১৯ ডিসেম্বর

১৯ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৩তম (অধিবর্ষে ৩৫৪তম) দিন। বছর শেষ হতে আরো ১২ দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ঘটনাবলী

  • ১১৫৪ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক।
  • ১৬৭৫ - দিল্লিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ ঘটানো হয়।
  • ১৬৮৮ - রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান।
  • ১৮৮৯ - হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৯১ - কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়।
  • ১৯৪১ - জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।
  • ১৯৪২ - ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দু’দিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু।
  • ১৯৫৭ - মস্কো ও লন্ডনের মধ্যে বিমান চলাচল শুরু।
  • ১৯৮৯ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।
  • ১৯৯১ - মোটরগাড়ি নির্মাণশিল্পের পুরোধা জেনারেল মোটরস কোম্পানির একশটি কারখানা বন্ধ হয়ে গেলে আমেরিকায় ৭৪ হাজার শ্রমিক চাকরি হারান।
  • ১৯৯৬ - চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।

জন্ম

মৃত্যু

দিবস, ছুটি ও অন্যান্য

  • বাংলা ব্লগ দিবস

তথ্যসূত্র

  1. প্রাত্যিহিকী,১৯ ডিসেম্আবর,আকাশবাণী, কলকাতা

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.