২০০৩ শীতকালীন এশিয়ান গেমস
২০০৩ শীতকালীন এশিয়ান গেমস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া আসর শীতকালীন এশিয়ান গেমসের ৫ম আসর হিসাবে ২০০৩ সালের ১ - ৮ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানের আউমোরিতে অনুষ্ঠিত হয়। এটি জাপানে অনুষ্ঠিত শীতকালীন এশিয়ান গেমসের তৃতীয় আসর এর আগে ১৯৮৬, ১৯৯০ শীতকালীন এশিয়ান গেমস জাপানের সাপ্পোরোতে অনুষ্ঠিত হয়।
৫ম শীতকালীন এশিয়ান গেমস | |
---|---|
স্বাগতিক শহর | আউমোরি, জাপান |
অংশগ্রহণকারী জাতিসমূহ | ১৭ |
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ৬৪১ |
বিষয়সমূহ | ৫১ টি বিষয়ে ৫ টি ক্রীড়া |
উদ্বোধনী অনুষ্ঠান | ১ ফেব্রুয়ারি |
সমাপ্তি অনুষ্ঠান | ৮ ফেব্রুয়ারি |
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | ক্রাউন প্রিন্স নরুহিতো |
ক্রীড়াবিদের শপথ | কিমিনোবু কিমুরা |
টর্চ লাইটার | কাইয়ুকু ফুকুশি |
প্রধান মিলনস্থন | আও-মোরি এরেনা, আওমোরি শহর |
মাসকট
২০০৩ এশিয়ান শীতকালীন গেমসের মাসকটের নাম হল উইন্টা, যা একটি কালো কাঠঠোকরা। [1]
ক্রীড়াসমুহ
|
|
- নমুনা প্রদর্শিত ক্রীড়া
- স্নোবোর্ডিং (৩) (বিশদ) (মহিলা)
অংশগ্রহণকারী দেশসমূহ
২০০৩ শীতকালীন প্রতিযোগিতায় ২৯টি দেশ প্রতিনিধি পাঠায় এবং ১৭ দেশ সরাসরি প্রতিযোগিতায় অংশ নেয়|[2]
|
|
- অংশ না নেওয়া দেশসমূহ
ক্রীড়া পঞ্জিকা
● | উদ্বোধনী অনুষ্ঠান | ইভেন্ট প্রতিযোগিতা | ● | ইভেন্ট ফাইনাল | ● | সমাপনী অনুষ্ঠান |
জানুয়ারি / ফেব্রুয়ারি ২০০৩ | ৩০ বৃহঃ |
৩১ শুক্র |
১ শনি |
২ রবি |
৩ সোম |
৪ মঙ্গ |
৫ বুধ |
৬ বৃহঃ |
৭ শুক্র |
৮ শনি |
স্বর্ণ পদক |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
আলপাইন স্কিং | ১ | ১ | ১ | ১ | ৪ | ||||||
বায়াথলন | ২ | ২ | ২ | ৬ | |||||||
ক্রস কান্ট্রি স্কিং | ২ | ১ | ১ | ১ | ১ | ১ | ৭ | ||||
কার্লিং | ২ | ২ | |||||||||
ফিগার স্কেটিং | ১ | ৩ | ৪ | ||||||||
ফ্রি স্টাইল স্কিং | ২ | ২ | |||||||||
আইস হকি | ১ | ১ | ২ | ||||||||
শর্ট ট্রাক স্পীড স্কেটিং | ৪ | ৬ | ১০ | ||||||||
স্কী জাম্পিং | ১ | ১ | ২ | ||||||||
স্নোবোর্ডিং | ১ | ১ | ১ | ৩ | |||||||
স্পীড স্কেটিং | ২ | ৪ | ৩ | ৯ | |||||||
মোট স্বর্ণ পদক | ৬ | ১০ | ৬ | ৮ | ৮ | ১৩ | ৫১ | ||||
অনুষ্ঠান | ● | ● | |||||||||
জানুয়ারি / ফেব্রুয়ারি ২০০৩ | ৩০ বৃহঃ |
৩১ শুক্র |
১ শনি |
২ রবি |
৩ সোম |
৪ মঙ্গ |
৫ বুধ |
৬ বৃহঃ |
৭ শুক্র |
৮ শনি |
স্বর্ণ পদক |
পদক তালিকা
আয়োজক দেশ
১ | জাপান (JPN) | ২৪ | ২৩ | ২০ | ৬৭ |
২ | দক্ষিণ কোরিয়া (KOR) | ১০ | ৮ | ১০ | ২৮ |
৩ | চীন (CHN) | ৯ | ১১ | ১৩ | ৩৩ |
৪ | কাজাখস্তান (KAZ) | ৭ | ৭ | ৬ | ২০ |
৫ | লেবানন (LIB) | ১ | ১ | ০ | ২ |
৬ | উত্তর কোরিয়া (PRK) | ০ | ১ | ১ | ২ |
৭ | উজবেকিস্তান (UZB) | ০ | ০ | ১ | ১ |
মোট | ৫১ | ৫১ | ৫১ | ১৫৩ |
---|
তথ্যসূত্র
- "Logos and Mascots of Selected Sport Games and Sports"। ৩০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "AWAGOC News"। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.