৮১৮৮১২১৫.৬৬৪/১৯৬.৭১১৪.০
ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ড২৪১২৮১১১১.৬৩৪/২০৫.৩৩১৩.০৯
ইরফান পাঠান ভারত২২১৪৯১০১৪.৯০৩/৩৭৬.৭৭১৩.২
মোহাম্মাদ আসিফ পাকিস্তান২৬.৫২১২১০২১.২০৪/১৮৭.৯০১৬.১
মরনে মরকেল দক্ষিণ আফ্রিকা২০১২০১৩.৩৩৪/১৭৬.০০১৩.৩
নাথান ব্র্যাকেন অস্ট্রেলিয়া২২.২১৪২১৭.৭৫৩/১৬৬.৩৫১৬.৭
মিচেল জনসন অস্ট্রেলিয়া২৪১৫৩১৯.১২৩/২২৬.৩৭১৮.০
উৎস: ক্রিকইনফো.কম

সেরা বোলিং পরিসংখ্যান

টীকা: শীর্ষ ১০ খেলায়াড়ের সেরা বোলিং পরিসংখ্যান দেখানো হলো।

পরিসংখ্যান
উইকেট/রান (ওভার)
বোলার দল প্রতিপক্ষ স্থান তারিখ
৫/৬ (৩.০) উমর গুল পাকিস্তান স্কটল্যান্ডকিংসমিড, ডারবান১২ সেপ্টেম্বর ২০০৭
৪/৭ (২.৫) মার্ক গিলেস্পি নিউজিল্যান্ড কেনিয়াকিংসমিড, ডারবান১২ সেপ্টেম্বর ২০০৭
৪/১৩ (৪.০) আর. পি. সিং ভারত দক্ষিণ আফ্রিকাকিংসমিড, ডারবান২০ সেপ্টেম্বর ২০০৭
৪/১৭ (৪.০) মরনে মরকেল দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকিংসমিড, ডারবান১৯ সেপ্টেম্বর ২০০৭
৪/১৮ (৪.০) মোহাম্মদ আসিফ পাকিস্তান ভারতকিংসমিড, ডারবান১৪ সেপ্টেম্বর ২০০৭
৪/১৯ (৪.০) শহীদ আফ্রিদি পাকিস্তান স্কটল্যান্ডকিংসমিড, ডারবান১২ সেপ্টেম্বর ২০০৭
৪/২০ (৪.০) স্টুয়ার্ট ক্লার্ক অস্ট্রেলিয়া শ্রীলঙ্কানিউল্যান্ডস, কেপ টাউন২০ সেপ্টেম্বর ২০০৭
৪/২০ (৪.০) ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ড ভারতওয়ান্ডেরার্স, জোহানেসবার্গ১৬ সেপ্টেম্বর ২০০৭
৪/৩১ (৪.০) এলটন চিগুম্বুরা জিম্বাবুয়ে ইংল্যান্ডনিউল্যান্ডস, কেপ টাউন১৩ সেপ্টেম্বর ২০০৭
উৎস: ক্রিকইনফো.কম

মেইডেন ওভার

বোলার ওভার
সংখ্যা
দল প্রতিপক্ষ স্থান তারিখ উইকেট
শেন বন্ড নিউজিল্যান্ড কেনিয়াডারবান১২ সেপ্টেম্বর ২০০৭
  • মরিস ওমা বোল্ড
  • তন্ময় মিশ্রওরাম
ক্রিস মার্টিন নিউজিল্যান্ড কেনিয়াডারবান১২ সেপ্টেম্বর ২০০৭
ডিওয়াল্ড নেল স্কটল্যান্ড পাকিস্তানডারবান১২ সেপ্টেম্বর ২০০৭নেই
সৈয়দ রাসেল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজজোহানেসবার্গ১৩ সেপ্টেম্বর ২০০৭
চামিন্দা ভাস শ্রীলঙ্কা কেনিয়াজোহানেসবার্গ১৪ সেপ্টেম্বর ২০০৭
  • মরিস ওমা এলবিডব্লিউ
ইরফান পাঠান ভারত পাকিস্তানডারবান১৪ সেপ্টেম্বর ২০০৭
শন পোলক দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকেপটাউন১৬ সেপ্টেম্বর ২০০৭
দিলহারা ফার্নান্দো শ্রীলঙ্কা পাকিস্তানজোহানেসবার্গ১৭ সেপ্টেম্বর ২০০৭
শহীদ আফ্রিদি পাকিস্তান অস্ট্রেলিয়াজোহানেসবার্গ১৮ সেপ্টেম্বর ২০০৭
সৈয়দ রাসেল বাংলাদেশ শ্রীলঙ্কাজোহানেসবার্গ১৮ সেপ্টেম্বর ২০০৭নেই
দিলহারা ফার্নান্দো শ্রীলঙ্কা বাংলাদেশজোহানেসবার্গ২৪ সেপ্টেম্বর ২০০৭
মার্ক গিলেস্পি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাডারবান১৯ সেপ্টেম্বর ২০০৭
দিলহারা ফার্নান্দো শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকেপটাউন২০ সেপ্টেম্বর ২০০৭নেই
এস. শ্রীশান্ত ভারত অস্ট্রেলিয়াডারবান২২ সেপ্টেম্বর ২০০৭নেই
এস. শ্রীশান্ত ভারত পাকিস্তানজোহানেসবার্গ২৪ সেপ্টেম্বর ২০০৭নেই

ব্যাটিং

প্রতিযোগিতায় সর্বাধিক রান

  • টীকা: কেবলমাত্র শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকা দেখানো হলো।
খেলোয়াড় দল খেলা[16] অঃ সর্বমোট[21] গড় ৫০ ১০০ সেরা[22] এস/আর
ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়া২৬৫৮৮.৩৩৭৩*১৪৪.৮০৩২১০
গৌতম গম্ভীর ভারত২২৭৩৭.৮৩৭৫১২৯.৭১২৭
মিসবাহ-উল-হক পাকিস্তান২১৮৫৪.৫০৬৬*১৩৯.৭৪১৮
শোয়েব মালিক পাকিস্তান১৯৫৩৯.০০৫৭১২৬.৬২১৫
কেভিন পিটারসন ইংল্যান্ড১৭৮৩৫.৬০৭৯১৬১.৮১১৭
জাস্টিন ক্যাম্প দক্ষিণ আফ্রিকা১৭৩৮১.৫০৮৯*১৩৯.৫১১৩১০
অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া১৬৯৩৩.৮০৪৫১৫০.৮৯১৭
ক্রেইগ ম্যাকমিলান নিউজিল্যান্ড১৬৩৪০.৭৫৫৭১৮১.১১১৩
আফতাব আহমেদ বাংলাদেশ১৬২৪০.৫০৬২*১২৯.৬০১৮
মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা১৫৯৩৯.৭৫৬৫১৫২.৮৮১৬
উৎস: ক্রিকইনফো.কম

সর্বোচ্চ ব্যক্তিগত রান

টীকা: কেবলমাত্র শীর্ষ ১০ খেলোয়াড়ের রান তালিকায় দেখানো হলো।

রান বল[23] ব্যাটসম্যান দল প্রতিপক্ষ স্থান তারিখ স্ট্রাইক রেট
১১৭ ৫৭ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাজোহানেসবার্গ১১ সেপ্টেম্বর ২০০৭২০৫.২৬
৯০* ৫৫হার্শেল গিবস দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজজোহানেসবার্গ১১ সেপ্টেম্বর ২০০৭১৬৩.৬৩
৮৯* ৫৬জাস্টিন ক্যাম্প দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডডারবান১৯ সেপ্টেম্বর ২০০৭১৫৮.৯২
৮৮ ৪৪সনাথ জয়াসুরিয়া শ্রীলঙ্কা কেনিয়াজোহেন্সবার্গ১৪ সেপ্টেম্বর ২০০৭২০০.০০
৭৯ ৩৭কেভিন পিটারসন ইংল্যান্ড জিম্বাবুয়েকেপটাউন১৩ সেপ্টেম্বর ২০০৭২১৩.৫১
৭৫ ৫৪গৌতম গম্ভীর ভারত পাকিস্তানজোহানেসবার্গ২৪ সেপ্টেম্বর ২০০৭১৩৮.৮৮
৭৩* ৪৮ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়া বাংলাদেশকেপটাউন১৬ সেপ্টেম্বর ২০০৭১৫২.০৮
৭১ ৪৯জুনায়েদ সিদ্দিকী বাংলাদেশ পাকিস্তানকেপটাউন২০ সেপ্টেম্বর ২০০৭১৪৪.৮৯
৭০ ৩০যুবরাজ সিং ভারত অস্ট্রেলিয়াডারবান২২ সেপ্টেম্বর ২০০৭২৩৩.৩৩
৬৮ ৪২বীরেন্দ্র শেওয়াগ ভারত ইংল্যান্ডডারবান১৯ সেপ্টেম্বর ২০০৭১৫৫.৮১
উৎস: ক্রিকইনফো.কম

প্রতিযোগিতায় সর্বাধিক রানের জুটি

টীকা: শীর্ষ ১০ সর্বাধিক রানের জুটি লিপিবদ্ধ করা হলো।

রান (বল) উইকেট জুটি দল প্রতিপক্ষ স্থান তারিখ
১৪৫ (৮১) ১মক্রিস গেইল/ডেভন স্মিথ ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাজোহানেসবার্গ১১ সেপ্টেম্বর ২০০৭
১৩৬ (৮৮) ১মগৌতম গম্ভীর/বীরেন্দ্র শেওয়াগ ভারত ইংল্যান্ডডারবান১৯ সেপ্টেম্বর ২০০৭
১২০* (৫৭) ৩য়হার্শেল গিবস/জাস্টিন ক্যাম্প দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজজোহানেসবার্গ১১ সেপ্টেম্বর ২০০৭
১১৯* (৭৫) ৫মশোয়েব মালিক/মিসবাহ-উল-হক পাকিস্তান অস্ট্রেলিয়াজোহেন্সবার্গ১৮ সেপ্টেম্বর ২০০৭
১০৯ (৬২) ৩য়আফতাব আহমেদ/মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজজোহেন্সবার্গ১৩ সেপ্টেম্বর ২০০৭
১০৪ (৬৯) ১মঅ্যাডাম গিলক্রিস্ট/ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়া বাংলাদেশকেপটাউন১৬ সেপ্টেম্বর ২০০৭
১০২* (৬২) ১মঅ্যাডাম গিলক্রিস্ট/ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকেপটাউন২২ সেপ্টেম্বর ২০০৭
১০১ (৫৫) ৪র্থইউনুস খান/শোয়েব মালিক পাকিস্তান শ্রীলঙ্কাজোহানেসবার্গ১৭ সেপ্টেম্বর ২০০৭
১০০ (৪৫) ৪র্থকেভিন পিটারসন/পল কলিংউড ইংল্যান্ড জিম্বাবুয়েকেপটাউন১৩ সেপ্টেম্বর ২০০৭
৯৫ (৭৯) ২য়ডেভন স্মিথ/শিবনারায়ণ চন্দরপল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশজোহানেসবার্গ১৩ সেপ্টেম্বর ২০০৭
উৎস: ক্রিকইনফো.কম

প্রতি উইকেটে সর্বোচ্চ রানের জুটি

টীকা: * অসম্পূর্ণ রানের জুটিকে উল্লেখ করা হয়েছে।
উইকেট রান জুটি দল প্রতিপক্ষ স্থান তারিখ
১ম ১৪৫ক্রিস গেইল/ডেভন স্মিথ ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাজোহানেসবার্গ১১ সেপ্টেম্বর ২০০৭
২য় ৯৫ডেভন স্মিথ/শিবনারায়ণ চন্দরপল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশজোহেন্সবার্গ১৩ সেপ্টেম্বর ২০০৭
৩য় ১২০*হার্শেল গিবস/জাস্টিন ক্যাম্প দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজজোহেন্সবার্গ১১ সেপ্টেম্বর ২০০৭
৪র্থ ১০১ইউনুস খান/শোয়েব মালিক পাকিস্তান শ্রীলঙ্কাজোহেন্সবার্গ১৭ সেপ্টেম্বর ২০০৭
৫ম ১১৯*শোয়েব মালিক/মিসবাহ-উল-হক পাকিস্তান অস্ট্রেলিয়াজোহেন্সবার্গ১৮ সেপ্টেম্বর ২০০৭
৬ষ্ঠ ৭৩ক্রেইগ ম্যাকমিলান/জ্যাকব ওরাম নিউজিল্যান্ড ভারতজোহেন্সবার্গ১৬ সেপ্টেম্বর ২০০৭
৭ম ৪৫*জিহান মুবারক/জ্ঞান বিজেকুন শ্রীলঙ্কা কেনিয়াজোহেন্সবার্গ১৪ সেপ্টেম্বর ২০০৭
৮ম ৪০জিহান মুবারক/চামিন্দা ভাস শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ানিউল্যান্ডস, কেপ টাউন১৭ সেপ্টেম্বর ২০০৭
৯ম ২৭জিমি কামান্দে/রাজেশ ভুদিয়া কেনিয়া নিউজিল্যান্ডডারবান১২ সেপ্টেম্বর ২০০৭
১০ম ১৮মাজিদ হক/দিওয়াল্দ নেল স্কটল্যান্ড পাকিস্তানডারবান১২ সেপ্টেম্বর ২০০৭
উৎস: ক্রিকইনফো.কম

খেলায়

টীকা: একমাত্র ৫ বা ততোধিক ছক্কার তালিকা উল্লেখ করা হয়েছে।

ছক্কা খেলোয়াড় দল প্রতিপক্ষ স্থান তারিখ
১০ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাজোহানেসবার্গ১১ সেপ্টেম্বর ২০০৭
যুবরাজ সিং ভারত ইংল্যান্ডডারবান১৯ সেপ্টেম্বর ২০০৭
জাস্টিন ক্যাম্প দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডডারবান১৯ সেপ্টেম্বর ২০০৭
জিহান মুবারক শ্রীলঙ্কা কেনিয়াজোহানেসবার্গ১৪ সেপ্টেম্বর ২০০৭
ইমরান নাজির পাকিস্তান নিউজিল্যান্ডকেপ টাউন২২ সেপ্টেম্বর ২০০৭
যুবরাজ সিং ভারত অস্ট্রেলিয়াডারবান২২ সেপ্টেম্বর ২০০৭
উৎস: ক্রিকইনফো.কম

প্রতিযোগিতায়

টীকা: ১০ বা ততোধিক ছক্কা হাঁকানো খেলোয়াড়ের তালিকা উল্লেখ করা হয়েছে।"
ছক্কা খেলোয়াড় দল ইনিংস
১৩ক্রেইগ ম্যাকমিলান নিউজিল্যান্ড
১২যুবরাজ সিং ভারত
১০ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ
জাস্টিন ক্যাম্প দক্ষিণ আফ্রিকা
ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়া
ইমরান নাজির পাকিস্তান
উৎস: ক্রিকইনফো.কম

দলভিত্তিক

প্রতিযোগিতায় সর্বমোট ছক্কা হয়েছে - ২৬৫

ছক্কা ওভার দল
৪১১৩৬.৩ পাকিস্তান উৎস: ক্রিকইনফো.কম
৪০১০৭.৪ নিউজিল্যান্ড উৎস: ক্রিকইনফো.কম
৩৮১২০ ভারত উৎস: ক্রিকইনফো.কম
২৭১০০ ইংল্যান্ড উৎস: ক্রিকইনফো.কম
২৭৯৮.২ শ্রীলঙ্কা উৎস: ক্রিকইনফো.কম
২৬৯৯ অস্ট্রেলিয়া উৎস: ক্রিকইনফো.কম
২৩৮৫.৪ দক্ষিণ আফ্রিকা উৎস: ক্রিকইনফো.কম
২০৪০ ওয়েস্ট ইন্ডিজ উৎস: ক্রিকইনফো.কম
১৬৯৩ বাংলাদেশ উৎস:: ক্রিকইনফো.কম
৩৯.৫ জিম্বাবুয়ে উৎস: ক্রিকইনফো.কম
৩৬.২ কেনিয়া উৎস: ক্রিকইনফো.কম
১৯.৫ স্কটল্যান্ড উৎস: ক্রিকইনফো.কম

সর্বাধিক স্ট্রাইক রেট

টীকা: কমপক্ষে ২৫ বল মোকাবেলাকারী শীর্ষ ৫ খেলোয়াড়ের তালিকা দেখানো হয়েছে।
স্ট্রাইক রেট খেলোয়াড় দল ইনিংস
১৯৭.৮২শহীদ আফ্রিদি পাকিস্তান
১৯৫.০০ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ
১৯৪.৭৩যুবরাজ সিং ভারত
১৮১.২৫মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ
১৮১.১১ক্রেইগ ম্যাকমিলান নিউজিল্যান্ড
উৎস: ক্রিকইনফো.কম

ফিল্ডিং

খেলায় সর্বাধিক ক্যাচ

টীকা: উইকেট-রক্ষকদেরকে তালিকার বাইরে রাখা হয়েছে।
ক্যাচ খেলোয়াড় দল বনাম স্থান তারিখ
ব্রেট লি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকেপ টাউন২০ সেপ্টেম্বর ২০০৭
২৪জন খেলোয়াড় এ কৃতিত্ব অর্জন করেছেন।
উৎস: ক্রিকইনফো.কম

প্রতিযোগিতায় সর্বাধিক ক্যাচ

টীকা: ৪ বা ততোধিক ক্যাচ ধরায় সম্পৃক্ত খেলোয়াড়ের তালিকা দেখানো হলো। উইকেটে-রক্ষকদেরকে তালিকার বাইরে রাখা হয়েছে।
ক্যাচ খেলোয়াড় দল খেলার সংখ্যা
আব্রাহাম ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকা
ইউনুস খান পাকিস্তান
মোহাম্মদ হাফিজ পাকিস্তান
মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়া
অ্যান্ড্রু ফ্লিনটফ ইংল্যান্ড
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা
গ্রেইম স্মিথ দক্ষিণ আফ্রিকা
ব্রেট লি অস্ট্রেলিয়া
রস টেলর নিউজিল্যান্ড
উৎস: ক্রিকইনফো.কম

উইকেট-রক্ষণ

খেলায় সর্বাধিক আউট

টীকা: শীর্ষ ৬ খেলোয়াড়ের পরিসংখ্যান তারিখ অনুযায়ী দেখানো হলো।

ক্রমিক[24] খেলোয়াড় দেশ প্রতিপক্ষ স্থান তারিখ
অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া জিম্বাবুয়েকেপ টাউন১২ সেপ্টেম্বর ২০০৭
ম্যাথু প্রায়র ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকেপ টাউন১৬ সেপ্টেম্বর ২০০৭
মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজজোহানেসবার্গ১১ সেপ্টেম্বর ২০০৭
মুশফিকুর রহিম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজজোহানেসবার্গ১৩ সেপ্টেম্বর ২০০৭
মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডডারবান১৯ সেপ্টেম্বর ২০০৭
ব্রেন্ডন ম্যাককুলাম নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাডারবান১৯ সেপ্টেম্বর ২০০৭
উৎস: ক্রিকইনফো.কম

প্রতিযোগিতায় সর্বাধিক আউটকারী

টীকা: শীর্ষ ৫ খেলোয়াড়ের পরিসংখ্যান দেখানো হয়েছে।

আউট
(স্টাম্পিং)
খেলোয়াড় দল খেলার সংখ্যা
অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া
(৩)মুশফিকুর রহিম বাংলাদেশ
মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকা
(১)ব্রেন্ডন ম্যাককুলাম নিউজিল্যান্ড
ম্যাট প্রায়র ইংল্যান্ড
(২)কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা
(১)কামরান আকমল পাকিস্তান
উৎস: ক্রিকইনফো.কম

তথ্যসূত্র

  1. "Cricinfo - Records - Twenty20 Internationals - Most runs from fours and sixes in a match"Cricinfo। ১১ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১২
  2. "Gayle ton fails to stop S Africa"BBC। ১১ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১১
  3. "Cricinfo - Records - Twenty20 Internationals - Most fours in an innings"Cricinfo। ১১ সেপ্টেম্বর ২০০৭। ২০০৭-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১২
  4. "Cricinfo - Records - Twenty20 Internationals - Most runs from fours and sixes in an innings"Cricinfo। ১১ সেপ্টেম্বর ২০০৭। ২০০৭-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১২
  5. "Cricinfo - Records - Twenty20 Internationals - Most runs in an innings"Cricinfo। ১১ সেপ্টেম্বর ২০০৭। ২০০৭-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১২
  6. "Cricinfo - Records - Twenty20 Internationals - Highest innings totals batting second"Cricinfo। ১১ সেপ্টেম্বর ২০০৭। ২০০৭-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১২
  7. "Records - Twenty20 Internationals - Highest partnerships for any wicket"। Cricinfo। ২০০৭-১০-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১১
  8. Dileep Premachandran (১২ সেপ্টেম্বর ২০০৭)। "New Zealand decimate Kenya by nine wickets"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৬
  9. HR Gopalakrishna and Mathew Verghese। "Sri Lanka break records in convincing win"। cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৪
  10. "Lee hat-trick in Australia romp"। BBC। ১৬ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৬
  11. "Yuvraj blasts his way in to history"। Cricinfo। ১৯ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৯
  12. "Records - Twenty20 Internationals - Fastest fifties"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৯
  13. Cricinfo - Yuvraj blitzes his way into record books
  14. "Largest victories ICC World Twenty20, 2007/08"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-২১
  15. "Records - Twenty20 Internationals - Longest six"। thetwenty20cup.co.uk। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-২২
  16. Matches played.
  17. Maiden overs.
  18. 4WI is the act of a bowler taking 4 wickets or more during his allocated overs.
  19. 5WI is the act of a bowler taking 5 wickets or more during his allocated overs.
  20. Average runs conceded per over bowled.
  21. Total number of runs scored in the tournament.
  22. Top score by the batsman.
  23. Balls is the lowest denomination of play in cricket representing one complete legal play. A bowler runs into the crease and delivers the ball to the batsman who then has various choices of playing various shots (including letting it go scot-free). Six balls make an over
  24. Number of catches and stumpings taken.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.