১৯৮৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল

১৯৮৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল ছিল ১৯৮৬ ফিফা বিশ্বকাপের শেষ এবং নির্ধারণী খেলা, যা মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালের ২৯ জুন মেক্সিকো সিটির ইস্তাদিও অ্যাজতেকায় খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় স্টেডিয়ামে উপস্থিত দর্শক সংখ্যা ছিল ১১৪,৬০০। খেলাটি অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা এবং পশ্চিম জার্মানির মধ্যে। সাধারণ সময়ের মধ্যেই ৩–২ গোলের ব্যবধানে খেলায় জয় লাভ করে আর্জেন্টিনা।

১৯৮৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল
প্রতিযোগিতা১৯৮৬ ফিফা বিশ্বকাপ
তারিখ২৯ জুন ১৯৮৬
মাঠইস্তাদিও অ্যাজতেকা, মেক্সিকো সিটি
রেফারিরমুয়াল্দো আরপ্পি ফিলিও (ব্রাজিল)
দর্শক সংখ্যা১১৪,৬০০

খেলার সারমর্ম

হোসে লুইস ব্রাউন খেলার ২৩তম মিনিটে আর্জেন্টিনার পক্ষে প্রথম গোল করেন এবং প্রথমার্ধের শেষ পর্যন্ত স্কোর ছিল ১–০। বিরতির পর, হোর্হে ভ্যালদানো গোল করে আর্জেন্টিনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যান। ৭৪তম মিনিটে কার্ল-হাইন্ৎস রুমেনিগে পশ্চিম জার্মানির পক্ষে একটি গোল পরিশোধ করেন। ৮০তম মিনিটে রুডি ফোলার গোল করে পশ্চিম জার্মানিকে সমতায় ফেরান। যদিও দিয়েগো মারাদোনাকে পুরো খেলায় দারুণভাবে চিহ্নিত করে রাখা হয়, তার একটি দূর্দান্ত পাসকে গোলে পরিণত করেন হোর্হে বুরুচাগা, যা আর্জেন্টিনাকে ৩–২ ব্যবধানে এগিয়ে নিয়ে যায়। খেলার শেষ বাঁশি বাজা পর্যন্ত এই স্কোর বহাল থাকে এবং আর্জেন্টিনা দ্বিতীয়বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ৬টি হলুদ কার্ড দেখানো হয়, যা ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত একটি রেকর্ড ছিল।

খেলার তথ্য

আর্জেন্টিনা ৩–২ পশ্চিম জার্মানি
ব্রাউন গোল ২৩'
ভ্যালদানো গোল ৫৬'
বুরুচাগা গোল ৮৪'
প্রতিবেদন রুমেনিগে গোল ৭৪'
ফোলার গোল ৮১'
দর্শক সংখ্যা: ১১৪,৬০০
রেফারি: রমুয়াল্দো আরপ্পি ফিলিও (ব্রাজিল)
আর্জেন্টিনা
পশ্চিম জার্মানি
গো১৮নেরি পুম্পিদোহলুদ কার্ড ৮৫'
সুহোসে লুইস ব্রাউন
সে.ব্যাহোসে কুসিফো
সে.ব্যা১৯অস্কার রুগেরি
ডি.মিসার্জিও বাতিস্তা
রা.মি১৪রিকার্দো গিউস্তি
সে.মিহোর্হে বুরুচাগা৯০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০'
সে.মি১২হেক্তর এনরিকেহলুদ কার্ড ৮১'
লে.মি১৬হুলিও অলার্তিকোইকিহলুদ কার্ড ৭৭'
সে.স্ট্রা১০দিয়েগো মারাদোনা ()হলুদ কার্ড ১৭'
সে.ফ১১হোর্হে ভ্যালদানো
বদলি:
মি২১মার্সেলো ত্রবিয়ানি৯০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০'
ম্যানেজার:
কার্লোস বিলার্দো
গোহারাল্ড স্কুমাচের
সু১৭ডিটমার জ্যাকবস
সে.ব্যাকার্লহাইন্ৎস ফর্সটার
সে.ব্যাহ্যান্স-পিটার ব্রিগেলহলুদ কার্ড ৬২'
রা.উ.ব্যা১৪থমাস বের্টহোল্ড
লে.উ.ব্যাআন্ড্রেয়াস ব্রেহমে
সে.মিনরবার্ট এডের
সে.মিলোথার মাথেউসহলুদ কার্ড ২১'
অ্যা.মি১০ফেলিক্স মাগাথ৬৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৫'
সে.ফ১১কার্ল-হাইন্ৎস রুমেনিগে ()
সে.ফ১৯ক্লাউস আলোফস৪৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৫'
বদলি:
রুডি ফোলার৪৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৫'
২০ডিয়েটের হোয়েনেস৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
ম্যানেজার:
ফ্রাঞ্জ বেকেনবাউয়ের

সহকারী রেফারি:
এরিক ফ্রেডরিকসন (সুইডেন)
বের্নি উলোয়া মরেরা (কোস্টা রিকা)

খেলার আইন:

  • ৯০ মিনিট
  • ৩০ মিনিট অতিরিক্ত-সময় যদি প্রয়োজনীয় হয়
  • পেনাল্টি শুট-আউট যদি তখনও খেলায় সমতা থাকে
  • পাঁচটি খেলোয়াড় বদলি, যার মধ্যে দুইটি ব্যবহার হয়েছে

তথ্যসূত্র

    টেমপ্লেট:১৯৮৬ ফিফা বিশ্বকাপ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.