১৯ জুলাই
১৯ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০০তম (অধিবর্ষে ২০১তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৫ দিন বাকি রয়েছে।
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ | |||||
২০২৩ |
ঘটনাবলী
- ১২৯৬ - জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেন।
- ১৭৬৩ - বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয়।
- ১৯২৫ - এডলফ হিটলারের ‘মাইন ক্যাম্প’ গ্রন্থ প্রকাশিত হয়।
- ১৯৪৭ - ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন।
- ১৯৪৯ - লাওসের স্বাধীনতা লাভ।
- ১৯৫২ - গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন।
- ১৯৬৯ - ভারতে প্রথম ১৪ টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মাল্টা ও ডোমিনিকান প্রজাতন্ত্র ।
- ২০১৮ - ইসরায়েলের পার্লামেন্ট দেশটিকে “ইহুদি জনগণের রাষ্ট্র” বলে ঘোষণা দেয়।
জন্ম
- ১৮২৭ - মঙ্গল পাণ্ডে,১৮৫৭ সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী ভারতীয় সৈনিক।(মৃ.০৮/০২/১৮৫৭)
- ১৮৬৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার। (মৃ.১৭/০৫/ ১৯১৩)
- ১৮৯৩ - ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ১৯৩০)
- ১৮৯৪ - খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী। (মৃ. ১৯৬৪)
- ১৮৯৯ - বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক। (মৃ.০৯/০২/১৯৭৯)
- ১৯০০- শৈলজারঞ্জন মজুমদার, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্র সংগীত প্রশিক্ষক, রবীন্দ্র সংগীতের স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক।(মৃ.২৪/০৫/১৯৯২)
- ১৯১৩ - অমল সেন,তেভাগা আন্দোলনের সক্রিয় কর্মী। (মৃ.১৭/০১/ ২০০৩)
- ১৯৩৬ - কাজী আনোয়ার হোসেন, বাংলাদেশী লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা।(মৃ. ১৯/০১/২০২২)
- ১৯৩৮- জয়ন্ত বিষ্ণু নারলিকর, ভারতীয় জ্যোতিপদার্থ বিজ্ঞানী।
- ১৯৪১ - রওশন এরশাদ, বাংলাদেশি রাজনীতিবিদ, প্রধান বিরোধী দলীয় নেত্রী(দশম জাতীয় সংসদ) ।
- ১৯৪৩ - টমাস জন সার্জেন্ট, মার্কিন অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
- ১৯৪৯ - জাহাঙ্গীর শাহ, বাংলাদেশী ক্রিকেটার।
- ১৯৫০ - কিংবদন্তি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী।(মৃ. ১৬/০৪/২০২১)
- ১৯৬১ - হিদেও নাকাতা, জাপানি চলচ্চিত্রকার।
- ১৯৭৯ - দিলহারা ফার্নান্দো, শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যু
- ১৯৩৯ - টম হেওয়ার্ড, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। (জ. ১৮৭১)
- ১৯৪৭ - অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক। (জ. ১৯১৫)
- ১৯৭১ - রোমেলিয়া অ্যালারকন ফোলগার, গুয়েতেমালীয় কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। (জ. ১৯০০)
- ২০০০ - কমলা দাশগুপ্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী ও সাহিত্যিক। (জ.১১/০৩/১৯০৭)
- ২০০৮ - সমুদ্র গুপ্ত, বাংলাদেশী কবি, কলামিস্ট ও লেখক। (জ. ১৯৪৬)
- ২০১২ – হুমায়ূন আহমেদ, বাংলাদেশী লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯৪৮)।
- ২০১৪ - জেমস গার্নার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও কণ্ঠশিল্পী। (জ. ১৯২৮)
বহিঃসংযোগ
উইকিমিডিয়া কমন্সে ১৯ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.