১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপ দলসমূহ

৯ অক্টোবর-৮ নভেম্বর, ১৯৮৭ তারিখ পর্যন্ত ভারত-পাকিস্তানে যৌথভাবে অনুষ্ঠিত ১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮টি দলের খেলোয়াড়দের তালিকা গ্রুপ অনুযায়ী নিম্নে তুলে ধরা হলো:-

গ্রুপ এ

 অস্ট্রেলিয়া

অ্যালান বর্ডার (অঃ), ডেভিড বুন, গ্রেগ ডায়ার (উইঃ), ডিন জোন্স, জিওফ মার্শ, টিম মে, ক্রেগ ম্যাকডারমট, টম মুডি, সাইমন ও’ডনেল, ব্রুস রিড, পিটার টেলর, মাইক ভেলেটা, স্টিভ ওয়াহ, অ্যান্ড্রু জেসার্স

 ভারত

কপিল দেব (অঃ), মোহাম্মদ আজহারউদ্দীন, রজার বিনি, সুনীল গাভাস্কার, মনিন্দার সিং, কিরণ মোরে (উইঃ), চন্দ্রকান্ত পণ্ডিত, মনোজ প্রভাকর, চেতন শর্মা, রবি শাস্ত্রী, নভজ্যোৎ সিং সিধু, লক্ষ্মণ শিবরামকৃষ্ণান, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, দিলীপ বেঙ্গসরকার, শচীন তেন্ডুলকর (দ্বাদশ ব্যক্তি)

 নিউজিল্যান্ড

জেফ ক্রো (অঃ), স্টিফেন বুক, জন ব্রেসওয়েল, ইয়ান চ্যাটফিল্ড, মার্টিন ক্রো, ফিল হর্ন, অ্যান্ড্রু জোন্স, ড্যানি মরিসন, দীপক প্যাটেল, কেন রাদারফোর্ড, ইয়ান স্মিথ (উইঃ), মার্টিন স্নেডেন, উইলি ওয়াটসন, জন রাইট

 জিম্বাবুয়ে

জন ট্রাইকোস (অঃ), কেভিন আরনট, এডো ব্রান্ডেস, রবিন ব্রাউন, ইয়ান বুচার্ট, কেভিন কারেন, ডেভিড হটন (উইঃ), ম্যালকম জার্ভিস, বাবু মেমান, গ্র্যান্ট প্যাটারসন, অ্যান্ড্রু পাইক্রফট, পিটার রসন, আলী শাহ, অ্যান্ডি ওয়ালার

গ্রুপ বি

 ইংল্যান্ড

মাইক গ্যাটিং (অঃ), বিল অ্যাথে, ক্রিস ব্রড, ফিলিপ ডিফ্রিটাস, পল ডাউনটন (উইঃ), জন অ্যাম্বুরি, নিল ফস্টার, গ্রাহাম গুচ, এডি হেমিংস, অ্যালান ল্যাম্ব, ড্যারেক প্রিঙ্গল, টিম রবিনসন, গ্লাডস্টোন স্মল

 পাকিস্তান

ইমরান খান (অঃ), আবদুল কাদির, ইজাজ আহমেদ, জাভেদ মিয়াঁদাদ, মনসুর আখতার, মঞ্জুর এলাহী, মুদাসসর নজর, রমিজ রাজা, সেলিম জাফর, সেলিম মালিক, সেলিম ইউসুফ (উইঃ), শোয়েব মোহাম্মদ, তৌসিফ আহমেদ, ওয়াসিম আকরাম

 শ্রীলঙ্কা

দিলীপ মেন্ডিস (অঃ), ডন অনুরাসিরি, অশান্ত ডিমেল, অরবিন্দ ডি সিলভা, রয় ডায়াস, অশঙ্কা গুরুসিনহা, শ্রীধরন জগন্নাথন, বিনোদন জন, ব্রেন্ডন কুরুপ্পু (উইঃ), রঞ্জন মাদুগালে, রোশন মহানামা, অর্জুনা রানাতুঙ্গা, রুমেশ রত্নায়েকে, রবি রত্নায়েকে

 ওয়েস্ট ইন্ডিজ

ভিভ রিচার্ডস (অঃ), এলডিন ব্যাপটিস্ট, উইনস্টন বেঞ্জামিন, কার্লাইল বেস্ট, জেফ ডুজন (উইঃ), রজার হার্পার, ডেসমন্ড হেইন্স, কার্ল হুপার, গাস লোগি, প্যাট্রিক প্যাটারসন, রিচি রিচার্ডসন, ফিল সিমন্স, কোর্টনি ওয়ালশ

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.