২য় মেরিল-প্রথম আলো পুরস্কার

২য় মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের দ্বিতীয় আয়োজন। ১৯৯৯ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০০ সালে আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হানিফ সংকেত[1][2]

২য় মেরিল-প্রথম আলো পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো
তারিখ২০০০
স্থানঢাকা, বাংলাদেশ
উপস্থাপকহানিফ সংকেত
পরিচালকহানিফ সংকেত
আলোকপাত
শ্রেষ্ঠ অভিনেতাচলচ্চিত্র
মান্না
টেলিভিশন
জাহিদ হাসান
শ্রেষ্ঠ অভিনেত্রীচলচ্চিত্র
শাবনূর
টেলিভিশন
বিপাশা হায়াত
  মেরিল-প্রথম আলো পুরস্কার ৩য়  

এই আয়োজনে ১৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। ১১টি বিভাগে পাঠক জরিপের মাধ্যমে জনপ্রিয় ও সেরাদের নির্বাচন করা হয়। পাঠক জরিপ শাখায় মনোনীতদের নির্দিষ্ট কোন কাজের জন্য নয়, বরং পূর্ববর্তী বছরের সামগ্রিক কাজের জন্য মনোনয়ন দেওয়া হয়। সমালোচকদের বিচারে ৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। দক্ষিণের ঘর টিভি নাটকটি সর্বাধিক চারটি বিভাগে মনোনয়ন লাভ করে।

বিজয়ী ও মনোনীতদের তালিকা

শাবনূর সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন
জাহিদ হাসান সেরা টিভি অভিনেতা বিভাগে পুরস্কৃত হন
এন্ড্রু কিশোর সেরা গায়ক বিভাগে পুরস্কৃত হন
আদিল হোসেন নোবেল সেরা পুরুষ মডেল বিভাগে পুরস্কৃত হন
রোকেয়া প্রাচী সমালোচক শাখায় সেরা টিভি অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।

তারকা জরিপ

সেরা নায়ক (চলচ্চিত্র) সেরা নায়িকা (চলচ্চিত্র)
সেরা টিভি নায়ক সেরা টিভি নায়িকা
সেরা গায়ক সেরা গায়িকা
সেরা মডেল (পুরুষ) সেরা মডেল (নারী)
সেরা ব্যান্ড সেরা ম্যাগাজিন অনুষ্ঠান
সেরা বিজ্ঞাপনচিত্র
  • কেয়া সুপার লেমন সোপ, নির্মাতা - আহমেদ ইউসুফ সাবের
    • বার্জার পেইন্টস
    • মেরিল বিউটি কেয়ার সোপ

সমালোচক

সেরা নাট্যকার সেরা নির্দেশক
সেরা টিভি অভিনেতা সেরা টিভি অভিনেত্রী

অনুষ্ঠান

পুরস্কার প্রদান

প্রদানকারী পুরস্কারের বিভাগ
হুসনা বানু খানম সেরা গায়ক
আব্দুল লতিফ সেরা গায়িকা
রওশন জামিল সেরা মডেল (পুরুষ)
গাজী আশরাফ হোসেন লিপু সেরা মডেল (নারী)
সৈয়দ সালাউদ্দিন জাকী সেরা বিজ্ঞাপনচিত্র
মুস্তফা মনোয়ার সেরা ম্যাগাজিন
আনোয়ারা সেরা নায়ক (চলচ্চিত্র)
সোহেল রানা সেরা নায়িকা (চলচ্চিত্র)
আজম খান সেরা ব্যান্ড
গোলাম মুস্তাফা সেরা টিভি নায়িকা
কবরী সেরা টিভি নায়ক
ফারুক চৌধুরী সেরা নাট্যকার
আবদুল্লাহ আল মামুন সেরা নির্দেশক
ফেরদৌসী মজুমদার সেরা অভিনেতা (টিভি)
মামুনুর রশীদ সেরা অভিনেত্রী (টিভি)

পরিবেশনা

পরিবেশক পরিবেশনা
শাকিলা জাফর, সামিনা চৌধুরী, কনকচাঁপা গান - "সাধের লাউ", "যে জন প্রেমের ভাব জানেনা", "তাকদুম তাকদুম বাজাই"
নকুল কুমার বিশ্বাস গান - "লোকে বলে চোরের বাড়ী"
বিপাশা হায়াত, শমী কায়সার, আফসানা মিমি, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, মতিউর রহমান, মাহফুজ আনাম, শাহাদাত চৌধুরী অভিনয়
আজম খান, এলআরবি, সোলস, আর্ক গান - "এত সুন্দর দুনিয়ায়"

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "কিছু টুকিটাকি..."দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮
  2. আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮
  3. সাদিয়া শাহরীন, সৈয়দা (৭ মে ২০১৫)। "কে কতটা এগিয়ে..."দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.