১ জেটামিটার
জেটামিটার (ইংরেজি: Zettametre; এসআই প্রতীক: Zm) হল দূরত্ব তুলনা করার জন্য একটি দৈর্ঘ্য, যা ১০২১ মিটার (১ Zm বা ১১০.০০০ আলোক বর্ষ) থেকে শুরু হয়।[1]
১ Zm থেকে কম দূরত্ব
- ১.৭ Zm — ১৭৯,০০০ আলোক বর্ষ — আকাশগঙ্গার বৃহত্তম স্যাটেলাইট ছায়াপথ, বৃহৎ ম্যাজেলানীয় মেঘ থেকে দূরত্ব।
- ২.০ Zm — ২১০,০০০ আলোক বর্ষ — ছোট ম্যাজেলানীয় মেঘ থেকে দূরত্ব।
- ২.৮ Zm — ৩০০,০০০ আলোক বর্ষ — এনজিসি ২৪১৯ থেকে দূরত্ব, যা আকাশগঙ্গার সবচেয়ে দূরবর্তী গোলীয় ক্লাস্টারের একটি।
- ৮.৫ Zm — ৯০০,০০০ আলোক বর্ষ — লিও I (বামন ছায়াপথ) থেকে দূরত্ব, যা আকাশগঙ্গার সুদূরতম পরিচিত স্যাটেলাইট ছায়াপথ।
১০ Zm থেকে বেশি দূরত্ব
তথ্যসূত্র
- "এসআই প্রচারপত্র: আন্তর্জাতিক একক পদ্ধতি (এসআই)"। ওজন ও পরিমাপ জন্য আন্তর্জাতিক কমিটি। Organisation Intergouvernementale de la Convention du Mètre। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.