১৯৮৬ শীতকালীন এশিয়ান গেমস
১৯৮৬ শীতকালীন এশিয়ান গেমস হল একটি বহু ক্রীড়া প্রতিযোগিতা যা এশিয়ান শীতকালীন গেমসের ১ম আসর হিসাবে ১৯৮৬ সালের ১ মার্চ থেকে ৮ মার্চ জাপানে সাপ্পোরোতে অনুষ্ঠিত হয়।[1] এশিয়ার বহু ক্রীড়া প্রতিযোগিতা এশিয়ান গেমসের শীতকালীন সংস্করনের প্রস্তাব প্রথম করে, ১৯৮২ সালে জাপানি অলিম্পিক কমিটি। এবং সেই সাথে ১৯৭২ শীতকালীন অলিম্পিক সফলভাবে আয়োজনের পূর্ব অভিজ্ঞতা ও অবকাঠামো থাকায়, ১৯৮৪ সালে সিউলে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের সাধারণ সভায় জাপানের সাপ্পোরোতে প্রথম এশিয়ান শীতকালীন গেমস আয়োজনের সিদ্ধান্ত হয়।[2]
১ম শীতকালীন এশিয়ান গেমস | |
---|---|
স্বাগতিক শহর | সাপ্পোরো, জাপান |
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৭ |
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ২৯৩ |
উদ্বোধনী অনুষ্ঠান | ১ মার্চ |
সমাপ্তি অনুষ্ঠান | ৮ মার্চ |
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | ফাহাদ আল সাবাহ |
এতে ৭টি ক্রীড়ায় ৩৫ টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যাতে ৭টি দেশের ৪৩০ জন প্রতিযোগি অংশ নেয়।[3]
ক্রীড়াসমুহ
১৯৮৬ এশিয়ান শীতকালীন গেমসে ৪টি ক্রীড়া ৭টি বিভাগে ৩৫ টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
- আলপাইন স্কিং (৪) (বিশদ)
- বায়াথলন (৩) (বিশদ)
- ক্রস-কান্ট্রি স্কিং (৬) (বিশদ)
- ফিগার স্কেটিং (৪) (বিশদ)
- আইস হকি (১) (বিশদ)
- শর্ট ট্রাক স্পীড স্কেটিং (৮) (বিশদ)
- স্পীড স্কেটিং (৯) (বিশদ)
- নমুনা প্রদর্শিত ক্রীড়া
- স্কী জাম্পিং (১) (বিশদ)
অংশগ্রহণকারী দেশসমূহ
১৯৮৬ এশিয়ান শীতকালীন গেমস ৭টি দেশের ৪৩০ জন প্রতিযোগি অংশ নেয়।
- চীন (৬৩)
- হংকং (৪)
- ভারত (১৪)
- জাপান (৯২)
- মঙ্গোলিয়া (৪)
- উত্তর কোরিয়া (৫১)
- দক্ষিণ কোরিয়া (৬৫)
পদক তালিকা
স্বাগতিক জাতি
১ | জাপান (JPN) | ২৯ | ২৩ | ৬ | ৫৮ |
২ | চীন (CHN) | ৪ | ৫ | ১২ | ২১ |
৩ | দক্ষিণ কোরিয়া (KOR) | ১ | ৫ | ১২ | ১৮ |
৪ | উত্তর কোরিয়া (PRK) | ১ | ২ | ৫ | ৮ |
Total | ৩৫ | ৩৫ | ৩৫ | ১০৫ |
---|
তথ্যসূত্র
- World of Chinese Stamps and Philatelic Items ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ ডিসেম্বর ২০০৬ তারিখে (ইংরেজি ভাষায়)
- 1st Winter Asian Games - Olympic Council of Asia's Official Website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ ডিসেম্বর ২০০৬ তারিখে (ইংরেজি ভাষায়)
- AWAGOC News ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে (ইংরেজি ভাষায়)