১৯৮১-৮২ ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
ইংল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ফেব্রুয়ারি, ১৯৮২ সালে শ্রীলঙ্কা গমন করে। এ সফরে দুইটি একদিনের আন্তর্জাতিক ও একটি টেস্ট খেলা অন্তর্ভুক্ত ছিল। ঐ বছরের পূর্বে শ্রীলঙ্কা দল টেস্ট খেলার মর্যাদা পায়। এটিই তাদের প্রথম টেস্ট খেলায় অংশগ্রহণ ছিল। এ উপলক্ষ্যে শ্রীলঙ্কায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। স্মারকসূচক স্ট্যাম্প ও মুদ্রা প্রকাশ করা হয়।
১৯৮১-৮২ ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
ইংল্যান্ড | শ্রীলঙ্কা | ||
তারিখ | ১৭ ফেব্রুয়ারি, ১৯৮২ – ২১ ফেব্রুয়ারি, ১৯৮২ | ||
অধিনায়ক | কিথ ফ্লেচার | বান্দুলা ওয়ার্নাপুরা | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | ডেভিড গাওয়ার ১৩১ | রয় ডায়াস ৭৭ | |
সর্বাধিক উইকেট | ডেরেক আন্ডারউড ৮ | অশান্ত ডিমেল ৫ | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয় | ||
সর্বাধিক রান | গ্রাহাম গুচ ১৩৮ | সিদাথ ওয়েতিমুনি ১৩২ | |
সর্বাধিক উইকেট | ইয়ান বোথাম ৪ | অশান্ত ডিমেল ৬ |
ইংল্যান্ড প্রথম ওডিআইয়ে জয়লাভ করে ও দ্বিতীয় খেলায় স্বাগতিক দল জয় পেলে শ্রীলঙ্কাবাসী আনন্দের জোয়ারে মেতে উঠে। এছাড়াও শ্রীলঙ্কা দল একমাত্র টেস্টে বেশ ভালো খেলে। কিন্তু, চূড়ান্ত দিনে ব্যাটিং মেরুদণ্ড ভেঙে পড়লে সফরকারী ইংরেজ দল ৭ উইকেট জয় তুলে নেয়।
প্রেক্ষাপট
১৯৮১ সালে শ্রীলঙ্কা দল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণাঙ্গ সদস্যের মর্যাদাপ্রাপ্ত হয়। এরফলে দলটি অষ্টম টেস্ট দলে পরিণত হয়।[1]
ফেব্রুয়ারি, ১৯৮২ সালে অনুষ্ঠিত ঐ টেস্টটি উদ্বোধনী টেস্টরূপে পরিগণিত হয়। ফলশ্রুতিতে, এ সফরকে ঘিরে শ্রীলঙ্কায় বেশ প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। স্মারকসূচক স্ট্যাম্প ও মুদ্রা প্রকাশ করা হয়। উৎসবের আয়োজন করা হয়। এমনকি খেলার দিন দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখার পরিকল্পনা নেয়া হয়েছিল। বেশ কয়েকটি মাঠকে সুসজ্জিত করাসহ আধুনিকায়ন করা হয়। দ্বিতীয় একদিনের খেলায় শ্রীলঙ্কা জয় পেলে দর্শকেরা পিচে এলাকায় ঢুকে পড়ে ও স্ট্যান্ডে আতশবাজি পুড়ায়। সারারাত উৎসব মুখরিত পরিবেশ বিরাজ থাকে। তবে, প্রত্যাশার তুলনায় টেস্টে দর্শক সমাগম তুলনামূলকভাবে কম হয়েছিল। খেলার শুরুতে প্রায় ১০০০০ দর্শকের সমাগম হয়। এরজন্যে মূলতঃ উচ্চমূল্যের টিকিট বিক্রয় ও টেলিভিশনে সম্প্রচারজনিত কারণে হয়েছিল। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি জে. আর. জয়েবর্ধনে ও সরকারের কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।[2]
ভারত সফর শেষে এ দ্বীপপুঞ্জে পদার্পণ করে ইংরেজ দল। ৯ ফেব্রুয়ারি, ১৯৮২ তারিখে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে তিনদিনের খেলায় অংশ নেয়। ক্যান্ডির অ্যাসগিরিয়া স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় ও ড্রয়ে পরিণত হয়েছিল।[3] পরবর্তীকালে, ২০০৬ সালে প্রথম টেস্টে অংশগ্রহণের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে শ্রীলঙ্কায় উৎসবের আয়োজন করা হয়।[4]
ওডিআই সিরিজ
প্রথম ওডিআই
দ্বিতীয় ওডিআই
টেস্ট সিরিজ
একমাত্র টেস্ট
তথ্যসূত্র
- "Sri Lanka: Member profile"। International Cricket Council। ২৫ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১০।
- Williamson, Martin। "The birth of a nation"। Cricinfo.com। ৪ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১০।
- "Sri Lanka Board President's XI v England XI (1981/82)"। Cricket Archive। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১০।
- Thawfeeq, Sa'adi (৩১ জুলাই ২০০৬)। "Sri Lanka to celebrate 25 years of ICC full membership"। Cricinfo.com। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১০।