২০তম মেরিল-প্রথম আলো পুরস্কার

২০তম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের বিংশ আয়োজন। ২০১৭ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালের ৩০শে মার্চ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার প্রদান করা হয়।[1] এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেরদৌস আহমেদপূর্ণিমা। এ বছর মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় অভিনেত্রী ববিতাকে[2]

২০তম মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ৩০ মার্চ ২০১৮
স্থানবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ
উপস্থাপকফেরদৌস আহমেদ, পূর্ণিমা
আলোকপাত
আজীবন সম্মাননাববিতা
শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দখাঁচা
শ্রেষ্ঠ পরিচালনাআকরাম খান
খাঁচা
শ্রেষ্ঠ অভিনেতাআরিফিন শুভ
ঢাকা অ্যাটাক
শ্রেষ্ঠ অভিনেত্রীনুসরাত ইমরোজ তিশা
ডুব
  ১৯তম মেরিল-প্রথম আলো পুরস্কার ২১তম  

বিজয়ী ও মনোনীতদের তালিকা

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

তারকা জরিপ

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী
শ্রেষ্ঠ টিভি অভিনেতা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী
শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ) শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী)
শ্রেষ্ঠ নবাগত অভিনয়শিল্পী

সমালোচক

শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী
শ্রেষ্ঠ নাট্যকার শ্রেষ্ঠ নাট্য নির্দেশক
  • আশফাক নিপুন - দ্বন্দ্ব সমাস[6]
  • তানভীর আহসান - বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো[6]
শ্রেষ্ঠ টিভি অভিনেতা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী
  • সবিতা সেন - মার্চ মাসের শুটিং[6]

আজীবন সম্মাননা

তথ্যসূত্র

  1. "এক নজরে এবারের সেরা তারকারা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮
  2. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: আজীবন সম্মাননা পেলেন ববিতা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮
  3. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮
  4. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮
  5. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: চলচ্চিত্রে সমালোচক পুরস্কার যাঁদের হাতে"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮
  6. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: টিভি নাটকে সমালোচক পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.