১৯৯৫–৯৬ বুন্দেসলিগা
১৯৯৫–৯৬ বুন্দেসলিগা জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ৩৩তম মৌসুম ছিল। এই মৌসুমটি ১৯৯৫ সালের ১১ই আগস্ট তারিখে শুরু হয়ে ১৯৯৬ সালের ১৮ই মে তারিখে সম্পন্ন হয়েছিল।[1][2] ফর্টুনা ডুসেলডর্ফের পোলীয় আক্রমণভাগের খেলোয়াড় রিশার্দ সিরন এই মৌসুমের প্রথম গোল করেছিলেন।[3]
মৌসুম | ১৯৯৫–৯৬ |
---|---|
তারিখ | ১১ আগস্ট ১৯৯৫ – ১৮ মে ১৯৯৬ |
চ্যাম্পিয়ন | বরুসিয়া ডর্টমুন্ড ২য় বুন্দেসলিগা শিরোপা ৫ম জার্মান শিরোপা |
অবনমন | কাইজারস্লাউটার্ন আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট উরডিঙ্গেন |
চ্যাম্পিয়নস লীগ | বরুসিয়া ডর্টমুন্ড |
কাপ উইনার্স কাপ | কাইজারস্লাউটার্ন |
উয়েফা কাপ | বায়ার্ন মিউনিখ শালকে বরুসিয়া মনশেনগ্লাডবাখ হামবুর্গার |
ইন্টারটোটো কাপ | কার্লস্রুহার ১৮৬০ মিউনিখ ভেয়ার্ডার ব্রেমেন স্টুটগার্ট |
মোট খেলা | ৩০৬ |
মোট গোলসংখ্যা | ৮১৫ (ম্যাচ প্রতি ২.৬৬টি) |
শীর্ষ গোলদাতা | ফ্রেডি বোবিচ (১৭টি গোল) |
সবচেয়ে বড় হোম জয় | ডর্টমুন্ড ৬–০ ফ্রাঙ্কফুর্ট (২৩ মার্চ ১৯৯৬) |
সবচেয়ে বড় অ্যাওয়ে জয় | উরডিঙ্গেন ১–৬ বায়ার্ন (২৫ ফেব্রুয়ারি ১৯৯৬) স্টুটগার্ট ০–৫ ডর্টমুন্ড (১৬ মার্চ ১৯৯৬) |
সর্বোচ্চ স্কোরিং | ডর্টমুন্ড ৬–৩ স্টুটগার্ট (১৬ সেপ্টেম্বর ১৯৯৫) |
← ১৯৯৪–৯৫ ১৯৯৬–৯৭ → |
বরুসিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ১৯৯৪–৯৫ মৌসুমে ৪৯ পয়েন্ট অর্জন করে এই প্রতিযোগিতার ইতিহাসে ১ম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।
এই মৌসুমে ৬৮ পয়েন্ট অর্জন করে বরুসিয়া ডর্টমুন্ড ২য় বারের মতো বুন্দেসলিগা এবং ৫ম বারের মতো জার্মান শিরোপা জয়লাভ করেছিল। স্টুটগার্টের জার্মান আক্রমণভাগের খেলোয়াড় ফ্রেডি বোবিচ ১৭ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।
প্রতিযোগিতার ধরন
প্রতিটি ক্লাব একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল; একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করেছিল। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়েছিল। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করেছিল এবং সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী তিনটি ক্লাব ২. বুন্দেসলিগায় অবনমিত হয়েছিল।
দল
১৯৯৪–৯৫ মৌসুম শেষে বোখুম এবং ডুসবুর্গ মৌসুমে সর্বনিম্ন পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার সর্বনিম্ন অবস্থানে থাকা দুই ক্লাব হিসেবে বুন্দেসলিগা হতে সরাসরি অবনমিত হয়েছিল। এছাড়াও, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিনামো ড্রেসডেনের পেশাদার অনুমতিপত্র প্রত্যাখ্যান করেছিল এবং এর ফলে তারা রেগিওনাললিগায় অবনমিত হয়েছিল। অন্যদিকে, তাদের বদলে হান্সা রস্টক, জাংকট পাওলি এবং ফর্টুনা ডুসেলডর্ফ বুন্দেসলিগায় উন্নীত হয়েছিল। প্রধান পৃষ্ঠপোষক বায়ারের পশ্চাদপসরণের কারণে উরডিঙ্গেনের নাম পরিবর্তন করে "কেএফসি উরডিঙ্গেন ০৫" রাখা হয়েছিল। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
ক্লাব | অবস্থান | মাঠ[4] | ধারণক্ষমতা[4] |
---|---|---|---|
ভেয়ার্ডার ব্রেমেন | ব্রেমেন | ভেজার স্টেডিয়াম | ৩০,০০০ |
বরুসিয়া ডর্টমুন্ড | ডর্টমুন্ড | ভেস্টফালেন স্টেডিয়াম | ৪২,৮০০ |
ফর্টুনা ডুসেলডর্ফ | ডুসেলডর্ফ | রাইন স্টেডিয়াম | ৫৫,৮৫০ |
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | ফ্রাঙ্কফুর্ট | ভাল্ডস্টাডিওন | ৬২,০০০ |
ফ্রাইবুর্গ | ফ্রাইবুর্গ ইম ব্রাইসগাউ | ড্রাইসাম স্টেডিয়াম | ২২,৫০০ |
হামবুর্গার | হামবুর্গ | ফক্সপার্কস্টাডিওন | ৬২,০০০ |
কাইজারস্লাউটার্ন | কাইজারস্লাউটার্ন | ফ্রিৎস ভাল্টার স্টেডিয়াম | ৩৮,৫০০ |
কার্লস্রুহার | কার্লস্রুহে | ভিল্ডপার্কস্টাডিওন | ৪০,০০০ |
কলন | কোলন | মুঙ্গার্সডর্ফার স্টেডিয়াম | ৫৫,০০০ |
বায়ার লেভারকুজেন | লেভারকুজেন | উলরিখ হাবারলান্ড স্টেডিয়াম | ২৬,৮০০ |
বরুসিয়া মনশেনগ্লাডবাখ | মনশেনগ্লাডবাখ | বোকেলবার্গস্টাডিওন | ৩৪,৫০০ |
১৮৬০ মিউনিখ | মিউনিখ | মিউনিখ অলিম্পিক স্টেডিয়াম | ৬৩,০০০ |
বায়ার্ন মিউনিখ | মিউনিখ | বার্লিন অলিম্পিক স্টেডিয়াম | ৬৩,০০০ |
হান্সা রস্টক | রস্টক | অস্টসি স্টেডিয়াম | ২৫,৮৫০ |
শালকে | গেলজেনকির্খেন | পার্ক স্টেডিয়াম | ৭০,০০০ |
জাংকট পাওলি | হামবুর্গ | মিলার্ন্টর স্টেডিয়াম | ২০,৫৫০ |
স্টুটগার্ট | স্টুটগার্ট | গটলিয়েব ডাইমলার স্টেডিয়াম | ৫৩,৭০০ |
বায়ার ০৫ উরডিঙ্গেন | ক্রেফেল্ড | গ্রটেনবুর্গ স্টেডিয়াম | ৩৪,৫০০ |
পয়েন্ট তালিকা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বরুসিয়া ডর্টমুন্ড (C) | ৩৪ | ১৯ | ১১ | ৪ | ৭৬ | ৩৮ | +৩৮ | ৬৮ | চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে উত্তীর্ণ | ||
২ | বায়ার্ন মিউনিখ | ৩৪ | ১৯ | ৫ | ১০ | ৬৬ | ৪৬ | +২০ | ৬২ | উয়েফা কাপের প্রথম পর্বে উত্তীর্ণ | ||
৩ | শালকে | ৩৪ | ১৪ | ১৪ | ৬ | ৪৫ | ৩৬ | +৯ | ৫৬ | |||
৪ | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ৩৪ | ১৫ | ৮ | ১১ | ৫২ | ৫১ | +১ | ৫৩ | |||
৫ | হামবুর্গার | ৩৪ | ১২ | ১৪ | ৮ | ৫২ | ৪৭ | +৫ | ৫০ | |||
৬ | হান্সা রস্টক | ৩৪ | ১৩ | ১০ | ১১ | ৪৭ | ৪৩ | +৪ | ৪৯ | |||
৭ | কার্লস্রুহার | ৩৪ | ১২ | ১২ | ১০ | ৫৩ | ৪৭ | +৬ | ৪৮ | ইন্টারটোটো কাপের গ্রুপ পর্বে উত্তীর্ণ[lower-alpha 1] | ||
৮ | ১৮৬০ মিউনিখ | ৩৪ | ১১ | ১২ | ১১ | ৫২ | ৪৬ | +৬ | ৪৫ | |||
৯ | ভেয়ার্ডার ব্রেমেন | ৩৪ | ১০ | ১৪ | ১০ | ৩৯ | ৪২ | −৩ | ৪৪ | |||
১০ | স্টুটগার্ট | ৩৪ | ১০ | ১৩ | ১১ | ৫৯ | ৬২ | −৩ | ৪৩ | |||
১১ | ফ্রাইবুর্গ | ৩৪ | ১১ | ৯ | ১৪ | ৩০ | ৪১ | −১১ | ৪২ | |||
১২ | কলন | ৩৪ | ৯ | ১৩ | ১২ | ৩৩ | ৩৫ | −২ | ৪০ | |||
১৩ | ফর্টুনা ডুসেলডর্ফ | ৩৪ | ৮ | ১৬ | ১০ | ৪০ | ৪৭ | −৭ | ৪০ | |||
১৪ | বায়ার লেভারকুজেন | ৩৪ | ৮ | ১৪ | ১২ | ৩৭ | ৩৮ | −১ | ৩৮ | |||
১৫ | জাংকট পাওলি | ৩৪ | ৯ | ১১ | ১৪ | ৪৩ | ৫১ | −৮ | ৩৮ | |||
১৬ | কাইজারস্লাউটার্ন (R) | ৩৪ | ৬ | ১৮ | ১০ | ৩১ | ৩৭ | −৬ | ৩৬ |
| ||
১৭ | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট (R) | ৩৪ | ৭ | ১১ | ১৬ | ৪৩ | ৬৮ | −২৫ | ৩২ | ২. বুন্দেসলিগায় অবনমিত | ||
১৮ | উরডিঙ্গেন (R) | ৩৪ | ৫ | ১১ | ১৮ | ৩৩ | ৫৬ | −২৩ | ২৬ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) স্বপক্ষে গোল।
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
- হান্সা রস্টক ইন্টারটোটো কাপের জন্য আবেদন না করায় তাদের বরাদ্দকৃত স্থানটি দশম স্থান অধিকারী স্টুটগার্টকে প্রদান করা হয়েছিল।
- পয়েন্ট তালিকায় তৃতীয় সর্বনিম্ন স্থান অধিকার করে অবনমিত হওয়ার পর কাইজারস্লাউটার্ন ১৯৯৬–৯৭ ডিএফবি-পোকাল জয়লাভ করেছিল; যার ফলে তারা এইভাবে ইন্টারটোটো কাপে উত্তীর্ণ হয়েছিল।
ফলাফল
শীর্ষ গোলদাতা
অবস্থান | খেলোয়াড় | ক্লাব | গোল |
---|---|---|---|
১ | ফ্রেডি বোবিচ | স্টুটগার্ট | ১৭ |
২ | শন ডান্ডি | কার্লস্রুহার | ১৬ |
৩ | জিওভানে এলবের | স্টুটগার্ট | |
৪ | ইয়ুর্গেন ক্লিন্সমান | বায়ার্ন মিউনিখ | |
৫ | মার্তিন দাহলিন | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ১৫ |
৬ | মাইকেল সর্ক | বরুসিয়া ডর্টমুন্ড | |
৭ | ওলাফ বোডেন | ১৮৬০ মিউনিখ | ১৪ |
৮ | হারাল্ড স্পোরল | হামবুর্গার | |
৯ | হারি ডেখেইভার | ফ্রাইবুর্গ | ১১ |
১০ | এরিক মেইয়ার | উরডিঙ্গেন |
তথ্যসূত্র
- "Schedule Round 1"। DFB। ৮ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Archive 1995/1996 Round 34"। DFB। ৮ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Werder Bremen - Fortuna Düsseldorf 1:1 (Bundesliga 1995/1996, 1. Round)"। worldfootball.net। ৭ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২।
- Grüne, Hardy (২০০১)। Enzyklopädie des deutschen Ligafußballs, Band 7: Vereinslexikon (জার্মান ভাষায়)। Kassel: AGON Sportverlag। আইএসবিএন 3-89784-147-9।
বহিঃসংযোগ
- ডিএফবি আর্কাইভে ১৯৯৫–৯৬ বুন্দেসলিগা (জার্মান)