১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ

১৯৯৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (আনুষ্ঠানিকভাবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ '৯৯ নামে পরিচিত) হল ১৯৯৯ সালের ১৪ মে-২০ জুন পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ৭ম আসর। মূল স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস সহঃ আয়োজকের মর্যাদা লাভ করে। লন্ডনের লর্ড’স ক্রিকেট গ্রাউন্ডে একচেটিয়াভাবে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়।[1] সেমি-ফাইনালে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা অংশ নিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার ম্যান অব দ্য সিরিজ পুরস্কারে ভূষিত হন। অন্যদিকে, ভারতের রাহুল দ্রাবিড় সর্বোচ্চ ৪৬১ রান করেন। নিউজিল্যান্ডের জিওফ এলট ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ২০ উইকেট লাভ করে সর্বোচ্চ উইকেট শিকারী হন।[2]

১৯৯৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ
১৯৯৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লোগো
তারিখ১৪ মে – ২০ জুন
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিননক-আউট
আয়োজক ইংল্যান্ড
 আয়ারল্যান্ড
 নেদারল্যান্ডস
 স্কটল্যান্ড
 ওয়েলস
বিজয়ী অস্ট্রেলিয়া (২য় শিরোপা)
রানার-আপ পাকিস্তান
অংশগ্রহণকারী দলসংখ্যা১২
খেলার সংখ্যা৪২
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দক্ষিণ আফ্রিকা ল্যান্স ক্লুজনার
সর্বাধিক রান সংগ্রহকারীভারত রাহুল দ্রাবিড় (৪৬১)
সর্বাধিক উইকেটধারীনিউজিল্যান্ড জিওফ এলট (২০)
অস্ট্রেলিয়া শেন ওয়ার্ন (২০)

ধরন

বিশ্বের ১২টি দেশের জাতীয় ক্রিকেট দল (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, কেনিয়া এবং স্কটল্যান্ড) দুই গ্রুপে অংশগ্রহণ করে। লীগ পদ্ধতিতে প্রত্যেক গ্রুপের দলগুলো একে-অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় তিনটি দল সুপার সিক্স পর্যায়ে লড়বে যা প্রতিযোগিতার নতুন রূপরেখা হিসেবে প্রণীত হয়। এ রূপরেখায় এ গ্রুপের দলগুলো বি গ্রুপের দলের সাথে লড়বে। এরপর শীর্ষস্থানীয় চার দল সুপার সিক্স পর্ব থেকে সেমি-ফাইনালে উত্তীর্ণ হবে।

বিশেষত্ব

নতুন ধরনের সাদা ডিউক ক্রিকেট বল বিশ্বকাপে প্রবর্তন করা হয়। বলের প্রস্তুতকারক ব্রিটিশ ক্রিকেট বল লিমিটেড দাবী করে যে উক্ত বলের আচরণ পূর্বের বিশ্বকাপের লাল বলেরই অনুরূপ।[3] কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে, বলের প্রকৃতি শক্ত ধরনের এবং সুইংও উল্লেখযোগ্যমাত্রায় বেশি ছিল।[4]

অংশগ্রহণকারী দল

আইসিসি'র সদস্যভূক্ত ১০টি টেস্টখেলুড়ে দেশ ও ২টি সহযোগী সদস্যদেশ এ বিশ্বকাপে অংশ নেয়। দলগুলো হলো:

পূর্ণ সদস্য
 অস্ট্রেলিয়া  বাংলাদেশ
 ইংল্যান্ড  ভারত
 নিউজিল্যান্ড  পাকিস্তান
 দক্ষিণ আফ্রিকা  শ্রীলঙ্কা
 ওয়েস্ট ইন্ডিজ  জিম্বাবুয়ে
সহযোগী সদস্য
 কেনিয়া  স্কটল্যান্ড

মাঠ

১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ড-এ অবস্থিত
হোভ
হোভ
টনটন
টনটন
ক্যান্টারবারি
ক্যান্টারবারি
নর্দাম্পটন
নর্দাম্পটন
ওরচেস্টার
ওরচেস্টার
চেমসফোর্ড
চেমসফোর্ড
সাউদাম্পটন
সাউদাম্পটন
ডার্বি
ডার্বি
Venues in England and Wales

ইংল্যান্ডে

মাঠশহরদর্শক ধারণ ক্ষমতাখেলার সংখ্যা
এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডবার্মিংহাম, ওয়েস্ট মিডল্যান্ডস২১,০০০
কাউন্টি ক্রিকেট ক্লাবব্রিস্টল৮,০০০
সেন্ট লরেন্স গ্রাউন্ডক্যান্টারবারি, কেন্ট১৫,০০০
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডচেমসফোর্ড, এসেক্স৬,৫০০
রিভারসাইড গ্রাউন্ডচেস্টার-লি-স্ট্রিট, ডারহ্যাম১৫,০০০
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডডার্বি, ডার্বিশায়ার৯,৫০০
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডহোভ, সাসেক্স৭,০০০
কার্নেগি ক্রিকেট গ্রাউন্ডলিডস, ওয়েস্ট ইয়র্কশায়ার১৭,৫০০
গ্রেস রোডলিচেস্টার, লিচেস্টারশায়ার১২,০০০
লর্ড’সলন্ডন২৮,০০০
দি ওভাললন্ডন২৩,৫০০
ওল্ড ট্রাফোর্ডম্যানচেস্টার, গ্রেটার ম্যানচেস্টার২২,০০০
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডনর্দাম্পটন, নর্দাম্পটনশায়ার৬,৫০০
ট্রেন্ট ব্রিজনটিংহাম, নটিংহ্যাম্পশায়ার১৭,৫০০
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডসাউদাম্পটন, হ্যাম্পশায়ার৬,৫০০
কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডটাউনটন, সমারসেট৬,৫০০
নিউ রোডওরচেস্টার, ওরচেস্টারশায়ার৪,৫০০

ইংল্যান্ডের বাইরে

মাঠশহরদর্শক ধারণ ক্ষমতাখেলার সংখ্যা
ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডনেদারল্যান্ডস আমস্টেলভিন, নেদারল্যান্ডস৪,৫০০
সোফিয়া গার্ডেন্‌সওয়েলস কার্ডিফ, ওয়ালস১৫,৬৫৩
ক্যাসেল এভিনিউপ্রজাতন্ত্রী আয়ারল্যান্ড ডাবলিন, আয়ারল্যান্ড
দ্য গ্র্যাঞ্জ ক্লাবস্কটল্যান্ড এডিনবরা, স্কটল্যান্ড

দল পরিচিতি

গ্রুপ পর্বের ফলাফল

১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের সকল খেলার ফলাফল নিম্নে প্রদান করা হলো:

গ্রুপ এ

দলের নাম খেলা জয় পরাজয় নো রেজাল্ট টাই পয়েন্ট গড় রানের ব্যবধান পিসিএফ
 দক্ষিণ আফ্রিকা ০.৮৬
 ভারত ১.২৮
 জিম্বাবুয়ে ০.০২
 ইংল্যান্ড ০.৩৩-
 শ্রীলঙ্কা ০.৮১-
 কেনিয়া ১.২০-

ফলাফল

১৪ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 শ্রীলঙ্কা
২০৪ (৪৮.৪ ওভার)
 ইংল্যান্ড
২০৭/২ (৪৬.৫ ওভার)

১৫ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 ভারত
২৫৩/ ৫ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৫৪/৬ (৪৭.২ ওভার)
জাক ক্যালিস ৯৬ (১২৮)
জাভাগাল শ্রীনাথ ৬৯/২ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে বিজয়ী
নিউ কাউন্টি গ্রাউন্ড, হোভ, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ) ও ডেভিড শেফার্ড (ইংল্যান্ড)
ম্যাচসেরা: জাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)

১৫ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 কেনিয়া
২২৯/৭ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৩১/৫ (৪১ ওভার)
অলপেশ ভাধের ৫৪ (৯০)
নিল জনসন ৪২/৪ (১০ ওভার)
নিল জনসন ৫৯ (৭০)
মরিস ওদুম্বে ৩৯.২ (৭ ওভার)
জিম্বাবুয়ে ৫ উইকেটে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, টাউনটন, ইংল্যান্ড
আম্পায়ার: ডগ কোই (নিউজিল্যান্ড) ও জাভেদ আখতার (পাকিস্তান)
ম্যাচসেরা: নিল জনসন (জিম্বাবুয়ে)

১৮ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 কেনিয়া
২০৩ (৪৯.৪ ওভার)
 ইংল্যান্ড
২০৪/১ (৩৯ ওভার)
স্টিভ টিকোলো ৭১ (১৪১)
ড্যারেন গফ ৩৪/৪ (১০ ওভার)
নাসের হুসেন ৮৮* (১২৭)
থমাস ওদয়ো ৬৫/১ (১০ ওভার))
ইংল্যান্ড ৯ উইকেটে বিজয়ী
সেন্ট লরেন্স গ্রাউন্ড, ক্যান্টারবারি, ইংল্যান্ড
আম্পায়ার: কে. টি. ফ্রান্সিস (শ্রীলঙ্কা) ও রুডি কোয়ের্টজেন (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: স্টিভ টিকোলো (কেনিয়া)

১৯ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 জিম্বাবুয়ে
২৫২ (৫০ ওভার)
 ভারত
২৪৯ (৪৫ ওভার)
জিম্বাবুয়ে ৩ উইকেটে বিজয়ী
গ্রেস রোড, লিচেস্টার, ইংল্যান্ড
আম্পায়ার: ডেভিড অর্চার্ড (দক্ষিণ আফ্রিকা) ও পিটার উইলি (ইংল্যান্ড)
ম্যাচসেরা: গ্রান্ট ফ্লাওয়ার (জিম্বাবুয়ে)

১৯ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 দক্ষিণ আফ্রিকা
১৯৯/৯ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
১১০ (৩৫.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৮৯ রানে বিজয়ী
গ্রেস রোড, লিচেস্টার, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ) ও স্টিভ ডান (নিউজিল্যান্ড)
ম্যাচসেরা: ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা)

২২ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 দক্ষিণ আফ্রিকা
২২৫/৭ (৫০ ওভার)
 ইংল্যান্ড
১০৩ (৪১ ওভার)
হার্শেল গিবস ৬০ (৯৯)
অ্যালান মুলালি ২৮/২ (১০ ওভার)
নীল ফেয়ারব্রাদার ২১ (৪৪)
স্টিভ এলার্দি ২৪/২ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১২২ রানে বিজয়ী
কেনিংটন ওভাল, লন্ডন, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ ডান (নিউজিল্যান্ড) ও শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (ভারত)
ম্যাচসেরা: ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা)

২২ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 জিম্বাবুয়ে
১৯৭/৯ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
১৯৮/৬ (৪৬ ওভার)
মারভান আতাপাত্তু ৫৪ (৯০)
গাই হুইটল ৩৫/৩ (১০ ওভার)
শ্রীলঙ্কা ৪ উইকেটে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, নিউ রোড, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ বাকনরডেভিড শেফার্ড (ইংল্যান্ড)
ম্যাচসেরা: মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা)

২৩ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 ভারত
৩২৯/২ (৫০ ওভার)
 কেনিয়া
২৩৫/৭ (৫০ ওভার)
শচীন তেন্ডুলকর ১৪০ (১০১)
মার্টিন সুজি ২৬/১ (১০ ওভার)
ভারত ৯৪ রানে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল, ইংল্যান্ড
আম্পায়ার: ডগ কোই (নিউজিল্যান্ড) ও ইয়ান রবিনসন (জিম্বাবুয়ে)
ম্যাচসেরা: শচীন তেন্ডুলকর (ভারত)

২৫ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 জিম্বাবুয়ে
১৬৭/৮ (৫০ ওভার)
 ইংল্যান্ড
১৬৮/৩ (৩৮.৩ ওভার)
গ্রাহাম থর্প ৬২ (৮০)
এমপুমেলেলো এমবাঙ্গোয়া ২৮/২ (৭ ওভার)
ইংল্যান্ড ৭ উইকেটে বিজয়ী
ট্রেন্ট ব্রিজ, নটিংহাম, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ) ও ড্যারেল হেয়ার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: অ্যালান মুলালি (ইংল্যান্ড)

২৬ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 কেনিয়া
১৫২ (৪৪.৩ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৫৩/৩ (৪১ ওভার)
রবীন্দু শাহ ৫০ (৬৪)
ল্যান্স ক্লুজনার ২১/৫ (৮.৩ ওভার)
জাক ক্যালিস ৪৪* (৮১)
মরিস ওদুম্বে ১৫/১ (৭ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে বিজয়ী
ভিআরএ গ্রাউন্ড, অ্যামস্টেলভিন, নেদারল্যান্ডস
আম্পায়ার: ডগ কোই (নিউজিল্যান্ড) ও পিটার উইলি (ইংল্যান্ড)
ম্যাচসেরা: ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা)

২৬ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 ভারত
৩৭৩/৬ (৫০ ওভার)
 শ্রীলঙ্কা
২১৬ (৪২.৩ ওভার)
অরবিন্দ ডি সিলভা ৫৬ (৭৪)
রবিন সিং ৫/১৩ (৯.৩ ওভার)
ভারত ১৫৭ রানে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, টনটন, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ ডান (নিউজিল্যান্ড) ও ডেভিড শেফার্ড (ইংল্যান্ড)
ম্যাচসেরা: সৌরভ গাঙ্গুলী (ভারত)

২৯-৩০ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 ভারত
২৩২/৮ (৫০ ওভার)
 ইংল্যান্ড
১৬৯ (৪৫.২ ওভার)
রাহুল দ্রাবিড় ৫৩ (৮২)
মার্ক ইলহাম ২৮/২ (১০ ওভার)
ভারত ৬৩ রানে বিজয়ী
এজবাস্টন, বার্মিংহাম, ইংল্যান্ড
আম্পায়ার: ড্যারেল হেয়ার (অস্ট্রেলিয়া) ও জাভেদ আখতার (পাকিস্তান)
ম্যাচসেরা: সৌরভ গাঙ্গুলী (ভারত)

২৯ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 জিম্বাবুয়ে
২৩৩/৬ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
১৮৫ (৪৭.২ ওভার)
নিল জনসন ৭৬ (১১৭)
অ্যালান ডোনাল্ড ৪১/৩ (১০ ওভার)
ল্যান্স ক্লুজনার ৫২* (৫৮)
নিল জনসন ২৭/৩ (৮ ওভার)
জিম্বাবুয়ে ৪৮ রানে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, চেমসফোর্ড, ইংল্যান্ড
আম্পায়ার: ডেভিড শেফার্ড (ইংল্যান্ড) ও শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (ভারত)
ম্যাচসেরা: নিল জনসন (জিম্বাবুয়ে)

৩০ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 শ্রীলঙ্কা
২৭৫/৮ (৫০ ওভার)
 কেনিয়া
২৩০/৬ (৫০ ওভার)
মারভান আতাপাত্তু ৫২ (৬৭)
থমাস ওদয়ো ৫৬/৩ (১০ ওভার)
মরিস উদুম্বে ৮২ (৯৫)
চামিন্দা ভাস ২৬/২ (৭ ওভার)
শ্রীলঙ্কা ৪৫ রানে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, সাউদাম্পটন, ইংল্যান্ড
আম্পায়ার: ডেভিড অর্চার্ড (দক্ষিণ আফ্রিকাপিটার উইলি (ইংল্যান্ড)
ম্যাচসেরা: মরিস উদুম্বে (কেনিয়া)

গ্রুপ বি

দলের নাম খেলা জয় পরাজয় নো রেজাল্ট টাই পয়েন্ট গড় রানের ব্যবধান পিসিএফ
 পাকিস্তান ০.৫১
 অস্ট্রেলিয়া ০.৭৩
 নিউজিল্যান্ড ০.৫৮
 ওয়েস্ট ইন্ডিজ ০.৫০-
 বাংলাদেশ ০.৫২-
 স্কটল্যান্ড ১.৯৩-

ফলাফল

১৬ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 স্কটল্যান্ড
১৮১/৯ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৮২/৪ (৪৪.৫ ওভার)
মার্ক ওয়াহ ৬৭ (১১৪)
নিক ডায়ের ৪৩/২ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৬ উইকেটে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, নিউ রোড, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ ডান (নিউজিল্যান্ড) ও পিটার উইলি (ইংল্যান্ড)
ম্যাচসেরা: মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া)

১৬ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 পাকিস্তান
২২৯/৮ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২০২ (৪৮.৫ ওভার)
পাকিস্তান ২৭ রানে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল, ইংল্যান্ড
আম্পায়ার: ড্যারেল হেয়ার (অস্ট্রেলিয়া) ও ডেভ অর্চার্ড (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: আজহার মাহমুদ (পাকিস্তান)

১৭ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 বাংলাদেশ
১১৬ (৩৭.৪ ওভার)
 নিউজিল্যান্ড
১১৭/৪ (৩৩ ওভার)
এনামুল হক ১৯ (৪১)
ক্রিস কেয়ার্নস ১৯/৩ (৭ ওভঅর)
ম্যাট হর্ন ৩৫ (৮৬)
নাইমুর রহমান ৫/১ (২ ওভার)
নিউজিল্যান্ড ৬ উইকেটে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, চেমসফোর্ড, ইংল্যান্ড
আম্পায়ার: ইয়ান রবিনসন (জিম্বাবুয়ে) ও শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (ভারত)
ম্যাচসেরা: গেভিন লারসেন (নিউজিল্যান্ড)

২০ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 অস্ট্রেলিয়া
২১৩/৮ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২১৪/৫ (৪৫.২ ওভার)
ড্যারেন লেহম্যান ৭৬ (৯৪)
জিওফ এলট ৩৭/৪ (১০ ওভার)
রজার টোজ ৮০* (৯৯)
ড্যামিয়েন ফ্লেমিং ৪৩/২ (৮.২ ওভার)
নিউজিল্যান্ড ৫ উইকেটে বিজয়ী
সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ, ওয়েলস
আম্পায়ার: জাভেদ আখতার (পাকিস্তান) ও ডেভিড শেফার্ড (ইংল্যান্ড)
ম্যাচসেরা: রজার টোজ (নিউজিল্যান্ড)

২০ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 পাকিস্তান
২৬১/৬ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
১৬৭ (৩৮.৫ ওভার)
পাকিস্তান ৯৪ রানে বিজয়ী
রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লি-স্ট্রিট, ইংল্যান্ড
আম্পায়ার: ডগ কোই (নিউজিল্যান্ড) ও ইয়ান রবিনসন (জিম্বাবুয়ে)
ম্যাচসেরা: ইউসুফ ইউহানা (পাকিস্তান)

২১ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 বাংলাদেশ
১৮২ (৪৯.২ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৮৩/৩ (৪৬.৩ ওভার)
মেহরাব হোসেন ৬৪ (১২৯)
কোর্টনি ওয়ালশ ২৫/৪ (১০ ওভার)
জিমি এডামস ৫৩* (৮২)
মিনহাজুল আবেদীন ২৮/১ (৭ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে বিজয়ী
ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ড, ডাবলিন, আয়ারল্যান্ড
আম্পায়ার: কে. টি. ফ্রান্সিস (শ্রীলঙ্কা) ও ড্যারেল হেয়ার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)
২৩ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 পাকিস্তান
২৭৫/৮ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২৬৫ (৪৯.৫ ওভার)
মাইকেল বেভান ৬১ (৮০)
ওয়াসিম আকরাম ৪০/৪ (৯.৫ ওভার)
পাকিস্তান ১০ রানে বিজয়ী
হেডিংলি, লিডস, ইংল্যান্ড
আম্পায়ার: রুডি কোয়ের্টজেন (দক্ষিণ আফ্রিকা) ও পিটার উইলি (ইংল্যান্ড)
ম্যাচসেরা: ইনজামাম-উল-হক (পাকিস্তান)

২৪ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 বাংলাদেশ
১৮৫/৯ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
১৬৩ (৪৬.২ ওভার)
মিনহাজুল আবেদীন ৬৮* (১১৬)
জন ব্লেইন ৩৭/৪ (১০ ওভার)
বাংলাদেশ ২২ রানে বিজয়ী
গ্র্যাঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, রেবার্ন প্লেস, স্কটল্যান্ড
আম্পায়ার: কে. টি. ফ্রান্সিস (শ্রীলঙ্কা) ও ডেভিড অর্চার্ড (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: মিনহাজুল আবেদীন (বাংলাদেশ)

২৪ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 নিউজিল্যান্ড
১৫৬ (৪৮.১ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৫৮/৩ (৪৪.২ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, সাউদাম্পটন, ইংল্যান্ড
আম্পায়ার: জাভেদ আখতার (পাকিস্তান) ও শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (ভারত)
ম্যাচসেরা: রিডলি জ্যাকবস (ওয়েস্ট ইন্ডিজ)

২৭ মে, ১৯৯৯
Scorecard
 বাংলাদেশ
১৭৮/৭ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
১৮১/৩ (১৯.৫ ওভার)
মিনহাজুল আবেদীন ৫৩* (৯৯)
টম মুডি ২৫/৩ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৭ উইকেটে বিজয়ী
রিভারসাইড গ্রাউন্ড, চেস্টার-লি-স্ট্রিটি, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ) ও ডেভিড অর্চার্ড (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: টম মুডি (অস্ট্রেলিয়া)

২৭ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 স্কটল্যান্ড
৬৮ (৩১.৩ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
৭০/২ (১০.১ ওভার)
শিবনারায়ণ চন্দরপল ৩০* (৩০)
জন ব্লেইন ৩৬/২ (৫.১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে বিজয়ী
গ্রেস রোড, লিচেস্টার, ইংল্যান্ড
আম্পায়ার: জাভেদ আখতার (পাকিস্তান) ও ইয়ান রবিনসন (জিম্বাবুয়ে)
ম্যাচসেরা: কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)

২৮ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 পাকিস্তান
২৬৯/৮ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২০৭/৮ (৫০ ওভার)
ইনজামাম-উল-হক ৭৩* (৬১)
জিওফ এলট ৬৪/৪ (১০ ওভার)
স্টিফেন ফ্লেমিং ৬৯ (১০০)
আজহার মাহমুদ ৩৮/৩ (১০ ওভার)
পাকিস্তান ৬২ রানে বিজয়ী
কাউন্টি রোড, ডার্বি, ইংল্যান্ড
আম্পায়ার: কে. টি. ফ্রান্সিস (শ্রীলঙ্কা) ও রুডি কোয়ের্টজেন (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: ইনজামাম-উল-হক (পাকিস্তান)

৩০ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 ওয়েস্ট ইন্ডিজ
১১০ (৪৬.৪ ওভার)
 অস্ট্রেলিয়া
১১১/৪ (৪০.৪ ওভার)
রিডলি জ্যাকবস ৪৯* (১৪২)
গ্লেন ম্যাকগ্রা ১৪/৫ (৮.৪ ওভার)
অস্ট্রেলিয়া ৬ উইকেটে বিজয়ী
ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ ডান (নিউজিল্যান্ড) ও কে. টি. ফ্রান্সিস (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)

৩১ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 বাংলাদেশ
২২৩/৯ (৫০ ওভার)
 পাকিস্তান
১৬১ (৪৪.৩ ওভার)
আকরাম খান ৪২ (৬৬)
সাকলাইন মুশতাক ৩৫/৫ (১০ ওভার)
ওয়াসিম আকরাম ২৯ (৫২)
খালেদ মাহমুদ ৩১/৩ (১০ ওভার)
বাংলাদেশ ৬২ রানে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, নর্দাম্পটন, ইংল্যান্ড
আম্পায়ার: ডগ কোই (নিউজিল্যান্ড) ও ড্যারেল হেয়ার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: খালেদ মাহমুদ (বাংলাদেশ)

৩১ মে, ১৯৯৯
স্কোরকার্ড
 স্কটল্যান্ড
১২১ (৪২.১ ওভার)
 নিউজিল্যান্ড
১২৩/৪ (১৭.৫ ওভার)
ইয়ান স্টেঞ্জার ২৭ (৫৮)
ক্রিস হ্যারিস ৭/৪ (৩.১ ওভার)
রজার টোজ ৫৪* (৪৯)
জন ব্লেইন ৫৩/৩ (৭ ওভার)
নিউজিল্যান্ড ৬ উইকেটে বিজয়ী
গ্র্যাঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, রায়েবার্ন প্ল্যাস, স্কটল্যান্ড
আম্পায়ার: রুডি কোয়ের্টজেন (দক্ষিণ আফ্রিকা) ও ইয়ান রবিনসন (জিম্বাবুয়ে)
ম্যাচসেরা: জিওফ এলট (নিউজিল্যান্ড)

সুপার সিক্স পর্ব

দল খেলা জয় পরাজয় নো রেজাল্ট টাই পয়েন্ট এনআরআর পিসিএফ
 পাকিস্তান ০.৬৫
 অস্ট্রেলিয়া ০.৩৬
 দক্ষিণ আফ্রিকা ০.১৭
 নিউজিল্যান্ড ০.৫২
 জিম্বাবুয়ে ০.৭৯
 ভারত ০.১৫

সুপার সিক্সের ফলাফল

৪ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
 অস্ট্রেলিয়া
২৮২/৬ (৫০ ওভার)
 ভারত
২০৫ (৪৮.২ ওভার)
মার্ক ওয়াহ ৮৩ (৯৯)
রবিন সিং ২/৪৩ (৭ ওভার)
অজয় জাদেজা ১০০* (১৩৮)
গ্লেন ম্যাকগ্রা ৩/৩৪ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৭৭ রানে বিজয়ী
কেনিংটন ওভাল, লন্ডন, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ) ও পিটার উইলি (ইংল্যান্ড)
ম্যাচসেরা: গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)

৫ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
 পাকিস্তান
২২০/৭ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২২১/৭ (৪৯ ওভার)
মঈন খান ৬৩ (৫৬)
স্টিভ ইলোর্দি ২/২৩ (১০ ওভার)
জাক ক্যালিস ৫৪ (৯৮)
আজহার মাহমুদ ৩/২৪ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে বিজয়ী
ট্রেন্ট ব্রিজ, নটিংহাম, ইংল্যান্ড
আম্পায়ার: ড্যারেল হেয়ার (অস্ট্রেলিয়া) ও ডেভিড শেফার্ড (ইংল্যান্ড)
ম্যাচসেরা: ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা)

৬-৭ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
 জিম্বাবুয়ে
১৭৫ (৪৯.৩ ওভার)
 নিউজিল্যান্ড
৭০/৩ (১৫ ওভার)
মারে গুডউইন ৫৭ (৯০)
ক্রিস কেয়ার্নস ৩/২৪ (৬.৩ ওভার)
ম্যাট হর্ন ৩৫ (৩৫)
গাই হুইটল ১/৯ (৩ ওভার)
ফলাফল হয়নি
হেডিংলি, লিডস, ইংল্যান্ড
আম্পায়ার: ডেভ অর্চার্ড (দক্ষিণ আফ্রিকা) ও শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (ভারত)
  • বৃষ্টির কারণে জিম্বাবুয়ের ইনিংস ৩৬ ওভার পর্যন্ত সম্পন্ন হয়েছিল। সংরক্ষিত দিনেও খেলাটি সম্পন্ন হয়নি।

৮ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
 ভারত
২২৭/৬ (৫০ ওভার)
 পাকিস্তান
১৮০ (৪৫.৩ ওভার)
ভারত ৪৭ রানে বিজয়ী
ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেষ্টার, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ) ও ডেভিড শেফার্ড (ইংল্যান্ড)
ম্যাচসেরা: ভেঙ্কটেশ প্রসাদ (ভারত)

৯ জুন, ১৯৯৯
Scorecard
 অস্ট্রেলিয়া
৩০৩/৪ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৫৯/৬ (৫০ ওভার)
মার্ক ওয়াহ ১০৪ (১২০)
নিল জনসন ২/৪৩ (৮ ওভার)
নিল জনসন ১৩২ (১৪৪)
পল রেইফেল ৩/৫৫ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৪৪ রানে বিজয়ী
লর্ডস, লন্ডন, ইংল্যান্ড
আম্পায়ার: ডগ কোই (নিউজিল্যান্ড) ও রুডি কোয়ের্টজেন (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: নিল জনসন (জিম্বাবুয়ে)

১০ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
 দক্ষিণ আফ্রিকা
২৮৭/৫ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২১৩/৮ (৫০ ওভার)
হার্শেল গিবস ৯১ (১১৮)
নাথান অ্যাসলে ১/২৯ (৬ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে বিজয়ী
এজবাস্টন, বার্মিংহাম, ইংল্যান্ড
আম্পায়ার: ইয়ান রবিনসন (জিম্বাবুয়ে) ও শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (ভারত)
ম্যাচসেরা: জাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)

১১ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
 পাকিস্তান
২৭১/৯ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
১২৩ (৪০.৩ ওভার)
সাঈদ আনোয়ার ১০৩ (১৪৪)
হেনরি ওলোঙ্গা ২/৩৮ (৫ ওভার)
নিল জনসন ৫৪ (৯৪)
সাকলাইন মুশতাক ৩/১৬ (৬.৩ ওভার)
পাকিস্তান ১৪৮ রানে বিজয়ী
কেনিংটন ওভাল, লন্ডন, ইংল্যান্ড
আম্পায়ার: স্টিভ বাকনর (ওয়েস্ট ইন্ডিজ) ও ডেভ অর্চার্ড (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচসেরা: সাঈদ আনোয়ার (পাকিস্তান)

১২ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
 ভারত
২৫১/৬ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২৫৩/৫ (৪৮.২ ওভার)
অজয় জাদেজা ৭৬ (১০৩)
ক্রিস কেয়ার্নস ২/৪৪ (১০ ওভার)
ম্যাট হর্ন ৭৪ (১১৬)
দেবাশীষ মোহান্তি ২/৪১ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৫ উইকেটে বিজয়ী
ট্রেন্ট ব্রিজ, নটিংহাম, ইংল্যান্ড
আম্পায়ার: ড্যারেল হেয়ার (অস্ট্রেলিয়া) ও ডেভিড শেফার্ড (ইংল্যান্ড)
ম্যাচসেরা: রজার টোজ (নিউজিল্যান্ড)

১৩ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
 দক্ষিণ আফ্রিকা
২৭১/৭ (৫০ ওভার)
 অস্ট্রেলিয়া
২৭২/৫ (৪৯.৪ ওভার)
স্টিভ ওয়াহ ১২০* (১১০)
স্টিভ ইলোর্দি ২/৪৬ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ৫ উইকেটে বিজয়ী
হেডিংলি, লিডস, ইংল্যান্ড
আম্পায়ার: শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (ভারত) ও পিটার উইলি (অস্ট্রেলিয়া)

নক-আউট পর্ব

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
১৬ জুন - ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
 
 
 নিউজিল্যান্ড২৪১/৭
 
২০ জুন - লর্ডস, লন্ডন
 
 পাকিস্তান২৪২/১
 
 পাকিস্তান১৩২
 
১৭ জুন - এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড, বার্মিংহাম
 
 অস্ট্রেলিয়া১৩৩/২
 
 অস্ট্রেলিয়া২১৩
 
 
 দক্ষিণ আফ্রিকা২১৩
 

সেমি-ফাইনাল

১ম সেমি-ফাইনাল

১৭ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৪১/৭ (৫০ ওভার)
পাকিস্তান 
২৪২/১ (৪৭.৩ ওভার)
রজার টোজ ৪৬ (৮৩)
শোয়েব আখতার ৩/৫৫ (১০ ওভার)
সাঈদ আনোয়ার ১১৩* (১৪৮)
ক্রিস কেয়ার্নস ১/৩৩ (৮ ওভার)
পাকিস্তান ৯ উইকেটে বিজয়ী
ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার, ইংল্যান্ড
আম্পায়ার: ড্যারেল হেয়ার (অস্ট্রেলিয়া) ও পিটার উইলি (ইংল্যান্ড)
ম্যাচসেরা: শোয়েব আখতার (পাকিস্তান)

২য় সেমি-ফাইনাল

১৭ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
২১৩ (৪৯.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা 
২১৩ (৪৯.৪ ওভার)
মাইকেল বেভান ৬৫ (১০১)
শন পোলক ৫/৩৬ (৯.২ ওভার)
জাক ক্যালিস ৫৩ (৯২)
শেন ওয়ার্ন ৪/২৯ (১০ ওভার)
ম্যাচ টাই
এজবাস্টন, বার্মিংহাম, ইংল্যান্ড
আম্পায়ার: ডেভিড শেফার্ড (ইংল্যান্ড) ও শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন (ভারত)
ম্যাচসেরা: শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)
  • দক্ষিণ আফ্রিকার তুলনায় রান গড়ে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়া ফাইনালে উত্তীর্ণ হয়।

ফাইনাল

২০ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
 পাকিস্তান
১৩২ (৩৯ ওভার)
 অস্ট্রেলিয়া
১৩৩/২ (২০.১ ওভার)
ইজাজ আহমেদ ২২ (৪৬)
শেন ওয়ার্ন ৪/৩৩ (৯ ওভার)

পরিসংখ্যান

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.